নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ করো না বাংলাদেশ

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৩

মন খারাপ করো না বাংলাদেশ । এই একটা পরাজয়ের কস্ট হাজারটা জয় দিয়ে ভুলিয়ে দেব।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৪৪

পিকাচু বলেছেন:
হ্যালু :)

১১ ই মে, ২০১৬ রাত ৮:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: হাই, আই মিসড ইউ সো সো মাচ! কোথায় ছিলেন?

২| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৫৮

পিকাচু বলেছেন:
বাইরে গরম বেশি তো, মাটির নীচে ঘর বানায়ে ঘুমাচ্ছিলাম :)

১১ ই মে, ২০১৬ রাত ৯:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: ম্যাসেজ পাচ্ছেন তো, আমি কিন্তু পাঠিয়েছি।

৩| ১১ ই মে, ২০১৬ রাত ৯:১৩

পিকাচু বলেছেন:
আকাশেতে লক্ষ তারা
চাঁদ শুধু একটা রে
ইয়াহ্হ​!
B-)

১১ ই মে, ২০১৬ রাত ৯:২১

সামু পাগলা০০৭ বলেছেন: ইয়ে! রিয়েল পিকাচু ইজ ব্যাক উইথ ফান।

"আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে,
আমি সাগরের ঢেউ থামাবো
শুধু ভালোবাসা দিয়ে,
তুমি যদি থাকো আমারই পাশে।"

৪| ১১ ই মে, ২০১৬ রাত ৯:৩৬

পিকাচু বলেছেন:
তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো
একটু বসিয়া থাকো

১১ ই মে, ২০১৬ রাত ৯:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: এই গানটার মধ্যে কি যে পেয়েছেন!

চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।

বাকিসব কেমন যাচ্ছে, গরম সহনীয় পর্যায়ে এসেছে? আজুরিলার সাথে কেমন চলছে? ;)

৫| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩

পিকাচু বলেছেন:
খুব খারাপ চলছে।
সে জ্বর নিয়ে বসে থেকে আমার কাছে লুকায় ||

১২ ই মে, ২০১৬ রাত ১০:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: রাগ করবেন না পিকাচু, আজুরিল যা করবে আপনার ভালোর জন্যেই করবে।

৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:০৯

পিকাচু বলেছেন:
মওলা ছাড়া কেউ নাইরে
মওলা ছাড়া কেউ নাই
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি

ওরে মাটি হব মাটি


:-&

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: এটা কি পিকাচু? এধরনের গান কেন লিখলেন?

৭| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২১

পিকাচু বলেছেন:
আমার মাথায় প্রতিদিন সকালে একেকটা গানের কথা মনে পড়ে।আজ এটার কথা মনে পড়সে :D

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সামু পাগলা০০৭ বলেছেন: ও আচ্ছা আমি এখন এই গানটা শুনছি,

Loca...
Loca...
Dance or die...
Loca...
Loca...

She's playin' dumb all the time
Just to keep it fun
To get you on like (ahh!)
Be careful amigo
she’s talkin and walkin just to wake you up
She’d die for your love
But your love’s only mine, boy

৮| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:০৯

সম্রাট৯০ বলেছেন: এখানে :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি এখানে কি করছেন? এই এত আগের পোষ্টে কেন আসলেন? বলুন বলুন।

এই গানটাও আমার হট ফেভারিট। হায়রে ছেলে। আপনি এটা শোনেন। একসময় খুব শুনতাম। https://www.youtube.com/watch?v=yK_tPEuDG1Y

৯| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:১৮

সম্রাট৯০ বলেছেন: এখানেই ভালো, কত গান যে ভুলে গেছি এখন আপনাকে দিয়ে এক এক করে ফিরে পেয়ে অনেক ভালো লাগছে, ওর গান আমি নিরবিলি গভীর রাতে শুনি,যেমন শুনতাম এটা :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:২২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে খুব পরিচিত কেউ মনে হয় আমার। আই হোপ আমি আপনাকে কখনো দেখিনি, চিনিনা। খুব কষ্ট পাব যদি দেখি এটা কোন প্র্যান্ক হয়। আপনাকে বন্ধু বলেছি মজা করেনা। আপনিও কোন মজা করছেন না আশা করি। এটা শুনুন https://www.youtube.com/watch?v=w46KOZxoIdI

