নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

নাম্বারটি ০১৭৬৬-৮৩৩৩৫১ চিনে রাখুন

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

আজকেই সকাল ১০.২১ এ এই নম্বর থেকে ফোন আসলো। রিসিভ করলাম আর অনেকটা স্মার্ট ভঙ্গিমা নিয়ে বলতে শুরু করল.... স্যার, গ্রামীনফোন হেড অফিস থেকে বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহারা খাতুন সহ আরও ২জন মন্ত্রীর নাম বললো (মনে করতে পারছি না) তাঁরা গত কাল রাতে লটারী করে ৩০ জন সৌভাগ্যবানকে নির্বাচিত করেছেন যারা লাখ টাকার গিফট পাবেন আর ১৫০০০/- টাকার টক টাইম পাবেন। এর মধ্যে আপনি একজন স্যার।



যদিও টুকটাক ব্লগ লিখি-পড়ি আর তাই এইসব চিটিং কেস জানা। তাই চুপ করে থেকে শুনতে ছিলাম দেখি শেষ পর্যন্ত কি বলে :)



কোনো রেসপন্স না করাতে সে বলে স্যার কি আছেন, শুনছেন? আমি বলতে যাবো গ্রামীনফোন থেকে ফোন করলে ১২১ দিয়ে করে। আর প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে অবস্থান করছেন ... ঠিক ঐ মুহূতেই ঐ চিটার বলতে শুরু করলো স্যার, এটা কম্পিউটার থেকে অটো কল করা হয়েছে এখন-ই কেটে যাবে এবং আপনাকে ১ মিনিটের মধ্যে এই নাম্বারেই ফোন করে বিস্তারিত জানতে হবে।



আমি এরপর গ্রামীনফোনকে বিষয়টি জানালে তারা নাম্বারটি রেখে দেন আর বলেন পরিচিত সবাইকে বিষয়টি জানাতে যাতে এই ফাঁদে কেউ না আসেন।



কিন্তু আমার প্রশ্ন, বলা হয়ে থাকে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এর পরও এরা ধরা পরে না, কঠোর শাস্তি হয় না।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

সাইবার সোহেল বলেছেন: ভাইজান আপনার কি মনে হয় নাম্বারটা এখনও চালু আছে :D ;) :P B-)) !!!! কল দিয়ে দেখেন আমার তোমনে হয় আপনাকে কল দেওয়ার পর থেকেই বন্ধ। :-B

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

সমীর কুমার ঘোষ বলেছেন: ট্রাইতো করিনি এখনোও ... :-B

দেখি আবার ঐ-ই ফোন দেয় কি-না।

২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

ইকরাম বাপ্পী বলেছেন: Number gulo bondho hoye jay.... Tobe kichu nirdishto poriman bodhoy ovijog thaka lage...hoito ekta number er biruddhe 10ba tar beshibar ovijog..... Somboboto.....sure na ami. Bt bondho hoy eta sure

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

মোমেরমানুষ৭১ বলেছেন: আহারে লাখ টাকার গিফট! আমি যদি পাইতাম!!

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

সমীর কুমার ঘোষ বলেছেন: আপসুস ... :-B

৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

সৌমেন্দ্র বলেছেন: ভাই আমারেও কল করছিল। আমি নাকি ৬ লক্ষ টাকা জিতছি, কিন্তু টাকা নিতে হলে ঐ নাম্বারে ১০০০ টাকা flexiload দিতে হবে।!!! আমি বললাম "আমি দানশীল মানুষ টাকা গুলা কোন ফকিররে দান করে দেন।" :) :D :D

৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

মেমননীয় বলেছেন: আমার কাছে আসছিল ০১৭৩২০৮৬২১২ নাম্বার থেকে।
বলল ১২৫৩০০০ টাকার চায়না মডেলের মাইকো বাস (মাইক্রো বলতে পারে না) জিতেছি।
কয়েক মিনিট পেচাইলাম, পরে বললাম "এতকম দামে মাইক্রোবাস পাওয়া এটা কই পাইছেন?"।
বেচারী মাইন্ড খাইল রাইখা দিল।

৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

ঢাকাবাসী বলেছেন: এদের সাথে মানবাধিকারের বা দুদকের বা গ্রামীনের বখরার ব্যাপার আছে কিনা কে জানে!

৭| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ক্লাশ ৯-১০ এর কিছু পোলাপাইনের কামই এইগুলা.......

৮| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আহলান বলেছেন: মানুষ কি এখনো এত বেকুব আছে ?

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

সমীর কুমার ঘোষ বলেছেন: আছে, তা না হলে এই ব্যবসা জমতো না। হয়তো ১/১০০ জনকে পেলেই কাম সেরে ফেলে।

এখানে ব্যবসার কথা বললাম কারন আমার অভিজ্ঞতা শেয়ার করতে গেলে জানতে পারলাম অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.