![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।
আমাদের সামু ব্লগে রয়েছে নানা ধরণের ব্লগার। প্রত্যেকে নানা বয়স, পেশা, স্থান, অবস্থানের অধিকারী। তাই সবার লেখা, মন্তব্য আদান প্রদানের স্টাইলে রয়েছে ভিন্নতা, নিজস্বতার ছাপ। তেমনি নিশ্চই তাদের প্রেমিক সত্ত্বাও একে অপরের থেকে ব্যতিক্রম। আর সৃষ্টিশীল মানুষদের মনে তো প্রেম থাকেই। সেই প্রেমের প্রকাশ এবং অপর প্রান্তের জবাব কেমন হয়, চলুন জেনে নেই।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
সাদা মনের মানুষ
ভ্রমণপাগল এই ব্লগারের প্রত্যেকটি পোস্ট আমাদেরকে ঘুরিয়ে আনে দেশ বিদেশের নানা জায়গায়। তার প্রপোজ স্টাইল কেমন হবে?
প্রপোজ স্টাইল: তোমাকে সাথে নিয়ে আমি ঘুরতে চাই সুন্দর পৃথিবীর উত্তর থেকে দক্ষিন, পূর্ব থেকে পশ্চিম। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসা মালোয়েশিয়ার ঝুলন্ত সেতুর মতো মজবুত, নারায়ণগঞ্জের শতবর্ষী প্রাচীন নগরী পানামের মতো টেকসয়ী, হাজারদুয়ারি প্রাসাদের মতো অমলীন!
প্রিয়তমা, তোমার রূপের মোহনা আমাকে ভাসিয়ে নিয়ে যায়। তোমার চোখ! কেশবপুরের হনুমানের মতো বড় বড়! তোমার চুলগুলো সুনামগঞ্জের চুনাপাথরের মতো কালো, তোমার চেহারায় আছে চট্টগ্রামের চিড়িয়াখানার মায়া হরিণের মায়া, নরসিংদীর গ্রামে দেখা পাকা লটকন ফলের মতো গায়ের রং তোমার, আমার প্রিয় ফুল ল্যান্টানার মতো কোমল তোমার ঠোঁট!
তোমাকে দেখলেই আমার মনে পড়ে পৃথিবীর সকল সুন্দর জন্তু জানোয়াড়, ফলমূলের কথা।
তুমি কি ঘুরে বেড়াবে "বনে বাদাড়ে" আমার সাথে? শয়ে শয়ে পর্বে সাথে থাকবে একসাথে?
মেয়েটির জবাব: বাবা, ভাইয়া, মামা, ফুপা, চাচা, দাদা, নানা কে কোথায় আছ? এক পাগল আমার পিছে পড়েছে। আমাকে জানোয়ার বলে বনমানব বানাতে চাইছে।
সবাই: কিইইই? মারো মারো মারো!
সেলিম আনোয়ার
প্রপোজ স্টাইল: বিশ্বাস করো প্রিয়তমা, ফুটবল বিশ্বকাপের জ্বরের চেয়েও তোমার প্রেমের জ্বরে বেশি আক্রান্ত আমি। আমি ব্রাজিলকে যতোটা ভালোবাসি তোমাকে ততটাই ভালোবাসি। না মানে ইয়ে একটু কম হতে পারে, তবে সেও এক বিশাল সমুদ্র ভালোবাসা। ফুটবল প্লেয়াররা যে আবেগ, ভালোবাসা, উত্তেজনা, উচ্ছ্বাস, প্রেম নিয়ে বলের পেছনে দৌড়ায়, আমি সেভাবেই সারাজীবন তোমার জন্যে দৌড়াতে রাজী আছি। আজ যদি তুমি আমাকে ওয়ান নো তে ডাউন করো, আমি সেভেন আপ এর চেয়েও বেশি বেদনার অনলে পুড়ব।
মেয়ে: কোথাকার কোন ব্রেরাজিল, তুই আমাকে তার চেয়ে কম ভালোবাসিস? আমি হচ্ছি জার্মানির ভক্ত, আমার বাপ দাদা চৌদ্দগুষ্টি জার্মানির ভক্ত। আর তুই কার কথা কইলি? আমার কাছে প্রেম চাস? দাড়া, আমি তোরে ফিরামু না, এমন মার মারুম, তুই নিজেই ফিইরা যাবি। দাড়া, আজ তোর একদিন কি আমার একদিন!
বিদ্রোহী ভৃগু
কবিসাহেব অবশ্যই কবিতা লিখে প্রপোজ করবেন।
প্রপোজ স্টাইল:
আজন্ম প্রেম প্রনয় চক্রবর্তনে ঘূর্ণায়মান
মোহ মায়া, ইন্দ্রজালে - পথ ভোলায় প্রেমিককে
বিচ্ছেদে শোকাতুর হৃদয় দহন পোড়ায় অন্তহীন...
খুঁজে যাই জনম জনমের প্রনয়ীকে - ছন্নছাড়া প্রাণে
প্রেম শক্তিতে, অন্তরের দহনে, আত্মশুদ্ধি লাভে,
তোমার তরেই পথ ভুলে খুঁজে ফিরি জনম জনম - প্রিয়তম!
মেয়েটির জবাব: সরি কি বললেন? ঠিক, বুঝতে পারিনি! পথ ভুলে যান! কোন এডরেস জানতে চাচ্ছেন?
কাওসার চৌধুরী
আজকাল তিনি ব্লগ মাতিয়ে রাখা একজন ব্লগার। ব্লগের প্রতি তার ভালোবাসা, ডেডিকেশন তো প্রপোজেও দেখা যাবে!
প্রপোজ স্টাইল: আমার প্রতি পোস্টে শত শত মন্তব্য, লাইক আসে। কিন্তু সেসবের চেয়ে আমার কাছে তোমার মুখের এক টুকরো মিষ্টি হাসি বেশি মূল্যবান, ও আমার প্রাণ! ব্লগের সবাই আমাকে ভালোবাসলেও, আমি শুধু তোমার ভালোবাসাই চাই। তুমি যদি আমাকে ভালোবাসো নানামুখী গল্পগুলো হয়ে যাবে একমুখী! প্রতি গল্পে তুমি থাকবে নায়িকা, আমি নায়ক। তুমি যদি ভালোবাসা না দাও, তবে আমি জ্বালাময়ী, প্রতিবাদী ফিচার লিখে রাখব ব্লগের দেয়ালে দেয়ালে। তুমিই বলো, গল্প চাও না ফিচার?
মেয়েটির জবাব: সরি! গল্প, ফিচার রিড করার টাইম আমার নাই। একচুয়ালি, ওসবের বেইলস দেইনা। এন্ড ব্লগ? হোয়াটস দ্যাট? আপনি নো করেন? ফেবুকে আমার কটো ফ্যান ফলোয়ার? শ ইজ নাথিং, এভরি মিনিটে মিলিয়নস অফ গাইস রিকোয়েস্ট সেন্ড করে, সবার সাথে চ্যাট করটে করটে এন্ড সেল্ফি আপলোড দিটে দিটেই তো ডে স্পেন্ড হয়ে যায়। দাড়িম্যান, অফ যান প্লিজ!
সম্রাট ইজ বেস্ট
তিনি তার ব্লগ পরিচয়ে লিখে রেখেছেন যে তিনি বোকসোকা। আর কবিতাও লেখেন। তাই তার প্রপোজ স্টাইল হবে নিম্নরূপ:
প্রপোজ স্টাইল: হাঁটুগেড়ে, মেয়েটির দিকে আংটি বাড়িয়ে বলবেন,
জানো মোর প্রিয়া?
অপরূপ চাঁদও; মুগ্ধ হয় চেয়ে তোমার পানে
চম্বুকের ন্যায়; উতলা এ মন তোমায় কাছে টানে
তোমা প্রেমে আকুল হয়ে কাঁপে আমার হিয়া।
কবিতার লাইনগুলোই আমার মনের কথা। আমি বেশ বোকা, বোকারা একবার কাউকে ভালোবেসে ফেললে আর অন্যদিকে তাকানোর চালাকি করে না। প্রিয়তমা, তুমি কি জীবনের সকল চাঁদনী রাতে পাশে থাকবে? আমার বোকামীপূর্ণ হৃদয়ের আসন গ্রহণ করে তুমি কি এই সম্রাটের সম্রাজ্ঞী হবে?!
মেয়ে: তুমি আসলেই বোকা, আংটির নামে যে দোকানদার তোমাকে বোল্ট ছাড়া নাট ধরিয়ে দিয়েছে তাও বোঝওনি! আর চাঁদের মতো কালো কালো খানাখন্দে পূর্ণ বস্তুর সাথে আমার তুলনা করো, তোমার এত বড় সাহস! আর চাঁদনী কে? সারাজীবন সতিন নিয়ে ঘর করতে হবে আমাকে?
তুমি তো আবার স্বঘোষিত বোকা। তোমার ব্যাপারে আমার মত নিশ্চই এখনো বোঝনি, আচ্ছা আমি স্পষ্ট করে বলছি, বহিষ্কার হও!
Kishor Mainu
তিনি গণিতে অনার্স করছেন। তার স্টাইল হবে এমন।
প্রপোজ স্টাইল: আমার (sqrt(cos(x))*cos(400*x)+sqrt (abs(x))-0.4)*(4-x*x)^0.1 তোমার সামনে আসলে ধকধক ধকধক করে। প্রকৃতির রহস্যময় সংখ্যা ৩ টি শব্দে আমার সকল অনুভূতি লুকানো। ১ ৪ ৩ অক্ষরগুলোর মধ্যে কি লুকিয়ে আছে ভাবো! সংখ্যাগুলোর যোগফল ৮, ৮ কে ৮ দিয়ে বিয়োগ করলে হয় ০, ০ তে ছিলাম পৃথক তুমি আমি, ০ কে ৮ দিয়ে যোগ করে ১৫ দিয়ে গুন করে ১২ দিয়ে ভাগ করে আবারো ৮ দিয়ে বিয়োগ করলে হয় ২! ২ তে মিললে পূর্ণ হব আমি তুমি! চলো ০ থেকে ∞ র যাত্রা একসাথে করি।
মেয়েটির জবাব: আমাররর মাথা খুব ঘুরছে, আমাকে হাহাসসপাতালে নি..........
মেয়েটির মতো বাকি যারা ইকুয়েশনটি বুঝতে পারছেন না, তারা গুগলে নিচের লাইনটি লিখে সার্চ দিন।
graph (sqrt(cos(x))*cos(400*x)+sqrt (abs(x))-0.4)*(4-x*x)^0.1
তারেক_মাহমুদ
প্রপোজ স্টাইল: জাতি নানা অব্যবস্থাপনার কবলে আক্রান্ত। যেদিকেই তাকাই দেখি জনদূর্ভোগ। কিছুক্ষনের বৃষ্টিতেই ডুবে যাচ্ছে শহর, সাধারণের দূর্দশার নেই অন্ত। দারিদ্রসীমার নিচের বসবাসরত নারী, পুরুষ, এমনকি শিশুরাও করছে মানবেতর জীবনযাপন। জাতির হতাশাময় সময়ে তোমার চোখেই আমি খুঁজে নেই একটু খানি শান্তির আশ্বাস! তুমি কি আমার সাথে গড়ে তুলবে শান্তির ছোট্ট একটি নিবাস?
মেয়ের জবাব: আপনার আসলে রাজনীতিতে কাজ করা উচিৎ তারেক ভাইয়া। দেশ ও দশের উন্নয়ন করা উচিৎ, প্রেম করে সময় নষ্ট করা আপনার উচিৎ হবে না। আমি অবশ্যই আপনার জন্যে ভোট দেব। আমার সকল শুভকামনা আপনার জন্যে।
সিগন্যাস
তিনি একজন ফাস্ট রিডার। তার প্রপোজ স্টাইল হবে নিম্নরূপ...
প্রপোজ স্টাইল: ঐ মেয়ে, শোন, আমি ঘন্টায় দেড়শো পৃষ্ঠা পড়তে পারি। বই পড়া আমার নেশা। তোকে দেখে মনে হয়েছে, বিয়ে করে এখন থেকে বউয়ের নেশায় পড়ে যাই! কথা দিচ্ছি, তোর চোখে প্রতি মুহূর্তের হাজারো অনুভূতি আবেগ আমি ঝট করে পড়ে ফেলব। তুই কি এই ভূতের পেত্নী হয়ে একটি অতিপ্রাকৃত গল্প রচনা করবি? দুজনে মিলে ব্লগে হিট হবো!
মেয়ের জবাব: ওরে বাবারে ভূততত!!! বাঁচাও, বাঁচাও!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
এই পোস্টে যেসব ব্লগারদের নাম নিয়েছি তারা মজাটিকে মজা হিসেবেই নিয়েছেন আশা করি।
দোয়া রইল, যাদের জীবনে কেউ আছেন তারা সেই সঙ্গীকে নিয়ে সুখে থাকুন, যাদের নেই তারা জলদিই মনের মতো কাউকে পেয়ে যান।
যারা লিস্টে নাম নেই দেখে মন খারাপ করছেন, তাদের জানিয়ে রাখি, আরো পর্ব আসিবে......
সত্যি সত্যি প্রপোজ অভিজ্ঞতা শেয়ার করার সাহস কেউ দেখাতে পারে কিনা দেখি!
লেখা সূত্র: আমার ফাজিল মনের আশকারা!
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: যারা লিস্টে নাম নেই দেখে মন খারাপ করছেন, তাদের জানিয়ে রাখি, আরো পর্ব আসিবে......
পোস্ট পড়লে আর এই কথা বলিতেন না। কিন্তু আপনি তো না পড়েই বকবক বকবক শুরু করে দেন!
ধীরে বৎস ধীরে, আপনাকে আনব পরের পর্বে, জোরকা ঝটকা লাগবে ধীরেসে!
ধন্যবাদ কমেন্টের জন্যে।
শুভেচ্ছা।
২| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি বুড়া হইছি দেইখা আমারে বাদ দিছ? আমার কী প্রপোজ করতে মুঞ্চায় না?
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই, আপনাকে নিয়ে লেখা শুরু করেছিলাম, পরে কল্পনায় ভেসে উঠল, বুড়িভাবী আমার দিকে বেলন, খুন্তি সব নিয়ে তেড়ে আসছে আর চিল্লাচ্ছে, "এমনিতেই বুড়োর ভীমরতি রোগ, আর তুই আরো উৎসাহ দিস!" বুড়িভাবীর তেড়ে আসা দেখে ভয়ে ভয়ে সব ব্যাকস্পেসে চলে গিয়েছে।
৩| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
না আমি পড়েছি। সমীকরণটা আসছে না। কপি হয় না। যাকগে, দ্রুত আমারটা বানায় দেন। দেখি আপনার রম্যের কারিশমা। পরের পর্বে আবার আনিয়েন। আমি তো বলব প্রতি পর্বেই রাখেন!
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
সামু পাগলা০০৭ বলেছেন: graph (sqrt(cos(x))*cos(400*x)+sqrt (abs(x))-0.4)*(4-x*x)^0.1
মন্তব্যে দিয়ে দিলাম, এরপরে কপি করতে অসুবিধা হবেনা।
হাহা, ইশ! এক ব্লগারকে এত ফুটেজ দেওয়া যাবেনা, মাথায় উঠে নাচবে! আপনার জন্যে একটি পর্বই বরাদ্দ স্যার!
এখন সাহস করে নিজের সত্যিকারের প্রপোজ গল্প বলে দেন দেখি!
৪| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
লাবণ্য ২ বলেছেন: পোস্টটি পড়ে হাসতে হাসতে শেষ।আপনি পারেন ও বটে।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
সামু পাগলা০০৭ বলেছেন: হেই লাবণ্য আপু! ভালো আছেন আশা করি।
হাসানোর জন্যেই পোস্টটি দেওয়া, তাই সার্থক বোধ করছি আপনার কথায়।
হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, আমি পারি! দুষ্টুমি, পাগলামি ভালোই পারি!
৫| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
লাবণ্য ২ বলেছেন: আপু আমি যখন পোস্টটি পড়তে শুরু করি তখনও পর্যন্ত কেউ কোন মন্তব্য করনি।আমি ভাবছিলাম আমিই প্রথম মন্তব্যকারী।পরে দেখি আমার আগে অলরেডি তিনজন মন্তব্য করে ফেলছে।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সামু পাগলা০০৭ বলেছেন: আমি ভেবেছিলাম যারা এই পোস্টে নাম দেখবে তাদের ফাজলামিতে একটু খারাপ লাগতে পারে। কিন্তু হয়েছে উল্টোটা! যাদেরকে নিয়ে ফাজলামি করা হয়নি, তারা শোকে, বেদনায় পাথর! পরের পর্বের অপেক্ষা পর্যন্ত করতে পারছেন না! এজন্যেই তো ছুটে ছুটে এসে কমেন্ট করে গিয়েছেন! হায়রে! সামুতে শুধু আমি না, সবাই বোধহয় পাগল পাগলী!
