নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমার সেলিব্রেটি ক্রাশেরা (ফান পোস্ট) পর্ব দুই

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

তো আমার আরও কিছু ক্রাশের লিস্ট নিয়ে হাজির হলাম। কারও সাথে মিলে গেলে কুনজর সরিয়ে নিন। ;)



নাম: মাহমুদুল্লাহ রিয়াদ
পরিচয়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাইলেন্ট কিলার।
ক্রাশের (মায়ার) কারণ: একবার দেশের মাটিতে ইংল্যান্ড এর সাথে খেলা হচ্ছে বিশ্বকাপের। ৭ উইকেট পরে গেছে, লোকজন নিরাশায় স্টেডিয়াম ছাড়ছে। জেতার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের ৭ নম্বর ব্যাটসম্যানের ওপরে আর কতোই বা ভরসা করা যায়!! আমি উত্তেজনায় কাপতে কাপতে টিভিতে খেলা দেখছি। জিতে গেলাম আমরা আর বাংলাদেশের ৭ নম্বর ব্যাটসম্যানও যে পারে সেটা প্রমান করলেন মাহমুদুল্লাহ। এবং সেই থেকে প্রমাণ করেই যাচ্ছেন। বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে এগিয়ে এসে ব্যাক টু ব্যাক সেন্চুরি, ভাবা যায়!! কদিন আগের এশিয়া কাপের ফাইনালও তারই কল্যাণ। কিন্তু তিনি তারকা নন, তার অটোগ্রাফের জন্যে কাড়াকাড়ি পরে না, এড এজেন্সিগুলো তার পেছনে ঘুরে বেড়ায় না। তিনি যে পার্শ্বনায়ক!! ওনাকে ক্রিটিসাইজ করা যায়, কমপ্লিমেন্ট দেওয়া যায় না। ওনার মায়াকাড়া, ভদ্রস্থ, ছিমছাম চেহারা দেখলে মায়া লাগে। তাই ক্রাশের পাশে ব্র্যাকেটে মায়া লিখেছি। না এখন ওনার তারকা হওয়ার আশা ছেড়ে দিয়েছি, থাকুন উনি শ্রমিক শ্রেনীর ক্রিকেটার হয়ে আমজনতার মানুষ হয়ে। বাংলাদেশ দলকে আরো অনেক উপরে নিয়ে যান।



নাম: সালমান শাহ।
পরিচয়: মডেল, অভিনেতা।
ক্রাশের কারণ: হিরো একদম হিরো। আদর্শ হিরো বলতে যা বোঝায় তাই। কি তার অভিনয়, কি তার চলাফেরা। আজকালকার হিরোরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। কেয়ামত থেকে কেয়ামত, বিদ্রোহ এই দুইটা ছবি দেখে আমি কাইত। বাংলা ছবিতে যে রিয়ালিস্টিক এক্টিং ও করা যায় তার প্রমাণ উনি। কোন চিল্লাচিল্লি, অতি অভিনয় না, নরমাল ডায়লগ ডেলিভারি ব্যাস দর্শক ফিদা। প্রচন্ড সুদর্শন তা তো আর আলাদা করে বলতে হবে না। তবে বিষাদ ভরা চোখটা সবচেয়ে টানে আমাকে। ওনার মৃত্যু বাংলাদেশের ছবিকে অন্তত ৫০ বছর পিছে নিয়ে গেছে। যেখানেই থাকুন ভাল থাকুন।

ওনার ছবির গান: Salman Song



নাম: শিপন মিত্র
পরিচয়: মডেল, অভিনেতা।
ক্রাশের কারণ: শুধু চেহারা দেখে। টল, ডার্ক, বড় বড় চোখ, হ্যান্ডসাম। ছেলেদের যে ফিচারগুলো আমার সবচেয়ে ভাললাগে সবই তার আছে। তেমন কোন গুণ এখনো দেখাতে পারেননি। আশা করি কঠোর পরিশ্রম করে কোন এক ভালো জায়গায় পৌছুবেন।