১০| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:২৮

সম্রাট৯০ বলেছেন: নাহ তেমন কিছু না, নিশ্চিন্তে থাকুন। হঠাৎ বৃষ্টির এই গানটা আমার কাছে বৃষ্টির মতই প্রবিত্র লাগে, কতযে শুনেছি,আর ফিল্মটা যখন দেখছিলাম মনে আছে সে এক শ্বাসরুদ্ধ কর পরিস্থিতি :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যা ছবির শেষে বুকটা ড্রামের মতো শব্দ করছিল, ওদের দেখা হবে তো? উরে মা! কি অসাধারন সিন ছিল!
এই গানটা অনেকদিন শুনিনা, ভাল লাগল।
https://www.youtube.com/watch?v=lp9jU2K6E64
যে গানটা দিলাম আপনাকে ছোটবেলায় সেটা শোনার জন্যে পাগল হয়ে থাকতাম। তখন তো এতো ইউটিউব ছিলনা। গান শোনার জন্যে সিনেমার গানের অনুষ্ঠানের জন্যে অপেক্ষা করে থাকতে হত। সেখানে বসে থাকতাম যে এই গানটা শোনাবে কখন!!

১১| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৭

সম্রাট৯০ বলেছেন: ওয়াও,!!! আপনার এই গানটা শুনে এখন আমার এি গানটা মনে পড়ে গেলো, আমার এত ভালো লাগে এই গানটা, খুব গাইতাম নিজে এক সময় :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: আরে আপনি গানও গান? সুরে না বেসুরে?
আপনি কি আগে ব্লগিং করেছেন, এটা নতুন নিক না শুরু করলেন সবে?

https://www.youtube.com/watch?v=s8vGNUGIa0w

১২| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৭

সম্রাট৯০ বলেছেন: সেসব পরে বলি, কেমন?

অবশ্যই বেসুরে, তবে হঠাৎ হঠাৎ ভালো গেয়ে ফেলি, নিজেই অবাক হই, :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: এটা এমন কি সিক্রেসি ব্যাপার যে পরে বলতে হবে? আপনি আবার সেই পরিচিত মানুষটার মতো বিহেভ করছেন। তার মধ্যেও এরকম গা জ্বালানি একটা সিক্রেসি ব্যাপার, নিজের মতো সবকিছু করার টেন্ডেন্সি ছিল। যাই হোক বাদ দিন।

শুনব একদিন আপনার গান আশা করি। আপনার দেওয়া গানটা কখনো শুনিনি।
এই গানটা শোনেন। আমার খুব পছন্দের। এই ছবির প্রতিটা গানই সুন্দর।
https://www.youtube.com/watch?v=sdvh0RhbzDM

১৩| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৫

সম্রাট৯০ বলেছেন: তেমন কিছুনা, বলবো পরে, এখন গানের মুডে আছি, এটা শুনতে থাকুন, আমি আসছি পরে, আপনার ভালো লাগবে মনে হয় এই গানটা :)

১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: বেশি পরে বললে অনেক দেরি না হয়ে যায়! আমার কোনদিন এরকমভাবে একটা গানবন্ধু হবে ভাবিনি। আমাদের গানের চয়েসের ভীষন মিল আমাকে প্রচন্ড ভাল লাগায়। কিন্তু আপনার মধ্যে অন্য পরিচিতের ছায়া দেখতে পাই সেটা কেমন যেন। আপনারও কি এরকম হয়?
গানটা ভালোই।
এখন ডিনার করে ঘুমাতে যাব। আপনি ভাল থাকবেন। গুড নাইট।

১৪| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৭

সম্রাট৯০ বলেছেন: .

১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:০১

সামু পাগলা০০৭ বলেছেন: আরে বন্ধু? ভাল আছেন আশা করি। আমার প্রিয় গান আবারো, অনেকদিন পরে শুনলাম যদিও।
আপনি এটা শুনুন। https://www.youtube.com/watch?v=6wFIoaTvPSE

১৫| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:০৯

সম্রাট৯০ বলেছেন: অনেক আগের গান ডলির, এক সময়ের অনেক জনপ্রিয় গান, ভুলেই গিয়েছিলাম,আমি কদিন ধরে সাংঘাতিক জ্বরে ভুগছি। দোয়া করবেন আমার জন্য, আমার আম্মুর মুখে এই গানটা আমি সেই ছোট কালে শুনতাম উনি গুন গুন করে গাইতো মন্ত্রমুগ্ধের মত শুনতাম আম্মুর মুখে, .

১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বর? কদিন ধরে? তো কদিন আগে বললে কি যেত আপনার? এখন বলছে! আপনি ঔষুধ, খাওয়াদাওয়া ঠিকমতো করছেন তো? কম্পিউটারের সামনে বসে আছেন কেন জ্বর নিয়ে? চোখ জ্বলবে তো, এখন শুধু চোখ বন্ধ করে রেস্ট নিন। আপনি না!

