নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

প্রথম দেখা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২


প্রথম দেখা বলতে বুঝি, প্রেমিক-প্রেমিকা অথবা বন্ধু অথবা স্বামী স্ত্রীর প্রথম দেখাকে।
আমার লেখাটা, আমার প্রথম সন্তানেকে প্রথম দেখা।

বিয়ের মাসেই কনসিভ, আমার কাছে কাঙ্ক্ষিত স্বামীর কাছে অনাকাঙ্ক্ষিত....!
বেশির ভাগ পুরুষ চায় বিয়ের বছরখানেক বউ নিয়ে ঘুরে বেড়াতে। তখন বাচ্চা কাচ্চা নিলে ঝামেলা মনে করে, হাত পা ঝাড়া থাকতে চায়। আমার স্বামীও তার ব্যাতিক্রম ছিলো না।
যা কিছু হোক, আমি গর্ভপাত করাবো না...!
আমার দিন কাটছে, আমার প্রথম সন্তানকে দেখার প্রহর গুনে গুনে।
এক, দুই, তিন, চার পেটে নড়াচড়ার একট অনুভূতি টের পেলাম। এ যেন এক স্বর্গীয় অনুভূতি, মানুষের ভেতর মানুষের প্রানের স্পন্দন...!

ছোট ছোট জামা কাথা সেলাই করছি, প্রতিটি ফোঁড়ে ফোঁড়ে মমতার ছোয়া মিশিয়ে দিচ্ছি। অবসর সময়ে পেটে হাত দিয়ে রুপকথার গল্প বলি, রাজা রাণীর গল্প বলি। ভূত পেত্নীর গল্প বলি না, যদি আমার সোনা ভয় পায়....!
সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম, কিভাবে যেন পা টা পিছলে গেলো.....!

জ্ঞান ফিরলে দেখি আমার হাত নাড়তে পারছি না। হাতে ক্যানোলা লাগানো, উপরে রক্তের ব্যাগ ঝুলছে। পেটটা কেমন খালি খালি লাগছে, কি যেন নেই...!
নার্সকে জিজ্ঞেস করলাম, "আমার কি হয়েছে...?"
নার্স বললেন, "আপনি বাথরুমে পড়ে গিয়েছিলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং আপনার বাচ্চাটাও মারা গেছে..."।
চোখের কোন বেয়ে, বালিশ ভিজছে।

আমার বাচ্চার অনেক আত্নসম্মান, বাবার অনাকাঙ্ক্ষিত হয়ে জন্ম নেয় নি।
পৃথিবীতে আসার আগেই, বিদায় নিয়েছে.....।
নার্সকে বললাম, "একটু দেখাবেন আমাকে....?"
একটু পরে নার্স একটা সিজার ট্রেতে, টিস্যু দিয়ে ঢেকে কি যেন নিয়ে এলো।
সামনে এসে টিস্যু সরাতেই দেখি, চার মাস বয়সী অপরিপূর্ণ ছোট্ট একটা মানব ভ্রুণ।

প্রথম দেখা, "আমার অপরিপূর্ণ প্রথম সন্তান....!"

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

শুভ্র বিকেল বলেছেন: দুঃখিত প্রিয়, এমন অপ্রিয় ঘটনা অহরহ ঘটছে, এ সময় সবার একটু সচেতন হওয়া অতি জরুরি। বেড়ে উঠার প্রতিটি ক্ষণে একজন পুরুষের মনেও ভালবাসার, মায়ার বাধনে আটকে যায়।
অবশ্যই পরবর্তিতে আপনার প্রিয় সন্তানের মুখ দেখব। শুভ কামনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সালমা রুহী বলেছেন: এই ঘটনা অনেক আগের," আলহামদুলিল্লাহ এখন আমি তিন সন্তানের মা...!"
তারপরও না পাওয়া সন্তানের জন্য আজও মন কাঁদে, ধন্যবাদ......

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

লায়নহার্ট বলেছেন: {আমার সেভাবে কিছুই বলার নেই, তবে আমার অনুমান, এটা আপনার জীবনের ঘটনা নয়।
ক্রিয়েটিভ রাইটিং হলে বলবো, লেখাটা অসাধারণ হয়েছে}

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

সালমা রুহী বলেছেন: "এটা আমার জীবনেরই ঘটনা......!"
ধন্যবাদ.....

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ঢাকার লোক বলেছেন: অত্যন্ত দুঃখিত! স্বামীর অনাখাঙ্খিত বলেই এমনটা ঘটেছে মনে করা ভুল, এ একটা দুর্ঘটনা ! আল্লাহ পাক আপনাকে আবারো সুস্থ সুন্দর নেক সন্তান দান করুন !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সালমা রুহী বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, " আল্লাহপাক আমাকে তিনটা সন্তান দান করেছেন...!"
ধন্যবাদ....

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সনেট কবি বলেছেন: বিস্তর বেদনা দায়ক ঘটনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সালমা রুহী বলেছেন: সব মায়ের জন্য দোয়া করবেন," কারো প্রথম সন্তানের, প্রথম দেখা যেন এমন দেখা না হয়....!"

