নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ফুটবল বিশ্বকাপের সিজনে মজার সব ছবির কালেকশন নিয়ে সামুপাগলার ফান ফুটবল ফটো ব্লগ! এক্কেবারে ফ্রি বিনোদন! :) :)

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১০

আমি ক্রিকেটই বেশি দেখি, তবে ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে অফলাইন অনলাইন সবখানে ফুটবলের নেশা আমাকেও একটু ধরল আরকি! এজন্যেই আয়োজন করলাম ফুটবল বিষয়ক মজার এই ফটো ব্লগটির! মজার সাথে সাথে কিছু জরুরি বিষয় নিয়েও কথা বলেছি। ফুটবল বিশ্বকাপের পাগলামিতে যেন আমরা ঠিক ভুল ভুলে না যাই সেদিকে খেয়াল রাখা উচিৎ সবারই!






-----------------------------------------------------------------------------------------------------------------------------


১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

৯)

১০)

১১)

১২)

১৩) পতাকা কাহিনী!

বিশ্বকাপের আগে!



বিদেশী পতাকার চাপে দেশী পতাকা খুঁজেই পাওয়া যায় না।

বিশ্বকাপের পরে!


ফুটবল জ্বর সেরে গেল, বিদেশী পতাকারও অসম্মান শুরু হয়ে গেল!

প্রথমত বাংলাদেশের মাটিতে বাংলাদেশী লাল সবুজ পতাকা যদি বিদেশী পতাকার পেছনে চলে যায় তবে এর চেয়ে লজ্জ্বার কিছু হতে পারেনা। দ্বিতীয়ত বিদেশী পতাকা যদি এদেশে বানানো হয়, ব্যবহার করা হয় তবে সেসব দেশের সম্মানে আমাদের সতর্ক হওয়া উচিৎ। নিজের দেশকে সবচেয়ে ওপরে রাখুন এবং অন্যদেশ কেও নিচে নামাবেন না।

বোনাস:
এই ছবিটি মজার সাথে সাথে শিক্ষনীয়ও বটে! কোথাকার কোন বিদেশী খেলোয়াড়দের নিয়ে ঝগড়া করে দেশের মানুষ কেন সময় নষ্ট করবে? হ্যাঁ, খেলা নিয়ে দুষ্টু মিষ্টি খুনসুটি হতেই পারে। তবে সেটা যেন কখনো লিমিট ক্রস না করে, দেশের ক্ষতির কারণ না হয় সেদিকে সব ফুটবল প্রেমীর খেয়াল রাখা উচিৎ!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

সূত্র: অন্তর্জালের অলিগলি!

এবারে বলুন থুক্কু লিখুন কোন ছবিটি আপনার সবচেয়ে ভালো লাগল? :)আমি ক্রিকেটই বেশি দেখি, তবে ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে অফলাইন অনলাইন সবখানে ফুটবলের নেশা আমাকেও একটু ধরল আরকি! এজন্যেই আয়োজন করলাম ফুটবল বিষয়ক মজার এই ফটো ব্লগটির!

মন্তব্য ৭৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা হা হা হা .......

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: হেই বিজন রয়! অনেকদিন পরে আপনাকে আমার ব্লগবাড়িতে পেলাম মনে হয়। ভালো লাগল অনেক।
হাসুন, হাসানোর জন্যেই এই পোষ্ট! :)

২| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৮

বিজন রয় বলেছেন: আহ আহ হাহা হাহাহাহা..... হা হা হা হা ..হ্হ্ হহ হা হা হা .....

