নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

রবি ঠাকুরের যে গানগুলো নিঃশ্বাসের সাথে মিশে আছে (ভিডিও এবং ভাবনা)

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সেদিন এক ব্লগারের সাথে কথায় কথায় জানতে পেরেছিলাম যে তিনি শেষের কবিতা পড়েননি!! শুনে অবাক হয়েছিলাম। কিন্তু তার আসলেই দোষ নেই। আমাদের জেনারেশনটাই এমন। জাস্টিন বিবারের বেবি, সাইয়ের গ্যাংনাম স্টাইলের ভিরে কে আর মরে যাওয়া বুড়ো মানুষটাকে মনে রাখবে!! আমরা পুরনোকে পেছনে ফেলে নতুনের দিকে এগিয়ে যাচ্ছি। সে নতুন খারাপই হোক আর ভালোই হোক, বিদেশি হলেই হাসিমুখে গিলে ফেলি। কিন্তু এই কর্পোরেট যুগেও যারা রবিঠাকুরকে মনে প্রানে লালন করেন তাদের জন্যে এই পোষ্ট।

১) আমারো পরানো যাহা চায়

Amar Poran Jaha Chay

প্রিয় লাইন:
যদি আর ও কারে ভালবাসো
যদি আর ও ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও
তাই যেন ও পাও
আমি যত ও দুঃখ পাই গো

ভাবনা: এই লাইনগুলো পড়লে বুকের ভেতরটা ধক করে উঠে। আচ্ছা কাউকে কি এতটা ভালবাসা যায় যে সে অন্য কারও হলেও দু্‌ঃখ থাকবেনা? আমার না এমন পাগলের মতো কাউকে ভালবাসতে ইচ্ছে হয়। কিন্তু আমি যে পসেসিভ মেয়ে, নিজের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, আমার সে অন্য কারও দিকে তাকালেও চোখ গেলে নেব। হা হা। তবে তারা লাকি যারা এতটা বিলীন হয়ে কাউকে ভালবাসতে পারে।

২) চরণ ধরিতে দিও গো আমারে

Chorono Dhorite Deogo Amare

প্রিয় লাইন:
চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।
জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে,
বক্ষে ধরিবো জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।

ভাবনা: অনেকে বলে থাকেন গানটা ভজন, ইশ্বরকে উদ্দেশ্য করে লেখা। আর অনেকে বলেন রোমান্টিক। আমার কাছে আপাদমস্তক রোমান্টিক। কারো পায়ের কাছে জায়গা চাওয়াটা আজকাল নিঃসন্দেহে ট্যাকি মনে করা হবে। আজকাল অনেক ঠোটে জায়গা পেতে চায়।সেটাই প্যাশন, এবং ফ্যাশন। কিন্তু কি পরিমাণ আবেগ থাকলে যে কারও চরণ ধরেও সম্মানিত মনে হয়, নিজেকে ভাগ্যবান মনে হয় তা
ভেবে ভেবে অবাক হই। আর সবকিছু দিয়ে বুকে জড়িয়ে ধরার কথাটা! সিম্পিলি রোমান্টিক।

৩) বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

প্রিয় লাইন:
অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান ॥

Badolo Dinero Prothom

ভাবনা: রবিঠাকুরের গানের কথা হচ্ছে আর বৃষ্টির গান থাকবেনা তাতো হয়না। "সুরের ক্ষেতের প্রথম সোনার ধান" লাইনটা বার বার রিপিট দিয়ে শুনি। এই লাইনটা শুনলে কেমন যেন লাগে। বোঝাতে পারব না। তাই পরের গানে চলে যাচ্ছি।

৪) যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥

Jodi tur dak shune keu na ase

প্রিয় লাইন: প্রতিটি লাইন।

ভাবনা: জীবনে যখনই আলাদা কিছু করেছি সাহস এই গানটা থেকে পেয়েছি। এই গানটার সহজ মানে হচ্ছে be yourself। যা আজকালকার দিনেও সমাজের ভয়ে আমরা করতে পারিনি, তা রবি ঠাকুর সে যুগে লিখেছিলেন!! এজন্যেই তিনি কালজয়ী, যারা নিজের যুগের চেয়ে দুইশ বছর এগিয়ে থাকে তারাই তো কালজয়ী তাই না?

