নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

গোল বৃত্ত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২


ছোটবেলার কথা মনে পড়ে গেলো।
বাবার এক বন্ধু প্রতি মাসে বাবাকে চিঠি পাঠাতেন।
বাবা চিঠি পড়তেন আর মুচকি মুচকি হাসতেন....!
বাবা একদিন আংকেলের চিঠি আমাকে দেখালেন, চিঠি দেখে আমি তো অবাক.....!

প্রতি দু'লাইন পর পর একটা 'গোল বৃত্ত', "বাবা এই গোল গোল চিহ্ন কি ভাষা....?"
বাবা বললেন," আরে পাগলী এজন্যই তো আমি হাসি, এটা কোন ভাষা না....।
আমার বন্ধু তার প্রতি চিঠিতে লেখে, "আমাকে চিঠি লেখার সময় তার চোখের পানি চিঠিতে পরে, যেখানে যেখানে চোখের পানি পড়েছে সেই যায়গা গুলো চিহ্নিত করার জন্য নাকি সে 'গোল বৃত্ত' দিয়ে দেয়....!"

আংকেল খুব রসিক ছিলেন,আসলে রসিকতা করে এসব করতেন।
তবুও তখনকার দিনে কত আবেগ বন্ধুর জন্য। সারা মাস একটা চিঠির জন্য অপেক্ষা করা, আবার চোখের পানির চিহ্ন দেওয়া...।

আর আমরা এখন কি করি" দু'লাইনের একটা ম্যাসেজ পাঠাই, ইমু বা ম্যাসেঞ্জারে, শুধু টুং করে একটা শব্দ।
কোথায় লম্বা পৃষ্ঠার চিঠি, কোথায় চিঠির অপেক্ষা,কোথায় চোখের পানি......?

তো বাবা কি করলেন, " আংকেলর এবারের চিঠির জবাবে, "বড় একটা পৃষ্ঠায় কিছু না লিখে, পৃষ্ঠা জুড়ে বড় একটা 'গোল বৃত্ত' আঁকলেন।"
নিচে একলাইনে লিখলেন," বন্ধু তোমাকে চিঠি লিখতে বসে, আমার চোখের পানিতে পুরো পৃষ্ঠা ভিজে গেছে.......!"

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

স্রাঞ্জি সে বলেছেন:


সুন্দর.....

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ....

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার :((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ....

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: বিজ্ঞান দিয়েছে বেগ নিয়েছে আবেগ!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সালমা রুহী বলেছেন: নিয়েছে চিঠি, ধন্যবাদ....

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

রোকনুজ্জামান খান বলেছেন: বন্ধুর প্রতি আপনার বাবার সম্পর্ক টা সত্যই সীমাহীন ।
আগে মানুষের মাঝে তেমন যান্ত্রীকতা ছিল না ।
তারা ছিল মাটির মত নরম ,,
আর আমরা নিষ্ঠুরতা দেখতে দেখতে অনেকটাই পাথর হয়ে গেছি ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

সালমা রুহী বলেছেন: আমি ভাবিছি, "আমদের পরের প্রজন্মের জন্য কি রেখে যাবো.....?"

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ.....

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

মিখু হোসাইন তিতু বলেছেন: এর জন্যই তো চিঠির প্রথা উঠে যাচ্ছে..ডাক পিয়নরা মনে করে সুধু কষ্ট করে বৃত্ত বহন করে কি লাভ..
তাই এখন তাদের বাড়ি গিয়ে দরকারি চিঠি সংগ্রহ করতে হয়। =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

সালমা রুহী বলেছেন: প্রযুক্তি কিছু জিনিস কেড়ে নিয়েছে। তার মধ্যে অন্যতম, ঘড়ি, চিঠি, আবেগ, সময়.....! ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.