অসুবিধা নেই আপু, ৪ নাম্বার হলেই বা কি? আপনি মন্তব্য করেছেন তাতেই আমি খুশি।
আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা!
৬| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ফেনা বলেছেন: সবাইরে তো গণহারে ছেকা খাওয়াইলেন!!!
তাইলে কেমনে কি??
প্রেমিকা ছাড়া এই সুন্দর মনের প্রেমিকগুলি যাবে কই?
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! আমি কোথায় ছ্যাকা খাওয়ালাম? যে যেমন উদ্ভট ভাবে প্রপোজ করেছে, তাদের দোষ! তারা নিজেই ছ্যাকাকে ডেকে এনেছে।
আবারো চেষ্টা করে যাবে, গালিগালাজ, মারধোর সবকিছু দিয়ে যাবার পরে কোন না কোন সময়ে পাগলের পাগলী জুটেই যাবে!
পাঠ ও মজার মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!
৭| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
অচেনা হৃদি বলেছেন: হিহিহি.....
কাম সারছে.....
এই পোস্ট তো উক্ত ব্লগারদের দিল্লীকা লাড্ডু
এই লেখাতে যারা আছে তারাও পস্তাবে, যারা বাদ পড়েছে তারাও পস্তাবে। অলরেডি পস্তানি শুরু হয়ে গেছে।
আজকে আমি সামুতে অফলাইনে অনলাইনে খালি এই পোস্ট পড়ব, আর সব বাদ।
(মিস সামুপাগলা, প্লিজ রিসিভ ইনফিনিটি প্লাস)
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সামু পাগলা০০৭ বলেছেন: হৃদি আপু! পোস্টে পেয়ে খুশি হলাম। আপনার মিষ্টি মিষ্টি কমেন্টগুলো মন ভালো করে দেয়!
হাহা, হিহি! একদম ঠিক বলেছেন। পোস্টে যাদের নাম আছে তাদের পচানি খেয়ে খারাপ লাগবে, লিস্টে যাদের নাম নেই তারাও শরীক হতে না পেরে কষ্ট পাবেন।
আজকে আমি সামুতে অফলাইনে অনলাইনে খালি এই পোস্ট পড়ব, আর সব বাদ।
এরচেয়ে আন্তরিক, প্রেরণামূলক কথা আর কি হতে পারে? থ্যাংকস এ লট!
রিসিভড উইথ গ্রেইট প্লেজার মাই ডিয়ার সিস্টার!
ভালো থাকবেন।
৮| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
স্রাঞ্জি সে বলেছেন: আপনার লেখা অদ্ভুত, আপনি কেমন??
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
সামু পাগলা০০৭ বলেছেন: মাফ করবেন আপনার কমেন্টটি বুঝিনি! বাক্যটিকে অসম্পূর্ণ মনে হচ্ছে!
শুভেচ্ছা!
৯| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাকে বাদ রেখে ভালোই করেছ। বউকে ভালোবাসে যে / অন্যকে প্রপোজ করতে পারে কী সে? আমি আমার মেয়াদ উত্তীর্ণ বিবিকে খুবই ভালোবাসি। হে হে হে।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, মেয়াদ উত্তীর্ণ বিবিকে যদি জানেন তার ব্যাপারে এই আপনার মনোভাব, তাহলে তো আপনি শেষ হেনাভাই! ডোন্ট মাইন্ড ফ্যামিলির মেয়ে বলে বলে আর কতদিন!
বউকে ভালোবাসে যে
অন্যকে প্রপোজ করতে পারে কী সে?
এখন যাই বলুন, আড্ডাঘরের কারণে আমরা তো জানি, এই প্রশ্নের উত্তর কি!?
১০| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
কলাবাগান১ বলেছেন: সস্তা পোস্ট
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
সামু পাগলা০০৭ বলেছেন: উপস! পোস্টটি আপনার কাছে দামী হতে পারেনি জেনে খারাপ লাগল। বাট ইটস ওকে, সবার তো সবকিছু ভালো লাগেনা।
হনেস্ট অপনিওনে মন্তব্য রেখে যাবার জন্যে ধন্যবাদ।
ভীষন ভালো থাকবেন।
১১| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার লেখা অদ্ভুত, আপনি কেমন?? :-
১২| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
সাংঘাতিক কারবার জনাবা! কেডা এই পাপী! আর আপনি তো দিলেন ইজ্জত ভাজি কইরা! ফুটেজ না আপনার রম্য চাই ম্যাডাম।
আর আমার প্রপোজ কাহিনী নাই। বড়ই ভীতু আমি! তবে প্রেম কাহিনী আছে। পুরোটাই জলকাব্যে! পইড়া তো দেখল্লেন না!
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
সামু পাগলা০০৭ বলেছেন: প্রিয় জনাব, জেনে রাখলেন তো? ভালোই হলো, আপনি রিয়েল লাইফে এপ্লাই করতে পারবেন।
দেখেন, যে প্রতি পর্বে নিজেকে দেখতে চায়, সে সন্দেহাতীতভাবে বেশি বেশি ফুটেজ খেতে চায়!
স্যার, সময়মতো আপনার রম্য হাজির হয়ে যাবে!
না না কই! আমি তো ভাজি করিনি! আপনার ইজ্জত যে ডিম, সেটা ভাজা যায়, এতদিন জানতাম ই না। আজ কথায় কথায় যখন জানলাম, ইচ্ছেমতো ভাজব! রম্য আসিতেছে বৎস! এখন পাবার জন্যে কাঁদছেন, তখন পেয়ে কাঁদবেন....
প্রেম কাহিনী!? উলালা! প্রপোজ না করেই প্রেম করার সৌভাগ্য কজনের হয়? মিস্টার পিঁয়াজডি তো ইতিহাসে নাম লেখানোর যোগ্য!
আপনার কয়েকটি কবিতা আমি পড়েছি, কমেন্ট করেছি। সবগুলো পড়িনি কেননা একটু সময় লাগে ভেতরের মানে বুঝতে। কবিতার চেয়ে গল্পই আমাকে বেশি টানে। সেজন্যে আমাকে কম পেয়েছেন। দেখি, সময় সুযোগ করে, মাথা খাটানোর জন্যে যাব আবার আপনার ব্লগে। প্রেমকাহিনীর লোভ তো আর সামলানো যায়না!
১৩| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
সিগন্যাস বলেছেন:
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
সামু পাগলা০০৭ বলেছেন: এধরণের কমেন্টের কি উত্তর দেওয়া উচিৎ জানি না! সরি!
১৪| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সাদা মনের মানুষ ভায়ারটা পড়ে হাসতে হাসতে শ্যাষ হতে না হতেই দেখি
অধমের নামো উঁকি দেয়
ভূই পাইয়া গেনু, সখি!
বুকে তিনবার ফু দিয়া পড়া পুন:শুরু করিলাম!
যাক বাঁচা গেল! জন্মান্তরের চক্করে কবিতার ফাঁসেই শ্যাষ!
প্রত্যেকটাই অসাধারন!
ইকুয়েশনের এত দারুন জিনিষ বোকা মেয়েটি মিস করল!!! আফসোস!
ক্যারি অন! সখি
অসাধারন সেন্স অফ হিউমার! ভাবনার অবাধ ডানা মেলে ঘুরে বেড়ানো!
জীবনের এই ছোট ছোট আনন্দ সত্যি অমূল্য!
সকলের ভালবাসার প্রিয় এক নাম
ভাল থেকো অন্তহীন জনম জনম
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা! এই পোস্টে তো আপনাকে পেতেই হতো! অপেক্ষা করছিলাম! জলদিই অপেক্ষা ফুরোন অসাধারণ মন্তব্যে।
হাহা, অন্যকে নিয়ে হাসতে হাসতে শেষে নিজেকে নিয়ে হাসার সুযোগ পেয়ে গেলেন।
আরেহ সখির হাতে কি আর আপনার প্রাণহানি হবে? বেঁচেই যাবেন সবসময়!
অনেক ধন্যবাদ। সেন্স অফ হিউমার মিশিয়েই একটি রম্য পোস্ট লেখা হয়েছে। আশা করি সবাই সেটা ধরতে পারবেন।
আসলেই, প্রতিটি ছোট মুহূর্ত থেকে হাসার এবং অন্যকে হাসানোর সুযোগ খুঁজে নিতে হয়! তাহলেই জীবনটাকে জীবন মনে হয়!
আপনিও ভীষন ভালো থাকবেন সকলের এবং আমার ভীষন প্রিয় এক নাম!
১৫| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রোকনুজ্জামান খান বলেছেন: আপনার প্রপোজ কেমন হবে তা নিচে দেওয়া হলোঃ
তোমাকে আমি ফল খাওয়াবো বনের কলা।
তোমাকে কে নিয়ে যাইবো খাইতে সিংহ মামার দাওয়া..।
সাপ বিচ্ছু চিতরা হরিণ ,, সবাই আমার মামা ।
তোমাকে আমি ভালবাসি বাঘের সবই জানা।
প্রেমিকা ........
বন জংলা যত বেশি ,,, ভালবাসি তত বেশি...।
আসুক যতই হুংকারি টারজানকেই ভালবাসি ।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: এটা আমার? কেমতে? আমি তো "প্রেমিক" কে প্রপোজ করব। আর কারো প্রেমিকা হবো! হ্যাঁ, আমার নিক নেম দেখে যদি ছেলে ভেবে থাকেন তবে ভুল, আমি মেয়ে!
আর এসব জন্তু জানোয়ারই বা কোথা থেকে আসল! আমি কি ব্লগে জন্তু জানোয়ার নিয়ে লিখেছি? নাহ, মিলল না ছিড়ল ভাই!
যাই হোক, অনেক মজার একটি কমেন্টে কৃতজ্ঞতা।
শুভকামনা!
১৬| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপুমনি, কানাডিয়ান পোস্ট বাদ দিয়ে এবার দুষ্টুমি শুরু করেছ?
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সামু পাগলা০০৭ বলেছেন: সাজ্জাদ ভাইয়া! কানাডা পোস্ট বাদ দেইনি তো, সেটাও চলছে চলবে, আবার মাঝেমাঝে দুষ্টুমিও করব। আপনার আদরের ছোটবোন একটু দুষ্টুমিও করতে পারবেনা? হিহি!
১৭| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
সামুপাগলীর প্রপোজ স্টাইল
সামু পাগলীঃ তুমি আনলি তুমি আমার জীবনে প্রথম। তুমি তো জান আমি কথা বলি কম। আর কম কথা বলি। তুমি আর আমি হব খুব সুইট কাপল। সুইট কাপল হব তুমি আর আমি। তুমি তো জান আমি আড্ডা দেই। আড্ডা দিতে দিতে আমরা কথা বলব কম আর বাসার কাজ করব বেশি। সারা দিন ঘরে আমরা টুকটুক করে কাজ করব। আর কাজের ফাঁকেফাঁকে চলবে আড্ডা। একটা ডিম কয় ভাবে ভুনা করা যায় সে নিয়ে আগে তুমি বলবা তারপর বলব আমি। আমি যা বলব তুমি তা শুনবা। তুমি যা বলবা আমি তা শুনব না। ঠ্যাডাং কারণ আমি সামু পাগলী আর তুমি কি? ও তুমি তো শুধু শুনবা। আমিই বলব। তোমাকে কিছু বলতেই হবে না। আমি বুঝে নেব। তুমি কিচ্ছু ভাবনা আমার গুচুপুচুটা। উলে উলে দেখি তো গাল টা...
প্রিয়তমঃ করছ কি..... কর................
সামুপাগলীঃ চুপ। বলছি না তোমার কিছু বলা লাগবে না, যা বলার আমিই বলব। তাহলে তুমি কথা বল কোন সাহসে। ইডিয়ট! বেত্তামিজ। এভাবে আড্ডা দিবা তুমি উফ! কি ছেলে এটা। তোমাকে নিয়ে আমি কিভাবে ব্লগে আড্ডা দেব। দেখ বাবু বোঝার চেষ্টা কর আমি সব বুঝি তো, সব বুঝি। তোমার কিচ্ছু বলতে হবে না। আড্ডাতে তুমি কম কথা বলবা। আমি কি জন্যে আছি! এখন বল আমি তোমাকে ভালবাসি...
প্রিয়তমঃ মাগো, বাঁচাও মেরে ফেলল.........
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: উফফ! পড়ামাত্র মন্তব্যে লাইক দিয়েছি! হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেড়িয়ে গিয়েছে!
এই ছেলে, আপনি কি বলতে চান? আমি বেশি কথা বলি, আর কাউকে কথা বলতে দেইনা? যদি সেটাই বলতে চান, তবে বলব আপনি একদম ঠিক! হাহাহা হিহিহি!
আর ডিম ভুনা নিয়ে আমি কখনো প্রিয়তমের সাথে আলোচনা করবনা। রান্নার দায়িত্ব পুরোপুরি তার, এত আলোচনার কি আছে?
গুচুপুচুটা
ইয়াক! এধরণের কিছু আমি বলতেই পারিনা! ইইই!
আর গালে মশা বসেছিল মনে হয়! সেটা ক্লিয়ার করে দেন। নাহলে মানুষজন আপনার লেখা পড়ে আমাকে কি না কি ভাববে!
সিরিয়াসলি বলি, কাউকে প্রপোজ করতে যতোটা সাহস লাগে তা আমার নেই। সেভাবে কাউকে মনে ধরেও না। তবে আপনার রম্যে নিজেকে একটু বোল্ড হতে দেখে মজাই লাগল।
থ্যাংকস এ লট ফর দ্যা ওয়ান্ডারফুলি হিউমারাস কমেন্ট! বহুদিন পরে এত হাসলাম! সময় নিয়ে মেধা খাটিয়ে এটা লেখার জন্যে থ্যাংকস এগেইন!
১৮| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
চঞ্চল হরিণী বলেছেন: হাহাহাহাহা। পোস্ট পড়েই তো হাসছিলাম । আর এখন মন্তব্য পড়ে হাসতে হাসতে পেট ব্যাথাই হবে কি-না
সাদা মনেরটা সবচেয়ে মজার হইছে। আর রোকনুজ্জামান খান এর মন্তব্যটা ।
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! আপনার হাসিতে তাল মিলিয়ে আমিও একটু হেসে নিলাম!
হুমম, রম্য পোস্টকে সবার রম্যময় মন্তব্যগুলো আরো উপভোগ্য করে তুলেছে। সবাইকে কৃতজ্ঞতা জানাই।
আপনাকে ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
ভীষন ভালো থাকুন।
১৯| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি বুড়া হইছি দেইখা আমারে বাদ দিছ? আমার কী প্রপোজ করতে মুঞ্চায় না?
হেনাভাই গুরুজন
বাদ ক্যান বুঝি;
আমিতো কচিরও কচি
মরি নাম খুঁজি।
অকিলো হে! নেই নাম!!
কি মানুষ তুমি!
অভিমানে আছি ফুঁসে
রাগে থমথমি।
ঠিকাছে ঠিকাছে যাও
লাগবোনা নামধাম;
জানি জানি এ'বেলায়
খুব দেবে পামটাম।
চাইনে ওসব বাপু
কথা মোর পষ্ট;
তোমাতেই খাই ক্রাশ
মাথা মোর নষ্ট।
হেনাদা'রে বহুবার
এই কথা কয়েছি;
'সবুরে মেওয়া ফলে'
ভেবে সবি সয়েছি।
প্রামানিক কয়েছিলো
কয়ে দে'রে পাগলা;
রাজি না হলে না'হয়
চামে কেটে ভাগলা।
সাদা ভায়া কয়েছিলো
বাপেরি সে বেটি হে;
রিস্ক আছে প্রপোজেতে
লিখে দ্যাও চিঠি হে।
ভৃগুদা'র এক কথা
হোক শত জেল্লা;
অত ডর কিসে?কও
খুল্লামই খুল্লা।
শায়মা'পু স্ট্রেটকাট
যাসনে ও পথেরে;
টানিস নে ঝামেলা হে
কিলোচ্ছে ভুতে রে।
রাবেয়া'বু বেশ খুশি
চালিয়ে যা ছোট ভাই;
মানাবে তোদের ভারি
মাজা বেঁধে ছোটা চাই।
ছবিটা না সব শুনে
গেছে পুরো চিমসে;
সেও যে আমারে চায়
মনে তাই হিংসে।
মনিরা'পু চুপে কয়
শোন ওরে টেটনা;
কয়ে ফেল ফটাফট
করিসনে লেট না।
সব শোনে লিটনদা
না না কয়ে মোচড়ায়;
পরে শুনি তলে তলে
তিনিও তোমারে চায়!!
