নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

সেরা দশে

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬



১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো, পিকেএসএফ ও সহযোগী সংস্থা সিদীপ কর্তৃক আয়োজিত, বাংলাদেশ কিশোর কিশোরী সম্মেলন ২০১৮।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন সহ আরো অনেকেই।

বাংলাদেশের এক লক্ষ শিক্ষার্থীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে, ৬৪ টি জেলা ও ৭টি মহানগর থেকে মোট ৭১০ জন শিক্ষার্থী।
৭১০ জনের মধ্য থেকে প্রত্যেক ইভেন্ট হতে বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ১০জন শিক্ষার্থী নেওয়া হয় এবং তাদেরকে স্টেজ পারফরমেন্স এর সুযোগ দেওয়া হয় নিজ নিজ জেলাকে উপস্থাপন করার।
পুরষ্কার স্বরুপ তাদের দেওয়া হয়, ক্রেস্ট, সারর্টিফিকেট, লগো আঁকা টিশার্ট ও ক্যাপ, জেলায় অর্জিত স্থানের ছবিযুক্ত ম্যাগাজিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম হওয়া, আমার মেয়ে তার 'স্বপ্ন পূরণ' নিয়ে বক্তব্য দিতে স্টেজে উঠে.....!
দুইদিন সারাদিনব্যাপী অনুষ্ঠানে, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আদর আপ্যায়নের কোন ত্রুটি হয়নি। পিকেএসএফ ও আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সিদীপের মাহবুবুল আলমকে ধন্যবাদ......।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

হাবিব বলেছেন: ছবিগুলো ভালো লাগলো। শুভকামনা।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ....

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন হিসেবে আপনার মেয়ের স্বপ্ন পূরণ সার্থক হোক। আগামী দিনগুলি পরিপূর্ণতায় ভরে উঠুক। মেয়ের কৃতিত্ব পিছনের মায়ের অবদান অনস্বীকার্য । যে কারণে মা ও মেয়ে উভয় কে অভিনন্দন রইল ।

শুভকামনা গোটা পরিবারকে ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন। মেয়ে এত বড় ষ্টেজে থেকে নামার আগে বলেছে," আজকের এই অনুষ্ঠান এবং আমার কৃতিত্ব যাদের উৎসর্গ করলাম, তারা আমার বাবা মা ও আমার সকল শিক্ষক শিক্ষিকা.....! "
মেয়ের এই কথা, মায়ের চোখ ভিজিয়ে দিয়েছে......

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

আরোগ্য বলেছেন: অভিনন্দন !!!

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ,

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

আখেনাটেন বলেছেন: অামাদের মা-মনির জন্য রইল অভিনন্দন ও ভালোবাসা। দেশ গড়ার কারিগরে পরিণত হোক ভবিষ্যত প্রজন্ম সেই কামনা।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন।
মেয়ের প্রথম স্বপ্ন, নির্দিষ্টদিনে না, প্রতিদিন মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হোক, " যাদের জন্য আজ আমি আমার বাংলার স্বাধীন মাটিতে দাড়িয়ে আছি...। "

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্রাহ্মণবাড়িয়া আপনার বাড়ি! ভাল তো।

শুধু এতটুকু না, জীবনের প্রতিটা ধাপে যেন সে প্রথমদের সাথে থেকে আপনার জন্য হাসি নিয়ে আসে। আম্মুটির জন্য রইলো অসংখ্য শুভকামনা।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ। আমার মেয়ের স্বপ্ন, "কোন সন্তান যেন বৃদ্ধ বয়সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। বাবা মা যেভাবে সন্তানদের বুকে জড়িয়ে বড় করেছে, সন্তানেরাও যেন সেভাবে তাদের বুকে জড়িয়ে রাখে......!"
দোয়া করবেন, তার স্বপ্ন যেন পূরণ হয় ....

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর আয়োজন। ছবিগুলো চমৎকার।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ.....

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: "কোন সন্তান যেন বৃদ্ধ বয়সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। বাবা মা যেভাবে সন্তানদের বুকে জড়িয়ে বড় করেছে, সন্তানেরাও যেন সেভাবে তাদের বুকে জড়িয়ে রাখে......!" 
মামনির স্বপ্ন যেন বাঙলার প্রতিটা শিক্ষার্থীর মধ্যে জেগে উঠে।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন।
সেদিন মেয়ের এই কথা শুনে," নিজেকে গর্বিত মা মনে হয়েছে.......! "

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ নুর ভাইয়া, দোয়া করবেন.......

৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সমাজ সেবা করবো এই কথাটি বলা যত সহজ, ঠিক তত সমাজসেবা করাও খুব খুব কঠিন।
ছবিগুলো দেখেই প্রথমে বুঝতে পেরেছিলাম, আপনার কেও হবে। যখন পড়লাম আপনার মেয়ে ফার্স্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শুনে খুব খুশি লাগছে জনাব। ঢের শুভ কামনা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন.....

১০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



আপনার মা মনির জন্য শুভকামনা। বড় হোক সে। আপনার অাশা পূরন হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.