![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বাৎসরিক টোটাল চালের চাহিদা হচ্ছে প্রায় ৪৪৭ মিলিয়ন মেট্রিকটন বা ১৮০ বিলিয়ন ডলার। আর এই একই পৃথিবীতে মানুষ এক বছরে শুধু বেশ্যালয়ে খরচ করে ১৮৬ বিলিয়ন ডলার। Click This Link
মদ আর মেয়ের জন্য ছেলেদের লোভের পরিমাণ দিলাম। মেয়েদেরও কিছু দেই। ২০১১ সালে পৃথিবীতে কসমেটিক ইন্ডাস্ট্রির টোটাল আয় ছিলঃ
৪২৬ বিলিয়ন ডলার (প্রায় ৩৪ লক্ষ ৮ হাজার কোটি টাকা)
কি কি কাজে এই টাকা ব্যয় হয়?
১। ফেসিয়ালঃ ১১৫ বিলিয়ন (প্রায় ৯ লক্ষ ২০ হাজার কোটি )
২। পার্সোলান কেয়ারঃ ৯৮ বিলিয়ন ( প্রায় ৭ লক্ষ ৮৪ হাজার কোটি )
৩। চুলের যত্নেঃ ৮৫.২ বিলিয়ন ( প্রায় ৬ লক্ষ ৮১ হাজার কোটি )
৪। মেক-আপঃ ৮৫.২ বিলিয়ন ( প্রায় ৬ লক্ষ ৮১ হাজার কোটি )
৫। সুগন্ধিঃ ৪২.৬ বিলিয়ন (প্রায় ৩ লক্ষ ৫ হাজার কোটি )
এখানে শুধু মেয়েদের না, ছেলেদেরও কিছু আইটেম আছে।
শুধু প্রসাধনীর জন্য যে পরিমাণ ব্যয় হয় তা সারা দুনিয়ার মানুষের আড়াই বছরের ভাতের খরচ।
এই বিশাল পরিমাণ প্রসাধনীর ৯০% ব্যাবহার করেন ১০% ক্রেতা, যারা মূলত যে কোন ধরনের মিডিয়া ব্যক্তিত্ব।
ফলাফল কি?
পৃথিবীর মাত্র ৪% মেয়ে নিজেদের সুন্দর মনে করেন। Click This Link
আর বাকী ৯৬% মানে আমাদের আশপাশের সাধারণ মেয়েরা নিজেদের ঐ প্রসাধনীর ৯০% ব্যাবহার করা সেলিব্রেটিদের সাথে নিজেদের তুলনা করে বিষণ্ণতায় ভোগেন আর প্রসাধনীর আশ্রয় নেন, কারণ লাক্স সুন্দরী/ভিট টপ মডেলদের অনেক দাম এই প্রসাধনীর বদৌলতেই। তবে মূল দোষ এখানেও ছেলেদের, কেন সেটা কয়েকজন নারী অভিনেত্রী/মডেলের পেইজ সাজেশন দেখলেই টের পাবার কথা।
এসবের পরেও আমাদের যারা এসব করতে বাধ্য করেন তারাই আবার মানবতার বাণী শোনান!
৪২৬ বিলিয়নের মাত্র ০.২% এর সমান হল প্রায় ৭,০০০ কোটি টাকা। এই টাকা দিয়ে কয়জনকে কতদিনের জন্য কেনা যাবে?
মিডিয়াকে কেনার প্রয়োজন নাই। মিডিয়া নিজের গরজেই বিক্রী হবে কারণ মিডিয়ার অ্যাড যারা দেখেন তারা ভালো করেই জানেন টোটাল অ্যাডের কত% এই কসমেটিকের অ্যাড থাকে।
২০১১ তেও বাংলাদেশে সবচেয়ে বেশী অ্যাড দেয়া কোম্পানি ছিল একটি কসমেটিক কোম্পানি। কয়দিন আগের যে সংখ্যা দেখলাম সেখানেও এখনো ঐ কোম্পানিই আছে।
কোন সমস্যা নাই, এসব সবই ভালো, প্রস্টিটিউশন ভালো, প্রস্টিটিউশনের জন্য লোভ দেখানো আইটেম সং ভালো, প্রস্টিটিউশনের সাথে সামান্য গান মিশিয়ে গানের নাম করে মিউজিকাল পর্ণ দেখা ভালো। সাধারণ মেয়েদের টিভিতে ডেকে এনে খোলামেলা হবার প্রশিক্ষণ দেয়া ভালো।
শুধু ধর্ম খারাপ,হিজাব খারাপ, হুজুর খারাপ, ধর্মের যেসব নিয়ম মানলে এইসব ব্যবসা লাটে উঠবে সেসব নিয়ম মানাও খারাপ। অপচয় করতে নিষেধ করা খারাপ, সন্তানদের সময়মত বিয়ে দেয়া খারাপ। যা যা কাজে এইসব ব্যবসা বন্ধ হয়, এইসব কাজের ব্যবসা বাড়ানোর জন্য আধুনিকতার নামে দালালদের কাজে সমস্যা হয়, সেই ধরনের সব কাজ খারাপ।
Collected From
Shahan Reza
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
নীল ভোমরা বলেছেন: জটিল অংক!
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন সমস্যা নাই, এসব সবই ভালো, প্রস্টিটিউশন ভালো, প্রস্টিটিউশনের জন্য লোভ দেখানো আইটেম সং ভালো, প্রস্টিটিউশনের সাথে সামান্য গান মিশিয়ে গানের নাম করে মিউজিকাল পর্ণ দেখা ভালো। সাধারণ মেয়েদের টিভিতে ডেকে এনে খোলামেলা হবার প্রশিক্ষণ দেয়া ভালো।
তাতে মন্তব্য করাও খারাপ! মৌলবাদী ট্যাগিং হতে পারে! কিংবা দূর -ফিলিংসটাই নষ্ট হয়্যা গেল টাইপের
শুধু ধর্ম খারাপ,হিজাব খারাপ, হুজুর খারাপ, ধর্মের যেসব নিয়ম মানলে এইসব ব্যবসা লাটে উঠবে সেসব নিয়ম মানাও খারাপ। অপচয় করতে নিষেধ করা খারাপ, সন্তানদের সময়মত বিয়ে দেয়া খারাপ। যা যা কাজে এইসব ব্যবসা বন্ধ হয়, এইসব কাজের ব্যবসা বাড়ানোর জন্য আধুনিকতার নামে দালালদের কাজে সমস্যা হয়, সেই ধরনের সব কাজ খারাপ।
সংযুক্ত: এই পোষ্ট পড়া খারাপ
পূজাবাদের কাঠামোই হল এমন- ভোগ, লোভ আর অবাধ যৌনতাতো মাষ্ট!
আর ইসলাম বলে সাম্যতা, নিলোর্ভ, নিয়ন্ত্রীত দায়িত্ব বোধের সাধে যৌনতা।