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! এত বেশি হাসলে নি:শ্বাস আটকে যাবে তো। একটু রেস্ট নিন! :)

৩| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২০

বিজন রয় বলেছেন: বল দাও, মোরে বল দাও।

০৪ নং টা ফাটাফাটি হইসে ভাইজান।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২২

সামু পাগলা০০৭ বলেছেন: হুম, কবি মানুষের তো তেমন ছবিই বেশি ভালো লাগবে! ;)

৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ব্রাজিলের নিঃশর্ত মুক্তি চাই আর এই ফটো দেইখা নেইমার মইরা গেসে-- এই দুটো ছবি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।

ধন্যবাদ সামু পাগলা০০৭।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই! পোষ্টে পেয়ে অনেক খুশি হলাম। আপনার মতো হিউমারাস মানুষকে হিউমারের পোষ্টে না পেলে চলতই না। :)

মোস্ট ওয়েলকাম।
কোনটি বেশি ভালো লেগেছে সেটি জানিয়ে যাবার জন্যে ধন্যবাদ।

ভীষন ভীষন ভালো থাকবেন।

৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৫

মৌরি হক দোলা বলেছেন: সবচেয়ে বেশি ভালো লেগেছে ৪ নম্বরটা :)

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ঝগড়ার কারণ আমিও খুঁজে পাই না =p~

কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরু হলে এ নিয়ে আমাদের দেশটা বেশ ভালোই মেতে উঠে :) :)

দেশে এই আনন্দেরও প্রয়োজন :) একটা ভিন্ন আমেজ আসে! ;)

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মৌরি!

ওপরেও একজন বললেন ৪ নাম্বারটা বেশি পছন্দ করেছেন। তোমার পছন্দ জানানোর জন্যে থ্যাংকস।

আমি একদম সহমত পোষন করি। কথায় কথায় আমরা উৎসবের কারণ খুঁজে মেতে উঠি; এই গুণটির আসলেই দরকার আছে। নাহলে জীবন পানশে হয়ে যেত। তবে কোনকিছুরই লিমিট ক্রস করা উচিৎ না। ঝগড়া করতে করতে হাতাহাতি, মারামারি, রক্তারক্তি এসব বন্ধ হোক। নির্মল আনন্দে পূর্ণ হোক সবার জীবন।

সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।
ভালো থেকো।

৬| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগের ১ম পেইজটাকে বিশ্রী করে দেয়া হয়েছে

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: আমি জানি, ভীষন খারাপ লাগছে আমারো। অনেক চেষ্টা করেও সমস্যাটির সমাধান করতে পারলাম না। পোষ্ট দেবার আগে "আমার ড্রাফট" দেখে ফার্স্ট পেজ ভিউ চেক করে নিয়েছিলাম। তখন সব ঠিক ছিল, শুধু একটি ছবি বাইরে ছিল। পোষ্ট করার পরে দেখি এই অবস্থা!

ব্যাপারটিতে আমার দোষ নেই এটুকুই বলতে পারি।
শুভকামনা রাশি রাশি।

৭| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হায়! হায়!
কই ছিলাম আমি!
প্রথম পেজে তো দেখি পাগলুর তেলেসমাতি কারবার!;)

১. (২) নাম্বারের প্রথম ছবিটা দারুন! মেসি-রোনালদো।
২. তোমার কোন পোস্টে সার্সলাইট দিয়ে খুঁজেও তো ছবি পাওয়া যায় না! আজকে ছবি দিয়ে একেবারে পুরো প্রথম পাতা দখল! B:-)
৩. ছবি গুলো দুইবার কপি হয়েছে!

বি. দ্রঃ নেইমার কে দেখলেই মেজাজটা গরম হয়ে যায়!X(

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি কোথায় ছিলেন সেটা জরুরি না, এখন আপনি আমার এলাকায়! হা হা হা! ;)

আর বলেন না, এটা কিভাবে হলো জানি না। আর আমি আগেও ফটো ব্লগ দিয়েছি, কানাডার ডায়েরিতে ছবি না থাকলেও বেশিরভাগ পোষ্টেই থাকে। এমন সমস্যায় পড়িনি কখনো।

যাই হোক, কপি হয়েছে? কোথায়! একবার করেই তো আছে!

৮| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: পোস্ট ২ বার এসেছে !!

