নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আমি বলছি না ভালোবাসতেই হবে - নির্মলেন্দু গুণ .. অসাধারন ভালো লাগার একটি কবিতা

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৩

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৩

কানিজ রিনা বলেছেন: আমি চাই কেউ যে পাশে আছে সে বলুক
চোকটা সাদাই আছে। তাই খুশি।

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৯

সমীর কুমার ঘোষ বলেছেন: ভালো বলেছেন...
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১

মানবী বলেছেন: এই কবিতা যতোবার পড়ি মনে হয় কবি একজন বয়োজেষ্ঠ গৃহকর্মী রেখে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় :-)

শেয়ার করার জন্য ধন্যবাদ সমীর কুমার ঘোষ!

৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি আমারও খুব ভাল লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.