নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

মা থেকে আমি

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২



হঠাৎ কিছু জটিলতায় তৃতীয় বাচ্চার সময় জরুরীভাবে সিজার করতে হচ্ছে। মা বাচ্চার হার্টবিট কমে আসছে।
আমার জন্য দোতলায় ও.টি রুম রেডি করা হচ্ছে, এনেস্থিসিয়া, ডাক্তার ও সার্জন সব রেডি হচ্ছেন। নার্সরা সিজারের ছুরিকাঁচি নিয়ে দৌড়াদৌড়ি করছেন, হসপিটালের আয়া'রা আমাকে ও.টি ড্রেস পরাতে আসছে।
ওয়ার্ডবয় আমাকে নেওয়ার জন্য স্ট্রেচার আনতে গেছে, ওয়ার্ডবয়ের দেরী দেখে আমি নিজেই দোতলায় ওটির দিকে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াচ্ছি কারণ আমার যে সময় নাই......!

আমার পেটের বাচ্চাটা যেন বলছে, "মাগো," আমার কষ্ট হচ্ছে... আমাকে বাচাও...!" এতদিন তো তোমার পেটের ভিতর ভালই ছিলাম, ডিগবিজি দিয়ে খেলা করতাম। রাতে তুমি আমাকে গল্প শুনাতে শুনাতে ঘুমিয়ে যেতে, আর আমি অপেক্ষায় থাকতাম বাকী গল্প শুনার।
মাগো, এতো দিন তো ভালই ছিলাম, আজ কেনো এতো কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি তোমার কাছ যেনো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মাগো তুমিই তো বলতে, তোমার পৃথিবী নিষ্ঠুর!!!
আমি তোমার নিষ্ঠুর পৃথিবীতে আসতে চাই না। আমি তোমার পেটের ভেতরেই ডিগবাজি খেয়ে খেলতে চাই। মাগো আমাকে বাচাঁও, আমার কষ্ট হচ্ছে.......!

পিছনে আমার দুই বাচ্চা মা মা ডাকছে, পেটের সন্তানটাকে বাচানোর ব্যস্ততায়, ঘাড় ফিরিয়ে বাচ্চা দুইটার দিকে ফিরেও তাকাচ্ছি না। বাচ্চা দুইটার মাথায় একটু হাত বুলিয়ে আদরও করলাম না, যদি দেরী হয়ে যায়।
শুধু মনে মনে বলছি,"আমি ফিরে আসবো, তোদের জন্য ফিরে আসবো...!

আমার ব্লিডিং হচ্ছে তবু আমি আমার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াচ্ছি। কারণ আমি মা........!
ও.টি রুমে ঢুকার পর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি বুকের উপর ক্যাঙ্গারুর মতো একটা বাচ্চা অবাক দৃষ্টিতে চোখ পিট পিট করে আমাকে দেখছে। হয়তো পেটে থাকতে যে গল্পগুলো শুনতো, সেই গল্পগুলোর বাকি অংশ শুনার অপেক্ষা করছে....!!!!

বাচ্চারা একটা হাঁচি দিলেও টাওয়েল পেঁচিয়ে দৌড়ে ডাক্তারের কাছে গিয়েছি। কারো অপেক্ষা করিনি।
কারণ, আমি মা........!

হাঁটিহাঁটি পায়ে স্কুলে ভর্তি করেছি। প্রথম যেদিন বাচ্চাদের স্কুলের ভ্যানে তুলে দিলাম বুকটা হু হু করে উঠলো, আমার সন্তানকে সুশিক্ষিত করতে নতুন পরিবেশে পাঠিয়ে দিচ্ছি। বুকটা হু হু করছে, চোখের পানি আটকে রেখে হাত নেড়ে বিদায় দিলাম।
কারণ, আমি মা......!
তিল তিল করে বড় করলাম সন্তানদের, কারন তখন আমি শুধুই মা.........!

মেয়ের হোস্টেল থেকে ফোন এসেছে, ফ্যানে লেগে মেয়ের হাত কেটে গেছে। চারটা সেলাই লেগেছে.......!
আহারে!!! আমার মেয়ের কত কষ্ট হচ্ছে।
ট্রেন ছেড়ে দিচ্ছে, আমি দৌড়ে ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আছি। যাত্রীরা বলছেন, আরে পড়ে যাবেনতো!!! আমি পড়ব না, আমাকে যে আমার মেয়েকে দেখতে যেতেই হবে....
কারন আমি মা........!
তিল তিল করে সন্তানদের বড় করলাম, কারন তখন আমি শুধুই মা.......!

একদিন আমার ছেলেমেয়ে আমার একটা ফাইল পেয়ে যায়। ফাইলটাতে আমার বিয়ের আগের লেখালেখি করা সব পত্রিকা।
"বিয়ের আগে কত লেখালেখি করতাম বিভিন্ন পত্র-পত্রিকায়, কত প্যান-ফ্রেন্ডের চিঠি, কত পত্রিকা অফিসের সম্মানী!!! সব যেন বিয়ের পর সংসারের ব্যস্ততায় ফাইল-চাঁপা পড়ে যায়...........! "
"হঠাৎ হাত লেগে যাওয়া ফাইলটা আজ আরো একটিবার আমাকে মা থেকে আমি বানিয়ে দিলো।"
ছেলে আমাকে ব্লগ সাইট খুলে দিলো,একটু একটু ব্লগিং করে এখন আমি একজন ছোটখাটো ব্লগার.......!!!
মেয়ে ফেবুতে বিভিন্ন লেখালেখির গ্রুপের সাথে এড করে দিলো। এখন আমি অনলাইন লেখিকা.....!!!
আজ এত বৎসর পর, আমার ছেলে মেয়ের জন্য আমি "মা" থেকে "আমি" হয়ে গেলাম......!

'মা দিবসে' সবাই তাদের মা কে শুভেচ্ছে ভালবাসা জানাচ্ছে, আমার মা বাবা নেই। আজ আমি আমার মা বাবা রুপি ছেলে মেয়েকে' মা দিবসের' শুভেচ্ছা আর
ভালোবাসা জানাই.....।

('মা দিবসের' এই লেখা আমি আমার ছেলে মেয়েকে উৎসর্গ করলাম, যারা আজ আমাকে 'মা 'থেকে 'আমি' বানিয়ে দিয়েছে.........)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন একজন মায়ের আর্তি। লেখাটিতে আবেগ আছে ভালবাসা আছে।ভাল থাকুক আমাদের সব মায়েরা।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ , দুয়া করবেন ।

২| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

নাঈম আশফাক বলেছেন: ভাল থাকুক...সকল মায়েরা

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ , দুয়া করবেন ।

৩| ১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: মা দিবসের চমৎকার একটি লেখা। আপনার সন্তানদের জন্য আশীর্বাদ রইলো।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, দুয়া করবেন।

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:১০

সুমন কর বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম। মা, মা'ই.....

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:০৩

করুণাধারা বলেছেন: লেখাটা পড়ে খুব ভালো লাগলো।

মা, ছেলে, মেয়ে সবার জন্যই মা দিবসের শুভেচ্ছা রইল।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.