নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমার সেলিব্রেটি ক্রাশেরা (ফান পোস্ট)

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সব ক্রাশের মধ্যে সেলিব্রেটি ক্রাশদেরকে সেফ মনে করি। কোন সিরিয়াস কিছু না, দু্ঃখ পাওয়ার সম্ভাবনা নেই। শুধু শুধু নিজের মনে তাদের কাজ দেখে খুশি হওয়া। তো আমার সেলিব্রেটি ক্রাশের লিস্ট নিচে দিলাম। কারও সাথে মিলে গেলে সাথে সাথে তাকে ভুলে যাবেন। সে শুধু আমার। ;) ;)



নাম: সাব্বির রাহমান।
পরিচয়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের t-20 specialist.
ক্রাশের কারণ: সবুজ চোখ। টোল পরা হাসি। ব্যাট করার সময় যখন জ্বলজ্বলে চোখে শট মারে, হায় আমি তো ফিদা হয়ে যাই। সত্যি কারের টাইগার।



নাম: তাসকিন আহমেদ।
পরিচয়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের speed star.
ক্রাশের কারণ: হাইট, হাসি, দৈহিক গঠন। কি সরল মায়াকাড়া চেহারা। ওকে দেখার আগে ভাবতাম মায়া শুধু শ্যামলা চেহারার ছেলেদেরই হয়। ওর প্রতি হওয়া অবিচারের যেন প্রতিশোধ নিতে পারে ও।



নাম: তাহসান খান।
পরিচয়: অভিনেতা, গায়ক, লেকচারার আরও কতো কি।
ক্রাশের কারণ: খুব আহামরি সুদর্শন না কিন্তু ভদ্রস্থ, ছিমছাম চেহারা। গানগুলো ভাল লাগে। রোমান্টিক চরিত্রগুলোতে অভিনয় পারফেক্ট। ওর একটা গানের লিংক দিলাম।

Tahsan song

নাম: মাহফুজ আহমেদ।
পরিচয়: অভিনেতা। ক্রাশের কারণ: আবারো আহামরি চেহারা নয়, সাদামাটা মায়াকাড়া বাংলাদেশী ছেলে। কিন্তু রোমান্টিকতা আছে চেহারায়, আর জাত অভিনেতা। ওনার আর অপি করিমের নাটকগুলো দেখতাম, আর অপি করিমের জায়গায় নিজের কল্পনা করতাম হা হা। যদিও আমি অপিরও ফ্যান।



নাম: আরেফিন শুভ।
পরিচয়: অভিনেতা।
ক্রাশের কারণ: প্রথমে গলার স্বর শুনে। আর জে ছিল। কি দরাজ গলা। লম্বা চুলের ছেলে একদম পছন্দ করতাম না, কিন্তু একে লম্বা, ছোট সব চুলেই মানায়। একশন, ড্যান্সের সাথে কমিক সেন্সও ভাল। আর নায়কোচিত পারসোনালিটি আছে। ক্যারিয়ার সচেতন। এরকমই থাকলে একদিন বাংলাদেশের এক নম্বর হিরো হবে।

বি:দ: এটা শুধুই ফান পোষ্ট। এদের কাউকেই বিয়ে করার জন্যে আমি পাগল হয়ে যাচ্ছি না। তবে এদের কাজ আগ্রহ নিয়ে দেখি। বাস্তব জীবনে চেহারা না দেখে স্বভাব দেখে ভালবাসাই উত্তম।

মন্তব্য ৬৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: ;)

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সামু পাগলা০০৭ বলেছেন: :) :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
you shouLd visit my bLog sometimes. ceLebrity crush ki jinish notun kore bujhben ;)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বী ভাই আপনার পোষ্ট দেখলাম এবং কমেন্টও করেছি। নতুন করে বোঝার দরকার নেই, যা বুঝি তাই যথেষ্ট। ;) ভাল থাকবেন।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সর্দারজী বলেছেন: হি হি হি...