৫) বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।

Bipode more rokkha koro
এটার গান সুন্দর কিন্তু আবৃত্তিটা মারাত্মক। তাই দিলাম।

প্রিয় লাইন:
নম্রশিরে সুখের দিনে
তোমারি মুখ লইব চিনে,
দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।

ভাবনা: এই গানটা প্রথম একটা বাংলা ছবিতে শুনি। অনেকদিন পর্যন্ত ভাবতাম সে ছবিরই গান। কি পাগল না আমি!! ছোট ছিলাম বলে হয়ত রবিঠাকুরের গানের আলাদা ভাবটা ধরতে পারিনি। এখন অবশ্য শুনলেই বুঝি এটা লালন, রবিঠাকুর বা নজরুলগিতী। এটা উপাসনামূলক গান। আসলেই ভাল সময়ে আল্লাহকে যেন না ভুলি, আর খারাপ সময়ে বিশ্বাসে যেন ফাটল না ধরে।

আরও হাজারটা গান আছে। সবগুলো নিয়ে পোস্ট দিলে এক জীবন লেগে যাবে। তাই আজ এখানেই বিদায় বন্ধু বিদায়।

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও প্রিয় সব গান। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য। ++

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই এইগুলো সবারই প্রিয়।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২

এম.এ.জি তালুকদার বলেছেন: ভালোলাগলো।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: রবি ঠাকুরের অনেক গানই ভালো লাগে । যেমনঃ অামার হিয়ার মাঝে, ঘরেতে ভ্রমর এলো, যখন এসেছিলে, সেদিন দুজনে, ঝরো ঝরো মুখর, আমার যে দিন ভেসে গেছে, আমার এ পথ চাওয়াতেই অানন্দ, মায়া বন বিহারিণী, অামি চিনি গো চিনি, এসো এসো আমার ঘরে, বিধি ডাগর আঁখি অারও অনেক ।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার পছন্দগুলো আমারও পছন্দ। আপনার মতো মানুষের জন্যেই এই পোষ্ট। ধন্যবাদ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

পিকাচু বলেছেন:
hey AzuriLL.
good morning :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: আরে পিকাচু , কোথায় ছিলে? মুন ছেলেটা (আরে ওই ফাজিলটা) ;) বললেন তুমি ঘুমাচ্ছো। এতক্ষন কেউ ঘুমায়? AzuriLL missed you!! :) Good morning to you too. কেমন যাচ্ছে দিনকাল?

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

পিকাচু বলেছেন:
din mediocre e jacchiLo before getting to know that AzuriLL missed me! ekhn khubbi bhaLo jacche :)

apnar ki khobor?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: হা হা। সো চুইট। ব্লগেই কাটছে। প্ল্যান ছিল ছুটিতে বেড়াব। কিন্তু বাবা বিজি থাকায় তা হচ্ছে না। তো বাসায় থেকেই ব্লগিং করছি। তুমি কি নিয়ে ব্যস্ত? ওখানে তো ছুটি না বোধহয়।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

পিকাচু বলেছেন:
sokaaLe uthe kichukhon porsi. dupure Lunch kore group study'r jonno varsity geLam. okhan theke tuition e. tarpor basay :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: হায় আল্লাহ আমি কি বোকা। আপনার তো ওখানে রাত। আর শয়তানটা ঠিকই ধরে Good morning বলেছে। আগের Good morning ক্যান্সেল তবে Good night ও বলব না তাহলে ঘুমাতে চলে যাবেন হা হা। ছেলে তো কাজের আছে। পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। ভালোই।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

পিকাচু বলেছেন:
:)

apni mainLy kon sub niye poren?
okhane ki ekebarei coLe gesen naki pore kono ek somoye deshe back korben?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: সামুপাগলা ইনজিনিয়ারিং পড়ে। আর AzuriLL পিকাচুর কমেন্ট পড়ে। :P জানি না পিকাচু। পড়াশোনা আগে শেষ করে নিই তারপর দেখা যাবে। আপনি কি নিয়ে পড়েন?

৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

পিকাচু বলেছেন:
Engineering wow! :)

MBA, Finance.

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: MBA?? wow! বাহ পড়াশোনাতো প্রায় শেষের দিকে। আমার তো সবে শুরু। কবে যে শেষ হবে!! আমাদের কিন্তু মিল আছে, দুইজনই ম্যাথের মানুষ, আর দুইজনেরই মাথায় প্রবলেম আছে। ;) আমারটাতো জানি, আর আপনারটাতো কিভাবে জানলাম সেটা সিক্রেট, আমাকে তুমি করে বলেন। বয়সে বড়ই হবেন।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

পিকাচু বলেছেন:
** ekhon kon year/ LeveL e achen? kobe nagad shesh hobe?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: এত আগ্রহ কেন? শেষ হলে মিষ্টি নিয়ে আসব। তখন জানতে পারবেন। :)

১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

পিকাচু বলেছেন:
khub taratari e shesh hobe. student Life cokher nimishe nai hoye jay.

accha :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: student Life cokher nimishe nai hoye jay???? না ভাই একেকটা দিন একেকটা যুগের মতো লাগে। এত খাটায়!!