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমে ঠিকই ছিল। প্রথম পাতায় যেন এতগুলো ছবি একসাথে না দেখা যায় সেজন্যে এডিট করছিলাম, তখন কিছু হয়েছে। এখন ঠিক আছে।

অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫০

তারেক_মাহমুদ বলেছেন: হেনা ভাইয়ের সাথে আমিও ব্রাজিল ভাইয়ের মুক্তি চাই।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: তোমার ভাই আমার ভাই, ব্রাজিল ভাই ব্রাজিল ভাই। ব্রাজিল ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র! :D
পাগল সর্দার হেনাভাইয়ের সাথে সবাই এমন স্লোগান দেবে! হাহাহা!

ধন্যবাদ মন্তব্যে তারেক_মাহমুদ!
শুভেচ্ছা অজস্র!

১০| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫১

রেযা খান বলেছেন: ২ নং ছবিটা ভাল লেগেছে

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: ওটা আমারো প্রিয়! কোনটি ভালো লেগেছে সেটা জানিয়ে যাবার জন্যে থ্যাংকস।
ভালো থাকবেন।

১১| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিনে ভরপুর পোষ্টে ভালোলাগা..................

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:০১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! মজার পোষ্টে মজার কমেন্টে মজা দিলেন! :)

১২| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস ভাই।

দেশে ডিনার টাইম, তাই নিচের আয়োজন আপনার জন্যে! :)

১৩| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:২০

সাদা মনের মানুষ বলেছেন: লাল চাউলের ভাত আমার খুবই পছন্দ

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: তাই নাকি! আচ্ছা ভাই, আপনি তো কত জায়গা ঘুরে বেড়ান। নানা রকম খাবার খান। কোন জায়গায় গিয়ে খাওয়া নিয়ে অসুবিধা হয়েছে? অথবা কোন জায়গার খাবার বেশি পছন্দ হওয়ায় ঘুরে এসে নিজে বাড়িতে বানিয়েছেন?

এটা আমার অনেক দিন ধরেই জানার ইচ্ছে। করব করব করে ভুলে যাই। আজ করেই ফেললাম।

১৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩৪

সিগন্যাস বলেছেন: কানাডার সপ্তম পর্ব কই???

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বী? মন্তব্যে সিরিজটি নিয়ে আরো উৎসাহিত হলাম। সময় হলে সপ্তম পর্বটি এসে যাবে। পাশে থাকুন।
শুভকামনা!

১৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: একটা ছবিও ভাল্লাগেনি!!
আমি একটা ছবি পরে দিব দেইখেন হেব্বি ফাটাফাটি ছবি ;)

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মোস্তফা সোহেল! ভালো লাগল পোষ্টে পেয়ে!

এএএ, একটাও ভালো লাগল না? আমি স্যাড স্যাড হয়ে গেলাম! :( ;)
দেন দেন, এখনি দেন। দেখি আপনার ফাটাফাটি ছবিটি!

১৬| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:২৯

মনিরা সুলতানা বলেছেন: ৩ নং টা বেষ্ট !!!
আমরা ফুটবল প্রজন্ম!
ক্রিকেট ও ভালোবাসি,কিন্তু শৈশব কৈশোর ছিলো আবাহানী মোহামেডান আর ব্রাদার্স এর ,ছিলো কালো মানিক পেলে আর ম্যারাডনা।
কিন্তু বর্তমানে ফেসবুক আর রাস্তায় যেভাবে অযথা লড়াই দেখি :(
খেলা দেখি বা সাপোর্ট করি বলতে ইচ্ছে করে না।সব ধরনের সভ্যতা ভদ্রতার বাইড়ে চলে যায় ভক্ত রা।অথচ দিন শেষে এ শুধু খেলাই।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: মনিরা আপুকে পোষ্টে পেয়ে খুশি হলাম।

হ্যাঁ, ওটা মজার একটা জোক।

আমি ফুটবল কোনকালেই খুব একটা দেখতাম না। বাংলাদেশের জরুরি কোন ফুটবল ম্যাচ থাকলে তখন দেখেছি কেবল। তাছাড়া ক্রিকেট নিয়েই মেতে থেকেছি।

একদম মনিরা আপু! ঠিক কথা বলেছেন। ছোটখাট দুষ্টুমিষ্টি লড়াই এক জিনিস, কিন্তু কেউ কেউ এত বাজে ভাবে ঝগড়া করে বলার না। ছি!

