![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছেন??
এটা আর বাজানো বন্ধ করা যাবেনা, বাজতেই থাকবে। যদিও আমরা জানতাম এটা বাজবে তবুও অনেক সুযোগ ছিলো এটা বিলম্বিত করার, বাজানোটা কিছুটা হলেও দূর্বল করার। কিন্তু এখন আর কিছু করার নেই আর কিছুতেই কিছু যায় আসবেনা।
এখন আর লকডাউন শব্দটার কোন অর্থ নেই। আমি ঘড়ির কাটার শব্দটা শুনছি আর ভাবছি এটার অর্থ কি আমরা যারা মানববোমার মত লুকায়িত করোনা নিয়ে বসে আছি আপনজনের সাথে। আপনি একবার ভাবুন, যদি দৈনিক একশত জনও যদি এই অবস্থায় করোনার চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে ভীড় করে তা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলবে৷ সংকটময় পরিস্থিতে আক্রান্তদের নূন্যতম চিকিৎসা দেওয়াটাই তখন অসম্ভব হয়ে যাবে।
ক্রমশ পানিতে ডুবে যাচ্ছেন, কিন্তু ভেসে উঠতে পারছেন না। সর্বোচ্চ শক্তি দিয়ে শ্বাস নিচ্ছেন কিন্তু বুক ভরছেনা। এরকম অনুভূতির কথা জানিয়েছিলো ইতিপূর্ব্যে আক্রান্ত রোগীরা। একবার ভাবুন কেমন লাগবে এই অবস্থায়, আর আপনিতো এই সময় আপনার পাশেও কাউকে পাবেননা।সংক্রামনের ভয়ে আপনাকে সবাই দূরে ঠেলবে। চুপচাপ নির্ভৃত ঘরের কোনে, রাস্তায়, কোন ফুটপাথে অথবা সৌভাগ্যবান হলে হাসপাতালের বারান্দায় বা বেডে বিদায় নিতে হবে এই সুন্দর ধরনী থেকে।
কোন অভিযোগ করে লাভ নেই, কাউকে দোষারপ করারও কিছু নেই। গালি যদি দিতে চাই নিজেকেই দিতে হবে। এতো এতো সতর্কতার পরেও আমরা ক্রমাগত আমাদের একগুয়েমির পরিচয় দিয়ে গেছি। আমাদের চায়ের দোকানে আড্ডা না দিলে ভালো লাগেনা, তাজা সবজি ছাড়া খেতে পারিনা, সমাজের সবার সাথে না মিলে মিশে চলতে পারিনা!! । আর কতো???
ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছেন??
আমাদের খুব কঠিন একটা মূল্য চুকাতে ডাকছে।
আমি একটা মিরাকলের অপেক্ষায় আছি।
০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৮
সামায়েল লিনিথ বলেছেন: আমরা কেউই এর থাবার বাইরে না
২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯
সারিয়া তাসনিম বলেছেন: কর্তাব্যক্তিদের কথায় এখনও সেই ভয়াবহতা প্রকাশ পাচ্ছে না বলেই হয়তো সাধারন মানুষের মধ্যে অনুভূতি তৈরী করতে ব্যর্থ হচ্ছে, তার উপর জন্মগত বাংগালী খাসিলত তো আছেই। এখনও চলছে ফালতু সব পোস্ট শেয়ার করা, ইনবক্স করা এবং সারপ্রাইজিংলি এরা সবাই শিক্ষিত। জানিনা কি হবে, মাথা কাজ করে না
০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯
সামায়েল লিনিথ বলেছেন: সবাইকে এখন ভ্য় দেখানো উচিতঃ
৩| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩১
সামায়েল লিনিথ বলেছেন:
৪| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ঘন্টা!!
এই ঘন্টা মনে ভয় ঢুকিয়ে দেয়।
০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৫
সামায়েল লিনিথ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭
রাশিয়া বলেছেন: দুদক পরিচালকের মৃত্যু আমাদের জন্য ভয়াবহ বিপদের ঘন্টাধ্বনি।