![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ধর্ম যার যার উৎসব সবার' এই শ্লোগানে এদেশে আমরা সবাই যেকোন উৎসবের দিনগুলি অত্যন্ত আনন্দের সঙ্গে একে অপরের সঙ্গে ভাগাভাগি করে কাটিয়ে থাকি। কিন্তু বিষয়টা হলো ছুটি নিয়ে , বাঙ্গালীর অনত্যম প্রধান এই উৎসবে মাত্র ছুটি ৩ দিন! এটি অনেক কম হয়ে যায়। এত কষ্ট করে রাত জেগে রেল ষ্টেশনে, বাস স্টপে থেকে টিকেট কেটে অনেকটা যুদ্ধ করেই নিজ নিজ গ্রামের বাড়ীতে আমরা যাই আর যেতেই ১টা পুরো দিন শেষ, এরপর ঈদের দিন আনন্দে পার করলেও দিন শেষে আবারো কর্মস্থলে যেতে হবে এই আনন্দ ছেড়ে পরের দিনই! এটা মেনে নিতে কষ্ট হয় অনেক।
বেশির ভাগ প্রাইভেট কোম্পানী মিনিমাম ১সপ্তাহ ছুটি দিলেও সরকারী চাকরীজীবিদের জন্য ৩ দিনই ফিক্সড। যদিও বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়েকদিন বেশি নেয়া যায় কিন্তু সেটা সবার পক্ষেই সম্ভব হয় না, কারন সবাই নিলে অফিস চলবে না।
আমরাকি পারি না সবাই মিলে সরকারের নীতি নির্ধারকের কাছে আবেদন করতে ঈদের ছুটি ৩দিনের পরিবর্তে ৫ দিনের জন্য আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ১দিনের পরিবর্তে ৩দিনের জন্য। এটা অবশ্যই বিবেচনাধীন একটি বিষয়। এটা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম, গনমাধ্যম সহ সকল পর্যায় থেকে এক সঙ্গে আবেদন করলে এর পক্ষে/বিপক্ষে যুক্তি দ্বার করলে নিশ্চই একটি সরকার অনুমোদন দিতে পারেন।
সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। সবাই নির্বিগ্নে এবং নিরাপদে নিজ নিজ বাড়ীতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন এটাই প্রর্থনা থাকল।
©somewhere in net ltd.