নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

ঈদ বিনোদন টিভিতে স্পেশাল আকর্ষন "বিরতিহীন"নাটকেও বিজ্ঞাপন !

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১০

কেউ কথা রাখে না।

ঈদে বরাবরই একটা ইচ্ছা থাকে বিরতিহীন নাটক দেখা। তাই অনেক কষ্টে ঠিক সময়ে টিভি খুলে বসলাম সন্ধ্যার পর। একটি প্রথম সারির বেসরকারী টিভিতে গ্রামীনফোন নিবেদিত বিরতিহীন নাটক "সে এবং সে" দেখতে বসলাম। টিভি স্ক্রীনেও লেখা থাকলো বিরতিহীন! কিছুক্ষন চলার পরই দেখলাম একটি এ্যাড! প্রথমে বুঝতে অসুবিধা হল মনে করলাম নাটকেরই একটা অংশ এটা ! কিন্তু দেখা গেল সেটা গ্রামীণফোন এরই কল ড্রপ এর বিজ্ঞাপন। তাহলে বিরতিহীন মানে কি দাঁড়াল! এটা লিখলে পারত যে সিঙ্গেল/ডাবল বিরতিহীন নাটক অনলি ;) কারন শেষের দিকেও আরও একবার এ্যাড দেখা গেল। তবে নাটকটি বেশ ভালো লেগেছে।আমরা বিরতিহীন নাটক দেখতে চাই না। কারন এতে ওদের ব্যবসা হয়তো খারাপ যায়। অন্যটি দিয়ে টাকা উঠিয়ে নেয়। আমরা চাই নাটকের মাঝখানে স্বল্প বিরতি এটা হলেই চলে।



সবাইকে ঈদ পরবর্তী শভেচ্ছা। সবারই ঈদ নিশ্চয়ই অনেক ভালো কেটেছে। ভালো থাকুন সবাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা কি আর বলবেন বলেন !

ঈদ পরবর্তী শভেচ্ছা :)

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩

সমীর কুমার ঘোষ বলেছেন: ;)

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭

বদিউজ্জামান মিলন বলেছেন: ঈদে এসব টিভি মালিকদের বিরুদ্ধে আমাদের একটাই প্রতিবাদ: `তোমাদের আছে বিজ্ঞাপন আমাদের আছে রিমোট। '

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

সমীর কুমার ঘোষ বলেছেন: হা হা হা , ভালো বলেছেন। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.