নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

কৃষকের ঈদ আনন্দ চলছে চ্যানেল আইতে

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬

চলে গেল ঈদ-পূজো এক সঙ্গে। একসঙ্গে এত বড় ছুটি আবার কবে আসবে এ জীবনে দেখে যেতে পারবো কি-না সন্দেহ। এত বড় ছুটিতে দেশের অর্থনীতি অচল হয়ে আছে। আর এর জন্য হয়তো আমাদের অর্থমন্ত্রী আর বিবি এর গভর্নর আছেন একটু অস্বস্থিতে কারন এগুলো নিয়ে যে ভাবনা তাদেরই বেশি। কোটি কোটি টাকা ঈদের আগে ব্যাংক থেকে চলে গিয়েছে আর তা এখন পড়ে আছে সাধারন জনগনের কাছে আন সিকিউরড ভাবে। এক্ষেত্রে আমাদেরও দায়িত্ব কিছুটা আসে কারন আমরা ব্যাংকাররা যে সেবামূলক কাজ করি, আগামী রবিবার আমাদের যে চাপ যাবে এতে আমরা আনন্দেই মেনে নিব কারন দেশের অর্থনীতি সচল রাখতে সাহায্য করবো।



ঈদ মানে শুধুই আনন্দ,পূজো মানেও শুধুই আনন্দ, এটা কি সবাই এক বাক্যে স্বীকার করবেন? না, এবারেও পুজো-ঈদ অনেকের কাছেই ছিল অভিশাপ! বিশেষ করে শেয়ার বিনিয়োগকারীদের কাছে। সেই 2010 সালের পর থেকেই তাদের এই অবস্থা :(। এই দিনে তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আর কিছু আমাদের করার নেই।



অর্থনীতির ছাত্র হিসেবে এটা নিয়ে একটু-আকটু জ্ঞান আছে। অনেকেকেই বলতে দেখি বেশি লোভ করতে গিয়ে তাদের এই অবস্থা! এমন শুনলে খারাপ লাগে। কারন এর পর সরকার অনেক পদক্ষেপ নিয়েও এর স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে পারেননি। সেই সমালোচনাকরারীদের উদ্দ্যেশে একটি কথা বলবো এখনতো মার্কেট অনেক ডাউন, পিই রেশিও অনেক কোম্পানীরই এমন স্থানে রয়েছে চোখ বুঝে ক্রয় করা যায় তবুও মার্কেট উঠছে না কেনো? বিষয়টা অন্য খানে এটা নিয়ে আর নাই বা বললাম।



বাংলাদেশ কৃষি নির্ভর দেশ । আর এর প্রান হলো সেই গরীব কৃষকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে খাদ্য উৎপাদন করে আর আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকি। কিন্তু এই ঈদের সময় তাদের ঈদ কেমন যায় আমরা খোজ খবর কতটুকু রাখি। যে বছর বাম্পার ফলন হয় তার কৃতিত্বও সেই কৃষক পায় না, এটা চলে যায় ক্ষমতাসীন সরকারের। আর বাম্পর ফলন হলে খুশি হই আমরা সাধারন লোকেরা কারন কম মূল্যে সব কিছু কিনতে পারি কিন্তু সেই কৃষকদের অবস্থা আমরা ভাবি না। সরকার কি ভাবে? একজন কৃষকের কাজই হলো কৃষি কাজ করা, তারা সঠিক মূল্য পাক বা না পাক উৎপাদন তার করেই যাবে এটাই কি আমাদের মানসিকতা !!!



যাইহোক, আমাদের একজন আছেন যিনি কৃষকের ব্যাথা বুঝেন। আমরা তাঁকে নিয়ে গর্ব করি। বাজেটের আগে কৃষকদেরদেরকে অর্থমন্ত্রীর সামনে তাদের কথা বলার সুযোগ করে দেন। এই মহা মানুষটি আমাদের সবার প্রিয় পরম শ্রদ্ধেয় জনাব শাইখ সিরাজ স্যার, আমরা চাই যে সরকারই আসুন না কেন তাঁকে যেন কৃষি মন্ত্রী বানানো হয়। কারন আমাদের প্রয়োজন সঠিক যায়গায় সঠিক ব্যক্তি।



যেটা সকলকে জানানো দরকার আজ বিকেল 4.30 টার সময় চ্যানেল আই এর পর্দায় দেখা যাবে ফার্মারস গেমশো নিয়ে স্যারকে। আমরা দেখতে পাবো সেই চিরচেনা একই রকমের একটি জামা পরে কাঁদার মধ্যে দৌড়াদৌড়ি করতে। এমন ব্যাক্তির প্রতিই আমদের শ্রদ্ধা আসে।



স্যার দীর্ঘজীবি হোন। আর প্রতিটি ঈদে আমরা অপেক্ষায় থাকবো আপনার এমন অনুষ্ঠানের। আমরা ঈদের এই একটি অনুষ্ঠানই পরম ধৈর্য নিয়ে উপভোগ করে থাকি।

সবাইকে আবারো মনে করিয়ে দেই আজ ঠিক 4.30 এ চ্যানেল আর এর পর্দায়।

ধৈর্য নিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সবাইকে ঈদ পরবর্তী শভেচ্ছা।

(লেখায় ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল)।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

মতিউর রহমান মিঠু বলেছেন: @সমীর কুমার ঘোষ বলেছেন ,স্যাঁর, আপনি দীর্ঘজীবি হোন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.