যাই হোক বাদ দেন বন্ধুদের সাথে একই পেচাল হয়। অন্য কিছু নিয়ে কথা বলি। যেমন: কেমন গান পছন্দ আপনার? কি খেতে পছন্দ করেন? এইসব হাবিজাবি। :)

১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

শায়মা বলেছেন: ভাবনা: এই লাইনগুলো পড়লে বুকের ভেতরটা ধক করে উঠে। আচ্ছা কাউকে কি এতটা ভালবাসা যায় যে সে অন্য কারও হলেও দু্‌ঃখ থাকবেনা? আমার না এমন পাগলের মতো কাউকে ভালবাসতে ইচ্ছে হয়। কিন্তু আমি যে পসেসিভ মেয়ে, নিজের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, আমার সে অন্য কারও দিকে তাকালেও চোখ গেলে নেব। হা হা। তবে তারা লাকি যারা এতটা বিলীন হয়ে কাউকে ভালবাসতে পারে।



হা হা হা এই কথাগুলো পড়ে অনেক হাসলাম আপুনি :P

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

সামু পাগলা০০৭ বলেছেন: হাসানোরই জন্যেই লেখা আপু। আপনি সবার অনেক প্রিয় ব্লগার, অনেক ভাল থাকবেন। :) আপনার সবচেয়ে প্রিয় কোনটা?

১২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

পিকাচু বলেছেন:
mainLy groovy gaan shunte vaLLage. kichu kichu sokaLe jokhon abbu-ammu-vaia respective workpLaces e choLe jay tokhon headset e fuLL voLume e gaan chere diye chiLLai, nachi/Lafai! :)

khaowa daowa niye temon kono pochondo nai, kom beshi sobkichui khai tobe oLpo porimane. ami bhishon shukna, 15kgr moto underweight.

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: আমি কল্পনায় দেখছি আপনি বানরের মতো লাফাচ্ছেন। লিটারেলি হাহাপগে।

আমিও মা বাবা বাসায় না থাকলে গান শুনতে পছন্দ করি। না নাচার জন্যে না, ভলিউমের জন্যে। তারা বাসায় থাকলে ইয়ারফোনে শুনতে হয় যাতে তারা ডিস্টার্বড না হয়।

বেশি বেশি খান, কম শক্তি হলে বউয়ের সাথে মারামারিতে পারবেন না :)

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

ডার্ক ম্যান বলেছেন: শেষের কবিতা পড়া হয় নাই। কারণ পাঠ্য বই গুলো ঠিক মত পরতাম না তার উপর গল্প উপন্যাস কবিতা তো দুরের কথা। বই পড়ার আগ্রহ তখন খুব একটা ছিল না।
আর এখন যখন আগ্রহ জন্মাইছে সেটা সম্পূর্ণ ভিন্ন ধারার। যে দিকটা সচরাচর মানুষ এড়িয়ে চলে।

প্রথম গানটা আমারও প্রিয়। আপনার পোস্টের জন্য ++-

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: কোন ধারায় আগ্রহ জন্মেছে তা জানতে আগ্রহ হচ্ছে?

সবারই পছন্দের গান এটি। ধন্যবাদ আপনাকে।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: আমার তো রবিঠাকুরের সব গানই প্রিয়। তার গান ছাড়া তো আমার একটা মুহুর্তও চলে না।

আর আমাকে প্রিয় বলার জন্য তোমার জন্য আমার গাওয়া গান।:)

http://www.mediafire.com/download/h47hlodwi497uud/Amaro+porano.mp3


৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি যে অনেক বড় রবিভক্ত তা ব্লগের সবাই জানে। আপনার অসাধারণ মানুষ, লেখিকা হওয়ার পেছনে তার অনেক অবদান, তাই না?
গানটা শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ আপু।

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: আমি অসাধারণ বা লেখিকাও না তবে আমার জীবনের প্রতি মুহুর্তেই তিনি আছেন। অনেকগুলো দিন রবিঠাকুরের বাড়ির আঙ্গিনাতেই কেটেছিলো আমার আপুনি!:)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপুনি? আপনার কমেন্টের এই ব্যাপারগুলো বেশি ভালো লাগে। কয়েকমিনিটে এতো আপন করে নেন আপনি, অসাধারণ কি আর এমনি এমনি বলি?

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ পছন্দের কিছু গান :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ। আসলেই কালজয়ী পছন্দনিয় সব গান।

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: ভুল!!!!