নানা জনে নানা মত
আছি ভারি দ্বন্দ্বে;
ভেবে ভেবে হয়রান
কাটে ভোর স্বন্ধ্যে।
তুমিই কও কি করে
প্রপোজি তোমারে;
ধ্যাত্তেরি, লাজে মরি
বুঝেনা ও'মারে।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০
সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকে নিজের ব্লগে দেখে কি যে ভালো লাগছে! সবার খুব পছন্দের এবং আদরের একজন ব্লগার আপনি। পরের পর্বে আপনাকে রাখতেই হবে। অনেক ধন্যবাদ সময় নিয়ে এমন মজার ছড়া আমার ব্লগে রেখে যাবার জন্যে। আপনার ছড়ার উত্তর নিচে!
কচির কচি আপনে?
তা বলেছেন বেশ
বয়স কি আর থাকে থেমে?
লুকোলে পাকা কেশ?
ওলে! অভিমান করে না সোনা
আপনার নাম আসবে
পরের কোন পর্বে
করিনিতো মানা!
ক্রাশ! ঠিক পড়লাম তো! নিজেরে জিগাই
কি করি আজ ভেবে না পাই
সবাই বলত বটে
যা রটে তার কিছুতো ঘটে!
সবার কথা মানলাম নাহয়
তবে ছবি আপুরটা ঠিক না বোধহয়
সে আপনারে চায়, নাকি আপনিই
জানে ব্লগের সবাই!
লিটন ভাইকে কেন টানেন?
নিজেরটাই বলেন বুঝিয়ে!
অন্যকে ফাঁসিয়ে
নিজে কি আর বাঁচবেন?
অনুভূতি আপনার, সবাই তো বুঝবে না
সর্বমতে ব্লগ, খাটে না প্রপোজে তা
নিজের মনের আবেগ টা
অন্তরে থেকে বলেন না!
লাজ শরম আপনার আছে নাকি?
হাসালেন খুব, সবার সাথে করেন ফ্লার্টিং
আপনাকে চেনার নেই বাকি!
আমাকেও কি ভেবে বসলেন আরেক ডার্লিং?
বহুজনে বহু মাস্তি, জানি সব দুষ্টুমি
আজ ভুলে পাগলীর পেছনে, হয়রানি!
আপনার চেয়ে আরো এক কাঠি আমি
মরবেন পস্তাবেন, তা ভালোই জানি!
কত ধানে চাল কত
বোঝাব আপনাকে ঠিকমতো
ওয়েট এন্ড সি
রিমেম্বার, ইউ স্টার্ডেড দিস, নট মি!
২০| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: সামু পাগলা!!!
হা হা হা
এইটা কি হইলো? তবে এইটা ঠিক আমার ইদানীং কিছু লেখায় দেশ ও জাতিকে নিয়ে আমার মহা চিন্তার ছাপ রয়েছে। আর ব্রাজিল হেরে যাওয়ার পর সেলিম আনোয়ার ভাইয়ের মত একই আবস্থা আমারও।
যাক সামু পাগলার পোষ্টে নিজের নাম দেখতে পারাতো বিরাট সৌভাগ্যের ব্যাপার।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৬
সামু পাগলা০০৭ বলেছেন: এইটা একটি রম্য হইলো! হাহা।
মজাটিকে মজা হিসেবে নিয়ে হাসার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সে সময়ের পোস্টগুলোর ভিত্তিতেই এটি লেখা। হুমম, বিশ্বকাপ তো সেলিম আনোয়ার পেলেন, তাই আপনার জন্যে রইল রাজার নীতি! হাহা!
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
হাসতে থাকুন সবসময়!
২১| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে । পরে কমেন্ট করবো। আমার ব্যাপরে কেউ রাজি হলে বলবেন?
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার যে প্রপোজের স্টাইল সবাই মারতে রাজি, কবুল বলতে না! হাহাহা। দেখা যাক, ব্রাজিলের সাপোর্টার কোন মেয়ে পাই কিনা! তাহলে আপনাকে জানাব!
ঘুম ভেঙ্গে আবারো কমেন্ট করবেন আশা করি।
অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!
২২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১
ভ্রমরের ডানা বলেছেন:
সামুপাগলীর প্রপোজ স্টাইল পার্ট ২
সামু পাগলীঃ তুমি কি জান আমি তোমার সাথে কেন দেখা করতে এসেছি?
প্রিয়তমঃ না।
সামু পাগলীঃ হু, তুমি জানবা কিভাবে, ঠিকমত তো আড্ডায় আসনা। সারাদিন ল্যাবে বসে বসে কি আজব গুজব কর! কতদিন বলেছে ব্লগ আড্ডায় আসবা। মনে পড়ে কিছু?
প্রিয়তমঃ ইয়েমানে না
সামু পাগলীঃ চুপ থাক, কিসের জন্য এত কথা বল? বেত্তামিজ বাসা কোথায়?
প্রিয়তমঃ টরেন্টো
সামু পাগলীঃ টরেন্টো আর টরেন্টো থাকবে না আর বুঝলে। ওর নামই বদলে দেব!
প্রিয়তমঃ আম্মা
সামু পাগলীঃ এই আম্মা আম্মা কর কেন! চুপ থাকবা। বলছি না তোমার কিছু বলা লাগবে না, যা বলার আমিই বলব। তাহলে তুমি কথা বল কোন সাহসে। ইডিয়ট! বেত্তামিজ। এভাবে আমার সাথে আড্ডা দিবা তুমি উফ! কি তুমি বলত। এত্তবড় হইছ কিছুই বোঝ না। তোমাকে নিয়ে আমি কিভাবে ব্লগে আড্ডা দেব। (
দেখ বাবু বোঝার চেষ্টা কর আমি সব বুঝি তো, সব বুঝি। তোমার কিচ্ছু বলতে হবে না। তুমি কম কথা বলবা। আমি বলেছি তো কথা এক্কেবারে কম। তুমি এত কথা বললে পাগল হয়ে যাব আমি।
প্রিয়তমঃ ঠিক আছে!
সামু পাগলীঃ এই যে এই হচ্ছে কি। এত্ত কথা বলার অধিকার কে দিছে তোমাকে। তুই একটা অপরাধী। তোর জন্যে আমি অপরাধী
গানটা রিমেইক করব। কি ঠিক আছে ঠিক আছে করছ। তুমি বলবা জাস্ট ঠিক। তুমি হ্যা, না, ঠিক, ওকে, ইয়েস, এসব বলবা। এর বাইরে একটাও না বুঝলা! এখন বল আমি তোমাকে ভালবাসি...
প্রিয়তমঃ আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম.................
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭
সামু পাগলা০০৭ বলেছেন: উফফ! আমি আপনার মন্তব্যের একেকটি লাইন পড়ছি, হাসছি, আর চোখে হাত রাখছি লজ্জায়! সত্যিই! নিজের ব্যাপারে এমনকিছু কখনো পড়ব ভাবিনি।
আপনি যে এই পোস্টের পরে আমার প্রপোজ স্টাইল নিয়ে কিছু একটা লিখবেন জানতাম, তবে এভাবে ডিটেইল পার্ট ১ এর পরে পার্ট ২ ও আনবেন! এত সময় ও মেধা খরচ করবেন তা ভাবিনি! বাপরে বাপ! আপনাকে পচাইনি, তার জন্যেই আমাকে এভাবে পচাচ্ছেন, পচানোর অপরাধে আরো কত পচাবেন সেটা আল্লাহই জানেন!
আপনাকে বোধহয় পরের পর্বে আনা যাবেনা। থাক বাবা! না এনেই যে রূপ দেখছি, আনলে তো আমি শেষ হয়ে যাব মিস্টার পিঁয়াজডি!
ওহ মন্তব্যে লাইক!
২৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২১
অচেনা হৃদি বলেছেন: মজার এই পোস্টে মজার মজার মন্তব্য আসছে, আমি সমানতালে পোস্ট এবং মন্তব্য পড়ছি আর হাসছি। তবে দুয়েকজন ইন্টেলেকচুয়াল লোক আছেন, সামুতে এধরনের ফান পোস্ট পড়ে নষ্ট করার মত সময় উনাদের হাতে নেই। এরকম একজন মন্তব্য করলেন- "সস্তা পোস্ট।"
উনারা কি সামুতে এরিস্টটল এর দামী কথা পড়তে আসেন? জানি না, দরকারও নেই। সামুপাগলা আপুর কাছে জোর দাবি জানাচ্ছি এই লেখাটা যেন এখানেই শেষ না হয়। অবশ্যই আমরা এটার পরের পর্ব চাই।
পরের লেখাতে কাদের প্রপোজ উঠে আসবে তা আপুই জানেন। তবে আমি দুই জনের নাম প্রস্তাব করছি-
১. ভ্রমরের ডানা: আপু প্লিজ পরের লেখাতে দয়া করে উনাকে নিয়ে আলোচনা করবেন। এইখানে উনার নাম না থাকায় কি শুরু করেছে দেখছেন? আমি নিশ্চিত পরের পর্বে উনার নাম না থাকলে উনি ডানা টানা ভেঙে বুড়িগঙ্গা নদীতে পড়ে বড় কোন দুর্ঘটনা ঘটিয়ে ছাড়বেন। হিহিহি...
২. রাজীব নূর: উনি অলরেডি একজন প্রেমিক প্রবর। উনাকে নিয়ে একটু সাবধানে লিখবেন। (সুরভী আপু ফ্যাক্ট)
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৫
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার এই কমেন্টটি এতটা আন্তরিক যে কি বলব বুঝতে পারছিনা! অনেক ধন্যবাদ ফর দ্যা সাপোর্ট। পরের পর্ব আসবে বলার পরেও আসলে সিরিয়াসলি ভাবিনি। কিন্তু কারো কারো মন্তব্যে মনে হচ্ছে পরের পর্ব না আনলে আমি শেষ হয়ে যাবে! হাহা।
মাই ডিয়ার সুইট হৃদি সিস্টার, কুল ডাউন! ব্লগে একেক মানুষ, একেকজনের দর্শন এবং প্রকাশভংগি একেকরকম। সবার কথা যেমন আমার ভালো লাগে না, আমার কথাও সবার ভালো লাগে না। ব্যাপারস না। আপনার মতো যাদেরকে ভালোবাসি, তাদের জন্যেই ব্লগে এতগুলো বছর কাটিয়ে দিলাম।
আমিও তো ভেবেছিলাম আনব ওনাকে, কিন্তু যেভাবে আমার পেছনে লেগেছেন! ভয় পাচ্ছি, ওনাকে নিয়ে লিখলে ওনার মেজাজ আরো বিগড়ে না যায়! ওনার নাম না নিলে নিজে বুড়িগঙ্গায় ঝাঁপ দেবেন, আর নিলে হয়ত আমাকেই ধাক্কা দেবেন!
হ্যাঁএএএ! এটা ভালো বলেছেন! ওনাকে আনা যায়। নিজের বউকে যেমন ভালোবাসেনন! নিশ্চই রোমান্টিক মানুষ। কিছুতো মজা করা যায়!
দেখা যাক, সবাই যেভাবে পচানি খাবার আকুল আবেদন জানাচ্ছেন, কারটা রেখে কারটা গ্রহণ করব কনফিউজড হয়ে যাচ্ছি!
২৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! দারুণ উপভোগ্য লাগলো। আপনার দেখার দৃষ্টিটি অসাধারণ!! এত সময় কী করে যে পান সেটাই ভাবছি। পাশাপাশি ভ্রমর ভায়ের ১৭ নং কমেন্টে লাইক দিয়েছি। দেখি এভাবে আরও কতগুলি প্রপোজ বার হয়। একটি প্রশ্ন, আজ কি বিশ্ব ফানপ্রপোজ দিবস??
আজকের ম্যাচের সমস্ত প্লেয়ারদের ও কনভেনরকে আমার অন্তরের শুভেচ্চা
।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
সামু পাগলা০০৭ বলেছেন: হেই চৌধুরি সাহেব!! আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগল।
সময় আসলে লাগেনি অতো, যাদের নিয়ে লিখেছি, তাদের ব্লগে মোটামুটি যাওয়া আসা হতো, হয়! তাই এগুলো আপনা আপনিই চলে এসেছে।
হাহা, আমিও ওনার কমেন্টে লাইক দিয়েছি। ভেরি হিউমারাস!
আজ কি বিশ্ব ফানপ্রপোজ দিবস??
এতদিন তেমন কিছু না থাকলেও, আমার পোস্টের কারণে ঘোষনা হয়ে যেতে পারে! হাহাহা।
ভীষন সুন্দর একটি কমেন্টে কৃতজ্ঞতা।
শুভকামনা রইল!
২৫| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
সামু পাগলী প্রপোজ স্টাইল পার্ট ৩
সামু পাগলীঃ এই, শুনছ?
প্রেমিকঃ
সামু পাগলীঃ বেত্তামিজ! বল শুধু হুম! শুনছি বলছ কেন? তুমি জাননা আমি কম কথা বলি
প্রেমিকঃ
সামু পাগলীঃ ওহ, সরি বেইবি! আমি ভুলেই গেছি আজই আমাদের প্রথম দেখা। তাই বলে তুমি ভেবো না আমার আগেও দুটো প্রপোজাল পার্ট ছিল!
প্রেমিকঃ
সামু পাগলীঃ তুমি অনেক হ্যান্ডসাম বয়! আই লাইক ইউ! ইউ আর গুড লুকিং! বাট তোমার ঠোট অনেক মোটা। তুমি কি বেশি কথা বল? দেখি তোমার জ্বিবা দেখি? যারা বেশি কথা বলে তাদের জ্বিবা বড় হয় অনেক বড়! আমার ভীষণ বিরক্ত লাগে বেশি কথা বলা মানুষ । আমি দুচক্ষেও ওদের দেখতে পারি না। মানুষ কিভাবে যে এত্ত কথা বলে। উফ! তুমি হা করে কি দেখছ? দেখি দেখি বের কর জ্বিবা!
প্রেমিকঃ
সামু পাগলীঃ এই তো! ঠিক আছে। এমনটাই চাই। তোমার জ্বিবা পারফেক্ট! খুব সুন্দর। ছোট আছে। তবে তোমার এক্সপ্রেশন ভাল না। ক্যামন হারামী হারামী লাগছে। হইছে হইছে জ্বিবা ভিতরে নাও!
প্রেমিকঃ
সামু পাগলীঃ আই লাভা ইউ
প্রেমিকঃ (ইশারায় হার্ট দেখিয়ে)
সামু পাগলিঃ কি কথা বলছ না কেন? কি হয়েছে তোমার? তুমি কি রাগ করেছ?
প্রেমিকঃ না!
সামুপাগলীঃ তাহলে?
প্রেমিকঃ (পরচুলা খুলে) অভিজ্ঞতা!
( প্রেমিক অভিজ্ঞতার আলোকে ৩য় পর্যায়ে সফলতা লাভ করিয়াছে)
দ্যা এন্ড
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
সামু পাগলা০০৭ বলেছেন: এবারে পড়ার আগেই লাইক দিলাম! আপনার হিউমারের প্রতি বিশ্বাস জন্মেছে।
হারামি লাগছে! হাহাহা! হোহোহো!
আপনার সাথে গানটা শেয়ার করা উচিৎ হয়নি! আমি ভালোমনে শেয়ার করলাম, আপনি সেটাকেই ব্যবহার করলেন! হুমমম!
উফফ! অবশেষে শেষ হলো! জান বাঁচল! আমার তো মনে হচ্ছিল আজীবন পচানি খেয়েই যেতে হবে!
অসাধারণ বললেও কম হয়! মাইন্ডব্লোয়িং হিউমার। আমার পোস্ট সবাইকে হাসাতে পেরেছে কিনা জানিনা, তবে শিওর যে আপনি সবাইকে এবং আমাকে ভীষনভাবে হাসিয়েছেন! থ্যাংকস এ লটটট!
২৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৬
সামু পাগলা০০৭ বলেছেন: ছবি, ইমোর কমেন্ট আমি খুব একটা বুঝিনা! একটা ছবিকে একেকজন একেভাবে দেখবে। যে দিল সে কি ভেবে দিল সেটা পুরোপুরি জানা যায়না।
যাই হোক, মন্তব্যে ধন্যবাদ জানাই!
শুভকামনা!
২৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: নতুন একটা কবিতা লিখলাম প্রস্তাবনা। পাঠের নিমন্ত্রণ। কেমন হলো??
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫
সামু পাগলা০০৭ বলেছেন: নিমন্ত্রণ গ্রহণ করে আপনার ব্লগবাড়িতে যেয়েই প্রশ্নের উত্তর দিয়ে এসেছি।
এখানে শুধু ধন্যবাদ জানাই, অসাধারণ কিছু পড়ার সুযোগ করে দেবার জন্যে।
২৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কচির কচি আপনে?
তা বলেছেন বেশ
বয়স কি আর থাকে থেমে?
লুকোলে পাকা কেশ?
আমার পেকেছে কেশ!
ছিহ কি বাজে কথারে;
মে'লোকে কবেই যা তা
সনাতনি প্রথারে।
পাকা ছাই দুরে থাক
আক্কেলই উঠেনি;
চোখেমুখে সরলতা
ঘটে বদ ফুটেনি।
ইমুন কচি পুলারে
কও পরিপক্ক!!
বুক ফেটে জারজার
পেনু ভারি দুঃখ।
লাজ শরম আপনার আছে নাকি?
হাসালেন খুব, সবার সাথে করেন ফ্লার্টিং
আপনাকে চেনার নেই বাকি!
আমাকেও কি ভেবে বসলেন আরেক ডার্লিং?
ঐ দ্যাখো দ্যাখো ছি ছি
কি কি বাজে ভাবেরে!
বুঝলোনা মাইয়াটা
মোর পুতঃ 'লাভ'এ রে।
চোখ তুলে কুনু কালে
মাইয়াগো দেখেছি?
ক্রাশ সে তো তোমাতেই
প্রেম যবে শিখেছি।
মাইয়াগো কাছে আহা
মন এক খেলনা;
মনখুশি দেয় ছুড়ে
যেনো মাটি ঢেলনা।
বহুজনে বহু মাস্তি, জানি সব দুষ্টুমি
আজ ভুলে পাগলীর পেছনে, হয়রানি!
আপনার চেয়ে আরো এক কাঠি আমি
মরবেন পস্তাবেন, তা ভালোই জানি!
বহুজনে মাস্তিটা
করেছিগো কবে ছি?
মরারে কি মারবেগো
প্রেম নদে ডুবেছি।
না-ই মানো তবু আমি
রোমি এন্ড মজনু;
সেই কুটিকাল হতে
তোমারেই ভজনু।
কত ধানে চাল কত
বোঝাব আপনাকে ঠিকমতো
ওয়েট এন্ড সি
রিমেম্বার, ইউ স্টার্ডেড দিস, নট মি!
ও বাবারে মিঁউ মিঁউ
ক্যান দ্যাও ঝাড়ি হে?
কচি আমি তোমা সনে
কেওয়াজে কি পারি হে?
দিলে দিবে,নয় নাই
মন বিনে ছ্যাকাটা;
বাঁচি কি মরি বা আমি
তোমার কি ঠেকাটা?
রাবেয়া'বু হেনাদা'রে
পেশ করি বিচারে;
দেখা যাক বুড়োবুড়ি
ফয়সলা কি ছাড়ে?
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০
সামু পাগলা০০৭ বলেছেন: মেয়েদের উচিৎ কথায়
ফোড়ন কাটে পুরুষলোকে
সনাতনী প্রথায়
একই কাজ করলেন আজকে!
হাহাহা! ওঠেনি আক্কেলই
তা তো বোঝা যায় সহজে
এমনিতেই কি হয় এমন বেআক্কেলে
সরলতার ভান করে লাভ হবে না যে!
তা ঠিক, চোখ আর কবে তুললেন?
যে চোখজোড়া সারাক্ষন রাখে উঠিয়ে
সদা মেয়েদের খুঁজে, হা করে দেখে
সে কি আর রাখে চোখ নামিয়ে?
মেয়েরা মন থেকে মন দেয়
ছেলেরাই খেলে যায়
আপনার মতো উদাহরণ শত
তৈরি হচ্ছে প্রতিনিয়ত!
মাস্তি করেননি? বলছেন যা তা!
সব ইতিহাস আছে লেখা
ব্লগের পাতায় নিজ চোখে দেখা
কেউ দেখেনি, ভাবেন কি করে তা?
আপনার কুটিকালে, আমি কি আর জন্মেছি?
কিসব বলেন! লোকে করবে ছি ছি!
নিজের নাহয় অন্তত
আমার বয়সের খেয়াল করুনতো!
ঠিক ডেকেছেন, বিড়ালের ডাক
আপনাকে ভালোই মানায়
পারবেন না তা মানলেন, যাক
এবারে প্রাণভিক্ষা দেওয়া যায়!
হাচা কয়েছেন, আমার কি ঠেকা?
আপনার কি আর অভাব, মিস্টার ন্যাকা?
কেউ না কেউ যাবে জুটে
একই আবেগ প্রকাশ করবেন বটে!
কি বলেন? সাহস কত!
হেনাভাই, রাবেয়া আপু বুড়োবুড়ি না তো!
তারা হচ্ছেন এভারগ্রিন, রাখবেন মনে ঠিকমতো!
নাহলে এমন মার খাবেন, নিজেকে চিনবেন না তো!
আমি ওনাদের স্নেহভাজন
আমারই বিচার বসান?
সত্যিই সার্থক আপনার নামকরণ
কি করা উচিৎ তা ভেবেই না পান!
২৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৫
সিগন্যাস বলেছেন: আজ আমি ঘন্টায় দেড়শো পৃষ্ঠা পড়তে পারি বলে লোকে আমায় নিয়ে ট্রল করে
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: আহারে! কাঁদবেন না! ঘন্টায় দেড়শো পৃষ্ঠা পড়ার জন্যে ট্রল করা হয়নি, যদি সেই অভ্যাস না থাকত অন্যকিছু ব্যবহার করতাম।
আপনি সহব্লগার, সেইজন্যেই আপনার সাথে ফাজলামি করা হয়েছে। আর কোন কারণ নেই!
৩০| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৮
নতুন নকিব বলেছেন:
শিরোনাম ছাড়া পোস্ট আদৌ পড়িনি। শুধু কয়েকটি মন্তব্য সামান্য দেখলাম। ভ্রমরের ডানা সঠিক স্থানে সঠিক মেডিসিনই প্রয়োগ করেছেন! হেনা ভাই, ভৃগু ভাই, কী করি ভাইসহ কয়েকজনের মন্তব্য সেইরকম মজার।
সামু পাগলা পারেনও। অবশেষে আজ আবিষ্কার হল, তিনি ছড়ায়ও দক্ষ (কী করি ভাইয়ের মন্তব্যের প্রত্যুত্তরে)। একমুঠো শুভকামনা তার জন্য।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: হেই!
শিরোনাম ছাড়া পোস্ট আদৌ পড়িনি।
হুমম! কথাটি কেমন যেন লাগল! বেশ কড়া!
যাই হোক, আমার লেখা না হোক, অন্যদের সুন্দর মন্তব্যগুলো পড়েছেন জেনে ভালো লাগল। আসলেই সবাই সুন্দর সব কমেন্ট করেছেন। আপনাকেও কমেন্টে সাথী হবার জন্যে ধন্যবাদ।
থ্যাংকস। তবে দক্ষ দূরের, সেভাবে ছড়া লেখাও হয়না। কিন্তু মন্তব্যের জবাব দিতে গিয়ে আপনা আপনি এসে গেল কিছু লাইন!
ভীষন ভীষন ভালো থাকুন।
৩১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৭
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা, পোস্ট পড়ে অনেক মজা পেয়েছি। এমন মজার পোস্ট আরো চাই।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: তামান্না আপু! মজা দিতে পেরে আনন্দিত। পরের পর্ব লেখার আগ্রহ তৈরি করলেন। ধন্যবাদ আন্তরিক।
ভীষন ভালো থাকুন।
৩২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৬
জাহিদ অনিক বলেছেন:
সরস রচনা,
ফুটেছে ব্লগারদের মনের বাসনা।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
সামু পাগলা০০৭ বলেছেন: ওহো তাই নাকি?
জানবে সবাই তোমার মনের বাসনা
দাড়াও! পরের পোস্ট আসুক না!
ভালো থেকো অনিক!
৩৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১
নাজিম সৌরভ বলেছেন: পড়ে নির্মল আনন্দ পেলাম । কিন্তু প্রপোজে সব প্রিয়তমা দেখি একইরকম রিপ্লাই দিয়েছে ! এতো সুন্দর প্রপোজে কি একজনারও মন গলল না ?
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৭
সামু পাগলা০০৭ বলেছেন: একইরকম না, একেক রকম করে দিয়েছে ছ্যাকা! ইহা সুন্দর নয়, বান্দরের প্রপোজ! তাই আর কারো মন গলেনি!
বিনোদিত করতে পরে আনন্দিত, অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!
৩৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
কিশোর মাইনু বলেছেন: আমাকে পচানোর জন্য এত কষ্ট করে Heart Curve-র সমীকরণ খুজে বের করার দরকার কি ছিল?!?!?
আমাকে আস্ক করলেই হতো।।।
বাই দ্যা ওয়ে,আমি এভাবে প্রোপোজ করমু কোন দু:খে?!?!?
মাইয়ারা আমারে লাঠি নিয়া দোড়াবে।এমনেই মাইর কম খাই না।
আর মানুষের আগ্রহ দেখে মনে হচ্ছে Equation Of Heart নিয়েও একটি পোস্ট দেওয়া যেতে পারে।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪০
সামু পাগলা০০৭ বলেছেন: কষ্ট একদমই হয়নি। এই হার্ট ইকুয়েশন অনেক আগে থেকেই জানি। এমন আরো কিছু মজার ইকুয়েশন জানি। আজকে ব্লগে কাজে লেগে গেল। পড়াশোনা তো শুধু আপনি করেন না, অনেকেই করে!
হায় হায়! দুঃখে কেন? প্রেমের সুখে আপনি এমনভাবে প্রপোজ করে লাঠির বাড়ি খাবেন। প্রেমিকার লাঠির বাড়িতেও সুখ থাকে! বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন না!
হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন! বেশ হবে! আরো মজার কিছু ইকুয়েশন সহ একটি পোস্ট সাজাতে পারেন। অপেক্ষায় থাকলাম......
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!
৩৫| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৭
কিশোর মাইনু বলেছেন: এবং For your kind Information,মাঈনু প্রোপোজ করেনা,মাঈনুকে প্রোপোজ করে।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:১১
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা! এমন কথা যদি বলতেই হতো, তবে প্রোফাইল পিকচারটা একটু জাতে আনতেন এডিট টেডিট করে! যা দেখা যাচ্ছে, তাতে তো বিশ্বাস হয়না আপনার কথা! মেয়েরা করে প্রপোজ আপনাকে, দেশে ছেলের এতো অভাব! হিহি!
জাস্ট কিডিং! মনে কিছু নেবেন না! পোস্টটি যেমন ফান, মন্তব্যগুলোও তাই!
৩৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হায়! হায়!
এদিকে তো হই হই কান্ড, রৈ রৈ ব্যাপার!!! ওরে!
তোমাদের অ্যাকশান, কমেডি, রোমান্স হিরো আজ গৃহবন্দী হয়ে আছে। আর এদিকে সবাই মিলে ব্লগে মাস্তি করছে? চোখের সামনে এসব দেখলে, কি সহ্য হয়??
খোদা? তুমি এর বিচার করো....
পাগলু? প্রতিউত্তর করতে করতে তুমি তো শহীদ হয়ে যাবে!!
পুনশ্চঃ
আমি একটা চরম জোকসের ঐতিহাসিক কমেন্ট করবে। অনুমতি চাই.... কুইক
(বি. দ্রঃ বুদ্ধিমানরা আমাকে এমনিই চিনবে)
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: হুমম, চিনলাম, পাগলু বলে আর কেইবা ডাকবে?
গৃহবন্দী কেন হয়েছেন জানিনা। আশা করি মডুর সাথে সব সমস্যা জলদিই মিটে যাবে এবং স্বরূপে ফিরবেন সবার মাঝে।
প্রতিউত্তর করতে করতে তুমি তো শহীদ হয়ে যাবে!!
অলরেডী শহীদ বস! আমার ভূত এখন এগুলো লিখছে! হাহা।
তখন ব্লগে ছিলাম না, তাই কুইক দিতে পারলাম না। তবে অনুমতি দেওয়া হলো।
৩৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: গার্লফ্রেন্ড না থাকার সুবিধাগুলো-
১. শান্তিতে ঘুমানো যায়।
২. দেখতে কেমন লাগতেছে এটি নিয়ে তেমন না ভাবলেও চলে।
৩. কোন সিমে খরচ কম তাও খোঁজার করা দরকার হয় না।
৪. দিনে তিনবার মোবাইল রিচার্জ করতে হয় না।
৫. যে কোনো ছেলে/মেয়ের সাথে ভয় ছাড়াই কথা বলা যায়।
৬. কোনো জবাবদিহিতার ভয় থাকে না।
৭. আর সবচেয়ে ভালো হচ্ছে পুরো দুনিয়াকেই ভালোবাসা যায়।
৮. মিথ্যা বলতে হয় না।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৬
সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! হোয়াট আ কমেন্ট রাজীব নুর! কঠিনভাবে সহমত!
সিংগেল লাইফ ইজ দ্যা বেস্ট লাইফ!
৩৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৫
কিশোর মাইনু বলেছেন: পারফেক্ট কথা বলেছেন রাজীব ভাই।
Twinkle Twinkle little star,
Singles are the Superstar.
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: Twinkle Twinkle little star,
Singles are the Superstar.
কথাটি মনে থাকবে! বাস্তব জীবনেও এপ্লাই করা যাবে!
৩৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কও কও মনখুশি
কে বা সব মানেরে;
আমি অতি ভালা পুলা
ব্লগে সবে জানেরে।
মিছে কয়ে,রোষে ফুঁসে
খুব উঠো গর্জি;
জানলে না কামিয়েছো
বদনামই অর্জি।
নয় নয় লাল চোখ
ডরি ব্যাক বাইটিং;
হোক জঙ মুখোমুখি
শব্দের ফাইটিং।
না না তাতো করবে না
গেয়ে যাও বদনাম;
নিজ ব্লগে সেজে বাঘ
দিচ্ছোনা ছিটে দাম।
গেয়ে যাও,গেয়ে যাও
মন যে দিয়েছি হায়;
সে পাপের প্রায়শ্চিত
মম তব দেবো তায়।
অবলা অবলা কয়ে
নখরাতে নিমিষে;
মনটারে ভরে দিলে
কুক্ষনে কি বিষে !!
যাচ্ছো দিয়েই খোটা
খানখান ফেটে বুক;
আমি বোকা তাও রই
রিপ্লাইয়ে উন্মুখ।
ঠিকাছে অতেই সই
দিন আজ তোমারি;
কত দিতে পারো দুখ
হোক তব শুমারি।
মিছে হোক তোমা ঢাল
লড়ে যাও অকথ্যে;
টলবোনা টলবোনা
রবো সদা সত্যে।
ওরে বোকা বুড়ো মানে
নয় মোটে বৃদ্ধ;
উপমায় বুঝিয়েছি
কত তারা ঋদ্ধ।
স্নেহের কি দেখেছ হে
কতটা হে বশ্যি;
আপনা লাডলা যথা
নেয় মোরে পোষ্যি।
সাধেই কি তাগো নাম
বারেবারে হেথা কই;
আসুক, বুঝবে তবে
আমি ঠিক নিশ্চয়ই।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:২১
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা বলে কি! ভালো পুলা! আপনি?
আত্মজ্ঞানের অভাব, না রসবোধ? সে না জানি
যাই হোক না কেন, হাসালেন বেশ,
ব্লগের সবে জানে আপনার শুরু থেকে শেষ!
বিশ্বাস যদি নাই হয় আমাকে
লিটন ভাই, সখা(ভৃগু), ছবি আপু
সহ সবে জানে আপনি কেমন? কে?
তাদের কাছেই জেনে নিন না বাপু!
মিছে! রোষ! সেসব নেই মোর প্রানে
ব্লগের সবে আমারে ভালোই জানে
অন্যের নিন্দা ননস্টপ বকে যে যান
আপনি কেমন, অন্যদের জিগান!
যুদ্ধ নয়, শান্তির আহবান
দেই আমি সবাইকে
কেউ যদি গাইতে না চায় সাম্যের গান
আমারই বা কি আর করার থাকে?
বাঘ নয় বাঘিনী
সাজ সেতো ধরিনি
আসলেই তাই আমি, সবাই জানে
নিজ ব্লগ বা অন্য যেকোন খানে!
