![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাম থেকে ডানে হিনা জিযাহ, ৮, তায়েজাহ গুডি, ১০, জুলিয়া স্টোকস, ১১ আর গ্রান্ট ফ্রিটস, ৮। যুক্তরাষ্ট্রের কানেটিকাটের স্যান্ডিহুকের এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৮ জনের মৃত্যুর পর ওরাই চিঠি লিখেছিলো প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আরজি জানিয়েছিলো অস্ত্র নিয়ন্ত্রণের। আর একটি আমেরিকার একটি মানবিক চেহারা দেওয়ার প্রত্যয় নিয়ে গত নির্বাচনে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এমন ঘটনায় ব্যথিত বারাক ওবামা অস্ত্রসহিংসতা কমাতে আনা বিলে স্বাক্ষর করলেন বুধবার। ওয়াশিংটনে হোয়াইট হাউজের সাউথ কোর্ট অডিটরিয়ামে সেই বিল স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ওই শিশুদেরও। ওবামা যখন সাক্ষর করছিলেন তখন চোখ পাকিয়ে তাকিয়ে ছিলো শিশুগুলো
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
রিওমারে বলেছেন: প্রতিটা মানুষ নিজের কৃত অন্যায় কে ন্যায় বলেই বিশ্বাস করে। বারাক ওবামা ও তার ব্যাতিক্রম নন ।।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
পেন্সিল স্কেচ বলেছেন: রামন বলেছেন:
আম্রিকার শিশু বলে কথা! এদিকে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে কত যে নিস্পাপ শিশুর মৃত্যু হচ্ছে, তাদের কান্না তো তিনি শুনেও শুনেন না।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
রামন বলেছেন:
আম্রিকার শিশু বলে কথা! এদিকে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে কত যে নিস্পাপ শিশুর মৃত্যু হচ্ছে, তাদের কান্না তো তিনি শুনেও শুনেন না।