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার পরিচিত এক আন্টির ১৬বছর পর বাচ্চা হওয়ার কথা ছিলো। তিনিও খুব খুশি ছিলেন। সবাইকে তার সেই আনন্দ বুঝাতে কত বেকুলতা। দেখেছি কত সুখি মনে হচ্ছিলো তাকে।।। ১৬বছর।।। ১বা ২দিন নয়। তবে যেদিন বাচ্চাড়া মৃত প্রসব হল সেকি কান্না। পরে একদন চুপ। যেনো কিছু হয়নি। দুঃখে কাঠ। একদম কাঠ। কষ্ট কাকে বলে সেদিন দেখেছি। কেমন ভালো মানুষ গুলো
হাজার কষ্ট বুকে নিয়ে সুখে আছি দেখাতে চায়। পারেনা।।। এটা ব্যাখ্যা করা যায় না। এই জন্য হয়তো চুপ থাকে। ব্যাখ্যা করা গেলে হয়তো উচ্চ শব্দে কান্না করতো। হয়ত বা না।। জানিনা। আমার কাছে ব্যাখ্যা নাই।। তারপর একটি শিশুকে তারা
পালক হিসেবে নিয়েছে। মেয়ে, খুব মা বাবার আদরের। এখন ভালো। মেয়েটিকে কেউ রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছিলো ।।


আজ এক মা সন্তান পেলো আর শিশুটি মা। এটাই বাস্তব।।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

সালমা রুহী বলেছেন: আপনার আন্টির ঘটনা শুনে আমি নিজের কষ্ট ভুলে গেছি, আমি অপরিপূর্ণ সন্তানটাকে ভুলি না। উনি কিভাবে পরিপূর্ণ সন্তানকে ভুলতে পারবেন......

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: সমুদ্র আর পাহাড়ের কাছে গেলে আমার মন যেন কেমন করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

সালমা রুহী বলেছেন: এই দু'টা জায়গা বিশাল, বিশালতা আমাদের মন খারাপ করে দেয়......

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: সালমা রুহী ,



একটি দূর্ঘটনা কিন্তু একটি মায়ের যে ক্রন্দন তা বোধহয় সারা জীবনের ।

মন কেমন করা লেখা ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন.....

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: শুরুতে মুগ্ধ হচ্ছিলাম..... কিন্তু শেষে এসে মন খারাপ হয়ে গেল।
+।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

সালমা রুহী বলেছেন: মুগ্ধ হওয়া জায়গাটা পর্যন্ত ধন্যবাদ.....

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আহমাদ ফখরুদ্দীন শাহীন মুহম্মদ আব্দুল্লাহ বলেছেন: পৃথিবী যে এত সুন্দর তা পৃথিবীতে না আসলে টের পেতাম না!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

সালমা রুহী বলেছেন: আলহামদুলিল্লাহ্‌," পৃথিবীতে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি....!"

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

বাকপ্রবাস বলেছেন: নির্বাক রইলাম

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

সালমা রুহী বলেছেন: শুভ কামনা....

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

কাওসার চৌধুরী বলেছেন:



'‘একফোঁটা চোখের জলে-থাকে যতটুকু নুন
তারও অধিক থাকে ব্যথার আগুন।
শুনেছি ব্যথার আগুন-প্রসব বেদনা থেকে কম হলে
সন্তানের আঘাতে কাঁদে না মা, চোখের জলে।
তাই মায়ের চোখে কুলাদ্রির প্রেম প্রতিভাত হয়
মায়ের শরীরে মিশরীয় মমির খুশবু কথা কয়।’'

কবিতায় একরাশ ভাল লাগা; দারুন এক অনুভব৷++++ শুভ কামনা রইলো আপা ৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

সালমা রুহী বলেছেন: সুন্দর কবিতাটার জন্য ধন্যবাদ, আপনাকে ও শুভ কামনা......

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: আবার আপনার পোষ্টে আসলাম। এসে দেখি মন্তব্যের উত্তর দেন নি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

সালমা রুহী বলেছেন: দেরি হওয়ায় দুঃখিত...

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে কাঁপিয়ে দিলেন শেষটায়!
উফ! সেকি যাতনা!
পৃথিবীর কোন শব্দ তা প্রকাশ করতে সক্ষম নয়।
কোন কবি কবিতায় সে ব্যাথা ফোটাতে পারবেনা!
কোন গায়ক সুরে সে ব্যাথার রেশ তুলতে পারবেনা
কেবল একজন মা
মাই পারবেন অনুভব করতে -যাতনা কাহারে কয়!

অনাগাত ছোট্ট মানুষটির জন্য শুভকামনা রইল।

+++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

সালমা রুহী বলেছেন: আমার না বলা সব কিছু বলে দিলেন, ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই......

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সীমাহীন বেদনার স্মৃতি। সমবেদনা জ্ঞাপন করছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সালমা রুহী বলেছেন: আপনার জন্য আমার শুভ কামনা......

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ আপনার কোল পূর্ন করুক
দোয়া থাকলো ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সালমা রুহী বলেছেন: আল্লাহপাক আপনার দোয়া কবুল করেছেন, এটা অনেক আগের ঘটনা।
আজো কাঁদায়....

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

জাহিদ অনিক বলেছেন:

খুব মোন খারাপ করা লেখা

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনাদায়ক স্মৃতি!

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

নীল আকাশ বলেছেন: এত অল্প কথায় এত চমৎকার ভাবে আবেগ প্রকাশ করেছেন যে মন টা সত্যই খারাপ হয়ে গেল। দারুন লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.