নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

এই ভুলটি কি শুধু আমারই !

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

বেশ কিছুদিন হলো আমি এই ব্লগে ঢ়ুকতেই পারছিলাম না। ঢ়ুকলেই শুধু দেখায় হালকা ব্লু পেজ। কোনো লেখা টেকা নেই। আমি বিভিন্নভাবে চেষ্টা করে ব্যার্থ হয়ে গত পরশু দিন নেট থেকে ইনফরমেশন নিয়ে ব্লগের অফিসে ফোন দেই। বিষয়টা তারা আমাকে পরে মেইল করে জানাবে বলেছিলো। এর মধ্যে আর ঢোকা হয়নি। আজকে আবিস্কার করলাম বিষয়টি।



যেজিনিসটি আগে আমরা দেখতাম উপরে একটা বড় করে সেল বাজারের এড. কিন্তু সেটা এখন দেখা যায় না, মাউসের হুইল ঘুরিয়ে পেজের নীচে আসলে মূল পেজটি দেখতে পাওয়া যায়। নিজে নিজেই বিষয়টা আবিস্কার করতে পেরে দুঃখও লাগছে আবার হাসিও পাচ্ছে :)



তবে বেশ কিছু বিষয়ে লেখার ইচ্ছা থাকলেও না লিখতে পেরে এখন অনেকটা আফসোস হচ্ছে। যেগুলো লিখতাম এখন আর সেগুলো মস্তিকে নেই :(



বিষয়টা কি শুধু আমি-ই বুঝতে পারিনি না-কি অন্য কেউও আছেন../:)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

রিমন রনবীর বলেছেন: ওটা সেলবাজারের এড,কিন্তু দেখা যায় না কারন আপনার এডব্লকার ওটাকে ব্লক করে দিয়েছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.