![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে সকাল থেকে কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে যতবারই ফেবুতে উঁকি দিয়েছি, ততবারই নীচের খবরটা সামনে এসে পড়েছে। এর মানে এটা এখন ভার্চুয়াল জগতে সবচেয়ে আলোচিত। হওয়ারই কথা! Click This Link
মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যারা গবেষণা করেন বিশেষ করে যৌন বিষয় নিয়ে যেমন, কিনসে, ফ্রয়েড ইত্যাদিরা সবাই একটা বিষয়ে একমত "ধর্ষণের খবর পড়লে বা ছবি দেখলেও যৌনতার আনন্দ পাওয়া যায়"। এই কথাটা কতোটা ঠিক বুঝা যাবে যদি আমরা জানতে পারি যে খবরের কাগজে বা ফেবুতে ধর্ষণের খবর এক জন পাঠকের চিত্তে কতোটা আগ্রহের সৃষ্টি করে পাশাপাশি অন্যান্য খবরের থেকে! বাঙ্গালী পাঠক সত্যিকার অর্থে ধর্ষিতার লাঞ্ছনায় ব্যাথিত হয়ে কতোটা কাঁতর হয়ে সেই খবর পড়ে ও শেয়ার করে তা নিয়ে আমার অনেক সন্দেহ আছে! আমার তো মনে হয় তারা অবচেতন মনে আমোদিত হয়। নারী নির্যাতন নিয়ে যে যতো বেশী উচ্চকিত সে ততো বেশী ধর্ষণকারী নতুবা তার উচ্চকিত কণ্ঠ আসলে নিজেকে ভালো সাজানোর পোশাক মাত্র। এর সপক্ষে ভুরি ভুরি প্রমাণ আমাদের চোখের সামনেই আছে, যে গুলো আমরা দেখতে চাই না ইচ্ছা করেই!
ঠিক তেমনি এই খবরটাও পাঠকদের মনে পৈশাচিক আনন্দ দিয়েছে বলে আমার মনে হয়। ভিডিওটা দেখার দুঃসাহস আমার হয় নাই খবরটা পড়েই। কিন্তু এরই মধ্যে জেনেছি প্রায় সবাই সেটা দেখেছে এবং আহ! উহ! করছে। যে দেশে সরকার প্রধান বলে আইন হাতে তুলে নিতে, আমরা সেই দেশে বাস করি বিনা প্রতীবাদে! যেই দেশে দাঁড়ি টুপি ওয়ালাকে পিটিয়ে মাড়াকে প্রগতিশীল মনের মনে করা হয়, যে দেশে হিন্দুদের ধর্ষণ এবংতাঁদের বাড়ি লুট করাকে বিজয়ী বীরের কাজ মনে করা হয়, যে দেশে বাম পন্থীরা ডান পন্থীদের নির্মূল কোরতে আইন বহির্ভূত হত্যাকে সমর্থন করে বক্তৃতা বিবৃতি দেয়,যে দেশে বিহারীদের নির্মম ভাবে হত্যাকে উল্লাশের সাথে প্রকাশ করে দেশ প্রেমের গর্ব করা যায়, অর্থাৎ প্রত্যেকেই যেখানে নিজ নিজ আদর্শকে বাস্তবায়ন কোরতে রক্তপাতকে সমর্থন করে তখন সেই দেশে তা হলে সেই মানুষটা কই যে এই নির্মম হত্যাতে সত্যিকারের ব্যাথিত হয়???
১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫
নবীউল করিম বলেছেন: রাজনীতি ছাড়া জীবনের কোন অংশকে উপভোগ করছেন, প্লীজ জানান।
আপনি অনেক শিশু আছেন এখনও মনে হচ্ছে! পক্ক হন তারপর না হয় আলোচনায় আসেন।
ভালো থাকবেন,শুভ কামনায়।
২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯
ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে সহমত।
১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৬
নবীউল করিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন,শুভ কামনায়।
৩| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২০
নতুন বলেছেন: যারা এই রকমের বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেতে পারে তারা অবশ্যই মানুষিক অসুস্থ।
কিন্তু এইরকমের ঘটনায় আপনি রাজনিতিক/ধমীয় ডান/বাম খুজে পান?
১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৬
নবীউল করিম বলেছেন: কিছু মনে করবেন না, আপনার বয়স যতোই হউক, এখনও অল্প একটু গভীরে ভাবার পক্কতা মনে হয় আসে নাই।
আইন নিজের হাতে তুলে নেবার অধিকার কারও নেই, কোনও অবস্থাতেই নেই। আমার লেখার মধ্যে এই বিষয়টা আপনার মতো আরও অনেকেই ধরতে পারে নাই বলে মনে হচ্ছে। আমি আইনের শাসনের কথা বলেছি। বামপন্থী শিক্ষক(ঢা।বি) আকাশের মতে জামাতিকে হত্যা করা সঠিক! আবার জামাতিরা বলে ওদের হত্যা করা সঠিক! কি বুঝলেন? অর্থাৎ কারও চোখে কেউ মানুষ না। সবাই নিজে ঠিক তাই অন্যকে নির্মূল করা যায়। আপনার জ্ঞানে যদি এই মানসিক বৈকল্যকে বৈকল্য মনে না হয়ে সুস্থ চিন্তার মনে হয় তবে ........................
ভালো থাকবেন।
৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
যারা শিশুটিকে হত্যা করেছে, তাদের গাছে সাথে ফাঁসী দেয়ার দরকার ছিল; সিলেটের মানুষের মগজ কম।
আপনি হাসমত টাইপের ব্লগার।
১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৯
নবীউল করিম বলেছেন: আপনার সাথে একমত হতে পাড়লাম না। যে অপরাধ কামরুল করেছে সেই অপরাধ আপনি অন্যকেও কোরতে বলছেন কেন?
আইন নিজের হাতে তুলে নেবার অধিকার কারও নেই, কোনও অবস্থাতেই নেই। আমার লেখার মধ্যে এই বিষয়টা আপনার মতো আরও অনেকেই ধরতে পারে নাই বলে মনে হচ্ছে। আমি আইনের শাসনের কথা বলেছি।
ভালো থাকবেন,শুভ কামনায়।
৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৯
rezaul827 বলেছেন: এ লজ্জা লুকাবো কোথায়!!!! আমরা এ কোন জাতী ??
১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮
নবীউল করিম বলেছেন: আসলেই লজ্জা হয়। আমাদেরকেই পরিবর্তন কোরতে হবে।
ভালো থাকবেন,শুভ কামনায়।
৬| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।
১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
নবীউল করিম বলেছেন: ঠিক বলেছেন, শাস্তির দাবী করছি।
ভালো থাকবেন,শুভ কামনায়।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪
খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ভাইয়ের কথার মধ্যে রাজনৈতিক ছোঁয়া আছে । এটা কি মানবতা?

মানবতা কি বিহারী হয়? মানবতা কি ডানপস্থী আর বামপন্থী রাজনীতি হয়? বিষয়টা ঠিক বুঝলাম না