নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

একজন আবুল কি ১৬ কোটি মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান ! :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০





কে এই আবুল? যার কাছে মাননীয়প্রধানমন্ত্রী পর্যন্ত নত ! কত্ত ওর ক্ষমতা ! যাকে বাঁচানোর জন্য এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন রাজনৈতিক দল। তাহলে কি আমরা বলবো আবুল নির্দোষ ! ওর কি বিচার হবে না !



বিশ্বব্যাংক বলছে তাঁদের কাছে প্রমান আছে এবং সেটা বর্তমান সরকারকেও দিয়েছে আর সেখানে আবুলের নাম আছে।

বিশ্বব্যাংক থেকে সরে আসায় সম্মান কার বড়লো? ঐ আবুলের আর কমলো কিন্তু ক্ষমতাসীন দলের। কারন সারা বিশ্বেই এটা নিয়ে আলোচিত। দূর্ণীতির অন্যতম শীর্ষে থাকা দেশ হিসেবে সন্দেহ আসেই যে এখানে কিছু একটা হয়েছে আর যেটা বিশ্বব্যাংক বলেছে। সরকার আবুল হোসেনকে বাঁচাতেই এই পদক্ষেপ নিল ! এমনকি দিলেন দেশপ্রেমিক খেতাব।



গনতান্ত্রিক দেশে ক্ষমতার পালাবদল হবে এটাই স্বাভাবিক। যদি অন্যকোনো দল ক্ষমতায় আসেন ভাবছি তখন এই আবুলের কি হবে ! কারন বর্তমান সরকার বিশ্বব্যাংকের দেয়া প্রমান প্রকাশ না করলেও সে সরকার ঠিকই করবে। উদাহরন স্বরুপ আমরা বলতে পারি সাবেক স্ব-রাষ্ট্র মন্ত্রী বাবরের বর্তমান অবস্থা। :-B



ধরলাম এখানে কোনো দূণীতি হয় নাই, আর তাই সরকার বিশাবব্যাংকের কথামত সব কিছু করলো আর পরে প্রমানিত হল বিশ্বব্যাংক যেটা সন্দেহ প্রকাশ করেছিলো তা সত্য নয় অনুমান মাত্র। তখন বিশ্বব্যাংক দুঃখ প্রকাশ করত। আর সম্মানটা কার বাড়ত ? কিন্তু এখন স্পষ্টত বোঝাই যাচ্ছে ...।

এর মধ্যে এডিবি চলে গেল, জাইকাও হয়তো চলে যাবে.....



এটা নিশ্চিত "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না" এই বিষয়টাই এখন বর্তমান সরকারের মাথায় ঘুরপাক খাবে। B:-)

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

শার্লক বলেছেন: কুত্তার লেজ কখনো সোজা হইতে দেখছেন? রাজনীতিবিদরাও তেমনি এদের লেজও কখনো সোজা হয় না।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

আহসান২০২০ বলেছেন: বাংলাদেশে বর্তমান আবাল কুত্তালীগ ছাড়া আর কিছু নয়।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

হাসতেই আছি আমি বলেছেন: হাসিনার লগে আবুলের এত কীসের পীরিত যে আবুলের নাম দিয়ে হাসিনার বুক জ্বলে? :(( ;)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

সাত সাগেরর মাঝি বলেছেন: হাসতেই আছি আমি বলেছেন: হাসিনার
লগে আবুলের এত কীসের পীরিত
যে আবুলের নাম দিয়ে হাসিনার বুক
জ্বলে? :(( ;)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

তামীম বলছি বলেছেন: >> বাংলাদেশের সমস্যা নিচে নয়, ওপর মহলে। যে-ই সরকারে বসুক, তাদের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের সার্বিক অর্জনের মানের চেয়ে নিচু।
>> নেতারা আমাদের দায় নেবেন কী, তাঁরাই এখন আমাদের বোঝা হয়ে দাঁড়িয়েছেন!

Click This Link

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

শেরশাহ০০৭ বলেছেন: আবুলের কিচু হবে না কারন আবুলের ওনেক টাকা X( X( X(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

সমীর কুমার ঘোষ বলেছেন: এদের জন্যই তত্তাবধায়ক সরকার জরুরী। আর তখন ...


মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

আমি বলছি...। বলেছেন: আবুল, হাসিনাকে নির্বাচনে ১টি আসন দিতে পারবে! ২০০০ কোটি টাকা দুর্নীতি করে ১০০০ কোটি টাকা দলীয় কাজে ব্যয় করেতে পারবে ! হাসিনার আর কি চাই !!!! আমি, আপনি, আমরা হাসিনাকে এমন কি দিয়েছি যে, আমাদের পাশে থাকবে ?

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

শোয়েব হাসান বলেছেন: Abul e hasina kabu

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

শোয়েব হাসান বলেছেন: Abul e hasina kabu

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

বিপদেআছি বলেছেন: একজন আবুল কি ১৬ কোটি মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান ! না তবে আবুল যার কমিশন এজেন্ট সে ১৬ কোটি মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.