নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে একেক পরিস্থিতিতে কেমন অনুভূতি হয় ব্লগারদের? সামুপাগলার ব্লগীয় ফটো ব্লগে দেখে নিন সবাই! :) :)

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪১

সামু ব্লগে প্রতি মুহুর্তে নানা ধরণের লেখা আসে, সেসব লেখা অনেকসময় সবার নির্বাচক ও পাঠকদের প্রিয় হয়। অনেকসময় আড়ালে থেকে যায়। সবার ব্লগে অনেক স্বাদের মন্তব্যের আদান প্রদান হয়। প্রশংসা, আলোচনা, সমালোচনা, আক্রমণ সবই থাকে। সবমিলে অন্তর্জালের জগতে সামু পরিবারে সদস্যদের মনে চলতে থাকে নানান ধরণের অনুভূতি। সেসব অনুভূতি গুলো ছবিতে ছবিতে দেখে নেই চলুন! :)

-----------------------------------------------------------------------------------------------------------------------------

১) সেইফ হবার পরে সেই মধুর ক্ষনটিতে উত্তেজনা, অবিশ্বাস, আনন্দের অনুভূতি...



২) যখন কেউ মন্তব্যের জবাব দেয়না অথবা লম্বা মন্তব্যের উত্তরে কপি পেস্ট করা "ধন্যবাদ" সবাইকে দিতে থাকে....



৩) যখন একটি পোস্ট নির্বাচিত, এবং আলোচিত পাতায় জায়গা পায় এবং নির্বাচক ও পাঠকপ্রিয় হয়.....



৪) কোন সহব্লগার অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে এনে সমালোচনার নামে আক্রমণ শুরু করলে.....



৫) সহব্লগারের কঠিন শব্দচয়ন, ব্যাকরণের মারপ্যাঁচের কোন কঠিন লেখা পড়ার পরে....



৬) অনেক সময়, মেধা, এবং শ্রম দিয়ে একটি লেখা তৈরির পরে, সেটি পাঠকপ্রিয়তা না পেলে....



৭) কোন পোস্ট ব্লগে আসা মাত্র হাজার খানেক বার পঠিত হলে যেখানে লাইক সংখ্যা ০ এবং মন্তব্য সংখ্যা ২ অথবা ৩ টি! রিলোড ম্যাজিকের কারবার দেখে.....



৮) কোন লেখায় পাঠক বিশেষ তথ্য অথবা বানানের ভুল ধরে ফেললে.....



৯) কোন বিখ্যাত, প্রিয় ব্লগারকে নিজ ব্লগ পোস্টে উচ্ছসিত মন্তব্যে পেলে.....



১০) কোন ক্যাচাল পোস্টে ঘন্টার পর ঘন্টা মন্তব্য করে, অর্ধেক দিন নষ্ট করার পরে......



১১) কষ্টসাধ্য লেখা কেউ চুরি করলে......



-----------------------------------------------------------------------------------------------------------------------------

উৎসর্গ: এই পোস্টের সব বাচ্চাই খুব কিউট। তবে আমার সবচেয়ে পছন্দের কিউট বাচ্চা হচ্ছে আমার নাতনী। এ বছরের ফেব্রুয়ারীর তেরো তারিখে ওর জন্ম হয়েছে। বিয়ের আগেই দাদী হবার সৌভাগ্য অর্জন করেছি আমি ওর জন্যে। :) আমাদের প্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলামের নাতনী নয়নতারা হিসেবেই বেশি পরিচিত। তাছাড়াও বাড়ির সবার দেওয়া নানান আল্লাদী আদুরে নামের মালকিন সে। তবে আমি ওকে ওর ফরমাল নাম তানিশা তৌহিদের তানিশা ধরে ডাকি কেননা সেই নামটি আমার বেশি প্রিয়। ছোট্টকুটি বাবুটা হেনাভাইয়ের প্রোফাইল পিকচারে করে ব্লগে আসে প্রতিদিন। দেখলেই মন ভরে যায়। বাচ্চাদের পোস্টটি আমার প্রিয় বাবুটাকে উৎসর্গ করলাম। তানিশার জন্যে রইল অনেক দোয়া, ভালোবাসা।



ছবিসূত্র: চাঁদ মামার পরে সবচেয়ে কাছের মামা; গুগল মামা! :)

মন্তব্য ৭৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

সিগন্যাস বলেছেন: এবার প্রথম হয়েছি?

