নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

বছরের প্রথম বৃষ্টি

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১


সারাফ ভালোবেসে সুমিকে বিয়ে করেছে। সেই কলেজ লাইফের প্রেম। বিয়ের পর ছোট একটা ছিমছাম বাসা নিয়ে খুব আনন্দেই দিন কাটছিলো। সারাফ অফিস থেকে বাসায় ফিরতে সুমির জন্য বেলিফুলের মালা নিয়ে আসে। সুমি সেই মালা চুলে গুঁজে সারাফকে নিয়ে কোথাও না কোথাও বেড়াতে বের হয়।
আকাশ একটু মেঘলা হলেই দু'জনের আর আনন্দ ধরে না। তাদের বিয়ের পর, বছরের প্রথম বৃষ্টি হবে। ইচ্ছামত তারা বৃষ্টিতে ভিজবে, এই অপেক্ষায় আছে।

সুমির মা অসুস্থ, ভাই এসে সুমিকে নিয়ে গেছে বাবার বাড়ী। বাবার বাড়ী কাছেই দশ টাকা রিকশা ভাড়া, হেটেও যাওয়া যায়।

আজ সারাফ অফিস থেকে বাসায় ফিরে একদম একা। সুমি ছাড়া একা-একা তার যেন আর ভালো লাগছে না, ভাবছে একফাঁকে সুমিদের বাড়ী গিয়ে আসবে।
হঠাৎ রাত আট'টার দিকে আকাশ অন্ধকার করে ঝড় উঠলো।
সারাফ অনভ্যস্ত হাতে খোলা জানালা বন্ধ করতে করতে, ধুলা আর বৃষ্টির পানি দিয়ে ঘর সয়লাব। ধুলা আর পানি পরিষ্কার করতে করতেই ঝপ করে ইলেক্ট্রিসিটি চলে গেলো।
এতোদিন শীতকাল ছিলো তাই ইলেক্ট্রিসিটি না যাওয়ায় চার্জলাইট, টর্চলাইট, মোম কিছুই হাতের কাছে নেই, কোনোকিছুতে চার্জও নেই। সম্বল শুধু মোবাইলের লাইট, এই লাইটে কোনমতে ঘর পরিষ্কার করলো।
খেতে বসে মোবাইলের চার্জও শেষ, না দেখেই কোনমতে খাওয়া শেষ করলো সারাফ। ভাগ্যিস সুমি আজ খাবারের ম্যানুতে মাছ রাখেনি, নাহয় একটা কাঁটাতো নির্ঘাত গলায় বিঁধতো।
এমন ঝড়ে ইলেক্ট্রিসিটি গেলে, একদিনেও আসে না। আজ রাতে আসবে, এমনটা আশা করা বৃথা....।
সারাফ অন্ধকার হাতড়ে বিছানায় গেলো। ইলেক্ট্রিক কয়েল আসার পর, মশারি টানানো যেন ভুলেই গেছে। ফ্যান চললে হয়তো মশার উপদ্রব কমতো......
মশারি ছাড়া শোয়ার পর, মশারা সারাফের পুরো ব্যান্ড বাজিয়ে দিলো। একদিকে গরম লাগছে, অন্যদিকে মশারা বাজনা ছাড়া কত রকমের গান আর সাথে সুঁচ ফোটাচ্ছে.....
মোবাইলেও চার্জ নেই যে, সুমির সাথে প্রেমালাপ করে টাইম পাস করবে।

বাইরে তুমুল ঝড়বৃষ্টি চলছে, বছরের প্রথম বৃষ্টি, সারাফ-সুমির কত কাঙ্ক্ষিত বৃষ্টি অথচ একা-একা হওয়ায় অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হয়ে গেল।
এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির জন্য অপ্রস্তুত সারাফ ভোরের অপেক্ষা করছে। এতো তাড়াতাড়ি কি আর ভোর হয়?? ভোর তো ভোরের নিয়মেই হবে..!!

বিছানায় শুয়ে সারাফ মনে মনে ভাবছে, আমরা আজকাল কতটা প্রযুক্তি নির্ভয় হয়ে গেছি!!! ইলেক্ট্রিসিটি, ফ্যান, মশার কয়েল, মোবাইল, সব কিছুতেই প্রযুক্তির কাছে জিম্মি হয়ে গেছি।

সারাফের তার ছোটবেলার কথা মনে পড়ছে...মায়ের কথা মনে পড়ছে। সন্ধ্যা হলেই মা সব ভাই-বোনদের হাতমুখ ধুঁইয়ে হারিকেন দিয়ে পড়তে বসাতেন।
আরেকটা হারিকেন নিয়ে রান্না ঘরে রান্না বসাতেন, এই হারিকেনই ছিলো সব। রাতে বাবা বাড়ী ফিরলে, সবাইকে পাটি বিছিয়ে ভাত বেড়ে দিতেন, ভাত খেতে বসলে মা তাল পাতার পাখা দিয়ে বাতাস দিতেন।
খাওয়া শেষ হলে বাবা উঠোনে পাটি বিছিয়ে শুয়ে শুয়ে জোস্নার আলোতে গল্প শুনাতেন। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেলে, বাবা কোলে করে বিছানায় মশারি খাটিয়ে ঘুম পাড়াতেন। মা রান্নাঘরে থালাবাটি টুংটাং করে রাতের কাজ শেষ করতেন।
আহারে, কি দিন ছিলো!!! কোথায় ইলেক্ট্রিসিটি, ফ্যান, মোবাইল কোথায় প্রযুক্তি....? তবু কত আনন্দের দিন ছিলো....!!!

সারাফ দরজার ঠকঠক আওয়াজে ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরে এলো।
সারারাতের নির্ঘুম চোখ নিয়ে দরজা খুলে সারাফ অবাক.......!!!

বিয়ের প্রথম বৃষ্টিতে সারাফকে নিয়ে একসাথে বৃষ্টি ভেজার জন্য যে সুমির এতো অপেক্ষা, সেই সুমি আজ কাকভেজা হয়ে দরজায় দাঁড়িয়ে। সারাফকে জড়িয়েই হাউমাউ করে কেঁদে উঠলো.......
সারাফকে সারারাত মোবাইলে না পেয়ে, বিপদ হয়েছে ভেবে, ভোরের আলো ফোটার সাথে সাথে সুমি চলে এসেছে।

সুমিকে পেয়ে সারাফের মনে আনন্দের সুর বেজে উঠলো,

"বৃষ্টি মোরে ভিখারি করেছে...
তোমারে করেছে কাকভেজা রানী....!!"

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

তারেক_মাহমুদ বলেছেন: গাড়িতে জ্যামে বসে আছি বাইরে তুমুল ঝড় বৃষ্টি, গাছ ভেঙ্গে পড়ে অনেক রাস্তা বন্দ হয়ে আছে তখনি আপনার এই বাহ বাহ ভাল কম্বিনেশন।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ ।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:

গল্পের শুরুটা হতে হয় পাঠককে টানার মতো; আপনার গল্পটা বেশী পাঠককে টানতে পারেনি এখন অবধি, এক্সপেরিমেন্ট করুন।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ । সামনে থেকে চেষ্টা করবো ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

কাওসার চৌধুরী বলেছেন:


পড়লাম, ঠিক আছে। লেখতে লেখতে ভাল হবে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: পড়লাম। গল্প মনে হলো না। মনে হলো বাস্তব কাহিনি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হাউ সুইট !!!
ভালো লেগেছে :)

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

খাঁজা বাবা বলেছেন: হাহাহাহ
কবিতা টা ভাল লাগল

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.