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

সামু পাগলা০০৭ বলেছেন: সবাই খালি হাসে, আমার ক্রাশগুলোকে কেউ সিরিয়াসলি নেয়না। হা হা। ভাল থাকবেন।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: সামুর কোনো সেলিব্রেটির ওপরে ক্রাশ নাই? ;)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

সামু পাগলা০০৭ বলেছেন: থাকলেও বলব কেন? হা হা না ভাই নাই।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনিতো বলতে গেলে পুরানো ব্লগার।এত কম পোস্ট করসেন কেন?

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: আমি আসলে তেমন পুরানো না। ব্লগ খোলার পরে কয়েক মাস সামার ব্রেকে অনেক পোস্ট করেছিলাম ব্যাস। সামার ব্রেক শেষ ব্লগও শেষ। সেদিন কেন যেনো অনেক লিখতে ইচ্ছা হলো তাই অনেক দিন পর এলাম। তবে ব্লগ সব সময় পড়ি। লিখতে সবসময় ভালো লাগেনা।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
এখন থেকে রেগুলার থাকবেন আশা করি :)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: জানিনা ভাই, মনে হয় আবার সামার ব্রেক গন, এবং আমি গন হয়ে যাব।

ও পেট মোছা সাওয়াল হওয়ার কারনে এত আদর।
আপনার মা, বাবা, ভাই আপনাকে বোকা ভাবলেও, আপনার ব্লগে আসলেই বুঝবেন ছেলে বড় এবং সেয়ানা হয়ে গেছে। হা হা।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আরে নাহ।
আমি অনলাইনেই তিড়িং বিড়িং করি।রিয়েল লাইফে একেবারে ভ্যাব্দা :|

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: আমি কি আপনাকে রিয়েল লাইফে চিনি নাকি, অনলাইনে যা তাই বলেছি।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

রঙিন কাফকা বলেছেন: আপনি মেয়ে জানলে ঐ কমেন্ট করতাম না। আপনাকে ছেলে আর গে মনে হয়েছিল বলে উপরের মন্তব্য করসিলাম। দুঃখিত। মুছে ক্ষমা করে দেন আমাকে।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: ওকে ঠিক আছে। মুছে দিলাম আপনার কমেন্ট। ভাল থাকবেন।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ami onLine e ittu dushtami kori, emne vaLo :)

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: কেন শুধু অনলাইনে কেন বাস্তবেও দুষ্টুমি করবেন। শুধু আমরা ব্লগার বন্ধুরা কেন সহ্য করব? আপনার ফ্যামিলি, ফ্রেন্ডসও দেখবে মুন কি জিনিস। জাস্ট জোকিং।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
Moon ki jinish sounds Like ami ekjon most wanted durdhorsho criminaL. YALLah! :|

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: না না আমি তো মজা করছিলাম। তবে ক্রিমিনাল হতেও পারেন, কিডন্যাপিং কথা তো এমনি এমনি মাথায় আসেনা। ;) ;)

১১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
uhh shudhu kothin kothin kotha boLe :-&

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

সামু পাগলা০০৭ বলেছেন: হা হা আপনার কমেন্ট পড়ে সবসময় হাসি পায়। একদম বাচ্চা ছেলের মতো কথাবার্তা। আপনার মতো মানুষের জীবণে কমপ্লিকেশন কম থাকে। সবসময় এরকমই থাকবেন।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
compLications kom! hahah.
guys Like me are good at hiding under masquerades :)

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: ও তার মানে আপনার অনেক দুঃখ এবং তা লুকিয়ে রাখতে পারেন। আচ্ছা দেখি আপনার কি দুঃখ থাকতে পারে,

ফ্যামিলির সবার আদরের তো সেটা না,
ইন্টারনেট ইউজ করছেন তো দারিদ্রসীমার নিচে বসবাস না,
কোন মেয়ে ছ্যাকা দিয়েছে? যার কথা ভেবে প্রতি রাতে বালিশ ভেজান লুকিয়ে, লুকিয়ে?? ;)

ট্রাস্ট মি আপনার বড় দুঃখগুলোও খুব বড় মনে হয় না।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
bapreh! :|
ami purai doridrosinar niche bosobas kori. internet use kori vai er takay :-0
Lukaye-prokasshye kokhono baLish vejai na :-&

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: বালিশ ভেজান না, তাহলে তো হয়েই গেল আপনার কোন হিডেন দু্ঃখ নেই। ফানি, এবং হ্যাপি মানুষ।

আচ্ছা? ভাইয়ের টাকা আমার টাকা মটোতে বিশ্বাসী তাই না?

