নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আ..মার ফোনটা পাচ্ছি না, একটু কল দিবা ? :)

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

ঈদে নানা অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন বিরক্তি বরাবরের মত এবারও। তবে এবার কিছুটা কম মনে হলো। আর আছে কিছু বিরতীহীন নাটক। এটা অনেক ভালো লাগলো।

তবে কিছু বিজ্ঞাপন এক্কেবারেই নতুন যেগুলো দেখতে এখনও ভা্লই লাগছে। এর মধ্যে একটি গ্রামীনফোনের বিজ্ঞাপন ," আমার ফোনটা পাচ্ছি না, একটু কল দিবা? " :)

এই বিজ্ঞাপনটা আমি অনেকবার মনোযোগ সহকারেই দেখলাম। দারুন একটি ক্রিয়েটিভিটি।

এমন একটা ঘটনা রয়েছে আমার স্মৃতিতে। আমি যতবারই এটা দেখি আর সেটা মনে হয়।

ঘটনাটা ২০০৫ সালের কোরবানী ঈদের কয়দিন পর বিশেষ একটি কাজে গিয়েছিলাম বিরামপুর রেলষ্টেশনে। সেখান থেকে আসবো আক্কেলপুর-জয়পুরহাটে। তো বিকেল বেলায় ট্রেনের জন্য ষ্টেশনে এক পাশে অপেক্ষা করছি । আর ষ্টেশনে কিছু সুন্দরী পরিও ছিলো :) । তাই অপেক্ষা করা তেমন বোরিং লাগে নাই । আমি একা ছিলাম আর তাই ষ্টেশনের এক পাশে দাড়িয়ে ছিলাম।

হঠাৎ দেখি একটি মেয়েকে আমার দিকে আসতে । আমাদের চোখে চোখ পড়তেই কাছে এসে ঠিক ঐ বিজ্ঞাপনের ভাষাটাই ব্যবহার করে বললো, " ভাইয়া, আমার মোবাইলটা কোথায় রেখেছি খুজে পাচ্ছি না, একটু কল দিবেন?"

আমি তখন খুব ধ্রুত একটা চিন্তা করলাম মেয়েটার খারাপ কোনো উদ্দেশ্য নাই তো ! (তখন বয়স কম ছিলো তাই বেশি কিছু মাথায় আসেনি :))আর এটা ভেবেই বলে ফেলালাম যে, সরি আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে, সরি। আসলে ওটা ছিলো মিথ্য বলা।

এই বিজ্ঞাপনটা যতবারই দেখি আমার সেই কথাটি মনে হয় আর মনে মনে আফসোসও হয় যদি ফোনটা দিতাম হয়তো আজকে তার সঙ্গে ভাল একটা সম্পর্ক হতে পারতো অথবা অন্য কিছু ... :) বড়ই আফসোস :P

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইসসিরে... :P :P

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৮

সমীর কুমার ঘোষ বলেছেন: এখন ভাবি কি মনে করে সেদিন কথাটি বলেছিলো আর একটু আফসোসিত হই :P :)

অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
ঈদের আমেজ যেহেতু এখনও আছে, তাই ঈদ মোবারক।

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: আফসোসের দুনিয়া এটা!

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪০

সমীর কুমার ঘোষ বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৩| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৩

মাহবু১৫৪ বলেছেন: /:) /:)

শুভেচ্ছা আপনাকে

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮

সমীর কুমার ঘোষ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা। :)

৪| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

শুভ জন্মদিন।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মিঃ ইরফান আহমেদ বর্ষণ, জন্ম দিনের শুভেচ্ছা জানানোর জন্য।

আপনাকেও ঈদ মোবারক। :)

৫| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

ইকরাম বাপ্পী বলেছেন: হা হা হা তখনও মাথায় লুলামি ধরে নাই নাকি? মেয়েটার মাথায় তাহলে কি ছিলো? =p~ =p~

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০

সমীর কুমার ঘোষ বলেছেন: মেয়েটার মাথায় যে কি ছিলো এটা নিয়েই তো গবেষনা চলছে :)

ধন্যবাদ আপনাকে আমার ব্লগে এসে মন্তব্যের জন্য।

৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

আর.হক বলেছেন: শুভ জন্মদিন

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান। :)

ভালো থাকবেন।

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

মদন বলেছেন: বড়ই আফসোস :(

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

সমীর কুমার ঘোষ বলেছেন: যতবারই বিজ্ঞাপনটা দেখি ততবারই আফসোস করি :(

সত্যিই অনেক আফসোসের ব্যাপার। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.