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ হয়েছেন। অভিনন্দন আপনার জন্যে। আজকের এই বিশেষ দিনে, প্রথম হবার গৌরব অর্জনের পরে আপনি কি উৎসুক, উত্তেজিত জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে প্রস্তুত? :P

জোকস আপার্ট, আমার পোস্টে মন্তব্যের খাতা খোলার জন্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১

শামচুল হক বলেছেন: হে হে হে আইডিয়া ঠিক আছে।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! এটা একটি বিনুদুন মার্কা কিউট পোস্টের আইডিয়া।

মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১

সিগন্যাস বলেছেন: আহা আপনার পোষ্টের জন্য আধাদিন ধরে মুখিয়ে ছিলাম।এইবার ঝোপ বুঝে কোপ মেরে দিলাম।এখন বিড়িয়ানি আনেন দেখি

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! আমি কখন বললাম যে প্রথম হলে বিরিয়ানি খাওয়াব? ;) উল্টো আপনারই আমাকে খাওয়ানো উচিৎ, আমার পোস্টের কারণে প্রথম হবার গৌরব অর্জন করলেন। যান, জলদি করে চিকেন বিরিয়ানি, লাচ্ছি, কাবাব আনুন। :)

৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

শাহিন বিন রফিক বলেছেন:



পোস্ট অতিরিক্ত সুন্দর হয়ে গেছে এই জন্য আপনাকে উকিল নোটিশ দেওয়া হল, আগামী কয়েক মিনিটের মধ্যে জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হল। :-<

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! থ্যাংকস এ লট সুন্দর বলার জন্যে। কিন্তু সুন্দর পোস্ট লিখে যদি উকিল নোটিশ পেতে হয় তবে তো কেউ আর ভালো পোস্ট লিখবে না ভয়ে! হাহা।

যাই হোক, আইনের প্রতি সম্মান রেখে কয়েক মিনিটের মধ্যেই আপনাকে প্রতিমন্তব্য করা হলো। :)
শুভেচ্ছা সকল!

৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিস বোকামতীর পোস্টটা এতক্ষণে আমার চোখে পড়ল! :( প্রথম হওয়ার চান্সটা নিতে না পারায় যারপরনাই মন খারাপ! :( :(
তবে পোস্ট পড়ে মন ভালো হয়ে গেল! :) মিস বোকামতীর পোস্ট মানেই অন্যরকম ফান, হাসি আর মন ভালো করে দেয়ার টনিক! কমেন্ট আর লাইকের বন্যার কথা নাহয় না-ই বললাম! এ পোস্টেও তার আলামত বিলক্ষণ দেখতে পাচ্ছি!‍ অভিনন্দন মিস বোকামতী! :P

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: স্যাড ইমো তো আমার দেওয়া উচিৎ! বোকা হয়েছেন, কিন্তু অন্ধ তো না। এতক্ষন লাগে চোখে পড়তে এবং আসতে? যত্তসব! X( :)
হাহা, কিডিং। আপনি আসলে বেশ দ্রুতই এসেছেন। একটু পরে পরে বোকামতীর ব্লগবাড়িতে উঁকি দেন মনে হয়! :P

মিস বোকামতীর পোস্ট মানেই অন্যরকম ফান, হাসি আর মন ভালো করে দেয়ার টনিক!
খুব খুশি হলাম জেনে যে আমার পোস্ট কারো মন ভালো করতে পেরেছে। থ্যাংকস এ লট। আপনার কথায় আমারো মন ভালো হয়ে গেল! :)

কমেন্ট আর লাইকের বন্যার কথা নাহয় না-ই বললাম! এ পোস্টেও তার আলামত বিলক্ষণ দেখতে পাচ্ছি!‍
ফাজিল ছ্যামড়া!

