নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, তবে লিখতে ভাল লাগে।

মাথা নষ্ট একজন

পুরাই মাথা নষ্ট

মাথা নষ্ট একজন › বিস্তারিত পোস্টঃ

NTRCA এর কারচুপি বেশ চোখে পড়ার মত।

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

আজ হতে e-application শুরু হবার কথা। কিন্তু বিকাল ৫.০০ টার সময়ও দেখি তাদের অপশনে লেখা আছে e-Application Form can be submitted from 20 July, 2016 to 10 August,2016. ধরে নিলাম এখন অবধি তো ২০ তারিখই আছে, হয়ত সন্ধ্যা নাগাদ ঠিক করে ফেলবে কর্তৃপক্ষ এটা কোন ব্যাপার না। যাহোক, এবার আসল কথায় আসি, দিন তারিখ ঠিক মনে নেই তবে যেদিন নিবন্ধন কর্তপক্ষের মেধা তালিকা প্রকাশ করা হয়, ঠিক সেদিন বন্ধুর সাহায্যের জন্য আমিও একটু চোখ দেই মেধা তালিকাতে। সেখানে দেখলাম বন্ধূর থানার একটি হাইস্কুল বনওয়ারীনগর সি.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে কিছু সংখ্যক পোষ্ট খালি রয়েছে। বন্ধু তো দেখে খুব খুশি সাথে আমিও কারণ সে সেখানে দরখাস্ত করতে পারবে। এবং হয়তবা তার চাকরীও হয়ে যেতে পারে। সেই বন্ধুর অনুরোধে e-Application শুরু হয়েছে কিনা দেখার জন্য Ntrca এর ওয়েবসাইটে প্রবেশ করি। দেখলাম যে e-Application এখনও শুরু হয় নি। তারপর আমি গেলাম মেধা তালিকা দেখার জন্য। দেখেতো পুরাই মাথা নষ্ট হবার উপক্রম। কয়েকদিন আগেও দেখলাম যে পাবনা জেলার ফরিদপুর থানায় বনওয়ারীনগর সি.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে কিছু সংখ্যক পোস্ট খালি রয়েছে। অথচ আজ দেখি যে ঐ বিদ্যালয়ের নামও নেই ওই তালিকায়। ব্যাপারটা কিছুতেই মাথা ঢুকছে না। বন্ধুর তো শুনেই মন খারাপ।

এটাকে কি বলবেন?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

কলিমদ্দি বলেছেন: You may check 15th NTRCA Exam Date 2019 here. Because recently its published officially.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.