নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

ইফতার রাজনীতিই শুধু নয় এর মধ্যে থাকে ভালোবাসাও !

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:১১



আমার এই হেডিংটা একটি টিভি চ্যানেলের টক শো থেকে আংশিক নেয়া। একদিন সেখানে দেখলাম আলোচনার বিষয় ছিলো "ইফতার রাজনীতি"।

রাজনীতিবিদদের আয়োজিত ইফতার অনুষ্ঠানে নিশ্চয়ই রাজনীতি রাজনীতি ভাব থাকে।কিন্তু সাধারন মানুষের আয়েজিত ইফতারে থাকে ভালোবাসা। অনেকেই আছেন প্রতিবছরই পারিবারিক ভাবে পাড়া-প্রতিবেশি সবাইকে নিয়ে একদিন ইফতারের বড় আয়োজন করে থাকেন । সেখানে থাকে শুধুই ভালোবাসা।



আমি সহ আরও ২ জন মিলে আমরা একটি আবাসিক বহুতল ভবনে একটি ফ্লাট ভাড়া নিয়ে থাকি। সেখানে সব ফ্লাটে ফ্যামিলি থাকলেও ভবনের মালিক আমাদেরকে নিজের ছেলের মতই স্নেহ করেন। মাঝে মাঝেই তাঁর বাসার বিশেষ খাবার নিজেই নিয়ে চলে আসেন।কতটা আপন হলে এটা সম্ভব! এজন্য আমরা তার নিকট কৃতজ্ঞ বটে।আমরা যে ব্যাচেলর থাকি সেটা ভবনের অনেকেই জানেন না। আমরা এত নিঃশব্দে থাকতে চেষ্ট করি যেন কারও কোন অসুবিধা না হয়। আর এ জন্যই এই রোজাতে প্রতিটি দিন কোন না কোন ফ্লাট থেকে পাচ্ছি নানান বাহারী হোম মেড ইফতারী। আমরা ভাবি কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব!

আমরা যেহেতু সবাই চাকরী করি তাই সারা দিন বাসায় থাকা হয় না। আমি যেহেতু ব্যাংক জব করি আর আজকে স্বভাবতই ব্যাংকে ছিল অনেক কাজের চাপ। আর তাই বাসায় ফিরতে একটু দেরী। আমার আর ২ মেটের মধ্যে ১জন আজ চলে গিয়েছে গ্রামের বাড়ী আর একজনও ফিরেছে অনেক দেরীতে।

তখন রাত ৮ টা। কলিং বেল বাজছে। কে বলতেই আমরা নিচের ফ্ল্যাট থেকে এসেছি শোনা গেল। দেখি ২ জন ছোট্ট কিউট বাচ্ছা তাদের দুজনের হাতেই ট্রে ভর্তি অনেক ভারী হোমমেড ইফতারি। কিছু বলে উঠার আগেই তারা বলে এর আগেও এসে কয়েকবার ঘুরে গেছে বাসায় কেউ নেই বলে!

আমি শুধু ভাবলাম ২ তলা থেকে ৪ তলায় এতগুলো ইফতারী নিয়ে এসে বারে বারে ঘুরে যাওয়া এবং শেষ পর্যন্ত পৌছে দেয়া ! ওনাদের কতটুকু ইচ্ছা আর ভালোবাসা থাকলে এটা সম্ভব!



আমাদের বাঙ্গালী সমাজে (বাংলাদেশী সাইটে) এই জিনিসটা আমরা অনেক করি। সেটা একে অন্যকে আপ্যায়ন। আমরা যেন এতেই তৃপ্ত। (অবশ্য ভারতের পশ্চিম বাংলা সাইটে বাঙ্গালীদের মধ্যে এর বিপরীত চিত্র)

একে অপরের প্রতি ভালোবাসা এটা একমাত্র আমাদের সামাজেই, আমাদের দেশেই সম্ভব।

সবাইকে অগ্রীম ঈদ মোবারক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.