![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু একটা চুতিয়া ব্লগ। ৩ মাস ধরে ওয়াচেই আছি। পোষ্ট দিলেও কই যায় খুজে পাই না। কমেন্ট ও করতে পারি না। এই কারণে এখানে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছি। বাই বাই চুতিয়া ব্লগ।
(যারা কবিতাটি আগে পরেছেন তারা এখানে বোমাবাজি করবেন না। যারা আগে পরেন নাই শুধুমাত্র তাদের জন্য।) কবিতাটি সংগৃহীত।
তেইশটি বছর ধরে
প্যান্টে শার্ট গুজে পরে,
আর পারছি না গুরু
সেই যে নার্সারী থেকে শুরু!
পাড়ার যত ছেলেগুলো
সবার ঘরে বউ এলো,
মা বলে মন দিয়ে পড়ো,
আর পারছি না গুরু
সেই যে নার্সারী থেকে শুরু!
অবশেষে মায়ের মনে দয়া হল
ঘরে ফুটফুটে এক বউ এলো
ফুল শয্যা রাতে,
এক গুচ্ছ ফুল হাতে
বউ কে শুধাই- আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনে আমিও কি তাই??
বউ আমার হেসে বলে-
আর পারছি না গুরু
সেই যে নার্সারী থেকে শুরু!
©somewhere in net ltd.