পাঠ ও মজার মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।
শুভকামনা।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওহ মাই গড! কী করেছ তুমি? ওপর থেকে নিচে নামছিলাম আর কিউট বাচ্চাগুলোর অভিব্যক্তি দেখে হাসছিলাম। কিন্তু শেষে এসে হাসির পরিবর্তে আমার মুখ হাঁ হয়ে গেছে। এখন আবার একটু একটু করে হাসতে শুরু করেছি। টাইপ করতে করতেই হাসছি।


এ লট অফ থ্যাংকস সামু পাগলা০০৭।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই! আপনাকে এবং তানিশাকে এ পোস্টে না পেলে পোস্টটি অপূর্ণই থেকে যেত। অনেক ভালো লাগল আপনার মন্তব্য।

আপনিই সবসময় আমাদেরকে হাসিয়ে যান, আজকে আপনাকে হাসাতে পেরে আমার যে কি ভালো লাগছে!

মোস্ট ওয়েলকাম হেনাভাই। আপনাকেও ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬

রাকু হাসান বলেছেন: হাহহা আপু ;) :D ,লেখার সাথে ছবি নির্বাচন দারুণ হয়েছে ।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকু থ্যাংকু। নিজের ব্লগার মনের অনুভূতিগুলোর প্রকাশ তো একুরেট হবেই। ;)

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৮| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!
সখির আরেকটি ব্রিলিয়ান্ট আইডিয়া পোষ্ট :)

একেকটা পড়ি আর হাসি ছলকে পড়ে! বড় সামলেই হাসতে হল। অফিস বলে কথা ;)
সব শেষে মনে হল লিখে কি আর বোঝানো যাবে অনুভব- বরং আমিও সখির পথেই হাটি
এমন দারুন পোষ্ট পড়ার পর পাঠকের প্রতিক্রিয়া -





০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! একি! আমার ব্যাক বেঞ্চার সখা আজ এত তাড়াতাড়ি? সখির ওপরে এত দয়া? অন্য সখিরা আজ পাত্তা দেয়নি বুঝি? ;) :D

হুমমম! অফিস ফাঁকি দিয়ে ব্লগিং হচ্ছে!

সখাকে হাসাতে পেরে ভীষনই আনন্দিত বোধ করছি। আসলে রিয়ালিটি ইজ এ ফর্ম অফ কমেডি এন্ড লাফটার। ;)

ওলে ওলে কিসব কিউট বাচ্চা! আপনাকে অনেক ধন্যবাদ ওদেরকে আমার ব্লগবাড়িতে আনার জন্যে। সবগুলোকে ভর্তা করব আদরে। :)

অসাধারণ মন্তব্যে কৃতজ্ঞতা রইল।
হাসতে থাকুন সবসময়।

৯| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো আমার সালমনের তো জন্ম ফেব্রোয়ারির ১০ তারিখে। শিশুদের মধ্যে সেই আমার সবচেয়ে প্রিয় ।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! আমাদের তানিশার জন্মদিনের কাছাকাছিই তো!

পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা।

১০| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: গত বছরের ২০১৭ এর ১০ ফেব্রুয়ারি ।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা সেও তো তাহলে ছোট্টকুট্টি বাচ্চা একটা। অনেক আদর, ভালোবাসা, দোয়া রইল ওর জন্যে।

১১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: আমি তানিশার কয় নাম্বার দাদা কন তো? কইতে পারলে পুরুষ্কারের ব্যবাস্থা আছে।
এক কিউট ছোট তানিশা আমার ভক্ত ছিল।ছবিটা এখানে নেই তাহলে দিতে পারতাম।পরে আড্ডায় দিব।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি তানিশার দুই নম্বরী দাদা! ;) ঠিক হয়েছে না? এখন পুরষ্কার দেন। :)

আচ্ছা, আড্ডাঘরে দিয়েন পরে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

১২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! =p~ দারুন মজা পেলাম আপু। বিশেষ করে ১,৩,৬,৮ আর ৯ নং তা বেশি জোস :-B

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: কথা আপু! পোস্টে পেয়ে খুশি হলাম।

কোনগুলো বেশি ভালো লেগেছে সেটা জানানোর জন্যে থ্যাংকস।
অনেক ভালো থাকুন।

১৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আমি নাম্বারের কথা বলছি-১-২-৩-৪-৫-৬।
নম্বরীর কথা কই নাই তো।
প্রশ্ন না বুঝে উত্তর দেয় আবার পুরুষ্কার!

