![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বছরের প্রথমদিনটি ঠিক ঈদের দিনের মতই একসঙ্গে আনন্দ করি। অনেকেই শহর থেকে ছুটি নিয়ে কয়েকদিন গ্রামের বাড়ীতে বেড়াতে যাই সবার সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য। জীবনে কি আছে। ঠিকমত খাওয়া-দাওয়া আর অনন্দ এর জন্যই তো এত কিছু।
অনেকেরই হয়তো আজকের দিনটি ভালো যায়নি। এটাই স্বাভাবিক। আমরা দেখি একজনের পৌষ মাস তো অন্য জনের সর্বনাশ !
কেউ কেউ আজকে পান্তা-ইলিশ বিক্রী করে প্রচুর কামিয়েছেন আর কারো গেছে পকেট খালি হয়ে। হবে না আবার ! নতুন প্রেম সঙ্গে প্রেমিকা ও তার বান্ধবীর দলও আছে তখন আর কি করার থাকে বলুন , ছেড়ে দিন বছরের এই একটা দিনই তো , এরপর না হয় কয়েকদিন কষ্ট করে চলে মানিব্যাগকে ভারসাম্যে নিয়ে আসা যাবে কিছুদিন ব্যানসনের পরিবর্তে না হয় গোল্ডলিফ-ই হলো কিন্তু এই আনন্দতো আর পাওয়া যাবে না!
অনেকেরই আজকে একা একা কেটেছে যার কোনো গার্ল ফ্রেন্ড/বয় ফ্রেন্ড নেই তাদের না থাকাতে দুঃখ তেমনি যাদের আছে তাদের আবার উল্টো দুঃখ কারন সারা মাসের খরচ একদিনেই শেষ
ভাবছেন আজকে আপনি বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে রিক্সা/সিএনজি/রেন্ট কার এর ড্রাইভারদের সঙ্গে ভাড়া নিয়ে সামান্য গন্ডোগল করেছেন, গালিগালাজ/হাতাহাতি পর্যন্ত হয়েছে, কোথাও ঠকেছেন, আরও অনেক কিছুই , ভেবেছিলেন আজকে বছরের প্রথম দিন আর আপনি প্রতিজ্ঞা করেছিলোন আজকের দিনেই কোনো কোনো খারাপ/বদ অভ্যাস বাদ দিবেন কিন্তু পারেন নি! কোনো চিন্তা নয় এর জন্য আছে বড় রকমের সান্তনা
আপনি কি জানেন সারা বিশ্বে (বাংলাদেশ, ভারতের পশ্চিম বঙ্গ, আসাম, ত্রিপুরা সহ) প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষী লোক আছে! আর এর বেশির ভাগই ১লা বৈশাখ পালন করবে আগামীকাল অর্থাৎ আমাদের কাছে যখন বৈশাখ মাসের ২য় দিন!
হ্যাঁ ৩০ কোটি ভাষাভাষীর মধ্যে ৫০% ই হিন্দু আর সঙ্গে আছে অনেক মুসলিমও তারা পঞ্জিকা মতে আগামীকাল পালন করবেন নতুন বছরের শুভ ১লা বৈশাখ। আর এটা লক্ষ্য করলে দেখবেন আগামীকাল আপনার পাশের কোনো হিন্দু ব্যবসায়ীর দোকানে বা বাসায় শুভ হালখাত অনুষ্ঠান আর নানা ধরনের মিষ্টির সমাহার।
তাহলে আর চিন্তা কেনো , আজকের দিনটি খারাপ গেছে বলে মন খারাপ না করে মনে করুন আপনার জন্য আগামীকালই ১লা বৈশাখ
এ প্রসঙ্গে আমিও আছি আপনাদের দলে। আমি সামান্যই ধুমপান করি। আর প্রতিজ্ঞা করেছিলাম এই ১লা বৈশাখ থেকে আর করবো না, কিন্তু আজকেও করেছি। তাই মনে মনে প্রতিজ্ঞা করলাম আগামীকালকে ১লা বৈশাখ পালন করে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টা করবো ...
অনেক আজে বাজে লিখলাম।
এতকিছুর পর বলবো আমাদের জীবনের প্রতিটি দিন হোক ১লা বৈশাখ/ ঈদের দিনের মত। আমরা সবাই ভালো থাকি। সবাইকে শুভ নববর্ষ ১৪২১ সনের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলেরই সহায় হোন।
[বিঃদ্রঃ- আমরাকি পারিনা ৩০ কোটি বাংলা ভাষাভাষী এক দিনে ১লা বৈশাখ উৎযাপন করতে...]
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
সমীর কুমার ঘোষ বলেছেন: কেন, করবো???????????????
এর জন্য সংলাপ দরকার, তর্ক-বিতর্ক দরকার। একদিন সময় কইরা এটা নিয়া বসুমনে সবাই।
বলেন কবে সময় হবে আপনার?
যাইহোক আজকেও শুভ নববর্ষের ১মদিন ধরলাম আর তাই আজ আর তর্ক করতে চাচ্ছি না, অন্যদিন সময় করে হবে...
ভালো থাকুন।
শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাকে।
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮
রসায়ন বলেছেন: আহ । মনডা ভালা কৈরা দিলেন
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭
সমীর কুমার ঘোষ বলেছেন: ভালো লাগলো জেনে আপনার মনটা ভালা কইরা দিলাম
আমার এই লেখার উদ্দ্যেশ্যই ছিল এমন।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
শুভ নববর্ষ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা!!!
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ।
অাপনাকেও অনেক শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
বেকার মানুষ বলেছেন: আমরাকি পারিনা ৩০ কোটি বাংলা ভাষাভাষী এক দিনে ১লা বৈশাখ উৎযাপন করতে..
কেন,করবো??????????????