![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর আজকে বাসে করে অফিস থেকে বাসায় ফিরলাম। কবে বাসে করে অফিসে গিয়েছি মনে নেই
- আজকে মাসের শেষ কর্মদিবস বলে অফিস থেকে বের হতে একটু দেরী হয়েছে। আর রাত যত বেশি তত সিএনজি চালিত অটোরিক্সা না পাওয়ার সম্ভাবনা । তাই অফিস থেকে বের হতেই সামনে একটি বাস থামলে তাতে কিছু না চিন্তা করেই উঠে পড়ি। কিছু চিন্তা না আসার কারন রাস্তায় পুরোদমে বড় বাস ছাড়া ট্রাক, সিএনজি এমনকি কিছু প্রাইভেট যানবাহনও চলছে, মনে হচ্ছে অবস্থা স্বাভাবিক হয়েছে।
- বাসে উঠতেই মনে পড়ে গেল ঢামেকের বার্ন ইউনিট! যদি কিছু আজ ঘটে তাহলে আমারও সেখানেই স্থান !
- আগে বাসে উঠে ভয় পেতাম যদি একসিডেন্ট হয়! আর এখন যদি কেউ পেট্রোল বোমা মারে...
- বাসে উঠে ছিট পেলাম পিছনের দিকে ভিতরে। আমার পাশের ছিটে জানলার ধারে বসে আছেন একজন বয়স্ক ভদ্রলোক। আমি আমার ৩০ মিনিটের ভ্রমনে শুধু তাকেই দেখলাম। দেখতে পেলাম সে পুরোপুরি স্বাভাবিক। তার মনে কোন আতঙ্ক নাই। আমি ভাবলাম যদি কোন পেট্রোল বোমা বা ককটেল ছুড়েঁ মারে তাহলে তারই আগে লাগার কথা। এইটা ভেবে অনেক কষ্ট লাগলো মানুষ কতটা অসহায় আর নিরুপায় না হলে এতটা অস্বাভাবিক পরিবেশে স্বাভাবিকভাবেই মৃত্যকে উপেক্ষা করে এই সময়ে বাসে চড়তে পারে।
- বাস চলছে তার স্বাভাবিক গতিতে। রাস্তায় কোন পুলিশ বা এমন কোন বাহিনী চোখে পড়ল না। যে যে পয়েন্টে এমন ঘটনা ঘটার আশঙ্কা সেখানে যেন বুকে যেন বেশি হার্টবিট হয়। মনে হয় কখন বুঝি চলে আসে একটি পেট্রোলবোমা....।
-ভাবলাম আমাদেরই যে আবস্থা, আর চালক, হেলপারদের কি অবস্থা হতে পারে !
-এইসব চিন্তার মাঝে কন্ট্রাকটর এস ভাড়া চাইল। সে যা চাইল আজকে তাই দিলাম। কারন বুঝতে পাড়লাম তারা কতটা নিুরপায় হয়ে এই অবস্থায়ও বাস চালাচ্ছে।
- যখন সুস্থভোবে বাসায় ফিরলাম তখন মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বললাম সত্যিই আজকে আমি সহ সকল বাস যাত্রীই ছিলাম ভাগ্যবান ।
- এভাবে আর কতদিন। সামনে এসএসসি পরীক্ষা, তারা কি স্বাভাববিকভাবে প্রস্তুতি নিতে পারছে? যদি হরতাল অবরোধ থাকে আর পরীক্ষা হয় তাহলে তাদের মধ্যে যে আতম্ক থাকবে তাতে পরীক্ষায় বিরুপ প্রভাব পড়বে। তারা হারিয়ে ফেলতে পারে তাদের মানসিক
ভারসাম্য। এভাবে চলতে থাকলে এদেশে বেশির ভাগ মানুষই একধরনের মানসিক সমস্যায় ভুগবে ! আমরা কবে এ থেকে মুক্তি পাব??????
-এমন চলতে থাকলে এ দেশে আর কোন বিনিয়োগকারী থাকবে না। তারা কোনভাবে টাকা পাচারকরে মালয়েশিয়া বা এমন ধরনের দেশে স্থায়ীভাবে চলে যেতে পারে। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ধ্বংস হতে পারে...
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯
আলাপচারী বলেছেন: অরাজকতার চর্চা চলছে। নিয়মিত ভীবিষিকা।