নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

টেলিভিশনে “টেলিভিশন” দেখা :)

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

বাড়ী বাড়ী চলছে গোশত খাওয়ার ধুম। পাড়ায় মহল্লায় রাস্তাঘাটে চলছে উচ্চ আওয়াজে ডেকসেট বাজানোর প্রতিযোগীতা। অনেক জায়গায় দেখা যায় গান বাজছে কিন্তু কোন লোকজেন নাই, নাচানাচি নাই তবুও যিনি এর আয়োজক তিনি এতেই চরম আনন্দিত :) । আর আমি চরম আনন্দ নিয়ে বসে গেলাম টেলিভিশন দেখতে। হ্যাঁ, টেলিভিশনে প্রিয় মোস্তফা সরওয়ার ফারুকী ভাই এর “টেলিভিশন”। অনেক আগ্রহ পুরোটা দেখা কিন্তু ঐ যে ঈদ বলে কথা এত্ত এত্ত বিজ্ঞাপন! মাঝে মাঝে মনে হয় এড. শুরু হলে তারা হয়তো ভুলে যায় যে, অনেকেই অপেক্ষা করছে প্রোগ্রামটি দেখার জন্য। এর মধ্যেও একটি জিনিস লক্ষ্যনীয়, অনেক চেনেলেই দেখা যায় আমরা ফিরছি 4 মিনিট বাদে, 2 মিনিট বাদে এই রকম কিন্তু দর্শকও যে অনেক চালাক এই সময় অন্য কোন চ্যানেলে ঘুরে আসে বা অন্য কাজ সেরে নেয়। (এই পদ্ধতিটা ভালো আইডিয়া আর এটা দেখেছিলাম প্রথমে ভারতীয় চ্যানেলে সম্ভবত।) কিন্তু হঠাৎ করেই লক্ষ্য করলাম একই অনুষ্ঠানে পরের বার আর বিরতির সময় উল্ল্যেখ করা হয় না। বিজ্ঞাপন দাতারা হয়তো দর্শকদের এই কৌশল টের পেয়ে এমন ব্যবস্থা :)



যাইহোক, ইদানিং এমন বিজ্ঞাপন আমরা দেখে থাকি যেটি ঈদের যে কোনো নাটকের চেয়ে ভালো মানের মনে হয়।

জয় হোক ”টেলিভিশন”। দেশের বাইরে অনেকে ক্ষেত্রেই এটা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। জীবনের প্রতিটি দিন হোক এমন আনন্দময়।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

স্বপ্নসমুদ্র বলেছেন: ধুর! আপনার অনেক ধৈর্য! এই যুগে কেউ কি টিভিতে নাটক দেখে। নেট থেকে নামাই ফেলবেন। কোন বিজ্ঞাপন বিরক্তি নাই আবার কোন দৃশ্য ভালো না লাগলে টানতেও পারবেন। আমি এখন টিভি তে নাটক দেখতে বসলেও ভালো না লাগলে ফরওয়ার্ড বাটন খুজি। :D

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

সমীর কুমার ঘোষ বলেছেন: আমি এখন টিভি তে নাটক দেখতে বসলেও ভালো না লাগলে ফরওয়ার্ড বাটন খুজি। :)

দারুন হাসাইলেন B-)

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১

আমাবর্ষার চাঁদ বলেছেন: টেলিভিশনে "টেলিভিশন" দেখতে যাইয়া সব গুলাইয়া ফালাইছি এ্যাডের ঠেলায়............ :-& :-&




পরে নেট থাইকা দেইখ্যা লমুনে............. :D

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

সমীর কুমার ঘোষ বলেছেন: মোস্তফা সরয়ার ফারুকী’র ছবি মানেইযে ভিন্ন কিছু তা স্পষ্ট। আমিও পুরো দেখতে পারিনি। নেটের এইসডি লিংকটা পেলে এখানে দেয়ার অনুরোধ জানাচ্ছি।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.