সত্যিই মন দিতেন যদি, প্রেমপূর্ণ হৃদয়ে
বকে বকে নিন্দে ছড়া লিখতেন কি আমাকে নিয়ে?
পাপ আপনার নয়, আমারই হবে পূর্ব জনমের কোন
নইলে হুট করে, কি করির ক্রাশ বনে গেলাম কেন?
বিষ টিষ কি কথা?
মজ মাস্তি করতে হেথা
আপনিই তো এলেন
এখন কেন কষ্ট মনে নেন?
অভ্যাস খোঁটা খাবার
আছে বেশ আপনার
রিপ্লাইয়ে উন্মুখ তো থাকবেনই
দুষ্টুর শিরোমনি হয় যে এমনই!
আজ নয়, সব দিন
আমারি আমারি হবে তো
সত্য সুন্দর, শ্বাসত
সে যে চির অমলিন!
আমি না আপনি বোকা, জানে আজ সবেতে
এমন উপমা কেউ দেয় নাকি?
অমন জোয়ান মানুষ দুটিতে?
ঋদ্ধ বোঝাতে ছিল আরো কতকি!
আমার যে আড্ডাঘর
হেনাভাই তার সর্দার!
প্রতিদিনই আড্ডা হয়
সবই ব্লগের পাতায় জমা রয়!
আর রাবেয়া আপু?
তার কথা কি কব, বাপু?
এক দেশী মেয়ে, প্রতিবেশী দেশে অবস্থান
আমাদের তো রয়েছে আত্মার টান!
আসুক তারা, রংয়ের এই বাজারে
ঠিক ভুল, নিশ্চিত হয়ে যাবেন তখনি
কোথায় আমার স্থান, তা আমি ঠিকই জানি
পরম যত্নে রয়েছি তাহাদের হৃদ মাঝারে!
৪০| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:২১
অদ্ভুত_আমি বলেছেন: মজার পোস্ট । মজার সব মন্তব্য ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:২২
সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ পোস্ট এবং মন্তব্যগুলো ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে। আসলেই সুন্দর সব মন্তব্যে পোস্টটির মান বেড়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
ভীষন ভালো থাকুন।
৪১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্
আমার কমেন্টের সেঞ্চুরি হল....
কিন্তু, সামুর লেখকরা আমাকে এত ভয় পায় কেন??
টপিক চেন্জ:
@ভ্রমরের ডানা
@সিগন্যাস
ওরে ভাই শুধু কি দ্রুত পড়লেই হয়??
পড়ে বুঝতেও হয়! আমি সেফ হয়ে নি, আপনাকে একটু বাজিয়ে দেখব।
@বিদ্রোহী ভৃগু
বিদ্রোহী ভাই? আমি তো গৃহবন্দী!
হরতাল, বিদ্রোহ, অনশন ধর্মঘট শুরু করবো?
@পদাতিক চৌধুরি,
চৌধুরি ভাই?
আমার কাওসার বন্ধু রাগ করে আর ব্লগে আসে না। ওর মাল্টিগুলোতেও তালা মারা! আমি কত দুধ কলা দিয়ে তারে ব্লগে রাখলাম। আপনারা তাকে তাড়িয়ে দিলেন??
সে একটা টিচার মানুষ! তার আত্মমর্যাদা কি আমার মত???
@কাওসার চৌধুরী
বন্ধু? আমি মন্ডল!
তুমি যে লুকিয়ে লুকিয়ে ব্লগে আসো সেটা আমি জানি! দোলনাটা তোমাকে দিয়ে দেব।
এবার থেকে তোমার পোস্ট পড়বো! দরকার হয় না পড়েই লাইক দিব
তবু তুমি ব্লগে আসো......
তুমি সুন্দর (প্রতিউত্তর করো) তাই কমেন্ট করি প্রিয়, সেকি মোর অপরাধ??
পুনশ্চঃ
সামুর লেখকদের আমি সত্যই ভালোবাসি। বন্ধুকেও, শত্রুকেও।
এটা খাঁটি ভালোবাসা, তাই প্রকাশ করার দরকার হয় না।
দেখা হবে বন্ধু.........
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৫
সামু পাগলা০০৭ বলেছেন: আমি তো ভয় পাইনা, যারা পায় তাদের কারণ তারাই বলতে পারবে।
অপরাধ তো কেউ বলেনি, আপনার সব মন্তব্যের উত্তরই ঠিকভাবে দেওয়া হয়! এমন কথা এলো কেন মনে?
যাই হোক, আপনার ভালোবাসা খুব যত্নে রেখে দিলাম। আশা করি ব্লগার ও মডুর প্রচুর ভালোবাসা পাবেন আপনিও।
দেখা হবে বন্ধু, কারণে বা অকারণে!
৪২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪
নতুন নকিব বলেছেন:
Heyee! Never mind please! I was unable to read your post at that moment due to insufficient time. Thanks again.
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৭
সামু পাগলা০০৭ বলেছেন: হেই ইংলিশম্যান! ফোন থেকে ব্লগে এসেছিলেন নিশ্চই!
যাই হোক, ক্লিয়ার করার জন্যে ধন্যবাদ। আমি তো ভাবছিলাম, হুট করে পরিচিত, আপন মানুষ এমন ভাবে বলল কেন? হাহা!
শুভেচ্ছা!
৪৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিস বোকামতীর মাথায় যে কত আইডিয়া গিজগিজ করে তার প্রমাণ এই পোস্ট। প্রপোজের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন দেখি!
আপনার হাতে রম্য লেখার এমন মালমসলা রয়েছে জেনে রোমাঞ্চিত হলাম! ব্লগে আগে লিটন ভাইয়ের একচ্ছত্র দাপট ছিল, আপনি এসে লিটন ভাইয়ের ভাত মারার ব্যবস্থা করে দিলেন।
তবে আপনার কাল্পনিক ডায়ালগগুলো একেবারে খারাপ হয়নি। বিশেষ করে মিস্টার বোকার প্রপোজের চিত্রটা যথাযথভাবেই ফুটিয়ে তুলেছেন। এক্কেবারে পারফেক্ট হয়েছে। এখন যদি ঘটনা তেমনই হয়ে থাকে অর্থাৎ মিস্টার বোকা যদি আসলেই রিজেক্টেড হয়ে থাকে তাহলে তার প্রেয়সীকে একটা দুঃখ দুঃখ ভাবের কোবতে শোনাতে পারে। কী বলেন?
নিচে একটা বিরহী কোবতে দেয়া হল।
(জাস্ট ফান)
এই নিন তার জন্য কোবতে-
প্রথম প্রেমের অনুভূতি হয়ে মিশে আছো সুখে দুখে,
মিটেও মেটেনি এমন পিপাসা হয়ে রয়ে গ্যাছো বুকে;
প্রোথিত রয়েছ শ্বাস-প্রশ্বাসে, শোণিত কণিকা হয়ে
প্রতিটি শিরায়-ধমনীতে জানি আজীবন যাবে বয়ে।
অপারগ আমি পারি না ভুলতে তোমায়, বলো কী করে
অতীতের সব স্মৃতি মুছে দিয়ে চিরতরে যাব সরে?
তোমার মুখের একটু হাসিতে মরি আমি শতবার;
আমার জীবনে তোমাকে অদেয় জানি নেই কিছু আর।
প্রতিটি ব্যথিত হৃদয় তোমার জন্য প্রতিটি মন,
দোয়া আর শুভকামনায় ভরে থাকুক সারাটি ক্ষণ!
জীবনের সব হাসি আর গান তোমায় রাখুক ঘিরে;
দুঃখ-শোকের কোন স্মৃতি যেন কখনও না আসে ফিরে!
তৃষিত মনের একটাই চাওয়া প্রিয় সে মুখের হাসি,
নিজের চাইতে শতগুণ বেশী তার হাসি ভালোবাসি।
হে খোদা আমায় দাও যত ব্যথা তাকে দাও সব সুখ;
আমার দুঃখ ছাপিয়ে উঠুক তার প্রিয় হাসিমুখ!
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৭
সামু পাগলা০০৭ বলেছেন: মিস্টার বোকা! পোস্টে আপনার জন্যে অপেক্ষা করছিলাম, যেহেতু আপনার নামও নিয়েছি! এসেছেন, খুব খুশি হয়েছি।
তা ঠিক বলেছেন! আমার মাথায় এত আইডিয়া! তাদের জ্বালায় রাতে ঠিকমতো ঘুমাতেই পারিনা!
প্রপোজের ব্যাপারে নয়, রিজেক্ট করার ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন!
আগেও রম্য লিখেছি কয়েকটি। সব ধরণের লেখাই কিছু কিছু করে লেখার চেষ্টা করি। কোনটিতেই লিটন ভাইয়ের মতো গুণী ব্লগারদের ভাত মারার যোগ্যতা রাখিনা! সে যাই হোক, মনের আনন্দে, নিজস্ব স্টাইলে, সামুপাগলা হয়ে থাকি!
ওহো! পারফেক্টো? এভাবেই প্রপোজ করেছিলেন তাকে? না না আপনাকে আর কিছু বলতে হবেনা, জাতি সবই বুঝে নিয়েছে!
জাস্ট ফান? আপনার মনে হয় যে কেউ বিশ্বাস করবে এমন দরদমাখা কবিতা ফানের জন্যে? আপনি বোকা হতে পারেন, জাতি না। এখনই যে ছ্যাকা ডায়েরি থেকে ব্লগে টাইপ করলেন তা বেশ বোঝা গেল!
জাস্ট কিডিং! সুন্দর কবিতাখানি আমার পোস্টে শেয়ার করার জন্যে আন্তরিক ধন্যবাদ।
আর শোনেন, একজনের বিরহে তাকে নিয়েই কবিতা লেখার দিন শেষ! ডিজিটাল যুগ! একজন বিরহ দিলে, অন্যজনের কাছ থেকে প্রেম চাইবেন! বুঝলেন মিস্টার বোকা?
পাঠ ও আন্তরিক এবং সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!
৪৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
মি:বেস্ট আর ভৃগু কবি’র টা বেস্ট হইছে।
বাকি গুলো ও দারুন !!!
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৯
সামু পাগলা০০৭ বলেছেন: মনিরা আপু! পোস্টে পেয়ে ভালো লাগল!
যাক! হাসাতে পারলাম আপুটাকে!
পোস্টটি লিখতে এমনি বেশি সময় লাগেনি, শুধু অন্যের স্টাইলে কবিতা লেখাই যা একটু সময় নিয়েছে। ধন্যবাদ সেগুলো পছন্দ করার জন্যে।
পাঠ ও সুন্দর মন্তব্যে ধন্যবাদ। উৎসাহ পেলাম।
ভালো থাকবেন আপু।
৪৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্ডল ভাইকে কেন শেকল পরিয়ে রাখা হয়েছে? মন্ডল ভাই বলুন। কেন আপনার হাত-পা বেঁধে রাখা হয়েছে? প্রথম পাতায় অ্যাকসেস কতদিনের জন্য বন্ধ?
৪৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:২২
শামচুল হক বলেছেন: সাদা মনের মানুষরে পঁচায়া ফালাইছেরে- - - - পোষ্ট পইড়া হাসমু না কানমু বুঝবার পারতাছি না।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪২
সামু পাগলা০০৭ বলেছেন: সাদা মনের মানুষ আমার এবং সবার ভীষন সম্মানের এবং ভালোবাসার পাত্র! কি অসাধারণ সব জায়গায় যান এবং সেসবকে নিয়ে সুন্দর করে পোস্ট লেখেন! তাকে নিয়ে কিছু লিখতে পেরে ভালো লেগেছে!
ওমা! হাসবেন! কাঁদার মতো কিছু তো হয়নি! পুরোপুরি ফান পোস্ট! ব্যাপুক বিনোদন!
শুভেচ্ছা।
৪৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
অর্থনীতিবিদ বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
বস, চরম হইছে। হাসতে হাসতে খুন হইয়া যাইতাছি। মন্তব্যগুলাও সেই রকম।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: হাসুন, প্রাণখুলে হাসুন, তবে খুন হবেন না প্লিজ, তাহলে পরের পর্ব মিস করবেন তো!
সত্যিই সবাই সুন্দর সব মন্তব্য করেছেন। থ্যাংকস টু অল!
ভীষন ভালো থাকুন।
৪৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা সব তারি হেথা
নিজ ব্লগে বাঘিনী;
ফোঁস ফোঁস করে কয়
না না ছি ছি রাগিনি।
এয়েচি কইতে সনে
সুখদুখ কাহিনী;
লতা-লেজে আসে প্রেম
কইতেতো চাহিনি।
সে-ই মোর হলো কাল
ক্যান কনু সত্য;
ব্যস শুরু গালাগাল
ও খিস্তি অকথ্য।
মিছেই গীবত গেয়ে
ঝাড়ছো যে রোষটা;
দশেরে ডেকেই কহো
হেথা কার দোষটা।
জেগেই ঘুমোবে যে হে
কে বা পারে জাগাতে;
মিত্রতা পারে কভু
এইভাবে আগাতে?
শান্তির বাণী ছাই
করে খালি ঝগড়া;
করছে সে ঠিক ঠিক
যা যা করে মগরা।
কই দুটি মিঠে কয়ে
প্রপোজিবো তাহারে;
দিলো সব গুবলেট
আহা নারি আহারে।
রাজ্যের মিছে কয়ে
করে মোর শ্রাদ্ধ;
কথা যে পড়ে না মাটি
লাগে কার সাধ্য।
বড় বড় কথা সেকি
রাবুবু,হেনাদার;
আমি ছাড়া যেনো তাগো
আছে প্রিয় এনাদার !!
হেসে হই কুটিকুটি
কন্যার প্রলাপে;
ফারাক বুঝিবে কিহে
কাঁটা আর গোলাপে?
যত হও মহারাণী
কেউকেটা বিশ্ব;
রাবুবু ও হেনাদা'র
আমি সেরা শিষ্য।
ব্যস ব্যস মেলা হলো
এসো গড়ি শান্তি;
মন মোর তোর পরে
আহা যদি জানতি।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: বান্দরের লেজে প্রেম থাকে নাকি?
জানলাম, দেখতে হবে আরো কতকিছু
প্রেম, ক্রাশ, এসেই দুষ্টুমি কতকি!
সুখ দুঃখ তো শুনলাম না কিছু!
মুখটা সামলে, নইলে হবে মামলা ক্রিটিক্যাল
গালাগাল করিনি, খিস্তি বহুদূরে
যথেষ্ঠ ভদ্র ভাষায় বুঝিয়েছি আপনারে
আই এম নট ইওর ডার্লিং টিপিক্যাল!
আগে গীবতের সংজ্ঞা ঠিকভাবে আসুন জেনে
গীবত: পরনিন্দা, কথা বলা কারো পেছনে
মতপ্রকাশ করেছি সৎ মনে, সামনে
এ গীবত হয় কেমনে?
দশে নয়, বিশে এলো
কেউ আপনার সাপোর্টে কিছু কি কলো?
আপনার তো একই দর্শন! মান না মান
আমি সবার আপন, প্রিয় প্রাণ!
জেগেই ঘুমোবে যে হে
কে বা পারে জাগাতে;
মিত্রতা পারে কভু
এইভাবে আগাতে?
নিজেকে নিয়ে লিখলেন ভালোই
আমাকে আর হলোনা খাটতে
বেশ বেশ, হচ্ছে তবে বোধদয়
আমার সাথে থেকে ও ঠেকে!
প্রপোজ করবেন আপনি
আর গুবলেট করলাম আমি?
নিজের দোষ অন্যের ঘাড়ে
আর কোন গুণ নাই, আহারে!
আমার সাথে তাদের যে ক্লোজ রিলেশন
জানে গোটা নেশন!
আপনার মতো কেউ পারবে না বুঝিতে
শত জনমেও, সে আর বলিতে?
শিষ্য না শিশাখোর!?
জানি না বাপু
পাগলের প্রলাপ বকে
হেসে কুটিপাটি নিজেই নেকু!
শান্তির কথায় পেয়েছিলাম স্বস্তি
যাক শুধরেছে, বদলেছে
পরের লাইলেই বুঝলাম, ভুল হয়েছে
কি করি, বদলায়নি একরত্তি!
খুনসুটির ট্রেইন ছেড়ে, মনের কিছু কথা কয়ে নেই দাড়ান......
যেভাবে হুট করে এসে বললেন ক্রাশিত!
নতুন কেউ পারবেনা বুঝিতে
ব্লগিং পরিচয় মোদের সীমিত
আপনার মতো হয়না কেউ মিশুক এতো!
যদিও কমন ফ্রেন্ড প্রচুর মোদের
সেভাবে দুজনে জমেনি, কি জানি কেন!