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০২

সামু পাগলা০০৭ বলেছেন: কি করব বলুন? আপনার মধ্যে দুই নম্বরী ব্যাপারটা ভালোভাবে আছে। এজন্যে প্রশ্ন যাই হোক, উত্তর একই। আপনি দুই নম্বরী! ;) :D

আর হ্যাঁ, দুই = ২!

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

অচেনা হৃদি বলেছেন: =p~
হায়, খোদা ! এই বাচ্চাগুলা কি বুঝে শুনে পোজ দিয়েছিল ? :)
আজ আমার পোস্টে আপনার মন্তব্য পেয়ে আমি রিয়েলি ৯ নং এক্সপ্রেশন দিয়েছিলাম । ;)

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু, পোস্টে পেয়ে খুব ভালো লাগল।

হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আমার মনে হয়েছে। যে তখন ওদের মাথায় আসলে কি চলছিল? মজার ব্যাপার সেটা আমরা কখনো কেউ জানব না। মানব জীবনের খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের জন্মের সময়টা এবং তারপরের কিছু বছর স্মৃতিতে থাকেনা। আর মৃত্যুর পরে যা হয় তা আমরা কাউকে জানাতে পারিনা। ইন এ ফুল সার্কেল, ফ্রম স্টার্ট টু এন্ড, বার্থ টু ডেথ, লাইফ রিমেইন্স এ হিউজ মিস্ট্রি!

আমার পোস্টে আপনার মন্তব্য পেয়ে আমি রিয়েলি ৯ নং এক্সপ্রেশন দিয়েছিলাম ।
হাহা! ফাজিল মেয়ে! বলে কি! ;)

পাঠ ও সুন্দর মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৮

কিশোর মাইনু বলেছেন: :) :D B-) ;) :P -

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:১০

সামু পাগলা০০৭ বলেছেন: ধুর খেলব না! আবারো ইমো দিয়ে মন্তব্য করে। ইমোগুলোকে শব্দে অনুবাদ করেন। তারপরে আমি বুঝব পুরোপুরি। :)

১৬| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন: শুভেচ্ছা রইলো,


আপনার প্রতিটি পোস্ট আমার ভাল লাগে; বেশ বুদ্ধিদীপ্ত। বিদেশের মাটিতে দীর্ঘদিন থেকেও মাতৃভাষার প্রতি আপনার ভালবাসা দেখে মুগ্ধ হই। লেখাপড়ার ফাঁকে সময় নিয়ে সামুর জন্য সুন্দর সুন্দর পোস্ট লেখেন এজন্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনি খুব যত্ন করে কমেন্টের উত্তর দেন এই বিষয়টিও আমার ভাল লাগে; এতে কমেন্টকারীও সম্মানিত হন।

আপনার আজকের পোস্ট যাকে উৎসর্গ করেছেন এই কিউট বেবিটার জন্য আশীর্বাদ রইলো; পাশাপাশি, আবু হেনা সাহেবের জন্যও শুভ কামনা।

শুভ রাত্রি ।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: তার মানে আমার বেশিরভাগ পোস্টে আপনার নজর থাকে, সেগুলো আবার ভালোও লাগে! খুশি হলাম জেনে। সবমিলে অনেক কৃতজ্ঞ করলেন আমাকে।

বাব্বাহ এত প্রশংসা! জীবন ও ব্লগিং এর পথচলায় কিছু প্রেরণা খুঁজে পেলাম। থ্যাংকস এ লট।

সবাইকে একই জবাব দেওয়া বা একদমই প্রতিমন্তব্য না করা যেসব ব্লগারদের স্বভাব তাদের পোস্টে আমি কখনো মন্তব্য করিনা। যেহেতু নিজে বিষয়টি অপছন্দ করি, তাই চেষ্টা করি ঠিকভাবে সবার মন্তব্যের জবাব দিতে।

হুমম, আসলেই তানিশা এত এত এত কিউট। ওর জন্যে আশীর্বাদ এবং হেনাভাইয়ের জন্যে শুভকামনা করেছেন এজন্যে অনেক ধন্যবাদ।

শুধু রাতই নয়, শুভ হোক আপনার প্রতিটি প্রহর!

১৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কিউট কিউট বেবিদের বৈচিত্রময় অভিব্যক্তি খুব ভাল লেগেছে। ভাল লেগেছে সামু পাগলা০০৭র মজাদার পোস্টটি। নয়নতারার পবিত্র মিষ্টি হাসিটি অনন্য। শুভেচ্ছা সকলের প্রতি :)

০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: আসলেই, এর চেয়ে পবিত্র হাসি আর কার হতে পারে? কত পবিত্র হয় তানিশার মতো শিশুরা, তাদের প্রতিটি অভিব্যক্তি!

ভালো লাগায় আনন্দিত হলাম। ধন্যবাদ।
আপনার জন্যেও অজস্র শুভেচ্ছা।

১৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:২১

কাওসার চৌধুরী বলেছেন:


"তার মানে আমার বেশিরভাগ পোস্টে আপনার নজর থাকে, সেগুলো আবার ভালোও লাগে! খুশি হলাম জেনে। সবমিলে অনেক কৃতজ্ঞ করলেন আমাকে।"

আমি ব্লগে আসার পর থেকে আপনার সবগুলো পোস্ট পড়েছি। চমৎকার প্রতি মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো। ভাল থাকবেন, সব সময়।

০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! তাই নাকি? আমি ভীষনই খুশি হলাম জেনে যে সরবে, নীরবে সবসময়ে সাথী হয়ে থেকেছেন। আন্তরিক কৃতজ্ঞতা আবারো।

আবারো দেখে ভালো লাগল। আপনিও ভালো থাকবেন সদা সর্বদা!

১৯| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২২

সনেট কবি বলেছেন: পোষ্ট খুব ভাল লেগেছে।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগা জানিয়ে উৎসাহিত করার জন্যে অনেক ধন্যবাদ।
শুভকামনা সকল!

২০| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো :)

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ নীল আপু উৎসাহ দেবার জন্যে।
ভালো থাকুন।

২১| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন:

আমার কন্যার ছবিটি দেখে কি মনে হয়?

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: মনে হয়, বাবুতা এটতা নীল পরী। ওলে ওলে গুলুগুলু সোনাটাকে অনেত আদর! :)

মাশাল্লাহ, খুবই সুন্দর বাচ্চা আপনার। অনেক ভালোবাসা ও দোয়া রইল ওর জন্যে।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার এক মন্তব্য দুবার এসে গিয়েছিল, একটিকে ডিলিট করে দিয়েছি। ধন্যবাদ।

২২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০০

জোকস বলেছেন:

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: হোহোহো! হাহাহা! কোথায় পান এগুলো! শিং বাবুর দুপাশের লেখাগুলো পড়ে হাসতে হাসতে শেষ! জোকস নামটি আসলেই যথার্থ আপনার জন্যে! :)

২৩| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

কিশোর মাইনু বলেছেন: বড় মুশকিলে না পড়লাম??? :-<
ইমো একদম না বুঝলে তো সমস্যা।

বাই দ্যা ওয়ে,আড্ডাঘরে কমেন্ট লোড হচ্ছে না আপু

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: একদমই বুঝিনা তা না। কিন্তু শুধু ইমোময় কমেন্টের মানে দাড় করানো যায় নানাভাবে, এজন্যে সামুতে অক্ষর ব্যবহারের অপশনটিও রাখা হয়েছে। ;)

আড্ডাঘরে কমেন্ট লোড হচ্ছে তো, ৩০০০/৪০০০ কমেন্টের আগে কোন সমস্যা হবার কথা না। যখন সমস্যা হবে নতুন আড্ডাঘর এসে যাবে। হয়ত আপনার নেটে কোন সমস্যা ছিল। আবারো ট্রাই করুন।

২৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

স্রাঞ্জি সে বলেছেন: :-B
হু হু আমার হাসি পাচ্ছে।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০

সামু পাগলা০০৭ বলেছেন: হাসুন না, হাসিরই তো পোস্ট! :)