অনেক সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
শুভকামনা রাশি রাশি!

১৭| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিশ্বকাপ ফুটবলে এবার ব্রাজিলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে বুঝতে পারছি। লাঠি সোটা নিয়ে আমরাও প্রস্তুত।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! কিভাবে বুঝলেন হেনাভাই? শেষে কারণ ছাড়াই কেউ লাঠির মার না খায়! ;)

১৮| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জীবনে কোনদিন নিজের দেশেরটা ছাড়া অন্য কোন দেশের পতাকা উড়াইনি। আমার কাছে এসব অন্যদেশের পতাকা উড়ানোটা আদিখ্যেতা মনে হয়। ছবি ব্লগ ভালো লাগল!
৯ নম্বরটা আমার কাছে ভালো লেগেছে।

০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমারো তাই মনে হয়। বেশ করেছেন লাল সবুজ ছাড়া অন্য কোন পতাকা নিয়ে আদিখ্যেতা দেখাননি।

ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগল। মন্তব্যে অনেক ধন্যবাদ।

অফটপিক: মরীচিকার পরের পর্ব জলদি দেন।
আর যেহেতু আদেশ মেনেই নিয়েছেন, তাই আবারো হাসিখুশি থাকার কথা বলতে হবে না বোধ করি। :)

১৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ১১:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: আপনার প্রতিটা ছবির একটি করে কাহিনী আছে, বক্তব্য আছে। আশা করবো, বিশ্বকাপকে সবাই নিছক একটি বিনোদন হিসাবে দেখবে, এর বেশি কোন অবস্থাতে নয়। আমারা আমজনতা হলাম সাধারন দর্শক। বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল সেদিন খেলবে যেদিন ফিফা ২০০ টি দেশকে চুড়ান্ত পর্বে অনুমোদন করবে!! এর আগ পর্যন্ত আমরা শুধু দর্শক।

বিশ্বকাপে যে দল ভাল খেলবে আমি চাই সে দলটি বিশ্বকাপ জিতুক। আপনি কী জানেন, যে প্লেয়ারদের জন্য নিজের জান কুরবান করছেন এদের বেশিরভাগই বাংলাদেশ কোথায় বলতে পারবে না!! বাকি টিমের অধিকাংশই বাংলাদেশ চিনে না। আর চেনার প্রয়োজনও মনে করে না। আার তাদের দেশের কিছু মানুষ আমাদের দেশকে হয়তোবা চেনে। তবে, ভাল কোন কারণে নয় - বন্যা, দরিদ্রতা, দুর্নীতি, অধিক জনবহুল আর রাজনৈতিক খুণাখুনির জন্য।

অতএব, আবেগ কন্ট্রোল করুন। বি প্রেকটিক্যাল, গাইজ।।

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই আন্তরিক ধন্যবাদ, সময় নিয়ে গুছিয়ে অসাধারণ একটি মন্তব্য করেছেন।

আপনি কী জানেন, যে প্লেয়ারদের জন্য নিজের জান কুরবান করছেন এদের বেশিরভাগই বাংলাদেশ কোথায় বলতে পারবে না!! বাকি টিমের অধিকাংশই বাংলাদেশ চিনে না।
একদম কঠিন কথা! ঠিক কথা। হ্যাঁ ফুটবলে কিছু লিজেন্ড প্লেয়ার আছে, যারা দেশী হোক না হোক আমাদের সম্মান পাবার যোগ্য। কেউ যদি তাদের খেলা দেখে ফ্যান হয়ে যায় তবেও বলার কিছু নেই। বাংলাদেশী ক্রিকেটার সাকিবেরও বিশ্বের নানা দেশে ফ্যান আছে। সেটা খারাপ কিছু না। কিন্তু ভক্তির চোটে মারামারি, হাতাহাতি, নোংরা গালাগালি এসবের তো মানে নেই!