গান শোনার মুডে আর আমি নেই, আমরা পরে গান দেওয়া নেওয়া করব। আমার বন্ধুর জ্বর হয়, সে কদিন ভুগে তারপরে আমাকে বলে! ভার্চুয়ার বন্ধুদের না কোন...। যাই হোক, বকব পরে, আপনি এখন শুধু জলদি করে জ্বর সাড়ান। লক্ষী ছেলের মতো রেস্ট নিন। পরে কথা হবে। আর অনেক অনেক দোয়া করলাম।

১৬| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:২৩

সম্রাট৯০ বলেছেন: বকা খেয়ে উঠে বসলাম ,আম্মু কিন্তু ডলির গান গাইতেননা। লিন্ক চোখে পড়েছে? সেটাই গাইতেন .

১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: ঐ ছেলে, আমার বকা বোধহয় পুরোপুরি আপনার চোখে পরেনি। বললাম তো গান পরে শোনাশুনি হবে। লিংক দেখেছি। সেটাতো ব্যাপার না। আসল কথা হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছেন কিনা, ঔষুধ খেয়েছেন কিনা। এসব কথা পুরোপুরি এভয়েড করে গিয়েছে! কেন আমি কি গান শোনানো রেকর্ডার যে গান ছাড়া অন্য কথাগুলো উড়ে যায়?

আমার কিন্তু সত্যিই অনেক চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। আপনি জলদি সুস্থ হয়ে যান।

১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: https://www.youtube.com/watch?v=-E2UynUlPRA আচ্ছা শুনুন এটা।

১৭| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৪

সম্রাট৯০ বলেছেন: কথা গুলো শুনে সত্যি অনেক ভালো লেগেছে আমার, বন্ধু তো বন্ধুর জন্যই। ঐযে একটা গান আছেনা বুক আর মুখ বলে এক সাথে সে হলো বন্ধু.. হুম সব কিছুই নিয়ম মাপিক চলছে, আর জ্বর কোন জরুরী অসুখ না,.

১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমার বন্ধুর হলে জ্বরও অনেক জরুরী অসুখ। বন্ধু ভার্চুয়াল হলেও চিন্তাটা অনেক রিয়াল। আপনার জ্বর জানার আগে আধোশোয়া হয়ে ছিলাম তারপর থেকে এখন পর্যন্ত বসে আছি!

যাই হোক, সব নিয়ম মেনে চলুন, জলদি ঠিক হোন সে আশাই করি।

এটা শুনেই কুমার বিশ্বজিতের গানের ফ্যান হয়েছিলাম। https://www.youtube.com/watch?v=95Niv9Ovc_U

১৮| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:০৬

সম্রাট৯০ বলেছেন: আমি ঠিক আছি, :)

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ বাহ, সাংঘাতিক জ্বর কয়েক বকায় চলে গিয়ে ঠিক আছেন? ছাতার ঠিক আছেন, কিসব গা জ্বালানো ভদ্রতা দেখায়!

হায় আল্লাহ আমার খুব প্রিয় এই গানটাই আপনাকে দেব ভাবছিলাম! আপনি কি মাইন্ড রিড করতে পারেন? এমন অনেক সময় হয় যে গানটা আপনাকে দেব ভাবি আপনিই সেটা আমাকে দিয়ে দেন। কি ভীষন মজা লাগে কেউ এত দূর থেকেও আমার মন পড়তে পারে হাহা।
আপনার ওখানে ওয়েদার কেমন, কয়টা বাজে?
https://www.youtube.com/watch?v=_xcEJrVPF0s

১৯| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:১৮

সম্রাট৯০ বলেছেন: হহহহাহাহহা হুম পারিতো। ১১।১৫ ,ওয়েদার ভালো, আপনার? .

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: হায় আল্লাহ আমার মনে আপনার জন্যে কি কি বকা আসছে সেগুলো সব জেনে ফেলেছেন? হাহা।

আমার এখানে ৯:২০ বাজে। ওয়েদার খুব ভালো। এখনো চারিদিকে আলোয় ভরা। হালকা রোদ, হালকা হাওয়া। জানালা দিয়ে নীল আকাশ দেখছি এই রাতেও। ও কেউ ওয়েদার জিগ্যেস করলে এভাবেই বলতে হয়। ভালো দিয়ে কিছু আসলে বোঝা যায় না কেননা সবার ভালোর ডেফিনিশন আলাদা হয়। শিখেছেন আশা করি।

ঐ গানটা প্রথম শুনলাম, ভালোই। https://www.youtube.com/watch?v=5NTqZ347TKY

২০| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩১

সম্রাট৯০ বলেছেন: অনেক ফেমাস একটা গান এটা।আমার প্রিয় একটা গান।গানটা আরিফের গলায় শুনেছিলেন? .

