নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রশ্ন জাতীয় মাছ ইলিশ কেনো, হতে পারে পুঁটিও ...!

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

আসছে পহেলা বৈশাখ ১৪২১ সাল। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাঙ্গালীর কাছে এটা সবচেয়ে আনন্দের/উৎসবের একটি দিন। এই দিনে সকালে সবারই ইচ্ছা থাকে খেতে পান্তা ভাত সঙ্গে ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, কাঁচা মরিচ আর পেঁয়াজ এই সব আরকি।

ইলিশ মাছ ছাড়া বাকি সব আমাদের দেশের গরীব/নিম্ন মধ্যবিত্ত/মধ্যবিত্ত সমাজের খাবার। তারা এটা প্রায় প্রতিনিয়তই (গরমের সময় আগের দিনের বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রেখে পরের দিন খেয়ে থাকে যাতে নষ্ট না হয়ে যায়) খেয়ে থাকে অর্থাৎ খেতে বাধ্য থাকে। কিন্ত একটি দিনে তাদের ঐ খাবার যখন চলে যায় বড়লোকের প্লেটে! যখন দেখা যায় মানুষ তাদেরই খাবার পান্তা ভাত ১০০/২০০ টাকা দিয়ে কিনে খায় তখন কি তাদের গর্ব হয় না-কি কষ্ট হয় এইসব দেখে তখন তাদের অনুভূতিটা কেমন হয় ......! এটা জানতে ইচ্ছা করে।

আজকে সকল টিভিতেই দেখানো হচ্ছে ইলিশ মাছ নিয়ে রিপোর্ট।এক হালির দাম ৬-৭ হাজার এমনকি একটির দামই ২০০০ টাকা!



তাহলে বাঙ্গালীর প্রানের উৎসব আনন্দের উৎসব কয়জনের ভাগ্যে করা সম্ভব?



আমাদের জাতীয় গাছ বটগাছ ছিলো এরপর সেটা সংসদে সিদ্ধান্ত হলো, পাশ হলো এখন থেকে হবে আম গাছ। বেশ ভালো কথা। কারন এটা এমন একটি গাছ যেটা সর্বত্রই চোখে পড়ে। কিন্তু জাতীয় ফল কাঁঠাল (আমার মতে আম হলে ভালো হতো, কারন গাছ যখন আম গাছ)। বেশ ভালো। এটাও প্রায় সবার বাড়ীতেই (গ্রামে) থাকে। আর সবারই হাতের নাগালের মধ্যেই দাম থাকে। সবাই বছরের নির্দিষ্ট সময়ে খেতে পারে। কি গরীব/কি ধনী। কিন্তু ইলিশ মাছ! কয়জনে খাইতে পারে?



সাধারনত যারা খুবই গরীব , যারা সারা বছর মাংস খেতে পারে না কোরবানীর ঈদে তারাও ১/২ দিনে মাংস খেয়ে থাকে কারন সমাজের ধনী ব্যক্তিরা সবাই নিজেদের অংশ থেকে তাদের জন্য রেখে দেয়।

কিন্তু সেটাতো গেল একটি গোষ্ঠীর উৎসব কিন্তু পহেলা বৈশাখতো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্ঠান সব বাঙাগালীরই প্রানের উৎসব এরপরেও সবাই কি ইলিশ মাছ খাইতে পারে!



একটা উদাহরন দেই। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার। যাদের প্রায় আয়-ব্যায় সমান। তাদের একমাত্র সন্তান এর বন্ধু পাশের বাড়ির এক ধনী পরিবারের সদস্য। আসলো ১লা বৈশাখ। সেই ধনী পরিবারটি ২০০০/- টাকা দিয়ে একটি ইলিশ মাছ কিনে আনলো। সেটা দেখে নিম্নবিত্ত পরিবারের একমাত্র সন্তান বায়না ধরলো সেও ইলিশ মাছ খাবে। কিন্তু বাবা-মা এর সাধ্য নেই খাওয়ানো। তখন তারা তাদের একমাত্র সন্তানের জন্য নিজেদের অনেক কস্টে জমানো টাকা থেকে খরচ করতে বাধ্য হবে। যে টাকা ভবিষ্যতে অনেক জরুরী কাজে লাগতো!



তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন এমন পরিবারগুলোর কথা চিন্তা করে আপনারা সংসদে পাশ করুন জাতীয় মাছ ইলিশ থেকে অন্য যেকোনো মাছ যেগুলো দেশের সকল খাল-বিলে-নালায় সকল বাজারে অত্যন্ত সস্থায় সহজেই পাওয়া যায় (হতে পারে সেটা পুঁটি মাছও) যেমনি করে পরিবর্তন করলেন জাতীয় গাছ বটগাছ থেকে আম গাছে।



আগামী ১লা বৈশাখ কাটুক সবার নিজ নিজ পরিবারের সঙ্গে অনেক আনন্দে। সবাই ভালো ও নিরাপদে থাকুন। সবাইকে শুভেচ্ছা নতুন বছর ১৪২১ সালের।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.