আর যেখানে আমাদের দেশ খেলে, সেখানেও আমাদের উচিৎ সভ্য দর্শকের মতো আচরণ করা। আবেগে ভেসে অন্য দেশকে গালিগালাজ করে আমরা নিজেদেরই ছোট করি।

আবেগ কন্ট্রোল করুন। বি প্রেকটিক্যাল, গাইজ।
রাইট ইউ আর!

অজস্র শুভকামনা আপনার জন্যে।

২০| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মরীচিকার পরের পর্ব আশা করি তাড়াতাড়িই পাবেন! আমি কিন্তু হাসিখুশিই আছি। অবশ্য আমার “রাতের আগন্তুক” গল্পটা পড়লে আপনার হাসিমুখ একটু চিন্তিত হয়ে যেতে পারে। নিজের লেখা পড়ার আমন্ত্রণ জানানোতে লজ্জা লাগে তাই অন্য সিস্টেমে আপনাকে আগ্রহী করার চেষ্টা করলাম। কিছু মনে করবেন না। :)

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: মি: লাজুকলতা, এত লজ্জা পাবার কিছু নেই। অনেক ভালো পোষ্টই চোখ এড়িয়ে যায় সময়ের অভাবে, হয়ত আপনার অনেক ভালো লেখাই পড়া হয়নি। আপনার কোন লেখা যদি আপনার নিজের পড়ে ভালো লাগে তবে আমাকে জানিয়ে যাবেন। চান্সেস আর হাই, আমারো ভালো লাগবে।

মনে করার ব্যাপার নেই কোন, ঘুরে এলাম, কয়েক পর্বের, একটু সময় হাতে নিয়ে আপনার ব্লগবাড়িতে যাব। শুধু ঘুরে আসবনা, বেশ কিছুক্ষন থাকব! :)

আমিও আশা করছি, তাড়াতাড়ি দেবেন। পড়েছ সামুপাগলার হাতে, লেখা দিতে হবে তাকে! :D
হ্যাঁ, হাসিখুশিই থাকুন। আমি নজর রাখছি! হাহা।

অশেষ ধন্যবাদ ফিরে এসে মন্তব্য করার জন্যে এবং “রাতের আগন্তুক” এর ব্যাপারে জানানোর জন্যে।

২১| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মত আন্তরিক সহব্লগার পাওয়া ভাগ্যের ব্যাপার! আপনার প্রতিউত্তরে খুব খুশি হলাম! ব্লগারদেরকে উৎসাহিত করে তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনার অসাধারণ দক্ষতা আপনার আছে! লাইক ইট!
শুভকামনা সবসময়! ভালো থাকুন!

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার মত আন্তরিক সহব্লগার পাওয়া ভাগ্যের ব্যাপার!
জ্বি একদম সহমত পোষন করছি। আমার মনের কথাটাই বলেছেন। থ্যাংকিউ থ্যাংকিউ! :P

উৎসাহিত করি কিনা জানিনা তবে কোনকিছু ভালো লাগলে হনেস্টলি বলি।

অনেক বড় সব কথা বললেন আমার জন্যে। আন্তরিক কৃতজ্ঞতা।
আপনিও ভালো থাকুন।

২২| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৪০

অচেনা হৃদি বলেছেন: চমৎকার হাসির উৎস । ৭-১০ নং ছবিগুলো আমার এখানে দেখা যাচ্ছে না (ফাইল করাপ্টেড শো করছে) । সেগুলো দেখতে পেলে হয়ত আরো মজা পেতাম ! :)