নাম: আদিল হোসেইন নোবেল।
পরিচয়: অভিনেতা, মডেল।
ক্রাশের কারণ: ওনার পুরোনো দিনের এডগুলো যা ভালো লাগে! মডেলিংটাই বেশি ভালো লাগে। যতোনা সুদর্শন তার চেয়ে বেশি স্টাইলিং সেন্সটা ভালো লাগে। উনি আসলে সুদর্শন থাকতে জানেন। আমাদের দেশের প্রথম রিয়াল মেইল সুপার মডেল উনি। মডেলিংও যে প্রফেশন হতে পারে তা অনেকের কাছে তুলে ধরেছেন। ওনার জন্যে শুভকামনা।
ওনার একটা এড: Nobel's Ad



নাম: জিয়াউল ফারুক অপূর্ব।
পরিচয়: অভিনেতা, মডেল।
ক্রাশের কারণ: প্রথমদিকে একদমই ভালো লাগত না। মোটা ভুরু, ন্যাকামিপূর্ণ অভিনয়। কিন্তু বেশ কদিন আগে ওর কয়েকটা অভিনয় দেখে আমি তব্দা। অভিনয় যে শুধু ভেতর থেকেই আসে না, শেখাও যায় তার জ্বলজ্যান্ত প্রমাণ। আর মাইন্ডব্লোয়িং মেকওভার হয়েছে ওর। একটা ব্যক্তিত্য এসে গেছে। একদিন এক নাটকে নায়িকা ওকে জিগ্যেস করে মেয়েরা কি চায়, গয়না, টাকাপয়সা? ওর ডায়ালগ ছিল, মেয়েরা সম্মান চায়। নানী, মা, বোন যে যার জায়গা থেকে শুধু নিজের প্রাপ্য সম্মানটুকু চায়। এর বেশি কিছু না। নায়িকা ইমপ্রেসড। আমিও ইমপ্রেসড। ওর ডায়ালগ ডেলিভারিটা এত সুন্দর ছিল কি আর বলব। হোক না উনি মিডিয়া পাড়ার প্লেবয় তাও খারাপ লাগে না ওনাকে। After all girls like bad boys!! ;) :)

বি:দ: এটা শুধুই ফান পোষ্ট। এদের কাউকেই বিয়ে করার জন্যে আমি পাগল হয়ে যাচ্ছি না। তবে এদের কাজ আগ্রহ নিয়ে দেখি। বাস্তব জীবনে চেহারা না দেখে স্বভাব দেখে ভালবাসাই উত্তম।

আগের পর্ব: আমার সেলিব্রেটি ক্রাশেরা (ফান পোস্ট)

মন্তব্য ৬৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অপূর্ব ... বড্ড লিখেছেন, একজন ছাড়া বাকি এই মানুষগুলো আমারও একদম প্রিয়। ধন্যবাদ এমন চমৎকার একটি পোষ্টের জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আগে অপূর্বকে নিয়ে আমিও তাই ভাবতাম, কিন্তু নতুন কয়েকটা নাটক দেখুনই না। ভাল লাগারই কথা। তবে সবার পছন্দ আলাদা হতেই পারে।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

ঐন্দ্রিলা নিশাত বলেছেন: শিপন মিত্র কে প্রথম দেখলাম। ডার্ক এন্ড হ্যান্ডসাম :)

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: Yes he is. হায় আমি নিজেই নিজের ক্রাশকে নজরে এনে দিলাম! হা হা। ভাল থাকবেন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

মহা সমন্বয় বলেছেন: শিপন মিত্র কে তো আমি চিনিই না।
মাহমুদুল্লাহর ওই ইনিংসটির কথা মনে আছে। B-)

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বী অনেকেই চেনে না, শুধু একটা মিউজিক ভিডিও আর মুভিতে দেখেছি। তাতেই ক্রাশড। বেশি কাজ করলে কি হত জানি না।

"মাহমুদুল্লাহর ওই ইনিংসটির কথা মনে আছে। "
ক্রিকেট খেলা দেখতে দেখতেও যে থরথরিয়ে কাপা যায় সেদিন বুঝেছিলাম।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

