![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যামনে কি,পান্তা ভাতে ঘি!
আমি উপলক্ষে বাঙালী!
আরে ভাই হইছেটা কি?
মাইক্রবাসে তাতে কি!
এইত্ত সেদিন,ভুইলা গেলি?
নতুন বচ্ছর শুরু করলি,
ব্যাকতে করলি খাছরামি।
রাস্তার মইধ্যে,করতে পারলি,
অক্ষন কছ ছি ছি ছি!
পাইয়া কটু কতা কওয়ার চান্স,
সব্বাই মিললা করলি কত ডান্স।
কইলি 'এইবার আর ছারন নাই,
দ্যাশের থেইকা করমু বিদায়,
যাগো মনুষত্ব নাই।'
তারপরে কি নাচন কোদন,
করলি নানা স্থানে মানব বন্ধন।
আইল দ্যাশে পাকি দল,
খেলায় হইল পুরা ধবল।
পাইলি নতুন উপলক্ষ,
ভুইলা গেলি সেই পক্ষ।
সবাই নাচলি তা ধিন তিন,
দ্যাশে আইল খুশির দিন।
খুশির চোটে ভুইল্লা গেলি চোট;
মাগার হ্যারা ক্যামনে ভোলে,
জাগো দিলে আছে বোধ?
আরে ভাই আমি উপলক্ষে বাঙালী,
চান্স পাইছি তাই ছড়া লিখছি।
আর কবিতো অক্কা পাইছে,আছে কে
যে লেইখা আমগো জাগায় দিব বোধ!
২৪ শে মে, ২০১৫ সকাল ১১:৪৬
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: মজার জন্যই লেখা।
বোধ যেন না হয় উদয়।
২| ২৪ শে মে, ২০১৫ রাত ৮:৩২
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো হইছে। প্লাস।
২৪ শে মে, ২০১৫ রাত ৯:৫৮
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ভাই প্লাস তো ইদানিং এমনে এমনেই পাওয়া যায়।
তারথেকে বরং 'ভাল হইছে' টাই নিলাম।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৩| ২৪ শে মে, ২০১৫ রাত ৮:৪১
জেন রসি বলেছেন: কঠিন অর্থবহ লেখা।
২৪ শে মে, ২০১৫ রাত ৯:৫৯
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ রাত ১১:৩৭
এলা বলেছেন: খুব মজা পেলাম। কথাগুলো সত্য।