![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকরী সূত্রে প্রতিদিন 2 ঘন্টা বাস জার্নি করতে হয় সপ্তাহে 5দিন, আজ বাসে অফিস থেকে ফেরার পথে দেখলাম 2 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন, আমি তাদের ঠিক পিছনের ছিটে বসে হেড ফোন দিয়ে গান শুনছিলাম হঠাৎ দেখি কন্ডাকটর এর সঙ্গে তাদের বাক-বিতন্ডা, আমি বুঝতে পারলাম ভাড়া নিয়ে সমস্যা, আসলে এই রোডে অনেকেই সকালের বাসে কাজে যায় এবং রাতে কাজ শেষে ফেরে, পরে জানতে চাইলাম সেই 2 জন বৃদ্ধ মানুষদের কাছে তারও এমনই বললো, তারা দেখালো তাদের কাজের পারিশ্রমিক এ একটি 100 টাকার অনেকটা ছেঁড়া এবং টেপ দিয়ে তালি দেয়া, তাদের সেই নোট বাস কন্ডাকটর নিচ্ছে না এবং তাদের কাছে বেশি টাকাও নেই, তারা ভাবছে এই টাকাটা তারা আর চালাতে পারবে না এই জন্য চিন্তায় পড়েছে আর ভাবছে একমাত্র এখানেই যদি চালানো যায় .. প্রথমবার যখন বাস কন্ডাক্টর টাকা না নিয়ে চলে গেল তারা দু’জন বলাবলি করছে যে অন্য টাকা দিলে আর এই টাকা দিয়ে যদি বাজার না করতে পারে তাহলে তো কিছুই কেনা হবে না ! 2য় বার এর মত বাস কন্ডাক্টর আসলো ভাড়া নিতে এবং তখন কন্ডাকটর একটা শর্ত দিল তাদের ঐ 100 টাকার দাম 80 টাকা! কিন্তু তারা সেটা মেনে নিতে পারলো না, তারা অনেক অসহায়.. আশে আশের সবাই এই ঘটনা দেখছে, এবারও সেই বৃদ্ধ লোকটি টাকাটা হাতে নিয়ে বসে আছে , আমি এগিয়ে গেলাম, দেখলাম আমার বাবার বয়সে একজন এখনও যিনি কাজের খোঁজে কত দূর গিয়ে কাজ করেন... আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আঙ্কেল আমি একজন ব্যাংকার, দেন আমি বদলে দেই, আমি এটা চালাতে পারবো.. আমি ছেঁড়া টাকাটা নিয়ে একটি ভালো 100 টাকার নোট দিলাম, এটি দেখে বুঝতে পারলাম তাদের অনেক বড় একটি উপকার হলো, পাশের কয়েকজনকে বলতে দেখলাম ... ”এখনও এমন ভালো লোক আছে...!” আসলে আমি এই কাজটি করে নিজেকে অনেক হ্যাপী মনে করছি, কারন ঐ টাকাটা তাদের অনেক কষ্টের আর একটা ছোট্ট কাজ করেও তাদের কাছে হয়তো অনেক বড় কিছু করতে পেরেছি....
[ঘটনাটির সময় সন্ধ্য ৭.০০ তারিখঃ ২০.০২.২০১৭ইং স্থানঃ বগুড়া-নগরবাড়ী রুট]
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছোট/বড় ব্যপার না। আপনাকে ধন্যবাদ। সমাজে মনুষ্যত্ব টিকিয়ে রাখতে হবে। বর্তমান প্রজন্ম নিয়ে এমনিতেই সবাই টেনশানে আছি...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৩
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক সুন্দর বলেছেন, ভালো লাগলো অনেক। অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১
মাস্ বলেছেন: বিন্দু থেকেই সিন্ধু......
আপনাকে রেসপেক্ট.....
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, আপনাকেও এর জন্য রেসপেক্ট.., অনেক ধন্যবাদ আপনাকে.
৪| ১১ ই মার্চ, ২০১৭ ভোর ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
ভালো
২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫০
সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
ওমেরা বলেছেন: হোক না ছোট তবু এটা ভাল কাজ । ধন্যবাদ ।