২৫| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

নিওফাইট নিটোল বলেছেন: তার মানে আপনি কী বলতে চান? শুরুর দিকের দিনগুলোতে আমার কর্মকান্ডে আপনার ৮ নাম্বার ইমো দিতে মনে চাইত......ভুল-ও ধরায়ে দিব আবার আপনি জিহ্বাও দেখাবেন! X((

আমার সবচেয়ে প্রিয় ইমেজটা ৯ নাম্বার......এই এক্সপ্রেশনটা সর্বকালের সেরা আমার কাছে।

যদি কখনো লেখা শুরু করি- তাহলে হয়তো এক্সপ্রেশনগুলোর পূর্ণ স্বাদ পাব.......তাছাড়া প্রতিকমেন্টও আমাকে দুধের স্বাদ সন্দেশে মিটিয়ে দেয় :D ........বাচ্চামী শুভেচ্ছা :P

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি আসলেই বুদ্ধিমান! আপনাকে এটা বোঝানোর জন্যেই যে আমি পোস্টটি দিয়েছি সেটা কত সহজে বুঝে গেলেন। ;)
তবে আমি আরো কিউট করে ভেংচি দিতে পারি। দিয়ে দেখাচ্ছি দাড়ান, ভেংচি! :)

হাহা, আমার সব বাচ্চাগুলোই খুব প্রিয়। মনে হয় কত কিছু বুঝে যেন এক্সপ্রেশনগুলো দিচ্ছে! ওদের মনে তখন কি চলছিল জানতে পারলে ভালো হতো।

জলদিই লেখা শুরু করে দিন, কমেন্টে ভালোই হাত পাকিয়েছেন, আর কত চুল পাকিয়ে পোস্ট লিখবেন? স্টার্ট দ্যা রিয়েল ব্লগিং মাই ডিয়ার ব্লগার! :)

আপনাকে কানাডা পোস্টে ছাড়া অন্য কোন পোস্টে পেলে অবাক হই কিছুটা। টেকি, রহস্য পোস্টে তো তাও আশা করা যায়। কিন্তু এমন বাচ্চামি পোস্টে পেয়ে আজকে সবচেয়ে অবাক হলাম।

ভেংচিময় শুভেচ্ছা আপনার জন্যে।

২৬| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

তারেক_মাহমুদ বলেছেন: কিউট কিউট বাচ্চাদের ছবি দিয়ে মজার পোষ্ট, একঘণ্টার মধ্যে হাজারবার পাঠিত দেখলে আমার চেহারা ৭নং ছবির মত হয়ে যায়। ধন্যবাদ প্রিয় সামু পাগলা আপু।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, সবারই তাই হয়। যারা রিলোড করে হিট হতে চায়, তারা কি বোঝে না যে সবাই তাদের চিটিং ধরে ফেলে? ভেরি ফানি!

মোস্ট ওয়েলকাম। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

২৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২

তারেক ফাহিম বলেছেন: ব্লগারগণের যেমন রিএক্ট হয় না কেন।
সবগুলো বাচ্চা দেখে ওলে ওলে দিতে ইচ্ছে করছে। ;)

হেনা ভাই;র নাতিনির জন্য অনেক অনেক শুভকামনা।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওলে ওলে গুলুগুলু কাতুকুতু গুদুগুদু চুমুচুমু সবই ওদের জন্যে।

ধন্যবাদ মন্তব্যে এবং তানিশার জন্যে দোয়া করার জন্যে।
শুভেচ্ছা।

২৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
সালাম সামু পাগলি,

:-B

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১০

সামু পাগলা০০৭ বলেছেন: সালাম।

কিরে কি খবর?

২৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

রানার ব্লগ বলেছেন: আপনার উল্লেখিত প্রত্যেক্টি অনুভিতির স্বাদ আমি গ্রহন করিয়াছি !!!

০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: তাই নাকি? সব ব্লগারই করেছেন বোধ করি। :)

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা।

৩০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর! সহব্লগারদের মন্তব্যও মজাদার। ডিনারের পয়সা বেঁচে যাবে!

