![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ছোট কালের কথা আলালপুর মাদ্রাসা পাড়া গ্রামের আমার এক বুড়ো দাদু “ মো আমজেদ আলি” কোন এক কথা বাবদ বলছিল “ঘুঁটে যখন পোড়ে গোবর তখন হাঁসে , গোবর তখন বলে, সালা তোরো এদিন আছে ।
প্রথমে কথাটার অর্থ বুঝতে পারি না , দাদুকে আবার জিজ্ঞমা করলাম, দাদু এর মানেটা কি আসলে বুঝিয়া বলবেন । তিনি অনেক সুন্দর ভাবে আমকে বুঝলেন (আজ সে দাদু এ দুনিয়া ছেড়ে চলে গেছেন, পরপারে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন )
গোবর কি কাজে লাগে? মাথায় প্রথমে যা আসে তা হল জ্বালানী আর সার।গ্রামের সেই বুড়ো দাদুদের মুখে শুনা গোবর দিয়ে ঘর লেপলে নাকি ঘর পবিত্র হয়। খুব হাস্যকর মনে হত কথাটা। মল, যে নিজেই ময়লা সে কেমনে ঘর পরিস্কার করবে?
কিন্ত পরে জানলাম গোবরের রয়েছে এন্টি ব্যাক্টিরিয়াল প্রোপার্টি আর তাছাড়া এতে রয়েছে সংক্রমন প্রতিহত করার এক প্রাকৃতিক শক্তি। ঘরকে জীবানুমুক্ত রাখা আর পবিত্রতার সম্পর্কটা কিছুটা পরিস্কার হল।
“ঘুঁটে যখন পোড়ে গোবর তখন হাঁসে , ঘুঁটে তখন বলে সালা তোরো এদিন আছে — ঘুঁটে পুড়বে এটিই তার অমোঘ নিয়তি, কিন্ত গোবর হাসছে? গোবর কি জানেনা, তাকেই ঘুটেতে পরিণত হয়ে আবার পুড়তে হবে? তাই এই প্রবাদ দ্বারা অন্যের বিপদে আনন্দ করা কিন্তু সে বিপদ নিজের হতে পারে সে বিষয়ে ভুলে থাকাকে বুঝায়।
অথ্যাৎ : একজন বিপদে পড়েচে তা দেখে তুমি হাঁসা হাঁসি করো না ।তুমি ভূলে যেও না যে, সে বিপদ টা তোমারও জন্য একদিন যে কোনা সময় অপেক্ষা করছে ।
২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
মোঃ সামাউন রেজা বলেছেন: ধন্যবাদ ভাই
তবে এর বেশির ভাগ কৃতত্ত্ব আমারা দাদুর । যিনি আমাকে বুঝায়াছেন
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২
পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ । দারুন লিখেছেন ।