কয়েক মিনিটে আপন আবার কয়েক মিনিটেই আমি কিন্তু ....... মাথা পাগলও হয়ে যাই। কেউ কেউ না হলেও অনেকেই জানে। :(




যাইহোক তাই বলে ভেবোনা এমনি এমনিই আমি মাথা পাগল হই। নইলে আমি কত্ত ভালো!!!!!! :P


থ্যাংক ইউ !!!!!!!!!:)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: এই কমেন্টটা আপনি করেছেন আপু? আপনি পাগল হয়ে জান সেটা জানা অনেকে মধ্যে কখনোই পড়তে চাই না।

আপনি আসলেই এত্ত ভালো।

You are most welcome my dear.

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

শায়মা বলেছেন: হা হা হা :P

আমিই করেছি!!!!!!

যাইহোক আমার গান শুনো!!!!!!!:)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: আগেই শুনেছি, আপনার গলা যে ভাল হাজারটা মানুষ বলে ফেলেছে, তাই আর কিছু বলিনি। :)

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

পিকাচু বলেছেন:
haha! nah amito maramari korbona. kokhono ragaragi/misunderstanding hoLe yaaaaaaaaa boro ekta bear hug dibo :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: কি বলব? সিম্পিলি রোমান্টিক। আমার মনে হয় আপনি bear hug দেওয়ার জন্যে ইচ্ছে করে রাগাবেন। :!

দু্‌ঃখের বিষয় এইসব ভাবনা ছেলেদের বিয়ের আগেই থাকে। একবার বিয়ে হলে কাজের মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য করতে জানেনা (সবাই এক না)। আমার কপালে যে কাকে ঠিক করা আছে কে জানে।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

পিকাচু বলেছেন:
:)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

সামু পাগলা০০৭ বলেছেন: কি ভয়াবহ সুন্দর একটা গান। থ্যাংকস। আমি এখন একটা গান শুনছিলাম সেটা দিচ্ছি।

https://www.youtube.com/watch?v=pK13Kokvj2E

আর এই গানটা আপনাকে বানরের মতো নাচানোর জন্যে। :) https://www.youtube.com/watch?v=zVYOV407OEQ

২১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

পিকাচু বলেছেন:
পিকাচু'স গট্টা সাইন অফ অ্যাজুরিল! :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: নাআআআআ এহতে পারে না। হা হা। ওকে বাই, যেই দুটো গান দিয়েছি সেটা পরে সময় করে শুনে নিয়েন। অ্যাজুরিল উইল মিস পিকাচু!! ;)

২২| ০১ লা মে, ২০১৬ রাত ৩:৩০

মহা সমন্বয় বলেছেন: কি আর বলব বৃষ্টিও নামে না আর আমার রবীন্দ্র সংগীত ও শুনা হয় না। :(
যেদিন বৃষ্টি নামবে সেদিন আপনার পোষ্ট এ আবার আসব অনেক মিষ্টি মিষ্টি গান দিয়েছেন যে। :)

০১ লা মে, ২০১৬ রাত ৩:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: বৃষ্টি হতে হবে কেন? বৈশাখ মাস এসো হে বৈশাখ শুনুন। :) আচ্ছা আসবেন, You are most welcome.

২৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৪১

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার পোস্ট।এইসব গান সবসময়ই শুনি শুনতে হয়

০১ লা মে, ২০১৬ সকাল ৯:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ, আসলেই এইসব গান সবসময়ই শুনতে হয়।

২৪| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৪৮

বলাক০৪ বলেছেন: কালের যাত্রার ধ্বনি.......মাঝে মাঝে অফিসের পথে মনে মনে আবৃত্তি করি....

০১ লা মে, ২০১৬ সকাল ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: ভালোই তো আমি আবার কবিতা মুখস্থ রাখতে পারিনা, তাই বই সামনে না থাকলে আবৃত্তি করতে পারিনা।

২৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪৪

নায়লা শফিক বলেছেন: এই গানগুলো আমারও খুব প্রিয়।

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: সবারই মনে হয় প্রিয়। :)

২৬| ১২ ই জুন, ২০১৬ সকাল ১০:১৫

সম্রাট৯০ বলেছেন: বরি কাকা ছাড়া গানের জগৎ ফাঁকা............ :)

১২ ই জুন, ২০১৬ সকাল ১০:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: শুধু গানই নয় ওনাকে ছাড়া বাংলার সাহিত্য, কৃষ্টই ফাকা। view this link

গানটা অনেক প্রিয় ধন্যবাদ। আমাদের গানের চয়েস অনেক মেলে। :)

২৭| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:৪০

আবুল হায়াত রকি বলেছেন: অডিও ফরমেটে বেশীরভাগ শুনা, ভিডিও লিঙ্কের জন্য সংগ্রহে নিয়েছি। সময় করে সবগুলা ভিডিও ডাউনলোড করে রবি ঠাকুরের ভিডিও সংগ্রহ করা যাবে।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ২:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: ঠিক আছে তাই করবেন।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.