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: না আরিফের গলায় শুনিনি। ছেলেটা অসাধারন গায় তবে এই সফট গানটায় একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে।

আমার মনটা এই গানটা শুনে খারাপ হয়ে গেল। https://www.youtube.com/watch?v=MqN7k7gPyfU

আমি এখন বিদায় নেব। আপনি সময়মতো ঔষধ খাবেন, রেস্ট নেবেন, ঘুমাবেন। এখন আপনাদেরতো আরোই বেশি রাত। কিন্তু কি সুন্দর জ্বর নিয়ে জেগে আছে ছেলেটা! আমার কিছু কিছু বন্ধু অনেক মার খায় আমার হাতে, আপনি কাছে থাকলে তাদের মধ্যে পরতেন শিউর। আমার কেয়ার আপনাকে বিরক্ত করছে জানি বাট দিস ইজ মি! দূর থেকে শুধু শুভকামনাই জানাচ্ছি। ভালো থাকবেন।

২১| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৭

সম্রাট৯০ বলেছেন: আরে কি বলেন আপনি এসব, আপনি আমার কেয়ার নিচ্ছেন আমি বিরক্ত হবো কেন? কি নাম আপনার? এখানে বলবেননা জানি ওকে, পরে জেনে নেবো, দেখুন নামহীন মানুষ এই দুনিয়াতে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা মায়ার বিনিময়ে মায়া সে আর প্রশংসার কি , প্রশংসা হলো ঘৃণার বিনিময়ে ভালোবাসা অথবা ভালোবাসাহীন জায়গায় ভালোবাসা। আমি এগুলোই ছিনিয়ে নেই নিতে ভালো লাগে বলতে পারেন আমার নেশা মায়া মমতা আশীর্বাদ ছিনিয়ে নেয়া। আমার জন্য দোয়া করবেন, এই বন্ধুটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি যেখানেই থাকি।

আল্লাহ আপনাকেও ভালো রাখুক, একদম ফুর ফুরে মেজাজে ভালো রাখুক শেষ পর্যন্ত। শুভ রাত :)

২২| ০১ লা জুন, ২০১৮ রাত ১:০১

মাআইপা বলেছেন:
আমি ব্লগে নতুনদের মধ্যে একটু পুরাতন, ৫ মাস ২ সপ্তাহ
যাদের লেখা ভাল লাগে/মন্তব্য বা প্রতিমম্তব্য আন্তরিক আমি তাদের ১ম পোস্ট দেখি- একটা আমার স্বভাব।
দেশের বাহিরে থাকলেও দেশি গানের প্রতি আপনার একটা ভাল বিচরণ আছে বুঝলাম।
আপনার জন্য দিয়ে গেলামঃ https://youtu.be/e4SdMxNV1r4
শুভকামনা রইল।

০১ লা জুন, ২০১৮ রাত ৩:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: তাহলে ধরে নিলাম আমার লেখা অথবা মন্তব্য আপনার ভালো লেগেছে। থ্যাংকস। :)

আমি গান শুনতে ভীষনই পছন্দ করি। গান পাগলী একেবারে। এই পোষ্টতো কিছুই না, কোনদিন আমাদের আড্ডাঘরে (আড্ডাপোষ্টে) গেলে বুঝবেন। যদিও এখন তেমন গান দেখতে পারবেন না, রমজান মাস বলে। কিন্তু অন্যান্য সময়ে আমরা সবাই একটার চেয়ে একটা গান একে অপরের সাথে শেয়ার করতে থাকি। আমি সব ধরণের গান শুনি। একেবারে সব ধরণের।

যে গানটি দিয়েছেন সেটাও আমার প্রিয় একটি গান।
আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ।

শুভকামনা আপনার জন্যেও।

২৩| ০১ লা জুন, ২০১৮ ভোর ৪:১১

মাআইপা বলেছেন:
::ওয়েলকাম::
মন্তব্য পড়ে দেখলাম আপনেও কুমার বিশ্বজিতের ফ্যান তাই আমার গাওয়া গানটাই শোনালাম এবং পরিচিত হলাম।
আড্ডাঘরে নিমন্ত্রণের জন্য ধন্যবাদ।
শুভ রাত্রি।

০১ লা জুন, ২০১৮ ভোর ৪:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ! আপনিই ছিলেন গায়কটি! ওয়াও! আসলেই অনেক ভালো গান আপনি।
অনেক ধন্যবাদ পরিচিত হবার জন্যে।

মোস্ট ওয়েলকাম। :)

শুভরাত!

২৪| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৫

রাকু হাসান বলেছেন: অাবার হারমু |-) :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.