নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

এত কষ্ট করে টিকেট কেটে কি লাভ! (বাস্তব অভিজ্ঞতা শেয়ার) B:-)

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২

আমরা প্রতিবারই দেখি সেম অবস্থা।ঈদ বা তেমন কোনো উৎসব আসলেই এক সঙ্গে অনেক লোকের গ্রামের বাড়ী যাওয়ার ধুম পড়ে যায়। এটা যে কত্ত টান যারা ঢাকার লোকাল তারা হয়তো বুঝবে না।তারা হয়তো ভাববে মাত্র ৩-৪ দিনের জন্য এত্ত কষ্ট করে যাওয়া আবার তেমনি কষ্ট করে আসা! আসলে ঐ ৩-৪ দিনই যে সারা বছরের এনার্জি চার্জ হয়ে যায় এটা তারাই বুঝে যারা কষ্ট করে/যুদ্ধ করে বাড়ীতে যায়।



আমরা দেখতে পাই ১৫-২০ ঘন্টা অপেক্ষা করেও সোনার হরিণ পাওয়ার মত আনন্দ উপভোগ করতে যখন সেই টিকেটটি পাওয়া যায়। এ নিয়ে আমার এক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি।



আমাদের ঈদ না হলেও আনন্দ যে আমাদেরও। কারন ধর্ম যার যার উৎসব সবার। আর তাই ঈদের ছুটিতে আমরাও ছুটে চলি প্রিয় গ্রামের বাড়ী।আমার এক বন্ধু তেমনি কষ্ট করে টিকেটের লাইনে দাড়িয়ে টিকেট কিনল। আমাদের গন্তব্য সিরাজগঞ্জ কিন্তু আমাদের জানানো হলো জয়দেবপুর পর্যন্ত টিকেট পাওয়া যাবে। ব্যাস, তাই কাটা হলো ৩ টি। এরপর সেই দিন আসলে আমরা সবাই উঠে পরি আগে ভাগেই। নয়তো আমাদের সিটেই বসতে পারবো না। কারন অনেক ভীর থাকবে যে।!



যে কথা সেই কাজ, আমরা যথারীতি আমাদের সিটে বসলাম।অনেক ধীর গতিতে চলতে থাকলো ট্রেন একে একে অনেকগুলো স্টেশন পার হলো এমনকি জয়দেবপুরও তবুও আমাদের সিটে কেও বসতে আসলো না। কারন এত্ত ভীর যে আসবে কেমনে! তারাতো সীটই খুজে পাবে না। এরপর আবার টিটির কোনো খবর নেই। মানুষই দাড়াতে পারছে না এর মধ্যে টিটি কিভাবে আসবে। B-)

আমরা জয়দেবপুর পর্যন্ত টিকেট কেটে অবশেষে সিরাজগঞ্জে পৌছলাম।তাও আবার সীটে বসে !! আমরা টিকেট ফাকি দিতেচাইনি। টিটি আসলে টাকা দিয়ে দিতাম।এমন মানসিকতা নিয়ে ছিলাম :)



আর তাই এই অভিজ্ঞতার আলোকে বলবো , এত্ত কষ্ট করে টিকেট না কেটে ( কারন আপনার সিটে হয়তো পৌছতেই পারবে না!) উক্ত দিন ট্রেনে উঠে পরবেন। ভাগ্য ভালো্ থাকলে বিনা টেকেটেই ঈদে বাড়ী ফেরা হবে ;)





মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৯

survivor বলেছেন: দারুন আইডিয়া দিলেন :)

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:২০

সমীর কুমার ঘোষ বলেছেন: :)

২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

হরিণা-১৯৭১ বলেছেন: ঈদে রিস্ক নিয়ে বাড়ী যাওয়া ভুল।

২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭

সমীর কুমার ঘোষ বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না।

৩| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৬

সমীর কুমার ঘোষ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.