আন্তরিকতার চূড়ান্ত করলেন আজ
এগিয়ে আসায় ধন্যবাদ জানাই, ছড়া রাজ!
ছন্দে ছন্দে - খুনসুটি মাস্তির ঋণ
দিলেন উপহার কি অসাধারণ সন্ধ্যা
সুগন্ধ, সুবাশ যেমন রজনীগন্ধা
তেমনি রেশ মনে থাকবে লেগে বহুদিনন....
৪৯| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুটে খুটে বায়োপসি
করিলে হে বেশতো;
কয়ারও যে কত জ্বালা
শেষে খাবো কেস তো।
নামে না সে,কামেও যে
জেনুইন পাগলা;
বুঝিবে তা স্রেফ সে-ই
পিছে যেই লাগলা।
ও বাবারে জান শেষ
থামো এলা থামোগো;
ঝাড়ি ঝামটাটি খেয়ে
হলো রাজ ব্যামোগো।
বুঝামু কি তারে ছাই
বুঝে কি সে কিচ্ছু;
জান হলো পানাপানা
ও মাগো কি বিচ্ছু!!
স্রেফ ক্রাশই খেয়েছিনু
এই হলো পাপটা;
চিরকাল মনে রবে
দিয়েছ যা ঝাপটা।
তবে বাপু এক কথা
মানিতে হে বাধ্য;
তোমা যথা মিত্র হে
সকলের আরাধ্য।
আমিও পেয়েছি মজা
ম্যালাদিন পরে গো;
ছন্দে কি খেলবো হে
ছাগু গ্যাছে ভরে গো।
আজকাল লোকসনে
চলা মহা ঝামেলা;
হিকমত হলো অত
গাঢ় হয়ে না মেলা।
কবা এক,বুঝে এক
আজগুবি দ্বন্দ্ব;
মিছিমিছি সোজা বোলে
শুঁকে ভীন গন্ধ।
দুইলাইন বেশি বুঝে
নয় কিছু বুঝেনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজেনা।
ফান করে কিছু ক'লে
রেগে যায় ফেটে;
সিরিয়াস মুডে তারা
ভাগে চামে কেটে।
তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই।
তুমি বেশ জ্ঞাণী মাল
মিশে আছে মজা হে;
অবসান হলো মোর
শেষতক খোঁজা হে।
এসো হোক মিত্রতা
দ্যাও হাত বাড়িয়ে;
দেবে কি ফের এ'বেলা
ঝাড়িতে হে তাড়িয়ে।
করে দ্যাখো ট্রাইফাই
নড়ছি না কিছুতে;
এ্যাই হনু খাড়া লেজে
নিতে তোমা পিছুতে।
ব্লগে পাবে রেগুলার
কথা দিনু পষ্ট;
ফের কই আমি ক্রাশড
মাথা প্রায় নষ্ট।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
সামু পাগলা০০৭ বলেছেন: নামেই তো সাবধান করেছি আমি
যারা পেছনে লাগে দোষ তাদেরই মানি
পাগলার পিছে লাগলে এমনে
জান বাঁচবে কেমনে?
আমাকে থামতে বলেন
নিজে যে ট্রেইনের বেগে চলেন
নিজেই তো এলেন মরতে
আমি কি বলেছিলাম পেছনে লাগতে?
মনে নিন,
শিক্ষাও নিন
ক্রাশ খেয়ে আমাতে, পরম আশে
ক্রাশড হবেন শেষে!
তবে বাপু এক কথা
মানিতে হে বাধ্য;
তোমা যথা মিত্র হে
সকলের আরাধ্য।
আপনার তরে একই কথা
লিখতাম আমিও হেথা
মনের কথা জানে যে জনে
সেই মিত্রই থাকে সর্বদা মনে!
প্রিয় ব্লগ যে অবস্থায়,
মন বড় তড়পায়
দিলাম রম্য তায়
সর্ব মনে শান্তি আনার ইচ্ছায়!
হুমম, ছন্দে সকাল ছন্দে রাত
সামুর সেসব দিন হয়ছে গত
মারামারি কাটাকাটি
লজ্জায় মাথানত!
মুখোশের আড়ালে মুখোশ
কত খেলা চলছে পর্দার পেছনে
আছে যা চোখের সামনে
পানি নয় শুধু ততোটুকু!
রাগ না ছাই
ড্রামা দ্বন্দে ফেমাস হতে চায়
এমন ব্লগার আর নয়
মডুদেরই ডাকি ভরসায়, হয়ে তন্ময়!
মাঝেমাঝে তাই হয় মনে
বেশি কাছে ব্যাথা টানে
সবাই তো সরল নয়
জটিলতাই যেন ব্লগময়!
আহবান মিত্রতার!
সামুর পাগলা ফেরায় না
তাড়ানোর প্রশ্নই ওঠেনা
মানুষটি যখন এমন মজার!
ব্লগে পাবে রেগুলার
কথা দিনু পষ্ট;
ফের কই আমি ক্রাশড
মাথা প্রায় নষ্ট।
সত্যি হবেন রেগুলার?
শুনে হলাম খুশি, সবার প্রিয় ব্লগার
এবারে ব্লগে প্রাণ ফিরবে
দুষ্ট লোকের রাজ ধসে যাবে!
আপনি আবারো!? কি করি আজ!
বন্ধুত্বের হাত বাড়িয়ে
এসব আবার কি হে, নেই কোন লাজ?
এখনো বোঝেন নি, আমি কেমন মেয়ে?
লাজে মোর প্রাণ যায়
কথায় কথায় ক্রাশ ক্রাশ
লোকে বলবে কি হায়?
তবে আমার কি, আপনিই হবেন দেববাঁশ!
৫০| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি কিন্তু আমার প্রিয়তমা(স্ত্রী) কে নিয়ে দুটি কবিতা লিখে , আবৃতি রেকর্ড করে মোবাইলে শুনিয়ে তাকে চমকে দিয়েছিলাম।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২২
সামু পাগলা০০৭ বলেছেন: ওয়াও! অবশেষে কেউ আসল কাহিনী বলার সাহস দেখালো! স্যালুট ভাই! বেশ রোমান্টিক আপনি!
মন্তব্যে ধন্যবাদ।
ভাবী ও আপনার জন্যে শুভেচ্ছা রইল!
৫১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯
শিখা রহমান বলেছেন: সপ্তাহখানেক পরে ব্লগে এসেই হাসতে হাসতে শেষ। পাগলী মেয়েটা তুমি পারোও বটে!! তোমার রসবোধ অসাধারণ।
দারুণ একটা পোষ্ট আর মন্তব্যগুলোও খুব মজার। তোমার এই পোষ্টগুলো ব্লগে আনন্দের আর বন্ধুত্বের একটা নির্মল হাওয়া বইয়ে দেয়।
পোষ্টে ভালোলাগা আর তোমাকে এত্তো ভালোবাসা। ভালো থেকো, আনন্দে থেকো পাগলী রাজকন্যা। শুভকামনা সতত।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
সামু পাগলা০০৭ বলেছেন: হেই শিখা আপু! খুব খুশি হলাম আপনাকে পেয়ে।
হাহা, হাসাতে পেরে আনন্দিত বোধ করছি। কারণে অকারণে বেশি বেশি হাসবেন সবসময়!
তোমার এই পোষ্টগুলো ব্লগে আনন্দের আর বন্ধুত্বের একটা নির্মল হাওয়া বইয়ে দেয়।
রম্য তো বাহানা আপু, একটু অশান্তিকর, গোমট পরিবেশে নির্মল, বিশুদ্ধ হাওয়া আনার চেষ্টাই করেছি!
পাঠ ও সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ শিখা আপু!
ভালোবাসা!
৫২| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাহ! হোয়াট আ কমেন্ট রাজীব নুর! কঠিনভাবে সহমত!
সিংগেল লাইফ ইজ দ্যা বেস্ট লাইফ!
একা থাকাই ভালো।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: একা থাকাই ভালো।
ভাবী কি জানেন আপনার এই ভাবনার কথা?
৫৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: সামুপাগলা রম্য দারুন হয়েছে!কামাল ভাইয়েরটা বেশি ভাল লাগছে।
তাছাড়া প্রতিটিই বেশ মজার।
ডানা ভাইয়ের কমেন্ট পড়ে আমিও হাসতে হাসতে শেষ।আর আপনার এই পোষ্টের কল্যানে অনেক দিন পরে ইমরান ভাইয়ের মজার সব ছড়া উপভোগ করতে পারলাম।বর্তমানে ভাইয়া ছড়া পোষ্ট দেওয়া ভুলেই গেছেন।
আপনিও যে ছড়া লেখায় কম নন তা কিন্তু আজ প্রমান হয়ে গেল।এখন থেকে আপনার কাছ থেকে ছড়া পোষ্টও আশা করছি।
আমি একটা রম্য পোষ্ট লিখে রেখেছি ব্লগারদের নাম নিয়ে কিন্তু পোষ্ট করার সাহস পাইনি।তবে পোষ্টটি আপনার পোষ্টের মত এত মজার নয়।
আপনার এই পোষ্ট দেখে আমার লেখাটি পোষ্ট করার সাহস পাচ্ছি।দেখি কবে পোষ্ট করতে পারি।
ব্লগের অবস্থা এখন সত্যি কিছুটা খারাপ।আশা করি তা দ্রুতই কেটে যাবে।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭
সামু পাগলা০০৭ বলেছেন: মোস্তফা সোহেল! অনেক ধন্যবাদ এমন সুন্দর, প্রেরণাদায়ক মন্তব্যে।
আমিও! উফফ! উনি পারেন বটে! কিসব ফানি ফানি কথা লিখেছেন আমাকে নিয়ে! আপনিই বলেন, আমি কি বেশি কথা বলি? আমার মতো শান্তশিষ্ট মেয়েকে কেমনভাবে প্রেজেন্ট করলেন! জাতি এ অবিচার মেনে নেবে না!
ওহ হ্যাঁ! মশাইয়ের আসল নাম ইমরান! কারো কোন ছড়ায় জেনেছিলাম হয়ত, কিন্তু ভুলে গিয়েছিলাম। আপনার কথায় মনে হলো! যাই হোক, উনি তো ব্লগের বেস্ট ছড়াকার, ওনাকে নিয়ে আর কি বলব? যাই বলিনা কেন, কমই হবে।
ছড়া তো সেভাবে লিখিনা কখনোই। শুধুমাত্র মন্তব্যের খাতিরে লিখতে হলো আরকি। তবুও প্রশংসা, প্রেরণায় কৃতজ্ঞতা।
ওয়াও! আমি শিওর, আমার চেয়েও অনেক বেশি ভালো হয়েছে। জলদিই পোস্ট করে ফেলবেন। অনেক মজা করে পড়ব সবাই!
একই আশা আমারো! ব্লগার, মডুর আন্তরিকতায় সকল অশুভর অবসান হোক।
শুভকামনা!
৫৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: আপু, এখন যুগ পাল্টেছে । এখনকার মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে আই মিন, এখন কিন্তু ঐ নিয়ম নেই যে শুধু ছেলেরাই প্রপোজ করবে, মেয়েরা ও করতে পারে
আপনার পরবর্তী লেখায় মেয়েদের নিয়ে আসবেন কিন্তু । হাহা !
বিঃ দ্রঃ আপু আমার একটা ড্রিম। আমার একজন বিশেষ মানুষ আছে ছেলেরা যেমন হাঁটু গেরে বসে ফুল নিয়ে মেয়েদের প্রপোজ করে আমি ঠিক ঐ স্টাইল এ তাকে প্রপোজ করবো । হিহি
(একটা প্রশ্ন, প্রথম মন্তব্য গুলো পড়ে, "কি করি আজ ভেবে না পাই" ইনাকে আমার মণ্ডল ভাই মনে হল কিন্তু পরে দেখলাম "পাঠকের প্রতিক্রিয়া" ইনি বলছেন তিনি মণ্ডল ভাই কাহিনী কি আসলে ? মণ্ডল ভাই আসলে কোন জন ?
)
@যিনি মণ্ডল ভাই, ভাইয়া এইটা তো ঠিক না ভাইয়া,আপনার সেই কঠিন পণ ভাঙবে কবে কথার ফুলঝুরি কিন্তু রাগ করেছে আপনার সাথে
আর নতুন নাকি পুরাতন আইডি এগুলো ? আমি চিনতাম কেমনে আপনাকে ?
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯
সামু পাগলা০০৭ বলেছেন: কথা আপু! ভালো আছেন আশা করি।
ওরে আমার বোনটা! আমাকে কত বুড়ি ভাবে! নতুন যুগের নিয়মকানুন শেখাচ্ছে! আমার মনে হয় কি, আগেকার যুগেও অনেকসময় কিছু কিছু মেয়ে সাহসী হয়ে মনের কথা বলে দিত। আর এখনো প্রচুর মেয়ে আছে যারা প্রপোজ করে। তবে সে সংখ্যাটা ছেলেদের তুলনায় কমই। এ বিষয়ে একটি কৌতুক মনে পরে গেল:
একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করলে ৬ ধরনের উত্তর পায়।
১) আমি বাবা মায়ের পছন্দে বিয়ে করব, ২) তোমার মতো ছেলে আমাকে প্রপোজ করার সাহস পায় কি করে?, ৩) আপনাকে আমি বড় ভাইয়ের মতো দেখি, ৪) তোকে শুধু বন্ধু ভাবি, ৫) আমার বয়ফ্রেন্ড আছে, ৬) এইমুহূর্তে এসবে পরতে চাচ্ছি না!
একটি মেয়েও একটি ছেলেকে প্রপোজ করলে ৬ ধরনের উত্তর পায়।
১) আমিও তোমাকে ভালবাসি, ২) আমিও তোমাকে ভালবাসি, ৩) আমিও তোমাকে ভালবাসি, ৪) আমিও তোমাকে ভালবাসি, ৫) আমিও তোমাকে ভালবাসি, ৬) আমিও তোমাকে ভালবাসি ।
মোরাল অফ দ্যা জোক: রিস্ক ইজ অল অন দ্যা গাইজ!
ছেলেদের নিয়ে বেশি মজা করে লেখা যায়। কেননা ছেলেরা নানা রকমের পাগলামিতে প্রপোজ করে, আর মেয়েরাও মজা করে না বলে। কিন্তু মেয়েরা প্রপোজ করলেও খুব বিশেষ পাগলামি করেনা, সিম্পলি স্ট্রেইট বলে, ইশারায় বলে, এটা জেনেই বলে যে উত্তর হ্যাঁ, ছেলেটা সাহস করতে পারবেনা কোনদিন। তাই মেয়েদেরকে আনিনি, দেখি সামনে ভালো কোন আইডিয়া যদি পাই! ছেলে হোক বা মেয়ে হোক, রম্য যেহেতু, বিনোদিত হোন সবাই!
ওহো! তাই নাকি? বেশ সাহসী ভাবে বলে ফেললেন তো! বিশেষ মানুষটি কি জানে সে আপনার বিশেষ?
না না, কি করি আজ ভেবে না পাই নয়, পাঠকের প্রতিক্রিয়া হচ্ছেন আপনার মণ্ডল ভাই। আশা করি, উনি আপনার ম্যাসেজ পেয়ে যাবেন।
পাঠ ও আন্তরিক মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!
৫৫| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একা থাকাই ভালো।
ভাবী কি জানেন আপনার এই ভাবনার কথা?
হা হা হা
ওরে বাবা
খাইছে আমারে---
পাগল হইছেন???
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬
সামু পাগলা০০৭ বলেছেন: আমার নামেই তো পাগলা লাগানো! পাগল যে তাতে আর সন্দেহ কি?
তবে আপনার কোন এক পোস্টে পড়েছিলাম, ভাবীও অনেকসময় আপনার পাশে থাকেন ব্লগিং এর সময়ে। তার মানে তিনি তো জানেনই আপনি ব্লগিং করেন, এবং আপনার এই মন্তব্যগুলো দেখবেন। তারপরে আপনার যা হবে! ইতিহাস হয়ে যাবে!
৫৬| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৮
তারেক ফাহিম বলেছেন: ব্লগটি বেশ জমে উঠেছে।
মন্তব্যগুলো পড়তে ভালো লাগছে।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৩
সামু পাগলা০০৭ বলেছেন: জমে যাওয়া ব্লগে, নিজের উপস্থিতি জানিয়ে আরো একটু জমিয়ে দিলেন! ধন্যবাদ সেজন্যে।
ভালো লাগছে জেনে আনন্দিত। আসলেই সবাই সুন্দর সব মন্তব্য রেখে গেছেন এ পোস্টে।
শুভেচ্ছা!
