নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা প্রথম চিত্রনাট্য...

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫

গতকাল আমার মনে একটা চিত্রনাট্যা তৈরি হয়েছে..(পারিপর্শিক অবস্থার উপর ভিত্তি করে)
এখানকার নায়ক চরিত্রে সাগর আর নায়িকার চরিত্রে নদী নাম দিলাম

-সুন্দরী নদী অনেক আল্লাদি, অনেক সুন্দর করে কথা বলতে পারে, তার ওয়েল উইশার এর অভাব নেই, সবাই তাকে খুবই স্নেহ করে , ভালোবাসতে চায়, কিন্তু সে মূখে বলে যে সে একজনকে ভালোবাসতে চায় তার নাম সাগর

-একদিন সেই সুন্দরী নায়িকা নদীর জন্মদিন, সে সাগরকে (যাকে সে ভালো বাসতে চায় ..) বলে সঠিক সময়ে চলে আসতে এটাও বলে সে না আসলে কেক সে কাটবে না,, !

-কিন্তু সাগরের আসতে একটু দেরী হয় , কারন নদীর অন্য সব বন্ধুদের মত সাগরের নিজের কোন গাড়ী নাই, সাগর একটি রিক্মা ভাড়া করে নিয়ে আসতে দেরী করে ফেলে.. কিন্তু এর মধ্যে নদী তাকে ফোন করেনি.. (হয়ত বন্ধুদের ভীরে সাগরকে ভুলে যাওয়া কাজ করেছে ... :( )

- সাগর এসে দেখে (একটু দূর থেকে..) নদী অনেক অনেন্দে তার বন্ধুদের নিজ হাতে কেক খাওয়াচ্ছেন , সাগরের বুঝতে বাকি ছিলো না যে জন্মদিনের কেকটা কাটা শেষ হয়ে গেছে...

-এটা দেখে সাগর তাদের ঐ আনন্দের মধ্যে নিজেকে অনেক অসহায় মনে করে, কষ্টে সে থাকতে না পেরে জন্মদিনে আনা ফুলের সুন্দর তোড়াটি সেখানেই রেখে চলে যায়, অনুষ্ঠান শেষে নদীর একা থাকার সময়ে মনে হয় সাগরের কথা, সে একটি ফুলের তোড়া পরে থাকতে দেখতে পায়, নদীও বুঝতে পারে বিষয়টা...

-এদিকে সাগর জন্মদিনের অনুষ্ঠান থেকে এসে একটি বারে ঢুকে এক বোতল হুইস্কি নেয় , এবং সেটা শেষ করে সেখানেই পরে থাকে,গভীর রাত হলে বারের লোকজন তাকে একটি সিএনজিতে তুলে দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়...

সাগর বুঝতে পারে সে হয়ত সামায়িক মোহটাকে সারাজীবনের জন্য পাওয়া ধরে নেয় , আসলে সাগর অনেকটা নারম হৃদয়ের , তার মনটা ভালোবাসায় পূর্ন, এক কথায় সহজ সরল... সে বুঝতে পারে জীবনটা নানা জটিলতায় পূর্ন তখন নতুন ভাবে বাঁচতে ইচ্ছা করে সে... সে একা ছিলো , প্রয়োজনে একাই থাকার সিদ্ধান্ত নেয়। সে মনে করে মহান সৃষ্টিকর্তা যা চান সেটাই মেনে নিবে। সে ভাবে তার মত পৃথিবীতে হাজারো লাখো মানুষ প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে দুবেলা খেয়ে বেঁচে থাকার জন্য আর সে কি-না একটা মোহ এর পিছনে সময় দিচ্ছে !! তারও আছে জীবনে অনেক কিছু করার, অনেক অবদান রাখার...

চলবে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.