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ। আসলেই সবাই মজার সব মন্তব্য করে গেছেন। ধন্যবাদ সবাইকে।

কিছু মনে করবেন না, ডিনারের পয়সা বেঁচে যাবে মানে? আমি ঠিক বুঝিনি।

শুভেচ্ছা।



৩১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকু থ্যাংকু! ;)

৩২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

নিশি মানব বলেছেন: আপনি সম্ভবত কোন অশরীরি, রাতে বিরাতে ব্লগারদের অজান্তে তাদের আস্তানায় ঢু মারেন। নয়তো সব ব্লগারদের আঙ্গিনায় সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। নইলে ক্যামনে জানলেন অভিব্যাক্তির কথা।

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা হিহি! আপনার কথাটি মজার। তবে আসলেই ঠিক। রাতে বিরাতে ঢুঁ মারি এর ওর ব্লগে! আমি বিদেশে থাকি, যখন দেশে সবাই গভীর ঘুমে থাকে, আমার এখানে দিন থাকে বিধায় আমি ব্লগে আসি। এসে অনেকসময় খেয়াল করি ১২/২০ জন আছে ব্লগে, কিন্তু হুট করে কারো পোস্ট ৩০০/৪০০ বার পঠিত হয়ে গেল! এসব ভালোই চোখে পড়ে আমার।
আর সিসি ক্যামেরার কি দরকার? আমি কি ব্লগার না নাকি? আমার অনুভূতিও তো একই! :)

পাঠ ও মজার মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

৩৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই তো! রাতে-বিরেতে ঢুঁ মারার কথা জানতে পেরে তো একাধারে টাশকিত ও বিস্ময়াভিভূত! আবার চোখে চোখে রাখার সিদ্ধান্ত নেয়ায় রোমাঞ্চিত ও কিঞ্চিত গর্বিত! :) বোকা মানুষটার পাল্লায় পড়ে আবার না নিজেও বোকামতী থেকে একেবারে চরম বোকামতী নামাঙ্কিত হয়ে যায়? :P

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: নারে, কাউকে নজরবন্দি কখনোই করিনা, টাচ ফোনের স্পর্শে আনইন্টেনশনালি এমন হয় আরকি!

তবে হ্যাঁ, ঢুঁ মারি ঘনঘন মিস্টার বোকার ব্লগে। মরীচিকা এবং রাতের আগন্তকের গপ্প শোনার ইচ্ছা নিয়ে। শেষমেষ রোমান্টিক কবিতা ছাড়া হাতে কিছুই আসেনা। ;) নিজের প্রেমিকার জন্যে কদিন লেখায় ব্রেইক দিয়ে মিস বোকামতীর জন্যে গল্পগুলো লিখে ফেলুন জলদি। তাহলে আমার কৌতুহল মিটে যাবে এবং আমি এই রোজ রোজ ঢুঁ মারার ডিউটি থেকে মুক্তি পাব। :)

আরেহ, আমি অলরেডি চরমতম বোকামতী, শর্টকাটে জাস্ট বোকামতী বলি। দেখেন, আমার আর বোকা হবার কিছু বাকি নেই। আমি আপনার পাল্লায় পড়িনি, আপনিই আমার পাল্লায় পড়েছেন। বুঝলেন মিস্টার বোকা? :)

আন্তরিকতায় কৃতজ্ঞতা।
শুভেচ্ছা।

৩৪| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৩:০১

নিশি মানব বলেছেন: আপনি দেখি কিছুটা আমার মত। রাত জাগা পাখি।
তবে আপনার আর আমার পার্থক্য হলো ভৌগলিক অবস্হান। দুজন দুই মেরুতে।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: না তো! আমাকে রাত জাগা পাখি বলা ঠিক হবেনা। দেশে যখন গভীর রাত হয়, আমার এখানে থাকে দিন। এজন্যে যখন ব্লগে কম মানুষ থাকে, আমার এখানে দিন বলে আসা হয়। কিন্তু আসলে এখানকার সময় অনুযায়ী আমি বেশ আরলি ঘুমাই, আমি যখন ঘুমাই তখন অনেকের রাত শুরু হয়! আমি হচ্ছি ভোরের পাখি। সূর্য মামার আগেই উঠে যাই, যখন পুরো শহর ঘুমিয়ে থাকে। পাখির কিচিরমিচির, সুন্দর প্রকৃতি, গান এসব দিয়েই শুরু হয় দিন। রাত জাগা মানুষেরা ভোরকে সেভাবে উপভোগ করতে পারেনা, কোনদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগবে। :)

হুমম, দুজন আসলেই দুই মেরুর! :)
আবারো দেখা দিয়ে যাবার জন্যে ধন্যবাদ।
শুভকামনা!

