নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

শুভ কন্যা দিবস

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১


একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যাথা একবারে সহ্য করতে পারে,
কিন্তু একজন মা যখন শিশুকে জন্ম দেন তখন তিনি ৫৭+ ইউনিট ব্যাথা সহ্য করেন...!!
এই ব্যাথা শরীরের ২০টা হাড় একসঙ্গে ভেঙ্গে যাওয়ার ব্যাথার চেয়েও বেশি....!!
কতটা কষ্ট করে 'মা' তার সন্তানকে জন্ম দেন....!
এই ব্যাথা কি শুধু ছেলে সন্তান জন্ম দিতেই হয় নাকি কন্যা সন্তান জন্ম দিতেও হয়.…???
তাহলে কেন ছেলে মেয়ের এই বৈষম্য.....?

আজ 'কন্যা দিবস',,,,,,,,, আমার মেয়ে সহ সকল মেয়ে শিশুর জন্য শুভ কামনা.....।

তোমরাই একদিন মা হবে, তোমরাই পারো নিজের ভেতরে একটা প্রাণের জন্ম দিতে।
যেই সৌভাগ্য আল্লাহপাক শুধু মেয়েদেরই দিয়েছেন।
শুধু তোমরাই একদিন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক শুনতে পাবে 'মা'.......।

(এই লেখা 'কন্যা দিবেসে' আমার আদরের কন্যাকে উৎসর্গ করলাম)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

কানিজ রিনা বলেছেন: অসাধারন লিখেছেন মায়ের জন্য এজগতের
আলো দেখা। মা তো সে অতুলনিয় যার
সাথে কোনও কিছুর তুলনা নাই। কন্যা
দিবসে সকল কন্যার নিরাপদ জীবন কামনা।
অসম্ভব সুন্দর পোষ্ট ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, মা রুপী সব মেয়েদের জন্য আমারও শুভ কামনা....

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

মেমননীয় বলেছেন: ধন্যবাদ, ন্যাচারাল বা নরমাল ডেলিভারির ব্যথার কষ্ট জানানোর জন্য।
(অতীতকালে মায়েরা অনেক ব্যথা সহ্য করেছেন!)

সিজারিয়ান সেকশনে ডেলিভারি হলে কত ইউনিট ব্যথা সহ্য করতে হয়?

দয়া করে জানাবেন!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, আমার নরমাল ডেলিভারি হয়েছিলো, তাই এই ব্যাথার ইউনিট জানি.....!
সিজারিয়ান সেকশনের ব্যাথার ইউনিট আমার জানা নেই।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

বাকপ্রবাস বলেছেন: আমার কন্যাটার খুব জ্বর। সকালে ছবি পেলাম শুয়ে আছে। রোগা হয়ে গেছে খুব। তাকে খুব মনে পড়ছে আজ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

সালমা রুহী বলেছেন: আপনার কন্যার সুস্থতা কামনা করি, আমিন.....

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

সনেট কবি বলেছেন: কন্যাদের জন্য শুভ কামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ ভাইয়া,,,,,,

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

আকবার বলেছেন: আমার দরকার নেই আলাদাভাবে কন্যা ও পুত্র দিবসের। যদি দরকার হয় তবে দরকার 'সন্তান দিবস'।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সালমা রুহী বলেছেন: হোক সন্তান দিবস....!
একটা সন্তান মা বাবাকে নতুন নামে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়....

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: আমার বেলা যে যা----

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সালমা রুহী বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিতে গিয়ে আমি কনফিউজড হয়ে যাই.....!
.ধন্যবাদ...

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

পদ্মপুকুর বলেছেন: এক সাহাবি রাসুল (সা.) কে একবার জিজ্ঞাসা করলেন- সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর রাসুল (সা.) স্পষ্টভাবে ঘোষণা করলেন, তোমার মা। সাহাবি আবার জিজ্ঞেস করলেন, আমার মায়ের পরে আমি কার সঙ্গে সুন্দর আচরণ করব? আল্লাহর নবী তাগিদ দেয়ার জন্য বললেন, তোমার মায়ের পরেও তোমার মায়ের অধিকার পালন করতে হবে। তার সঙ্গে সুন্দর আচরণ তোমাকে করতে হবে।

এভাবে তিনবার আল্লাহর রাসুল (সা.) মায়ের সঙ্গে সদাচরণ করার কথা বলেছেন। চতুর্থবার বলেছেন, অতপর তুমি তোমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে।’ অন্য একটি হাদিসে রাসুল সা. বলেছেন- মায়ের সেবা করা জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

বৈষম্যতো সৃষ্টিকর্তা তৈরী করেন না। কিছু অশিক্ষা-কুশিক্ষার জন্য আমরাই বৈষম্য সৃষ্টি করি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, খুব ভালো বলেছেন, বৈষম্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেন নি.....!
এটা মানুষের সৃষ্টি.....

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবীর সকল কন্যারা সূখে থাকুক :)

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

সালমা রুহী বলেছেন: কন্যা পুত্র সবাই সুখে থাকুক, ধন্যবাদ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.