৫৭| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ "আমার ভূত এখন এগুলো লিখছে"
আমি এখন ভূতের সাথে প্রেম করমু....
(মন ভাবে তারে, এই মেঘলা দিনে! শীতল কুয়াশাতে, তার স্পর্শে......)
হায়! হায়!
অনুমতি পেয়ে গলা তো আমার শুকিয়ে গেল.....
@সত্যি সত্যি প্রপোজ অভিজ্ঞতা শেয়ার করার সাহস কেউ দেখাতে পারে কি না, দেখিঃ
ওরে পাগলু,
অর্ধেক পড়ে মন্তব্য করায়, এই লাইনটা তো আমার চোখেই পড়ে নি!! এসব অভিজ্ঞতা তো আমার ছোটকাল থেকেই।(আমার বড় আপুদের(কাজিন) তো এখনও লাভ ইউ/জানেমান বলি)
এবার তুমি নিজেই অভিজ্ঞতা লাভ কর...
ফ্রেঞ্চ = ইয়ে তাইমে
ইতালিয়ান = তি আমো
জার্মান = ইস লিবে দিস
কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন..(স্পেলিং কি ঠিক আছে?)
লাভগুরুর সামনে প্রেমের পোস্ট?
এসব যে আমার নিত্য দিনের রোস্ট....
প্রোপজ করার স্টাইলঃ(ঐতিহাসিক সত্য জোকস)
আমিঃ
এই পাগলু?
ভালোবাসা দিবি কি না বল?
পাগলুঃ কে রে তুই?
আমি(মিন মিনে স্বরে)ঃ
অনেক দিন থেকে আমি তোমার লেখার প্রেমে পড়েছি। কোনদিন তোমার প্রেমে পড়লে, আমার কিন্তু দোষ নাই! তুমি প্রেম করতে রাজি না থাকলে, আমারে মাফ কইরা দিও বইন..
পাগলুঃ (সম্ভবত)
১. (জুতা হাতে দাবড়ানি...
)
২. সিরিয়াল নাই, তুই দুরে গিয়ে মর।
৩. আমি তো প্রথম থেকেই আপনার প্রেমে পড়ে আছি!!
৪.------ ....... (নিরবতা)
১ হলেঃ দাবড়ানি খেয়ে হাসপাতালে। সেখানে গিয়ে ইনটার্নির ডাক্তারের উপর ক্রাশড.....
গানাঃ
নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা....
কপালের টিপ, যেনো জোনাকির দিপ
আমি প্রেমে পড়েছি, তুমি করোনা মানা....
২ হলেঃ ছ্যাঁকা খেয়ে কবিও হতে পারি.., সামুর ভবিষ্যত অখ্যাত কবি। কবিতা লিখে হিরো হলে ব্লগের আপুরাই আমাকে প্রেম নিবেদন করবে।
বিরহের গানা:
★ তোমরা সবাই থাক সুখে, আগুন জ্বলুক আমার বুকে,
মনটাকে বলি তুমি কেঁদনা, প্রেমের নাম বেদনা ...
★ ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে....
........(ছ্যাঁকা খাওয়ায় গান আর টাইপ করতে পারবো না)
৩ হলে, আমারে ঠেকায় কে? ননস্টপ গানা চলবেঃ
★ পাগলু.. উ.. থোড়াচা কারলে রোমান্স......
★ লাভ ইউ, লাভ ইউ! ও মাই পাগলু......(ইহাই পাগলু নামের রহস্য
)
★ শুধু গান গেয়ে পরিচয়! ব্লগে এসে হল দেখা, একি শুধু অভিনয়?
★ আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে,
পরান আমার রয়না পরানে.....
★ মোরা আর জনমে হংসমিথুন ছিলাম। ছিলাম নদীরও জলে, যুগল রূপে...
★ ঐ ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে।
আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে...
★ তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিনমান
তুমি আমার সারাবেলা.....
.......(চলতেই থাকবে)
আর ৪ হলেঃ.... পাঠকও নিরব....
গানাঃ
আশা ছিল মনে মনে, প্রেম করিমু তোমার সনে,
তোমায় নিয়া ঘর বান্ধিমু, গহীন বালুর চরে,
গহীন বালুর চরে....
..... (ইহার পর সে ব্লগিং ছাড়িয়া দিল)
পুনশ্চঃ
একই জোকস কপি করে, কথা আপুকেও দেওয়া হল! (ইহা কিন্তু কেউ জানে না)
আপু, তুমি আমার সিনিয়র হলে ওটা কিন্তু ফেরত দিও...
বি. দ্রঃ
ব্লগে আমার সবচেয়ে পছন্দের দুটি মানুষঃ শায়মা হক ও শিখা রহমান। আপা দুটি কি কিউট, আমাকে আনলিমিটেড মন্তব্য করার অনুমতি দিয়েছে। কিন্তু আমি আজ গৃহবন্দী, লজ্জায় কাউকে মুখ দেখাতে(মন্তব্য করতে) পারি না। কেউ কি নেই, আমাকে উদ্ধার করার???
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: আমি এখন ভূতের সাথে প্রেম করমু....
আর ভূত আপনার ঘাড় মটকাবে!
হ্যাঁ বানান ঠিক আছে মনে হয়।
এই সেই জোক! মানতেই হয়, বেশ মজা করে, যত্ন নিয়ে, মশলা মেখে লিখেছেন।
কথা আপুকেও কপি পেস্ট করে দিলেন? কিন্তু পাগলু তো আমাকে ডাকেন! এক কাজ করুন, পাগলুর জায়গা কথা কথা লিখে পেস্ট করে তারপরে ওনাকে দিন।
৩ নাম্বারের কথা তো স্বপ্নেও ভাববেন না। নট গনা হ্যাপেন এভার। আপনি নিরবতাকে সম্মতির লক্ষন ভেবে ভুল করতে পারেন সে ভয়ে ৪ নাম্বারও সম্ভব না। ১ এবং ২ এর ব্যাপক সম্ভাবনা আছে। তবে আমি এমন মার দেব, যে বেস্ট হাসপাতালেও নেবে না, আশাই ছেড়ে দেবে! এহ! ব্লগে প্রচুর খ্যাতিমান কবি আছে, ব্লগীয় আপুদের খেয়েদেয়ে আর কাজ নেই, অখ্যাতকে প্রপোজ করবে!
পাগলু নামের রহস্য এই! হুমম জানার ইচ্ছে ছিল, জানলাম আজ।
আবারো আশা করছি, আপনার সমস্যাগুলো সলভড হয়ে আবারো মুক্ত হবেন।
এ পোস্টে কেউ কেউ আপনাকে মেনশন করে কিছু কথা বলেছেন, সেগুলো দেখে জবাব দিয়ে দিয়েন, ধন্যবাদ।
৫৮| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @কথার ফুলঝুরি!
ওরে ভাই, মন্তব্য না করলে আমি যে দম আটকায়া মইরা যামু?;( মইরা গেলে আমি কিন্তু ভূত হইয়া সবাইরে ভয় দ্যাখামু!!
আমি এই পোস্টে মন্তব্য করলুম, আমার কাওসার বন্ধুর জন্য। জানোই তো, সে না থাকলে আমার কেমন, কেমন লাগে।
"কি করি আজ ভেবে না পাই" আমি না। উনি আমার চাইতেও বড় খাটাশ। শায়মা আপুকে না পেয়ে পাগলুর পেছনে লেগেছে! আমি সেফ হলে তার সাথে লড়াই হবে।
@তারেক ফাহিম,
হিরো! দারুন প্রোপিক ভাই!
নতুন পোস্ট চাই!(আমি কিন্তু মন্তব্য করতে পারবো না!)
@কলাবাগান১,
গানাঃ
Hi Friends. I am Sing Song.
Soup Song, Flop Song
Why This Kolaveri Kolaveri Kolaveri di (Music)
Why This Kolaveri Kolaveri কলা বেবী di....
@সম্রাট ইজ বেস্ট,
সম্রাটজ্বী, শুভ সকাল।
আমি কেঁচো খুঁড়তে গিয়ে সর্প দংশনের স্বীকার। আইনের মার প্যাঁচ, বোঝেনই তো......
(আমরা কিন্তু ভেতরের অনেক কিছুই জানি না। এসব কেউ জানতে চাইলে, সে রাবণ হয়ে যাবে! আপনাদের মডু, কা_ভা সাহেবকে বলেন তো, তার মাল্টি কয়টি??)
[dear blogger, your Comment Ban access has been temporarily banned for 3 days due to violation of the blog rules. the blog rule attached and pasted, 2b. (২খ.যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।)]
আমাকে গত মাসেই কমেন্ট ব্যান করেছে। জানেনই তো সামুর ৩দিন মানে, ৩ সপ্তাহ/৩ মাস/৩-বছর। মজার বিষয় হল, প্রতিবাদ করতে গিয়ে কথা প্রসঙ্গে দুটি অসভ্য শব্দ ব্যবহার করায়, আমি হলুম গৃহবন্দী! আর আসামীরা খুন করে পেল ছাড়া!!
আহা! বেশ, বেশ। ভাই মডু, তুমি কার?
এসব দেখি কানার হাট-বাজার......
(আমি তো ভেবেছিলাম সেফ না হলে/রাগ না কমলে, কোন নিক থেকে আর মন্তব্য/প্রতিউত্তর করবো না। এখন তো আমার রাগ আরো বেড়ে গেল!!)
আমি জানি মডু এই পোস্ট পড়বে, মন্তব্যও পড়বে। আমি পরিচয় দিলুম, সত্যকথার তো ভাত নাই? আমি রুটি আর পানি খাইয়াই থাকমু। আমাকে আবার হাতকড়া পরায় কি না সন্দেহ!! তবে সমস্যা নাই, আসল আইডি তে হরতাল শুরু হয়ে গিয়েছে। এই আইডিতে ও অনশন শুরু হল।
টাইপ করতে করতে আমি শ্যাষ!
ছাইড়া গেনু ব্লগের এই দ্যাশ।
কয়েকদিন কাউকে প্রতিউত্তর করব না।
সবার জন্য শুভকামনা ও ভালোবাসা।
৫৯| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯
রানা আমান বলেছেন: পোস্ট , মন্তব্য এবং প্রত্যুত্তর সব মিলিয়ে অসাধারন সার্থক একটি পর্ব ।
১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
সামু পাগলা০০৭ বলেছেন: পোস্ট, এবং ধৈর্য্য নিয়ে মন্তব্যগুলো পড়ার এবং উপভোগ করার জন্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ। উৎসাহিত হলাম মন্তব্যে।
শুভকামনা!
৬০| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫
কিশোর মাইনু বলেছেন: হোয়্যাট ড্যা?!?!?
এত বড় কথা?!?!?
এইভাবে পচানি?!?!?
খাড়ান।পাইছি আপ্নারে।
আজকে থেইকা প্রফেশনালি আপনারে পচানির দায়িত্ব নিলাম আমি।
১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সামু পাগলা০০৭ বলেছেন: হিহি! হাহা। যেমন কথা তার তেমন জবাব! পচানোর কিছু নেই!
না পান নি তো আমারে! কত দূর দেশে বসে আছি! ভেংচি! হিহি।
হায়রে দায়িত্ববান ছেলে, শেষমেষ পচানি দিতে এসে পচানি খাওয়াই কর্তব্য না হয়ে যায়!
মজার মন্তব্যে ধন্যবাদ। আশা করি কোন কথায় মাইন্ড করছেন না।
শুভেচ্ছা।
৬১| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আমারটা একটু সংশোধন হবে
আমি বলতাম তুমি ব্রাজিলে সাপোর্টার তা ই ব্রাজিল সমর্থন করি। তুমি যে দল করবে প্রয়োজনে সে দল আমি করতে পারি। যদি তুমি থাকো রাজি.....এভাবে হবে।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০
সামু পাগলা০০৭ বলেছেন: নাহ নাহ! এখন ব্রাজিল বাদ পরে যাওয়ায় আপনার প্রেম কমে গিয়েছে। ব্রাজিল যদি এখনো জেতার যুদ্ধে থাকত আপনি জোশে থাকতেন এবং প্রিয়তমাকে তাই বলতেন যেটা আমি লিখেছি!
৬২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... মজা পেলাম।
স্বাদ: 'একের ভিতর অনেক'
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২
সামু পাগলা০০৭ বলেছেন: হাসাতে পেরেছি দেখে আনন্দিত হলাম!
স্বাদ: 'একের ভিতর অনেক'
সুন্দর করে বললেন তো! ধন্যবাদ।
শুভেচ্ছা।
৬৩| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২
মোঃ খুরশীদ আলম বলেছেন: শুধু পড়লাম আর মনে মনে ভাবলাব কি কমু। মাথায় কিছু আইলে কিছু কইতে ভুল করমু না, কথা দিলাম।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৩
সামু পাগলা০০৭ বলেছেন: কথা যখন দিলেনই, কিছু শোনার অপেক্ষায় রইলাম.........
৬৪| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
মিঠু পারভেজ বলেছেন:
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪
সামু পাগলা০০৭ বলেছেন:
৬৫| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মিস বোকামতীর পরামর্শের জন্য ধন্যবাদ! সে যেহেতু রিজেক্ট বিশেষজ্ঞ তাহলে তার ভান্ডারে নিশ্চয়ই অনেক প্রপোজ জমা হয়ে আছে? তাই তার কাছে জানতে চাওয়া উচিত- কোন ধরনের প্রপোজে প্রিয়তমার মন মোমের মত গলে গিয়ে প্রিয়তম'র মনের সাথে একেবারে চিনি আর পানির মত মিশে যাবে?
ফান পোস্টে যতটুকু হাস্যরস আশা করা গিয়েছিল তা কিন্তু অনেক আগেই ছাড়িয়ে গেছে! তাই মিস বোকামতীকে অভিনন্দন! এমন পোস্ট আরও দু'চারটে পড়লে হার্টের রোগীদের আর চিকিৎসার প্রয়োজন হবে না। তাই পাগলীকে আরও কিছু এমন লেখা দেয়ার জন্য অনুরোধ করছি।
শুভকামনা রইল!
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:১২
সামু পাগলা০০৭ বলেছেন: হাই মিস্টার বোকা!
হাহা, কেউ আমার মন গলাক, তারপরে এ প্রশ্নের উত্তর জেনে জানিয়ে দেব!
আপনি বলেন, কখনো কারো মনে কিভাবে চিনি পানির মতো মিশেছেন? অথবা কেউ কিভাবে আপনার মনকে স্পর্শ করেছে?
ওহ! থ্যাংকস এ লট! সো সুইট অফ ইউ! ভীষনভাবে উৎসাহ দিলেন পরের পর্ব আনার জন্যে। জ্বি চেষ্টা থাকবে আবারো মজার কিছু উপহার দেবার।
শুভকামনা!
৬৬| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
আবু হাসান লাবলু বলেছেন: যা আর খেলমুই না..............................
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: কেন কেন কেন? কেন খেলবেন না?
৬৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৯
কিশোর মাইনু বলেছেন: বাই দ্যা ওয়ে,আমার ১২টি ছবি আছে এখানে।
এর মধ্যে কোন মাঈনু কথাটা বললে আপনি পচাবেন না।
বাই দ্যা ওয়ে,আমার শেষ তিন/চারটে পোস্টে আপনার কমেন্ট মিস করছি।
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁরে, অনেকদিন আপনার ব্লগে যাওয়া হয়না। আজকে যাওয়া হলো শেয়ারডকৃত পোস্টটির কল্যাণে। আসলে ব্লগে আসলে আড্ডাঘর সহ নানা পোস্টের কমেন্ট এবং নিজের পোস্ট লেখায় প্রচুর সময় কেটে যায়। একদিন হাতে সময় নিয়ে আপনার ব্লগে ঘুরে আসব।
থ্যাংকস ফর শেয়ারিং দ্যা পোস্ট!
শুভেচ্ছা।
৬৮| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৮
সিগন্যাস বলেছেন: আপনি ভূতটূতে বিশ্বাস করেন না বুঝি?
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০
সামু পাগলা০০৭ বলেছেন: আমি ভূত বিশ্বাস করি কিনা? হুমম, আমি এটা বিশ্বাস করি যে আমাদের জানার বাইরের একটি জগৎ আছে, সেই জগৎটি আমাদের ঘাড়ের কাছে নি:শ্বাস ফেলে কিন্তু আমরা বুঝতে পারিনা। সেটা ভূতই কিনা বা ভূতকে আমরা যেভাবে গল্প, উপন্যাসে পাই তেমন কিনা সে বিষয়ে আমি সন্দিহান। হয়ত সেই জগৎটা কল্পনার বাইরের কিছু। বিশাল কিছু!
