![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের আগে থেকেই কয়েকটি অনলাইন নিউজপেপোর প্রচার চালিয়ে যাচ্ছে যে, বন্ধ হতে যাচ্ছে ভারতীয় কয়েকটি চ্যানেল! আসলে ঐ অনলাইন পত্রিকার খবরগুলো এমনই যে দুনিয়ার সব আকর্ষনীয় খবরগুলো হাইলাইট ছাড়া আর কোন কাম নাই। ওদের খরব তেমন নির্ভরযোগ্যওমনে হয়নি। এখন দেখি বিষয়টি সত্যই।
আজকে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে দেখলাম এটা নিয়ে বিশেষ খবর। একজন আইনজীবি স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা নিয়ে বন্ধ করার জন্য হাইকোর্টে রীট করেছেন। নাম তার সৈয়দা শাহীন আরা লাইলী ।
এই সব চ্যানেল বন্ধ হওয়ার পিছনে যেটা দায়ী, সেই পাখী ড্রেস!! যেটি এই ঈদের অন্যতম কাটতি পোষাক ছিল। এই পোষক না পেয়ে আত্মহত্যার মত ঘটনা ঘটেছে!!! যুব সমাজ ধ্বংস করছে !!!
তুমুল আলোচিত হওয়ার পর দেখলাম সেই সিরিয়াল "বোঝেনা না সে বোঝেনা" এর নায়িকা পাখীকে , দেখলাম ফালতু একটি সিরিয়াল, যে বিষয়টা এক পর্বে শেষ সেটি নিয়ে নানা তাল বাহানা, বিরক্তকর ভাবলাম বন্ধ হওয়াই দরকার।
তবে এই চ্যানেলগুলো বন্ধ হলে যাদের অসুবিধা হবে তারা হলেন ৯৯ % গৃহবধু যারা বিকেল থেকে মধ্য রাত্রি অবধি এই সব টিভির বড় দর্শক , সঙ্গে অনেক পুরুষও আছেন যারা বেশির ভাগ সময়ই রিলেক্সে থাকেন অথবা ব্যবসা বা চাকরীর জন্য সামান্য সময়ই ব্যয় করতে হয়।
আমি ভাবছি এদের কি হবে? এরা এটা কিভাবে মেনে নিবে? বন্ধ হওয়ার আগে এ বিষয়ে তাদের মতামত নিতে পারলে ভালো হত। কারন পাখী ড্রেস না পেয়ে যদি আত্মহত্যা কেউ করতে পারে আর যদি এই সব প্রিয় চ্যানেল (মহিলাদের কাছে) বন্ধ করে দেয়া হয় তাহলে আত্মহত্যা যে হবে না সেটা বলা যায় না।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৯
সমীর কুমার ঘোষ বলেছেন: হয়তোবা তবে এটা বাস্তবে সম্ভবতো ! আমার এ বিষয়ে সন্দেহ আছে। কারন ভোটারের একটি বড় অংশ যখন ঐসব চ্যানেলের দর্শক, তখন একটি সরকার এমন একটা সিদ্ধান্ত নিবে কি-না ...
২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০
হেডস্যার বলেছেন:
অবিলম্বে বন্ধ করে দেয়া উচিৎ।
এতে করে কিছু আহাম্মক মাইয়া মানুষ মরবে।
এদের মরে যাওয়াই উচিৎ।
১২ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪
সমীর কুমার ঘোষ বলেছেন:
৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩
সুমন কর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কারন পাখী ড্রেস না পেয়ে যদি আত্মহত্যা কেউ করতে পারে আর যদি এই সব প্রিয় চ্যানেল (মহিলাদের কাছে) বন্ধ করে দেয়া হয় তাহলে আত্মহত্যা যে হবে না সেটা বলা যায় না।
হুম।
তবে এখনই এত , আরো বেশীদিন চালাতে দিলে ভবিষ্যতে আরও কি দেখতে হবে কে জানে। আমাদের সমাজের আরো অবক্ষয় রোধ করতে এই ভারতীয় অপসাংস্কৃতিক বিষবৃক্ষকে আর বড় হতে দেয়াটা ঠিক হবেনা।