নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়া ডায়েরি

সামায়েল লিনিথ

আমার সমন্ধে জানতে চাইলে তাকাও নীল আকাশের দিকে।

সামায়েল লিনিথ › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় জীবনের গল্প

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

সেদিন শিখাকে জিজ্ঞেস করেছিলাম,
বলতো কোনটা বেশি সুন্দর?
মোমের আলো নাকি ধূপশিখা।
ও বললো সবচেয়ে সুন্দর চিতার আলো
শবদেহের রক্তমেখে ওই আলো হয়ে উঠে
অনন্য আসাধারন রক্তিম আর মায়াময়,
ইচ্ছে করে সাথে চাদের আলো মিশিয়ে
ওই আলো পান করি অনন্তকাল।
ছুরি হাতে রীপার হাসে, প্রেয়সী তুমি কেনো?
আত্মা পোড়ার গন্ধতো বড় নীল আর বিষন্ন।
আমিতো শুধু শশ্মানে ক্রন্দন শুনি
আর মহাকালের হাহাকার।
ওর মতে আমি এখনো নতুন মানুষ হতে পারিনি
আমার খোলসের আড়ালে পুরানো মানুষটা রয়ে গেছে।
আমাদের এখন আবার গ্ল্যাডিয়েটরের লড়াই দেখা উচিৎ,
আর প্রাত্ররাশের সময় শোনা উচিৎ মৃত্যুর হাহাকার।
আমি চিৎকার করে উঠি তবুও দুঃস্বপ্ন ভাংগেনা,
ও হাসে আর শুনি শুরু হয়েছে মৃত্যুর ক্রন্দন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় জীবনের গল্প ভাল হয়েছে। + +
চিতার আলো কখনো চোখে দেখিনি। তবে কবিতা পড়ে একটি 'রক্তিম আর মায়াময়' আলোকশিখা দেখতে পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.