রানার ব্লগ বলেছেন: প্রথম দুই জন ছারা বাকি দের ছ্যাবলাদের দলে ফেলে দিলাম ।

নোবেলঃ মডেল হিসাবে ভালো, কিন্তু যা সে নয় তা করতে যাওয়াটাই এক প্রকার নিবুদ্ধিতা আর সেটা হল অভিনয়।

শিপন মিত্রঃ সাধারন, শাকিব খান মার্কা অভিনেতা অবশ্য ওনার দোষ দিয়ে লাভ নাই, চোখের সামনে যাকে দেখবে তাকেই অনুকরণ করবে ।

জিয়াউল ফারুক অপূর্বঃ নায়ক না তাকে ক্রিমিনাল চরিত্রেই বেশি মানায়, পারেনও। কিন্তু কখনই নায়োক নয়।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: হায় আপনি তো আমার ক্রাশগুলোকে ক্রাশড করে দিয়েছেন!!

আপনার সব কথা আমিও লিখেছি। যেমন নোবেলের মডেলিংটাই বেশি ভাল।
শিপন তেমন কোন গুণ এখনো দেখাতে পারেননি।
অপূর্বর ব্যাপারে দ্বীমত পোষণ করছি। He has changed himself.

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭

ডার্ক ম্যান বলেছেন: চালিয়ে যান। আগের পর্বও পড়েছিলাম। আপনার পোস্ট পড়ে আমারো এমন পোস্ট দেওয়ার ইচ্ছা জাগলো।
ভবিষ্যতে হয়তো আপনার ক্র্যাশ পোস্টেও আমিও থাকবো

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: তো দিয়েই দিন না। আপনি আমন্ত্রণ দিলে আপনার ব্লগবাড়িতে গিয়ে দেখে আসব।

ভবিষ্যতে হয়তো আপনার ক্র্যাশ পোস্টেও আমিও থাকব। মানে??

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

রোষানল বলেছেন: ও মোর খোদা আপনি স্ত্রী লিঙ্গ
সামু পাগলা ০০৭ !!! সামু পাগলী০০৭
সবার আগে আপনার বায়োমেট্রিক ছাপ নেয়া দরকার। ;) :D

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। ;) :)

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: ক্রাশ লিস্টে সাকিব খান নাই এইটা মানা যায় না। তীব্র প্রতিবাদ করলাম =p~

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: মানুষটাকে মজা করার কিছু নেই। ভালো হোক খারাপ হোক উনি ৮ বছর বাংলা ছবিকে টেনেছেন। উনি না থাকলে ক্রিটিসাইজ করার জন্যেও কোন মুভি বেচে থাকত না।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: একটা উপদেশ দেই, কিছু মনে করবেন না। শিরোনামের ফান পোস্ট অংশটুকু কেটে দিয়ে লিখে দিন সিরিয়াস পোস্ট। কারণ ফান পোস্টেও যদি ভাবতে হয় মন্তব্য করার আগে তিনবার তাহলে সেটা ফান পোস্ট আর থাকে না। আপনি বোধহয় ইমোটা লক্ষ্য করেননি।
যাই হোক, বেহুদা জ্ঞান দিয়ে এই সিরিয়াস পোস্টকে আরো সিরিয়াস করতে চাই না।
ভালো থাকুন

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: ভুলটা যখন আমার তখন মনে করার প্রশ্নই আসেনা। তবে সব জোক ওনাকে নিয়েই কেন? আপনি মাথা ঠান্ডা করুন। বেশি রাগ সিগারেটের চেয়েও ক্ষতিকর। তাই না|?

৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

কামরুল হাসান বলেছেন: আজাইরা পোস্ট।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: কি আর কমেন্ট করব? ভাল না লাগতেই পারে, তাই বলে এভাবে বলতে হয় ভাই? যাই হোক ভালো থাকুন।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
মাহমুদুল্লাহ কে বেশ ভাল্লাগে।পিওর জেন্টেলম্যান।সাইলেন্ট কিলার, সার্জিও ব্যুসকেটস এর মতো।

বাংলাদেশ এর মেইল মডেল এর মধ্যে ১মাত্র নোবেলকেই স্মার্ট মনে হয়, অ্যাটিটিউড ম্যান্টেইন করতে পারে।

After all girls like bad boys!! ;) :) ইয়া খোোদা কেন আমাকে ব্যাড বয় করে দুনিয়াতে পাঠাইলানা?! :-&

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: মাহমুদুল্লাহ আর নোবেলের ব্যাপারে একমত। মুন সাহেব যতটা ব্যাড হলে মেয়েরা পছন্দ করে আপনার মধ্যে তার চেয়ে বেশি ব্যাড আছে। তো ন্যাকামি করার দরকার নেই ;) অ্যাজুরিল জানতে চাইছে পিকাচু গানগুলো শুনেছে কিনা?

১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
What grade are you in now?

১২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Commented on the wrong post, but right question lol

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
জ্বী শুনসে।

ছিঁপি নৌকো গানটার ভিডিও সুইট।মডেল যে, সায়রা- আমার এক স্কুলমেইট এর গার্লফ্রেন্ড /:)
এখন মা্ত্র ডিনার করা হৈসে।দেহ দোলাইলে বমি হয়ে যাবে! :-& :||

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: হায়রে ছেলের মন খারাপ। ক্রাশ খেয়েছিলেন মেয়েটার ওপরে? অবশ্য খাওয়ারই কথা ঘরোয়া, সুইট একটা মেয়ে। ছেলেটা জোস না? পরের ক্রাশ লিস্টে এড করতে হবে। :)

কি দিয়ে ডিনার করলেন? আইচ্ছা পরে নাইচেন, জেমসের গানটা দারুণ না? ;)

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ক্রাশ তো খাইসিই, লিস্টে অ্যাডেড ছিল :`>
আমার কাজ নাই, ছেলেটাকে তুমি দেখো। /:)

মুরগীর ঠ্যাং, কাশ্মিরী আচার আর আমের টক দিয়ে || :#)

০১ লা মে, ২০১৬ রাত ১২:০১

সামু পাগলা০০৭ বলেছেন: মুস্তাফিজ বিরাট কোহলিকে আউট করছে। আহা কি আনন্দ আকাশে বাতাশে।

ডাল, আর আমের টক খুব পছন্দের আমার।

আমার কোন এক পোষ্টে দেখলাম আপনি মুন, এবং পিকাচু দুই নামেই লাইক দিয়েছেন। So sweet and silly of you. ;)

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ইয়েস বলে চীৎকার দিসি! !:#P

পিকাসো আমি না! :||

০১ লা মে, ২০১৬ রাত ১২:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: আর বলবেন না আউট হওয়ার আনন্দে ভুল লিখে ফেলেছি। ঠিক করে দিয়েছি। খেলা দেখছেন?

আমাদের মুস্তা ৩ রানে ১ উইকেট নিয়েছে। :)

১৬| ০১ লা মে, ২০১৬ রাত ১২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
খেলার চেয়ে কমেন্ট রিপ্লাই এর নোটিফিকেশান দেখার দিকে মনযোগ বেশি! :)

০১ লা মে, ২০১৬ রাত ১২:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: হি হি। আমার দুটাতেই সমান মনোযোগ :)

আপনি এতো রাতে জেগে আছেন? কখন ঘুমান ইউজালি? আমিতো ১০-১০:৩০ টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আপনি তো মনে হয় অনিয়মে ভরা ছন্নছাড়া ছেলে। :) আর পিকাচুকে দেখেন, কি সুন্দর টাইমলি ঘুমিয়ে পড়েছে। ;)

১৭| ০১ লা মে, ২০১৬ রাত ১২:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী গুড।তাড়াতাড়ি ঘুমানো তো খুবই ভাল।
আমি ১২-১২.৩০-১-১.৩০-২-২.৩০ ঠিক নাই। খুব গরম এখানে, সহজে ঘুম আসে না।আর ঘুম আসলেও কিছুক্ষন পোস্টপোন করাই যায়! :)

০১ লা মে, ২০১৬ রাত ১২:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি ঘুম পোস্টপোন করছেন আর আমি খেলা দেখার জন্যে গোসলে যাব যাব করেও যাচ্ছি না। হ্যা পেপারে পড়লাম দেশে খুব গরম। ইস খুব কষ্ট হচ্ছে আপনাদের? বাচ্চাদের কথা ভেবে খারাপ লাগছে ওদেরই তো কষ্ট বেশি!! আপনাদের বাড়িতে কোন পিচ্চি আছে?

