নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

'লাখো কণ্ঠে'র অনুষ্ঠানে খাবার প্যাকেটে ইবনে সিনার স্যালাইন-ওষুধ!!!

২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

হেডিংটা অনলাইন একটি পত্রিকা থেকে ধার করা নেয়া...।

হায়রে সাংবাদিকতা। আমি কোথাও বলতে শুনেছি বর্তমানে যার নাই কাজ সেই এখন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে চায়। এটা বলার অর্থ খাবার স্যালাইনের প্যাকেট এর ছবি দিয়ে খবর ! ধরা যাক আমার খাবার স্যালাইন খাওয়া দরকার আর তখন দোকানে যেটা থাকবে/চুক্তি যার সঙ্গে থাকবে সে যা সরবরাহ দিবে সেটাই তো কিনতে হবে, হয়তো ঐ দোকানে অন্য কোম্পানীর স্যালাইন ছিলো না। তাই বলে স্যালাইন খাবো না! আমরা মাঝে মাঝেই বলতে দেখি আমাদের বেশির ভাগই লোককেই ভারতের প্রতি বিদ্দেশ মনোভাব , আর পন্য বর্জনের হুমকি.., পাকিস্থানের পন্য দেখি দেশের সবকয়টি সুপার সোপে, প্যাকেট করা বিশেষ ধরনের চাউল, যদি এমনই হয় তাহলে এগুলো আমদানির অনুমতি কেনো দেয়া আছে! অনেকেই আমেরিকার পন্য বর্জন করুন বলেও সেদেশের ডিভি লটারী পাওয়ার জন্য পাগল প্রায় (যদিও এখন বন্ধ আছে)। অথচ যারা ঐসব বলেন তাদের বাসাতে গিয়ে ঠিকই সেদেশগুলোর পন্য হয়তো দেখতে পাওয়া যাবে। যেমন আমি দেখেছি দেশের সকল বর্ডারেই প্রতিদিন প্রচুর পরিমান মশুরডাল, পেঁয়াজ আসে ভারত থেকে সেগুলো কি তারা খায় না!



এমন মানসিকতা কি ভালো মনের পরিচয়!

আমি নিজেও একজন ব্যাংকার। দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদান অনেক। আমরা বিভিন্ন টেনিং এ পরিসংখ্যান পাই যে, দেশের সকল ব্যাংকের মাধ্যমে যে পরিমান ফরেন রেমিটেন্স নিয়ে আসে একাই ইসলামী ব্যাংক তার চেয়ে বেশি নিয়ে আসে!



মনে একটু দুঃখ নিয়ে বলছি , ইসলামী ব্যাংক হিন্দুদের চাকরী দেয় না, কিন্তু সেখানে হিন্দুদের রয়েছে হিউজ ডিপোজিট, বেশির ভাগ হিন্দু ব্যবসায়ীদের রয়েছে বড় বড় একাউন্ট। কেনো, তারাতো বলতে পারে যে আমরা ইসলামী ব্যাংকে কেনো একাউন্ট খুলবো না, তাদের চাকরী দেয়া হয় না। কিস্তু সেটা সম্ভব নয় কারন বর্তমান মুক্ত অর্থনীতিতে অনেক কিছুই মেনে নিতে হয়।



গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা বলতে শোনা যায়, থালা (যেখানে ভাত খাওয়া হয়) এর সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া! এতে ক্ষতিটা কার!

ইসলামী ব্যাংক যদি ইসলামী দলগুলোর জন্য ডনেশন দেয় সেটা রোধ না করে এমন কিছু সিদ্ধান্ত ঠিক থালা আর ভাতের সঙ্গেই তুলনা চলে।



[কেউ মনে আঘাত পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৭

মোমেরমানুষ৭১ বলেছেন: আজকের লাখো কণ্ঠে'র অনুষ্ঠানে পাওয়া জিনিস গুলো....

২| ২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬

মুদ্‌দাকির বলেছেন: এরা জানেই না যে পাবলিক বোকা না

৩| ২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

নামহীন আমি অনামিকা বলেছেন: অনেক বিবেকহীনের মাঝে আপনি সাচ্চা বিবেকবান এক হিন্দু, আপনাকে ধন্যবাদ জানাই বাস্তব কথা বলার জন্য ।

আর মুসলিম নামধারী কিছু বেকুব আছে যারা মরলেও বাচার জন্য জামাতী আত্মীয়ের হাতে পানি বা জামতী প্রতিষ্ঠানের অষুধ না খাবার মত সস্তা ভালমানুষী দেখায়। কিন্তু ঠেলায় পড়লে ওসব আসলেই মানবে না ঠিকই। ওষুধের নাকি জাতপাত---কী উল্লুক এরা??

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

সমীর কুমার ঘোষ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

শাহ আলম বাদশাহ বলেছেন: যৌক্তিক আলোচনা

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৩

সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুজুগে বাংগালীরে ভাই... :| :|

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

সমীর কুমার ঘোষ বলেছেন: B:-)

৬| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

নামহীন আমি অনামিকা বলেছেন: খুব ভাল বলেছেন।
শাহ আলম বাদশাহ বলেছেন: যৌক্তিক আলোচনা
এই ভদ্রলোকের একই মন্তব্য ভুলে অনেকবার এসেছে যা আপনি ডিলিট করে দিতে পারেন। দেখতে খারাপ লাখছে।

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭

সমীর কুমার ঘোষ বলেছেন:
ডিলিট করে দিয়েছি।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.