![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় ছিলো কালো টাকা দেখার খুব ইচ্ছা। কালো টাকা বলতে ময়লা নোটকে বুঝতাম ! আর মনে করতাম সাদা করা মানে পরিস্কার করে পুনরায় চালানো। এগুলো এখন মনে হলে হাসি পায়।
কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়া মানে কি দুর্নীতিকে উৎসাহিত করা বোঝায় না ! একজন ব্যক্তি যখন এই সুযোগটি কাজে লাগাবে তখন তো না বোঝার কিছু নেই যে, এর উৎস কোথায় । এদরেকে কিন্তু অতি সহজেই চিহ্নিত করে রাখা যায়। এবং একবারই সুযোগটা দিলেও হয়তো হয় কিন্তু বছর বছর কি একই ব্যক্তিরা সুযোগ পেয়ে আসছে ? এটা ভাবা দরকার।
সুফলের মধ্যে আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য এটা অনেকটা স্বস্তির ব্যাপার। সেই সঙ্গে যারা ৩ বছর বা এর অধিক সময় ধরে শেয়ার ব্যবসায় ধরা খেয়ে বসে আছেন তাদের জন্য একটা আশার সঞ্চার হয় বটে। যদিও দেখা যায় কয়েকবছর ধরে অনেক ভালো পদক্ষেপ নিলেও এ খাতে অবস্থার উন্নতি দেখা যায়নি। আশা করছি এবার মার্কেট স্বাভাবিক অবস্থায় আসবে।
পরিশেষে মন্তব্য একটাই দুর্ণীতি বন্ধ করুন সঙ্গে বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারী বেতন নির্ধারন করুন। আর কালো টাকা যার কাছে থাকবে কঠোর শাস্তির ব্যবস্থা করুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৪
মুক্ত পাখীর মন বলেছেন: বিএনপির চীফহুইপ জয়নুল আবেদীন ফারুকের ‘পরকিয়া’ http://sbnews21.com/?p=99