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
moteo na B:-)

ekhon to bujhsen amake diye kidnapping ba ei gotriyo kichu konovabe somvob na. ebar nam boLen!

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: এখন না সেটা অনেক আগেই বুঝেছি। নাম জানার এত আগ্রহ কেন??

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
oi j ekbar jante caisi, janaben na boLsen- erpor theke janar jonno aro beshi ushkukhushku Lagtese :|

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: ও আচ্ছা, তো জনাব মুন সাহেব, আমার নাম হচ্ছে ......

হা হা বলা যাবে না, এই ব্লগে অনেক ব্যক্তিগত জিনিস শেয়ার করতে পারি, যা হয়ত পরিচিত সবাইকে জানাতে চাইনা। তো আসল নাম বলা যাবে না।

এক কাজ করুন আমাকে একটা নাম দিন, আর সেই নামেই ডাকুন। উশখুশ ভাবটা তাতে কাটতে পারে।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
Hi Sakhina, i'm Piakachu.
nice to meet you. :D

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: Sakhina?????????????????????? আপনার মতো ফাজিলকে নাম রাখতে দেওয়াই ভুল হয়েছে।
এই টেস্ট আপনার? ছি কি আর বলব। :)

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
the meaning of the name Sakina is: Tranquility. Devout. God-inspired peace of mind.

koto govirotamoy ekta nam diLam ar apni amar taste k kharap boLLen emne! if i've had a heart it'd have been broken B:-)

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: সত্যি বলেন আমার কমেন্ট পড়ার পরে মানে সার্চ দিছেন না? নাম তো রেখেছিলেন "ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে" থেকে ইনস্পায়ারড হয়ে। অথবা কাজের মেয়ের নাম থেকে। আপনাকে আমি চিনি না আবার?

What do you mean, you have a heart for sure. হার্টলেস মানুষ এতো মেয়ের ওপর ক্রাশ খেতে পারে?

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ta disi, shikar korLam :#) tobe apni j duita reason boLsen seguLa hoynai. ei name amader ek teacher asen, khub vaLo accounting poran. Monday onar subject er exam. nam vabte giye tai otai age mathay asche!

heart thakLe to etojoner upor crush khetam na. ekjonei settLed hotam.

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: সত্য স্বীকার করার জন্যে ধন্যবাদ। হা হা। ও আচ্ছা। All the best for the exam.

জানেন মানুষের চোখ, হাত, পায়ের মতো হার্টও দুইটা থাকে। তবে সেটা এমন কারও সাথে শেয়ার করতে হয় যার সাথে ম্যাচ করে।
আপনার ম্যাচওয়ালিকে পেয়ে গেলেই সেটেলড হয়ে যাবেন। Till then have some fun. সে আসার পরে জিবনে ফান আর থাকবে না ভাতের ফ্যান হয়ে যাবে।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
prothomei emon bhoy Lagaye diLe hobe? :-& erokom hoLe to sharing faring ei jabona r. jemon coLtese temoni coLuk. jibon orokom vater fyan howar cheye basi poLao vaLo! :||

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: No that's not what I meant. আপনার জীবনে যেই আসুক আপনার জীবনটাকে গুছিয়ে দেবে। এলোমেলো ছন্নছাড়া থাকতে পারবেন না আর। সেটা আপনার ভালো না লাগলেও আপনার জন্যে ভালো হবে। আমার মনে হয় আপনার জীবনে যে আসবে তাকে একইসাথে বউ/প্রেমিকা এবং মাও হতে হবে। সেটাই বোঝাতে চেয়েছিলাম। বাসি না মুন্নি ভাবি ফ্রেস পোলাওই খাওয়াবে ইনশাল্লাহ।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

ডার্ক ম্যান বলেছেন: X(( B:-/ =p~

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: এত্ত

২১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:)


২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: :)

২২| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: বেশ বেশ।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

সামু পাগলা০০৭ বলেছেন: :)

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

মনিরা সুলতানা বলেছেন: :)

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: :)

