নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

পঞ্চাশ হাজার ডলার হাত থেকে ফসকে গেলো B:-) !!!

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২



এখানে এমন কেই নেই যে, যাদের ই মেইল এড্ড্রেসে লোভনীয় মেইল আসে নাই। মেইলগুলো এমন ভাবে আসে যে আপনি ১ লাখ ডলার বা পাউন্ড পেয়েছেন। আর এমন ধরনের ঘটনা নিয়ে একটি নাটকও মনে হয় দেখেছিলাম আর সেখানে যার অভিনয় করার কথা আমাদের সেই হাসান মাসুদ ভাই ! :)



যাইহোক, আমিও এমন মেইল পেয়েছি এবং যথারীতি এড়িয়ে চলেছি।

কিন্তু বিষয়টা অন্য, সেদিন একটি মেইল আসলো নাইজেরিয়ান একটি ব্যাংক থেকে। সেখানে এক কর্মকর্তা লিখেছে প্রায় এক লক্ষ ডলার রেখে তাদের একজন গ্রাহক মারা গেছেন কিন্তু তার কোনো নমীনি নাই এমন কি অনেকদিন হয়ে গেছে কিন্তু কেউ এসে তার টাকার দাবী করেনি।

স্বভাবতই এক্ষেত্রে এটা করা হয় একটি নির্দিষ্ট সময় শেষে কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দেয়া হয় ।



সেক্ষেত্রেও সে এটা বলছে যে, আমি টাকার প্রাপক এটা সে প্রমান করবে যদি তাকে এখানকার একটা ব্যাংক একাউন্ট দেয়া হয় তাহলে সে পুরো টাকাটাই এখানে পাঠাবে । এবং সে পরে এসে এর ৫০% নিয়ে বাকি অর্ধেক দিয়ে যাবে। আমি এতে রাজী কি-না কিছু দিন সময় দিল। কয়েকদিন পর সে আবারো মেইল পাঠালো , আমি চন্তা ভাবনা করে না করে দিলাম /:)

ভাবলাম এটাও হয়তো ডিজিটাল প্রতারনার ফাঁদ।



যদি আমি তার কথা মত আমার ব্যাংক একাউন্ট দিয়েই দিতাম সেক্ষেত্রে কি হতে পারতো আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন।



যদিও এটা লটারী না তবুও এটাকে ডিজিটাল প্রতারনার ফাঁদ বলা যায় কি-না

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মো: আতিকুর রহমান বলেছেন: আমি তো দু একদিন পর পরই আইফোন জিতি কোন কারন ছাড়া B-) । যদিও আমি সেগুলা নি না B-))। স্প্যাম ফোল্ডারের মধ্যে কত কি =p~ :P

২| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:২১

সাইবার সোহেল বলেছেন: কিছুই হতো না!!!! আমাকে জাতি সংঘের মহা সচিব বান কি মুন পর্যন্ত মেইল করছে সেফ ট্রানজিকসনে পাউন্ড নেবার জন্য.... ;) । আর আমার বাসার টি এন্ড টি তে ও কল করছিল টাকা না না ৮.৫ বিলিয়ন পাউন্ড =p~ কোকাকোলা কোম্পানী থেকে তার যে কত কাহিনী... পরে আমার প্রশ্নের মুখে আর টাকা দেয়নি.... :> । সবই ভুয়া..
এই ধরনের অনেক মেইল ই পাই ও পাচ্ছি.. এ বিষয়ে আর কারও কোন কিছু জানার থাকলে নক করেন সাহায্যের জন্য আমি প্রস্তুত..... B-)

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ডিজিটাল প্রতারনা আরও কত কিছুই যে কালে কালে দেখতে হবে আল্লাহই জানেন। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.