১৮| ০১ লা মে, ২০১৬ রাত ১২:২৯

রিপি বলেছেন:

সবগুলাই তো মাশাআল্লাহ।
তবে সালমান শাহ শুধুই আমার। B-)
পোস্ট এ এত্তগুলি প্লাস।

০১ লা মে, ২০১৬ রাত ১২:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: বোন থেকে সতিন হয়ে গেলেন?? উনি বেচে নেই বলে নাহলে ওনার জন্যে আপনার সাথে ৩য় বিশ্বযুদ্ধ করতাম। ;) :)

১৯| ০১ লা মে, ২০১৬ রাত ১২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি নিজেই তো পিচ্চি বাবু! :#)

০১ লা মে, ২০১৬ রাত ১২:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: হে MBA করা বুড়ো ধারী, কয়েকবছরের মধ্যে বিয়ে করে তিন বাচ্চার বাপ হবে আর নিজেকে বলে বাবুুুউউ। ন্যাকামি দেখে আর বাচিনা। ;)

ন্যাকামির ফ্যাক্টরি আছে আপনার? :)

২০| ০১ লা মে, ২০১৬ রাত ১২:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার শুধু ফিজিক্যাল এইজই বাড়সে, মেন্টালি এখনো ১৪ বছরের বাবু :`>
ভাইয়া যদি কোন কারণে চিট্টং না থাকে একা একা ঐ রাতগুলায় ভূতের ভয়ে আমি প্রায় নির্ঘুম থাকি :-&

০১ লা মে, ২০১৬ রাত ১২:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: Oh my my why are you so adorable? Just awesome. ভুত বলে কিছু নেই সোনা, ভয় পেওনা। :) ;)

ও আপনি চাটগাইয়া? আমার খুব চিটাগাং দেখার শখ। অনেক সুন্দর শুনেছি। আর ভাষা যে কি মিষ্টি, যদিও বুঝিনা। শুধু একটা জিনিসই জানি, আত্তে তুয়ারে বেশি গঅম লাগে। ঠিক আছে? আমাকে আরও কয়েকটা শিখিয়ে দিয়েন প্লিজ।

২১| ০১ লা মে, ২০১৬ রাত ১২:৪৭

রিপি বলেছেন: আহরে বোন। বেঁচে থাকলে না হয় তোমাকেই দিয়ে দিতাম। বোনের সাথে আপনি আপনি ভালো লাগে না।
তবে অপূর্ব এর ব্যপারে আমি তোমার সাথে একমত। ওকে আমার কয়েকদিন আগেও বিশ্বলুইচ্যা মনে হতো। তবে গত কয়েকমাসে ওর কিছু নাটক দেখে আমি পুরাই বাকরুদ্ধ। অনেক চেন্জড অনেক ম্যাচিউরড এ্যাকটিং। পুরা ফ্যান হয়ে গেছি। :`>

০১ লা মে, ২০১৬ রাত ১২:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: ফাইনালি কেউ অপূর্বের ব্যাপারে এগ্রি করল। আসলেই ম্যাচিউরড এ্যাকটিং। আর দুলাভাইয়ের ফ্যান তো হবাই। (এখন থেকে তুমি তুমি)। :)

২২| ০১ লা মে, ২০১৬ রাত ১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
তুমি দেশে আসলে আমি চিট্টং নিয়ে আসবো, ঘুরেটুরে দেইখো ইচ্ছামতো। :)

আমি নিজে চাঁটগাইয়া ভাষায় খুবি দূর্বল।আঁত্তুন তো্ঁয়ারে বেশি গম লা হবে মনে হয়! :|