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: শুভর উপর ক্রশ খেয়েছেন জেনে খুব ভালো লাগছে।
ওরে আমার সেই লাগে।
বাস্তবে ক্রাশ খাওয়ার চেয়ে সেলিব্রেটি ক্রাশ খাওয়া আসলেই নিরাপদ। রিয়াল লাইফের ক্রাশের মতো প্যারা আর নাই

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: আসলেই শুভ ছেলেটার স্টাইল আছে।

" বাস্তবে ক্রাশ খাওয়ার চেয়ে সেলিব্রেটি ক্রাশ খাওয়া আসলেই নিরাপদ। রিয়াল লাইফের ক্রাশের মতো প্যারা আর নাই"
মনের মতো কথা বলেছেন। ভাল থাকবেন।

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

প্রামানিক বলেছেন: ক্রাশই বটে--

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: তো নয়তো কি :)

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: মাহফুজকে ছোটবেলা থেকেই ভাল্লাগে!

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: একদম, অন্য ক্রাশগুলো এসেছে চলে গেছে। ইনি আসলেই অনেক দিন মনে জায়গা করে আছেন।

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

হুকুম আলী বলেছেন: সবাই ভাল

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: সবাই ভাল তবে কেউ কেউ বেশি ভাল।

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬

আমি ভাল মানুষ বলেছেন: ক্রাস খাওয়া,হওয়া সাস্থের জন্য ভাল ;)

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: সেজন্যেই আমার রোগ বালাই কম হয়। :)

২৯| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

দেহ হীন মন বলেছেন: আপনার ভাঙ্গচুরের সাথে আমার ও বেশ মিল।।কয়েকটা বাদে।।।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমে পরে বুঝিনি তারপরে মনে হল ক্রাশের বাংলা মানে করেছেন। অনেক মজার হয়েছে। হাহা।

ভাল থাকুন।

৩০| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:১৪

আর. এন. রাজু বলেছেন: পুরো লেখা ভালো লাগলেও এই জায়গাটা ভালো লাগে নি।

বি:দ: এটা শুধুই ফান পোষ্ট। এদের কাউকেই বিয়ে করার জন্যে আমি পাগল হয়ে যাচ্ছি না। তবে এদের কাজ আগ্রহ নিয়ে দেখি। বাস্তব জীবনে চেহারা না দেখে স্বভাব দেখে ভালবাসাই উত্তম।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: নিচের ঐ দুই লাইন আমি প্রতি ক্রাশ পোষ্টেই দেই। কেননা অনেক পাঠক ফানপোষ্টকে ফান না রেখে সিরিয়াস কমেন্ট করতে থাকেন বিয়ে/প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে। যে তাদের প্রেমে পরে কি লাভ? বিয়ে তো হবে না এমন অনেককিছু যেটা পড়তে ভালো/রুচিকর লাগেনা। হাতের পাঁচ আংগুলের মতো পাঠকও সব সমান না। সবার কথা ভেবেই কথাগুলো লেখা নিজের অবস্থান বোঝানোর জন্যে। এটা আমাকে লিখতে হবে ক্রাশ পোষ্ট লিখলে। আর শেষ লাইনটাতো ভীষনভাবে মিন করি আমি।

অংশটুকু আপনার ভালো লাগেনি সেটা অকপটে বলেছেন বলে ধন্যবাদ। কিন্তু পুরো লেখাতো ভালো লেগেছে? ব্যাস আমি খুশি।

পাঠ ও মন্তব্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

মাদিহা মৌ বলেছেন: সবগুলি মিলে গেছে!

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: তাই নাকি?

সব মিলেছে জেনে খুশি তবে দুলাভাইদের বেশি পছন্দ করাটা ঠিক না ;) :)

ভাল থাকুন আপু।

৩২| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ওই আমিও কি ক্রাশ নিয়া পোস্ট দিবো নাকি, বলো তো #:-S

১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি জ্বি অবশ্যই দিন। আমি অনেকদিন দিচ্ছিনা, আমার আগেও একজন ব্লগার সম্ভবত ক্রাশ পোস্ট লিখতেন, তিনিও ব্লগে নেই। আপনি আবার এই ধরণের পোস্ট শুরু করুন। সবাই একটু আনন্দ পাক, অস্বস্তির দিনগুলোতে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.