![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানির এক লাইভ টিভিশোতে একজন জার্মান মুসলিম স্কলারকে যখন উপস্থাপক প্রশ্ন করেছিলেন, মুসলমানরা কেন সন্ত্রাস করে? তখন তিনি উক্ত প্রশ্নের জবাব এভাবে উল্টো প্রশ্নের মাধ্যমে দিয়েছিলেন।
১. যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?
২. যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?
৩.যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?
৪.যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল?
৫.যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড-ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?
৬. যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল। যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ছিল ?
✔ আসুন প্রমান করি মুসলমান মানে জংগী !
১. হিটলার ষাট লক্ষ ইয়াহুদীকে হত্যা করে ছিল। অন্যান্য জাতী গোষ্ঠিসহ মোট সংখ্যা দাড়ায় ১ কোটি ১০ লক্ষ। তারপর ও তাকে টেরোরিস্ট বলা হয়না, কারণ সে মুসলিম নয়।
২. জোসেফ স্টালিন একজন কমিউনিস্ট । সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে। মিডিয়া একবার ও তাকে টেরোরিস্ট বলেনি, কারণ সে খ্রিস্টান।
৩. মাওসেতুঙ একজন নন মুসলিম। তিনি ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছেন, মিডিয়া তাকে বলেনি সে টেরোরিস্ট।
৪. মুসলিনি (ইতালিয়ান) ৪০০০ হাজার গণহত্যা করেছে, কই মিডিয়া তাকে সন্ত্রাস বলেনি।
৫. অশোকা শুধু (কালিঙ্গা বেটল) ৩ লক্ষ মানুষ হত্যা করেছে, মিডিয়া একবার ও তাকে বলেনি সে হিন্দু টেরোরিস্ট।
৬. জর্জ ডাব্লিউ বুশ ইরাক ও আফগানে ১.৫ মিলিয়ন নারী-শিশু হত্যা করেছে কোন মিডিয়া তাকে টেরোরিস্ট বলেনা। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেখা গেছে সে রয়েছে বিশ্বের ঘৃণিত মানুষের শীর্ষে।
৭. আর হায়দারাবাদে গুজরাটে কসাই নরেন্দ্র মোদি শত শত মুসলিমকে নির্মম ভাবে হত্যা করেছে যা সবার'ই জানা তার পর ও কেউ তাকে বলেনি হিন্দু টেরোরিস্ট।
৮. এখন মুসলিম রোহিঙ্গাদের উপর চলছে গণহত্যা গণধর্ষন, নির্যাতন, নিপিড়ন। তাদেরকেত বৌদ্ব জঙ্গি বলা হয়না।
ভূ-পৃষ্টে যত গণহত্যা হয়েছে তার সব কটি করেছে বিধর্মীরা। অবিশ্বাসীদের অপরাধের তুলনায় মুসলমানরা শিশু !!!! তার পর ও কি আপনি বলবেন মুসলমানগণ সন্ত্রাসী, জংগী, টেরোরিস্ট ???
২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: এ আর ১৫, দারুণ ব্যাখ্যা দিয়েছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯
এ আর ১৫ বলেছেন: দেখুন আপনি যে সমস্থ উদাহরন দিলেন ও গুলো কোন টাই ধর্মীয় সন্ত্রাস নয় ওগুলো ক্ষমতার লড়াই । এ সমস্থ সন্ত্রাস বা অপরাধ ধর্মের নামে হয় নি । একই ভাবে ক্ষমতা লিপ্সু মুসলমান রাজা বাদশাহ খলিফারা বিভিন্ন দেশে যে সন্ত্রাস অপরাধ করেছে সে গুলো মোটেও ইসলামের নামে নয় । মুঘল আমলে যত খুনা খুনি হয়েছে ঐ গুলো কোন ধর্মীয় সন্ত্রাস নয় ।
ইসলামের নামে তালেবান, আই সিসি, রাজাকার , জামাত যা করছে তা ধর্মীয় সন্ত্রাস । ইসলামের নামে বর্তমানে যা শুরু হয়েছে তাকে জাস্টিফাই করার জন্য হিটলার, মুরসালিন , চেংগিস খান এদের ধর্মের সাথে সম্পর্ক বিহীন ক্ষমতার লড়াইকে একই কাতারে যারা আনতে চায় তারা প্রকার্ন্তরে ধর্মীয় সন্ত্রাসকে উৎসাহ দেয়। বর্তমানে মুসলমান ছাড়া দুনিয়া জুড়ে অন্য কোন ধর্মের মানুষের বিরুদ্ধে ধর্মের নামে খুনা খুনির উদাহরন খুবই নগন্য
যুদ্ধবাজ বা সন্ত্রাসী ইত্যাদি নাম করন করা হয় তারা কোন আদর্শের বা পথের বা মতের অনুসারী তার উপরে । হিটলারের সন্ত্রাসকে বলে ফ্যাসিবাদি সন্ত্রাস , সেই ভবে কমোনিষ্ট সন্ত্রাস বা বাম সন্ত্রাস যেমন নকশাল সর্বহারা ইত্যাদির সন্ত্রাস বাম সন্ত্রাস । আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলা হয় আওয়ামী সন্ত্রসী একই ভাবে বিএনপি সন্ত্রাসীদের বলা হয় বিএনপি সন্ত্রাসী । জামাতীদের বলা হয় ইসলামী সন্ত্রাসী ।
ইরাণ ইরাকের যুদ্ধকে কেউ বলেনি ইসলামী সন্ত্রাস। আই সি সিকে বলা হচ্ছে ইসলামী সন্ত্রাসী তাদের সাথে যুদ্ধরত মুসলমান ইরাকী বাহিনী বা সিরিয়া বাহিনীকে মুসলিম সন্ত্রাসী বলা হচ্ছে না । তালেবানদের ইসলামী জংগি বা সন্ত্রাসী বলা হচ্ছে তাদের সাথে যুদ্ধরত মুসলিম অপর পক্ষকে মুসলিম জংগি বলা হচ্ছে না