আমার এক বান্ধবী বলেছিল, আত্মারা শুধু তাদেরকেই দেখা দেয় যারা এই সত্যটা সহ্য করতে পারে। কেননা নরমাল মানুষ তো হার্ট এটাক করবে সামনে ভৌতিক কিছু দেখলে। তাই গ্রামে সব মানুষেরই গাছে ভূত দেখার অভিজ্ঞতা গুলোকে আমি বিশ্বাস করিনা। কোন কারণে বাতাসে পাতা নড়ার গল্প যদি একবার ভৌতিক হিসেবে রটে যায় তবে সবার মনে আতংক তৈরি হয়। আর সেখান থেকে মনের ভয়ে সবাই ভূত দেখতে শুরু করে। যারা ভৌতিক বিষয়ে প্রচুর আগ্রহ রাখে এবং প্রচুর হরর বই পড়ে, মুভি দেখে তারাও এমন একটা দুনিয়ায় নিজেদেরকে নিয়ে যায় যেখানে ভূত দেখা দাঁত ব্রাশ করার মতো নরমাল কিছু। এগুলো মনের তৈরি। অথবা এমন কোন ট্রিক যা বিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করা যায়।
সারমর্ম হচ্ছে, আমি সেই দর্শনে বিশ্বাস করি যে, যা জানি তা এক ফোঁটা জল, যা জানিনা তা মহাসমুদ্র। তবে সেই অজানা জগৎ বেশিরভাগ মানুষের হাতের বাইরে থাকে। আর যেভাবে আমরা ডিফাইন করি সেই জগৎকে, হয়ত জগৎটা তেমন না! যে কারো আমি "ভূত" দেখেছি গল্পে আমার বিশ্বাস নেই, ভূত অনেক ছোট শব্দ, একটি বড় দুনিয়া আছে জানার বাইরের। সেই অজানা দুনিয়ার অস্তিত্বে আমি বিশ্বাস করি।
৬৯| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় আপু, দেখেনতো আমার তাঁকে প্রপোজ করার আইডিয়া বা ধরন টা কেমন হয়েছে ? হিহি
আমার বিশেষ মানুষটিকে প্রপোজ করার স্টাইল
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: কেমন হয়েছে সেটা ওখানেই বলে এসেছি। থ্যাংকস ফর শেয়ারিং।
আপনার ও আপনার চন্দ্রবিন্দু সহ তারের প্রতি শুভেচ্ছা রইল।
৭০| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮
সাদা মনের মানুষ বলেছেন: কঠিন হইছে আপু, আসলে এখন তো সময় নাই, নইলে আপনার এখান থেকে কপিপেষ্ট মেরে ঠিকই প্রপোজ করতাম। তয় শেষের মাইরটা না খাওয়াইলেও পারতেন
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
সামু পাগলা০০৭ বলেছেন: যাক এলেন অবশেষে। আপনাকে দিয়েই যেহেতু শুরু করেছি, তাই আপনি না এলে পোস্টটি অপূর্ণই থেকে যেত।
আরেহ সময় নেই মানে? ভাবীকে প্রপোজ করবেন। বিয়ের পরেও প্রপোজ করা যায়, সামনে আরো সময় পাশে থাকার অনুরোধ নিয়ে!
ওমা আমি তো মার খাওয়ানি, আপনিই এমন প্রপোজ করলেন যে মেয়েটি মার দিতে বাধ্য হলো। আপনার এবং আপনার প্রিয়তমার মধ্যে আমাকে টানছেন কেন?
৭১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই সিনিয়র মানুষ, জাতি হেনা ভাইয়ের ষ্টাইলটা জান্তে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা কর্ছে
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, সবকিছু ইগনোর করা যায় কিন্তু জাতির আগ্রহ নয়! তাই হেনাভাইয়ের প্রপোজ স্টাইল আসবে পরের পর্বে!
৭২| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সোহানী বলেছেন: প্রপোজ শেষ, বিয়ে সাদি ও শেষ। এবার আসলো আসল সংসারে............. তারপর কি হলো???? জানতে চাও??? আমি দিবো তার বিস্তারিত বর্ননা। ............ কত গমে কত আটা তা টের পাবে তাহারা.................।
হেনা ভাইকে তোমার লিস্টে রাখা উচিত। এতো আগ্রহী সবাই উনার ব্যাপারে.................।
অাসল কথা চমৎকারভাবে এবং শতভাগ সঠিক অনুমান করেছো।
লিখা এবং মন্তেব্যের প্রতিউত্তর অসাধারন।...............
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সামু পাগলা০০৭ বলেছেন: হেই সোহানী আপু! খুব খুশি হলাম পোস্টে পেয়ে।
হাহা, আমি সহ জাতি জানিতে চায়, অপেক্ষায় রইলাম.....
হ্যাঁএএ একদম, হেনাভাই অবশ্যই পরের পর্বে আসবে। পাবলিক ডিমান্ড বলে কথা!
পাঠ ও সুন্দর মন্তব্যে উৎসাহ দেবার জন্যে থ্যাংকস এ লট আপু।
শুভেচ্ছা।
৭৩| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৮
রাকু হাসান বলেছেন: হাহাহাহাহাহাহা ..এটা ঠিক হলো না আপু, যাদের ধরলেন সবাই কে প্রেমে ব্যর্থ করে দিলেন
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আমি কোথায় ব্যর্থ করলাম? তাদের প্রপোজ স্টাইল কতটা আবোলতাবোল তা তো জানলেনই, এভাবে তো তারা নিজেরাই ব্যর্থতা ডেকে এনেছে। আমার আর কি করার আছে?
৭৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮
রাকু হাসান বলেছেন: আবার এসে পড়লাম ,প্রানখুলে হাসলাম,মন্তব্য দেখে....
আপনি পারেন ও বটে আপু । সবাই অন্য টপিক নিয়ে লেখে আপনার টা ভিন্ন ,যার ফলে মজা টা বেশি পায় ।মানুষকে হাসানো অনেক বড় কাজ বলে মনে হয় ।
শুভকামনা ,শুভরাত্রি ।
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সামু পাগলা০০৭ বলেছেন: ইয়েস আমি পারি, উন্নতমানের ফাজলামি পারি!
প্রাণখুলে কাউকে হাসাতে পারার চেয়ে আনন্দের আর কি থাকতে পারে?
ভীষনই আন্তরিক এবং প্রেরণামূলক একটি মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!
৭৫| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি বলেন, কখনো কারো মনে কিভাবে চিনি পানির মতো মিশেছেন? অথবা কেউ কিভাবে আপনার মনকে স্পর্শ করেছে?
না, এ ব্যাপারে স্পিকটি নট থাকাই বেটার। কারণ মিস্টার বোকা এ ব্যাপারে নিজেই কনফিউজড্।
এবার মিস বোকামতীর অভিজ্ঞতার ঝুলি থেকে সে কিছু বের করুক।
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সামু পাগলা০০৭ বলেছেন: কনফিউজড? ওহো! হাতের কর গুনে গুনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গল্প ফুরোচ্ছে না তাই তো? কোনটি রেখে কোনটি বলবেন সে ব্যাপারে কনফিউজড নিশ্চই! আরেহ বলে ফেলুন, যেকোন একটা বলে ফেলুন। জাতি জানিতে চায়।
ওহ, হাত থেকে মনে পড়ল, আপনার পোড়া আঙুলের অবস্থা কি? আশা করি ভালো।
নাহ করিনা! মিস বোকামতী ভেংচি কাটিয়া এ ব্যাপারে মৌনতা অবলম্বন করিল!
৭৬| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
ভয়ে দ্বিতীয় পর্ব আর মুখ দেখল না!
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সামু পাগলা০০৭ বলেছেন: হেই!
আরেহ কিসের ভয়? আমি যখন বলেছি, দ্বিতীয় পর্ব আসবে তো অবশ্যই আসবে। আর সেখানে হেনাভাই এবং আপনি থাকবেনই। তবে একটু দেরী হবে। কদিন কিছু ব্যস্ততায় ব্লগে আসতে পারিনি, এখন কানাডা পর্ব লিখতে ও পোস্ট করতে হবে। এরপরের পোস্টটিই হবে দ্বিতীয় পর্ব। অপেক্ষা করুন, আসিতেছে.......
৭৭| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি পপুলারগো পোষ্ট
আজো রেষ চলছে!!
জেল্লা কি বাবা মেয়ের
হিংসেয় জলছে।
ব্লগে সে আসলে রাণী
কি চোখা,কি প্রাজ্ঞ?
আমি শালা নখেরও যে
নই তার যোগ্য।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১২
সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগে সে আসলে রাণী
বাব্বাহ ঢং কত!
চেয়েছিল বানাতে নিজ রাণী
পাত্তা না পেয়ে মনমতো
মুখে ফোটে অন্যকথা জানি!
হিংসে করবে লোকে আপনাকে
ব্লগে এমন ছড়াকার আর আছে কে?
আন্তরিকতায় করলেন উৎসাহিত
কৃতজ্ঞতায় মাথানত!
আমি শালা নখেরও যে
নই তার যোগ্য।
ছি ছি! এই কথার জবাবে কোন ছড়া না, নিজের স্টাইলে ব্যাক করি। লজ্জা পেলাম। আপনি ভীষনই ট্যালেন্টেড ব্লগার, এমন বিনয় দেখাবেন না যে অস্বস্তিতে পড়ে যাই। ধন্যবাদ।
৭৮| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হৃদপুরে রাণী তুমি
অবিনাশি সত্য;
বুঝে কি তা সে হে কভু
কেঁদে মরি যত্ত।
হিংসে করবে লোকে আপনাকে
ব্লগে এমন ছড়াকার আর আছে কে?
আন্তরিকতায় করলেন উৎসাহিত
কৃতজ্ঞতায় মাথানত!
ও বাবারে মলামগো
পাম দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানায়েছো শিল্প।
১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: হিহি হাহা! হাসি পায় শুধু
সত্য নয় সেতো বিষাক্ত মধু
মিছে কথায় মন ভোলে না
নিজেই ডাকেন নিজের অশ্রুকণা!
ব্লগে সে আসলে রাণী
কি চোখা,কি প্রাজ্ঞ?
আমি শালা নখেরও যে
নই তার যোগ্য।
আমার চেয়েও বড় শিল্পকার একজনা
ওপরের লাইনগুলো করেছেন রচনা
তার থেকেই শিখেছি, তাকে গুরু মানি
ছাত্রীর সাফল্যে সফল তিনি।
৭৯| ১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
কাওসার চৌধুরী বলেছেন:
স্যরি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত এক সপ্তাহ ব্লগে না থাকায় আপনার লেখাগুলো পড়া হয়নি। আজ আপনার মিস হওয়া পোস্ট পড়তে এসে আক্কেলগুড়ুম!!! আমিও আপনার লেখায় আছি। এটি আমার জন্য অনেক সম্মান ও উৎসাহের। আপনি যে আমার পোস্টগুলো মাঝে মাঝে পড়েন, তা জানতাম না!!! আমার পোস্টে আপনার কোন কমেন্ট নেই বলে ভাবছিলাম আমার লেখা হয়তো পড়েন না!!! যাক অনেক খুশি হলাম এমন গুণী একজন ব্লগার (আপু) আমার লেখা পড়েন এজন্য
আর লেখার টপিকটা তো দারুণ । বাস্তব জীবনে আপনার দেওয়া ডায়লগ গুলো দিতে পারলে প্রেমে সফলতা ০% না হয়ে ৬০-৭০% হতো নিশ্চিত
।
আমাকে নিয়ে আপনার লেখা শেষ অংশটি ইউনিক। এগুলো কপি করে রেখে দেব, জীবনে এমন সফলতার দিন আসলে আসতেও পারে
। লাইকের পাশাপাশি লেখাটি প্রিয়তে রাখলাম। আবারও কৃতজ্ঞতা।
শুভ কামনা রইলো, আপু।
১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪
সামু পাগলা০০৭ বলেছেন: যাক! এই পোস্টে যাদের নাম নেওয়া হয়েছে, তাদের মধ্যে আপনিই বাকি ছিলেন। এলেন অবশেষে। আমার খুবই ভালো লাগছে!
আরেহ ক্ষমার কি আছে? সময় সুযোগ করতে পারলেই তো ব্লগে আসবেন এবং পোস্ট পড়বেন।
আমিও আপনার লেখায় আছি। এটি আমার জন্য অনেক সম্মান ও উৎসাহের।
ধন্যবাদ, এমনকিছু লিখে আপনি আমাকে সম্মানিত করেছেন।
আপনার লেখায় মন্তব্য না করার কারণ, আমি লেখাগুলোতে চোখ বুলিয়েছি। ডিটেইলে পড়িনি, আর ডিটেইলে না পড়লে মন্তব্য করিনা। ডিটেইলে না পড়ার কারণ জাস্ট সময় সুযোগের অভাব। আপনার লেখা কিছুটা পড়তে পড়তে মায়ের ডাক, ফোনের ম্যাসেজ ইত্যাদি লেগেই থাকে কেন যেন। একদিন সময় করে আপনার ব্লগে যেতে হবে।
না, বাস্তব জীবনে এমন ডায়ালগ দিয়ে নেগেটিভ % এ চলতেন, প্রেম তো মিলতোই না, উল্টো মারধোর ফ্রি!
আপনি সফলতা কোথায় পেলেন বলুনতো? এ পোস্টের সবাই তো প্রেমে ব্যর্থ!
পাঠ, মন্তব্য, লাইক এবং প্রিয়তে রেখে কৃতজ্ঞ করেছেন।
শুভেচ্ছা অফুরান।
৮০| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০
মোঃ খুরশীদ আলম বলেছেন: মাথায় এখনো কিছু আসেনি ভাই।
১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সামু পাগলা০০৭ বলেছেন: আমি ভাই নারে বোন।
আর মাথায় কিছু আসেনি বলতে কি বুঝিয়েছেন?
৮১| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: কনফিউজড? ওহো! হাতের কর গুনে গুনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গল্প ফুরোচ্ছে না তাই তো? কোনটি রেখে কোনটি বলবেন সে ব্যাপারে কনফিউজড নিশ্চই! আরেহ বলে ফেলুন, যেকোন একটা বলে ফেলুন। জাতি জানিতে চায়।
আরে না। ডিজিটাল যুগে আমি এখনও অ্যানালগই রয়ে গেছি। একাধিকের চিন্তা এখনও মাথায় আসেনি।
ওহ, হাত থেকে মনে পড়ল, আপনার পোড়া আঙুলের অবস্থা কি? আশা করি ভালো।
খুবই আপ্লুত হলাম! খোঁজ নেয়ার জন্য মিস বোকামতীকে অসংখ্য ধন্যবাদ! আঙুল আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।
১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: আরে না। ডিজিটাল যুগে আমি এখনও অ্যানালগই রয়ে গেছি। একাধিকের চিন্তা এখনও মাথায় আসেনি।
আজকালকার সব ছেলে মনে মনে ডিজিটাল আর মুখে মুখে ভাব ধরে যে মাছ ভাজা কেউ প্লেটে এনে, বেছে, ভাত দিয়ে মাখিয়ে দিলেও সে খেতে পারবে না! আহারে! কত্ত সরললল! এত সরলতা দেখে আবেগে আমার কান্না আসে। হাহা জাস্ট কিডিং।
মোস্ট ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, জেনে আনন্দিত হলাম যে হাত ভালো হয়ে গেছে।
৮২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
মোঃ ইলিয়াস হোসাইন বলেছেন: হা! হা! হা! কি মজা। প্রপোজের ঘনঘটা দেখে সবগুলা পানিই ভিজে একাকার। তবুও আমি ও আমরা খুবই আনন্দিত। যারা এই পোস্টের শিকার শুভ কামনা আপনাদের জন্য।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২২
সামু পাগলা০০৭ বলেছেন: মজার পোস্টের উদ্দেশ্য থাকে মানুষকে হাসানো। আপনাকে হাসাতে পেরে সফল বোধ করছি।
ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা।
৮৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
নীল আকাশ বলেছেন: এসে এই পর্ব টা পড়ে গেলাম। চমৎকার লেগেছে, যেমন পোষ্ট ঠিক তেমনই মন্তব্য গুলি।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোষ্ট দেবার জন্য।
শুভ কামনা রইল!
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম, কষ্ট করে এই পর্বটিও পড়ে যাবার জন্যে আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
হুমম সবাই অনেক সুন্দর সব মন্তব্য করেছিল এই পোস্টে। আমি কৃতজ্ঞ সবার প্রতি।
ভীষন ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
আমি কই? এক্ষুনি এডিট করেন! নাইলে পড়মু না।