০১ লা মে, ২০১৬ রাত ১:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: আচ্ছা আপনি নিয়ে আসবেন?? আমার বাবা মা আপনার সাথে ছাড়বে কেন? আর থাকব কোথায়? আপনার বাড়িতে? আপনার আব্বু আম্মু রাখবে? শখ কত!! :)

আচ্ছা ভাষা শেখাতে হবে না।

২৩| ০১ লা মে, ২০১৬ রাত ১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
কেন ছাড়বে না? আমি কত্ত লক্ষী একটা ছেলে :`>
আমাদের বাসা তো ছোট্ট, সেটা রাখতে দিতে না পারার ১টা কারণ হতে পারে।অসুবিধা নাই আমি তোমাকে র‌্যাডিসনে একটা রুম ঠিক করে দিবো।ওখানে শুধু রাতে ঘুমায়ে কাটাবা।বাকি সময় তো একসাথেই টিং টিং করে বেড়াবো রিকসা করে || :)

০১ লা মে, ২০১৬ রাত ১:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি এসব কি লিখেছেন? শুধু বাসা ছোট্ট হওয়াটা সমস্যা? আর কোন সমস্যা নেই?? আর আমি কি আপনার বউ না গার্লফ্রেন্ড যে সারাদিন একসাথে টিং টিং করে ঘুরব? আপনার লেখা পড়ে তো আমি তব্দা। হায়রে আমার লক্ষী ছেলেতো একটু বেশিই দুষ্টুমি করে ফেলে মাঝে মাঝে।

২৪| ০১ লা মে, ২০১৬ রাত ১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
রিকশা করে ঘুরাবো না তো কি করবো? আমি দরিদ্রসীমার নীচে বাস করি :||

০১ লা মে, ২০১৬ রাত ১:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি গাড়ি খাদের কাছ থেকে স্টেয়ারিং ঘুরিয়ে নেন। স্মার্ট।

জনাব রিকশা করে ঘোরাটা সমস্যা না, আপনার সাথে ঘোরাটা সমস্যা। তাও আবার সারাদিন!! হা হা হো হো কতো প্ল্যান করে ফেলেছে হোটেল, রিকশা,খাব কোথায় সেটাও বলে দেন। আপনার বাড়িতে নিশ্চই। আপনার মা কোন প্রশ্ন করবে নাতো?

২৫| ০১ লা মে, ২০১৬ রাত ১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
উহু কোন দুষ্টুমি না, সরল মনে যা আসছিল বলে দিসি ||

০১ লা মে, ২০১৬ রাত ১:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: সরল মন আপনার???????

আবার কমেন্টটা পড়েন, সরল না গরল মনে হবে। :) :)

২৬| ০১ লা মে, ২০১৬ রাত ১:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ammu jodi oidin basay thake tahoLe basatei khaowa hobe. kichui mone korbena.
amar sathe ghoray somossa? Lets say you'LL come after 3 years. er moddhe we may get to know each other better. tokhon hoytoba otota probLem nao hote pare jotota vabtoso, taina?
amar somporke sobar perception keno jani negative. amar moddhe j vaLo dik ase eta keu beLieve e korte caay na hahah! :P

gotta caLL it a night. good day AzuriLL :)

০১ লা মে, ২০১৬ রাত ১:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: ammu jodi oidin basay thake tahoLe basatei khaowa hobe. kichui mone korbena
তাই? আমাদের বাড়িতেতো ছেলেদের মেয়েবন্ধু আর মেয়েদের ছেলেবন্ধু allowed না। তাই সবার ফ্যামিলি একই মনে করি, আসলেইতো আলাদা ভাবনাচিন্তার মানুষও তো আছে।

amar sathe ghoray somossa? Lets say you'LL come after 3 years. er moddhe we may get to know each other better. tokhon hoytoba otota probLem nao hote pare jotota vabtoso, taina?