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: হাই হৃদি আপু।

ওহো! আই এম সোওও সরি! আমি জানি না কেন এমন হচ্ছে। জানলে নিশ্চই সমস্যা সমাধানের চেষ্টা করতাম। সরি এগেইন!
আশা করি যেগুলো দেখেছেন সেগুলো একটু হলেও হাসিয়েছে।

থ্যাংকস মন্তব্যের জন্যে।
অনেক ভালোবাসা রইল।

২৩| ০৯ ই জুন, ২০১৮ রাত ২:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনটা ভারী হয়ে আছে তাই ভাবছি একটু হেসে পাতলা করে নেই। হা হা হা ।

০৯ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! মন ভারী হয়ে আছে কেন! আশা করি মজা করে বলেছেন, এমনিতে সব ঠিক আছে।
হাসুন, প্রাণখুলে হাসুন!

অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা অফুরান!

২৪| ০৯ ই জুন, ২০১৮ রাত ২:৪৩

রাকু হাসান বলেছেন: হাহা.সমসাময়ীক বিষয় সেই সাথে হাসির খোরাক =p~

০৯ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৫

সামু পাগলা০০৭ বলেছেন: মানুষকে হাসাতে পারলেই পোষ্টটি সার্থক!

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যে।
ভালো থাকুন!

২৫| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:৫০

সোহানী বলেছেন:

০৯ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সোহানী আপু! পোষ্টে পেয়ে অনেক ভালো লাগল।

হেহে হাহা হোহো! অনেক মজার! থ্যাংকস এ লট ফর শেয়ারিং।

হুমম, বোঝা যাচ্ছে আর যাই হোক আপনি আর্জেন্টিনার সাপোর্টার না! :)

ভালো থাকবেন আপু।

২৬| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৬:৫২

টারজান০০০০৭ বলেছেন: আগে দেশে আছিল আপামনি আর মগামেডাম , এহন হইছে আরজে টিনা আর ব্রা জিল !!!!! সব মাইয়াগো খেলা মনে হইলেও খেলে দেহি দামড়াগুলান !!

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা রাশি রাশি টারজান!

২৭| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! থ্যাংকস ফর শেয়ারিং!
অনেক ভালো থাকুন।

২৮| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: আসলেই ভরপুর বিনোদন।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ অনেক। পাবলিক কে ফ্রিতে ভরপুর বিনোদন দিতে পারলে শান্তি লাগে! :)

২৯| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: ব্রাজিলের পতাকা উড়িয়ে লাভ কি?
পুরো আকাশটাই তো আর্জেন্টিনা!

০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:১০

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়াও! গুড ওয়ান! ব্রাজিলের ফ্যানদের সাথে তর্ক করতে গেলে এটা ভালো যুক্তি হতে পারে। :)

৩০| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৫১

জোকস বলেছেন:



ব্রাজেন্টিনা ছবি ব্লগ সব গুলোই দারুন।


দুই মাতাল গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। এমন সময় ব্যাটসম্যান ছক্কা হাঁকালো।

১ম মাতাল :ওহ! কী দারুণ একটা গোল দিল।

২য় মাতাল :আরে বুদ্ধু, গোল কী এই খেলায় হয়? গোল তো ক্রিকেট খেলায় হয়!!!

১০ ই জুন, ২০১৮ সকাল ৭:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ জোকস! আনন্দিত হলাম।

হাহা হিহি! মজার জোকস শেয়ার করে জোকস নামের সার্থকতা প্রমাণ করলেন! :)

শুভকামনা!

৩১| ০৯ ই জুন, ২০১৮ রাত ৮:১৫

কাইকর বলেছেন: অনেক হাসলাম

১০ ই জুন, ২০১৮ সকাল ৭:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: তাই? হাসাতে পারলেই পোষ্টটি সার্থক!

আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা!

