নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, তবে লিখতে ভাল লাগে।

মাথা নষ্ট একজন

পুরাই মাথা নষ্ট

মাথা নষ্ট একজন › বিস্তারিত পোস্টঃ

সোশ্যাল মার্কেটিং কোম্পানী নাকি এসএমসি এন্টারপ্রাইজ কোনটি আসল ?

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১২



কোনটি আসল ১ নং টি নাকি ২ নং টি?
যদিও আমার ধারণা যে ২ নং টি আসল ওরস্যালাইন-এন। সেটি আরো বুঝতে পারি খাবার পর। অফিসে থাকাকালীন সাময়িক অসুবিধা বোধ করায় ওরস্যালাইন-এন নিয়ে খাবার সময় দেখতে পাই প্যাকেটের গায়ে লেখা এসএমসি এন্টারপ্রাইজ যেটি তৈরী করা হয় ময়মনসিংহের ভালুকায়। তখনি মনের মাঝে খটকা লাগে। আমার ধারণা আরো পরিষ্কার হয়ে যায় সেটি গুলিয়ে খাবার পর। স্যালাইন খেলাম নাকি শুধু সাদা পানি খেলাম ঠিক বুঝতে পারলাম না। অবশেষে বাধ্য হয়ে (এসএমসি এর ) সোশ্যাল মার্কেটিং কোম্পানীর ওয়েবসাইট এ প্রবেশ করে দেখতে পাই রেনেটা লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত এসএমসির ওরস্যলাইন-এন। হুবহুব দেখতে একই রকম দেখতে । মোড়ক ও একই রকম। পার্থক্য শুধু কোম্পানীর নামে। তারপর রাতে বাসায় ফিরে র্ফামেন্সী থেকে আবার ওরস্যালাইন নিই। এবার অবশ্য সোশ্যাল মার্কেটিং কোম্পানীর টা পাই। খাবার পর বুঝতে পারি যে দুইটা আসলেই দুই রকম। তখন আমার ধারণাটা পাল্টে যায় যে, রেনেটা লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানী কর্তৃক বাজারজাতকৃত ওরস্যালাইন টা আসল এবং ভাল।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

দ্বিতীয় আমি - আমার ভিতরের লুকায়িত মানুষ বলেছেন: সোশ্যাল মার্কেটিং কোম্পানীরটা আসল।

২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২২

মাথা নষ্ট একজন বলেছেন: ঠিক বলেছেন সো্শ্যাল মার্কেটিং কোম্পানীর টাই আসল।

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আপনি যে দেখতে পেয়েছেন এবং পার্থক্য বের করে জানিয়েছেন সেজন্য ধন্যবাদ।

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

রক্ত পলাশী বলেছেন: ভাই আসলে দুইটাই একই কম্পানীর মাল। SMC now SMC enterprize তার মানে এখন পুরাই দেশী।

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:১২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এদের ভন্ডামী দেখার কেই নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.