নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঅস্বাভাবিক এক মানুষ আমি

অঅস্বাভাবিক এক মানুষ আমি › বিস্তারিত পোস্টঃ

একদিন

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪৩

একদিন, হাটে হাঁড়ি ভেঙে দেব,
একদিন, অকাল কুষ্মাণ্ড হব।
একদিন আকাশ ছোব খালিপায়ে,
একদিন দুপুর রোদে গাবো
ঘুমপাড়ানি গান।

একদিন, গানের হব সুর,
একদিন হব ভীম কিংবা অর্জুন।
একদিন বিকেল বেলা বেড়াতে যাব,
একদিন সন্ধ্যা হলেই
ঘরের কোনে লুকাব মুখ।

একদিন ভীষন ভয়ে হব ভীতু,
একদিন পারি দেব উত্তাল সমুদ্র।
একদিন ভেঙ্গেচুরে দেব সবকিছু,
একদিন গড়ব, দিয়ে মনের মাধুরী।

একদিন গৃহী হব,
একদিন হব খ্যাপাটে এক সন্ন্যাস।
একদিন এক অরণ্য হব,
একদিন হব আনন্দের বহিঃপ্রকাশ।

একদিন শোনাব প্রানের কথা,
একদিন নেব কূটবুদ্ধির আশ্রয়।
একদিন ভালবাসবো ভীষন,
একদিন করব প্রেমের অভিনয়।

একদিন স্থাবর অস্থাবর সব হব,
একদিন হব ভীষন স্থীর।

একদিন জরা হব, যেনো।
একদিন ভুলে যাবে, মনে রেখো।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৪৪

জেন রসি বলেছেন: ভাই, একদিন একদিন কইরা কিন্তু দিন চইলা যায়।

কবিতা ভালো হইছে। :)

২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৪৪

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: সেইটাই।
ধন্যবাদ।

২| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা বেশ ভালো হইছে। তবু একদিন একদিন বারবার পড়তে ক্যামন জানি লাগে, এড়ানো গেলে ভালো হইতো হয়তো।

২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৪৬

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ধন্যবাদ।
এরানোর চেষ্টা আসলে করাই হয় নাই।
আর লেখা যখন হইয়াই গেছে তার উপর পইড়াই ফেলছেন, এখন থাক।
অন্য কোন লেখার সময় মাথায় রাখব ব্যাপারটা।

৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৫৭

নীলনীলপরী বলেছেন: সেই একদিনটা কোন দিন?

২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৪৮

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: গতকাল,আজ এবং আগামীকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.