লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ
প্রতিটা ভালো মানুষের ভিতর একটা খারাপ মানুষ লুকিয়ে থাকে !
১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫
শামীম সুজায়েত বলেছেন: ভেতরের সেই খারাপ মানুষটিকে সচারচার প্রশ্রয় দেন না ভাল মানুষ। তাই ভাল রা ভালই থাকেন সারা জীবন। দু একটি ব্যতিক্রম । অপরদিকে খারাপ মানুষের ভেতরেও বসত করে ভাল মানুষ। কেবল খারাপটাই চোখে পড়ে আমাদের।
full version
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫
শামীম সুজায়েত বলেছেন: ভেতরের সেই খারাপ মানুষটিকে সচারচার প্রশ্রয় দেন না ভাল মানুষ। তাই ভাল রা ভালই থাকেন সারা জীবন। দু একটি ব্যতিক্রম । অপরদিকে খারাপ মানুষের ভেতরেও বসত করে ভাল মানুষ। কেবল খারাপটাই চোখে পড়ে আমাদের।