৩৫| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

অর্থনীতিবিদ বলেছেন: অনুভূতি অনুসারে একদম খাপে খাপে মিলে যাওয়া সব অভিব্যক্তি :-)

০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: বাচ্চাগুলো বড় হয়ে নিশ্চই ব্লগার হবে! ;)

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

৩৬| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নিজের প্রেমিকার জন্যে কদিন লেখায় ব্রেইক দিয়ে মিস বোকামতীর জন্যে গল্পগুলো লিখে ফেলুন জলদি। তাহলে আমার কৌতুহল মিটে যাবে এবং আমি এই রোজ রোজ ঢুঁ মারার ডিউটি থেকে মুক্তি পাব। :)

প্রেমিকা কী জিনিস? খায় না মাথায় দ্যায়? :P আমি ভাই বোকা মানুষ। প্রেমিকা কী জিনিস সেটা বোঝার মত বুদ্ধি ঘটে নেই। B-)

আর গল্পের বাকি অংশ লিখতে আলসেমি তো আছেই আবার ইস্ত্রি দিয়ে আঙ্গুল পুড়িয়ে ফেলে একটু সমস্যায় আছি। এত লেখা টাইপ করার অবস্থা নেই। তাই মিস বোকামতীকে আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করছি। :)

০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২১

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ সরি টু নো দ্যাট! আশা করছি বেশি পুড়েনি। সতর্ক থাকবেন জায়গাটিতে যেন ইনফেকশন নাহয়, ঠিকমতো ব্যান্ডেজ/ঔষুধ দেবেন নিয়ম করে। টেক কেয়ার!

ওলে ন্যাকাআআ, প্রেমিকা জানেন না? তাই না? প্রেমের কবিতা কি আকাশ থেকে টপকে পড়ে? এমন ন্যাকামি করলে মানুষজন আপনাকে লেখাচুর ভাববে। ;) তবে যদি সত্যিই না জেনে থাকেন, তবে আপনার সুবিধার্থে প্রেমিকা কি নিচে বোঝানো হলো।

প্রেমিকার সংজ্ঞা: ইহা দু চোখ, দু কান, একটি নাক, দুটি করে হাত পা বিশিষ্ট এমন এক প্রাণী যাহার উপস্থিতিতে আপনার হাত কখনোই পুড়িত না। আপনি ইস্ত্রি করিতে যাইয়া অত্যাধিক সতর্ক থাকিতেন। কারণ আপনার হাত ধরিতে যাইয়া যদি তিনি পোড়া হাত দেখিতেন তবে চিন্তায় আক্রান্ত হইয়া আপনাকে উত্তম মাধ্যম প্রদান করিতেন এবং আপনাকেই ইস্ত্রি করিয়া ফেলিতেন! :P

এবারে বুঝেছেন প্রেমিকা কি জিনিস? খাবার জিনিস নয়, উহার সামনে আপনিই খাদ্য! :D

জোকস আসাইড, আপনি অবশ্যই সময় সুযোগ ও সুস্থ্যতা নিশ্চিত করেই পোস্ট দিন, কোন সমস্যা নেই।
শুভেচ্ছা।

৩৭| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০

জাহিদ অনিক বলেছেন:

হা হা হা হা হা

বহুত মজাদার পোষ্ট !!!!!

ফানি পোষ্ট পড়ার পর এক্সপ্রেশন কেমন হয় ?

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই অনিক।

মজার করে অন্যকে মজা দেবার জন্যেই পোস্টটি দেওয়া, মজাদার তো হতেই হতো! :)

মানবশিশু হলে নিচের মতো:



আর কারো কারো জন্যে, নিচের এক্সপ্রেশন ঠিক! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.