আরে ভাই আপনাকে দশ বছর ধরে চিনলেও তো সমস্যা। আপনাকে কম চিনি সেটা সমস্যা না, ফ্রান্কলি বলছি আপনি যে ব্যাটাছেলে সেটা সমস্যা। ঢাকাতেই ঘুরতাম না, আর তার সাথে নাকি ড্যাং ড্যাং করে চট্টগ্রামে যেয়ে ঘুরে বেড়াব!! ছেলে তো দেখি জেগে জেগেই স্বপ্ন দেখে। এখানেও স্কুল/ভার্সিটি এলাকা ছাড়া কোন ছেলের সাথে ঘুরি না। আর ওখানে তো প্রশ্নই উঠে না।

amar somporke sobar perception keno jani negative. amar moddhe j vaLo dik ase eta keu beLieve e korte caay na hahah! :P
এটা ঠিক না, আমার কেন জানি মনে হয় আপনি সবার খুব আদরের একটা ছেলে। বোথ ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কাছেও। As I said before, you are adorable. :)

gotta caLL it a night. good day AzuriLL :)

খবরদার আমাকে AzuriLL শুধু পিকাচুই ডাকতে পারে। অন্য কেউ না। You too have a great night. May you have sweet dreams of sweet girls. :)

আর সরি গানটা পুরোটা শুনতে পারলাম না। ইংলিশ গানগুলো কেন যেন ভালো লাগে না।

২৭| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
খবরদার আমাকে AzuriLL শুধু পিকাচুই ডাকতে পারে। অন্য কেউ না।
amar deya name ami dakte parbona eta kemon kotha? :|| hobe na, mani na.

You too have a great night. May you have sweet dreams of sweet girls.
sweet dreams of sweet girLs to durer kotha shopne ekta Petni o asLo na :-&

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
:)

০১ লা মে, ২০১৬ সকাল ৯:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: মানতেই হবে। ইস সারাক্ষন সুন্দর সব মেয়ের ওপরে ক্রাশ খায় আর স্বপ্নে পেত্নীও আসে না? ঢং। :)

আমার রাতের আকাশে নেই কোন চাঁদ
তোমার চোখের তারায় রয়েছে মরণফাদ। ;)

আপনি কি এখন উঠলেন, এত দেরি করে?

২৮| ০১ লা মে, ২০১৬ সকাল ১০:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ghumatei to parinai. 4.30 te emnei ghum venge gesiLo. 5.45 e gorome e ghum cangse. 7.30 er dike bed charsi. ar barbar Load-shedding uffff

২৯| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩৭

মিস্টার কিলবিল বলেছেন: এত্তুগুলা কমেন্টে পইরা আমি নিজেই ক্রাশ খেয়ে গেলুম

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: হা হা।

৩০| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৪

নায়লা শফিক বলেছেন: সালমান শাহের উপর আমারও ক্র‌াশ আছে। চিমটি ;)
একজন বিখ্যাত ব্লগারকে দেখছি লুলামি করতে করতে পুরো পোস্ট ভিজিয়ে ফেলছেন :-*

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: সালমান শাহ আসলে এখনো সবার স্বপ্নপুরুষ। ধন্যবাদ।

৩১| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পোস্ট থেকে কমেন্ট গুলো বেশি উপভোগ্য ছিল। :P

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: ;) :)

৩২| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

মাদিহা মৌ বলেছেন: শিপন মিত্রকে চিনিনাই। এছাড়া বাকি সবাই আছে
পছন্দের লিস্টে।
সালমান শাহ, আর নোবেল অনেক দেরিতে এল না?
রিয়াদকে নিয়ে আর কী বলব! ভালো পারফর্ম করেও
সবসময় লাইম লাইটের বাইরে ছিলেন। "ভায়রা ভাই"
কৌটা না থাকলে তো আমাদের দর্শকরা ওকে খেলার
সুযোগই দিত না!

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: হুম রিয়াদকে নিয়ে খুব খারাপ লাগে। কখনোই প্রাপ্য সম্মানটা পেল না ট্র্যাজিক হিরো!!

বাকি অনেককিছু মিলেছে জেনে পুলকিত।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

বুরহান ০০৭ বলেছেন: অপূর্ব এবং মাহমুদুল্লাহ এখানকার সেরা। আর সালমান শাহ তো আছেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম ঠিক, তিনজনেই নিজ ফিল্ডে নিজের একটি জায়গা করে নিয়েছে। এজন্যে অনেকেরই পছন্দের।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.