৩২| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: এই সেই মজার ছবি!আসলে মজার নাকি দুঃখের বুঝতাছি না।

১১ ই জুন, ২০১৮ রাত ২:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: এই ব্যাপারটিকে ১৩ তে কিছুটা এডরেস করার চেষ্টা করেছি। এসব আসলে মজার না, তীব্র অসম্মান ভিনদেশী পতাকার প্রতি। আমাদের কাজে কর্মে আরো উন্নত চিন্তার অধিকারী হতে হবে।

আপনাকে অনেক ধন্যবাদ আবারো ঘুরে যাবার জন্যে।
শুভকামনা!

৩৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১,৪,১০,১২ :)

=p~

গত দুদিনের গ্যাপে অনেক মজাই ফস্কে গেছে দেখছি!
দারুন রম্য পোষ্টে হাততালি :)

১১ ই জুন, ২০১৮ রাত ২:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম, অন্য সখির কাছে মজা খুঁজতে গিয়েছিলেন নিশ্চই। এজন্যেই তো এ সখির বাড়ির মজা ফস্কে গেছে! হাততালি দিয়ে এখন আর ব্যাক বেঞ্চার কে ঢং করতে হবেনা। ;)

ভালো থাকুন।

৩৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ হো আরেকটি কথা!

আমি কিন্তু ব্রাজিল B-)
সখি তুমি কি?

১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: বলি না! আপনি আপনার অন্য সখিকে গিয়ে জিজ্ঞেস করেন। ;)

৩৫| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সখি বুঝি জনে জনে হয়??? নেভার এভার!
জনম জনমে সেই এক এককই রয়, :)

১৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১০

সামু পাগলা০০৭ বলেছেন: এহ! কত কথার মারপ্যাঁচ, ঢং, ন্যাকামি
অভিজ্ঞ ;) যে কত সে আমি জানি!

আপনার মন্তব্যটি দেখতে পারিনি বলে উত্তর দিতে দেরী হলো। সরি!
শুভেচ্ছা।

৩৬| ১৬ ই জুন, ২০১৮ ভোর ৪:১২

কিশোর মাইনু বলেছেন: "বল দাও মোরে বল দাও"-সেরা।
ররকহ
মেসি-নেইমার,ফ একসাথে তোলা ছবি-যতএতুগই ভাইবন্ধু হোক ওরা,না ব্রাজিল-আর্জেন্টিনা,না বার্সা-রিয়াল।সমর্থকরা মারামারি-কাড়াকাড়ি করবেই।

১৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১১

সামু পাগলা০০৭ বলেছেন: সেটাই, ওরা যেমনই হোক, সাধারণেরা ঝামেলা না করে থাকতে পারিনা!

কোনটি ভালো লেগেছে জানানোর জন্যে ধন্যবাদ।
শুভকামনা!

৩৭| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

নিশি মানব বলেছেন: আমরা ফুটবল খেলা নিয়ে যতটা সচেতন তার ঠিক উল্টা দেশ-জনগন আর অধিকার নিয়ে।

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: না আমার মনে হয় মানুষজন সবকিছু নিয়েই সচেতন। আমাদের দেশে চায়ের কাপে আড্ডায় রাজনীতি ও দেশভাবনা আসবে না সেটা সম্ভব না। ফুটবল শুধু একটা সিজনে চলে, অন্যসব সিরিয়াস আলোচনা সারাবছরই চলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আলোচনায় জনগণের অধিকার নিয়ে সোচ্চার মানুষেরা একে অপরকে দোষ দেয়, নিজের দিকে একটু তাকায় না।

ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা।

৩৮| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২২

আবু তালেব শেখ বলেছেন: ফান পোস্টের সাথে শিক্ষামূলক।
অসাধারন

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: ফানের সাথে সাথে শিক্ষার ব্যাপারটিও ধরতে পারার জন্যে অভিনন্দন।

মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা অফুরান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.