নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগারেরা কিভাবে প্রিয়তমাকে প্রপোজ করিবেন এবং কি জবাব পাইবেন? (সামুপাগলার ফাজলামি পোস্ট) :P

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

এই পোস্টে ভূমিকার প্রয়োজন নেই, কেননা আমার হাত নিশপিশ করছে মূল বিষয়ে পৌঁছাতে, সো লেট স্টার্ট! ;) :)

পূর্বের পর্ব:

কোন ব্লগার কিভাবে প্রিয়তমাকে প্রপোজ করিবেন এবং অপরপ্রান্তের জবাব কি হইবে? (সেই লেভেলের ফাজলামি পোস্ট):P
কোন ব্লগার কিভাবে প্রিয়তমাকে প্রপোজ করিবেন এবং অপরপ্রান্তের জবাব কি হইবে? (আবারো সামুপাগলার ফাজলামি) :P

-----------------------------------------------------------------------------------------------------------------------------

প্রামানিক: ব্লগ সেরা ছড়াকারের প্রপোজে ছড়া তো থাকবেই! :)

প্রপোজ স্টাইল:

কন্যে তোমার লালচে চুল
পাগল হলো প্রেমিক কুল
আমি এক অধম ভক্ত
দেবীর চরণে দানিব তাজা রক্ত!

একি তোমার চোখে পানি?
ভেবোনা হৃদয় রাণী
নিজ আঙ্গুলের রক্ত নয়
মুরগী দেব জবাই! ;)

রান্না করে দিও আমায়
পেঁয়াজ মরিচ দই মাখানো
সেকেলে গ্রাম্য বিয়ের দাওয়াত
মনে পরে যেন! :D

তোমায় কত ভালোবাসি
কি দেব তুলনা?
গোঁফের মতোই আপন তুমি
নিঃশ্বাসের স্পর্শে মেশা আপনজনা! ;)

ছড়া শুনে দীর্ঘ ক্ষন হা হয়ে থাকার পরে কন্যে বলিল: আপনি আপনি আপনি একটা বিদঘুটে! ইশ! রাগে মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে। এভাবে কেউ ভালোবাসার কথা বলে? আপনার তো প্রেমিকা নয়, রান্নার মাসি দরকার। আর ছন্দের কি বাহার! গোঁফের সাথে আমার তুলনা? ইয়াক! আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান, নাহলে আপনার গোঁফের ইন্নালিল্লাহ করে দেব X(( X(( .....


হাবিব স্যার স্বল্পসময়েই মেধা ও আন্তরিকতার সাথে সবার মনে জায়গা করে নেওয়া ব্লগারটির প্রপোজ স্টাইল জেনে নেই চলুন!

প্রপোজ স্টাইল:

তোমার হাসি হচ্ছে আসল
গালের টোলটি যেন সুদ;
দোষ কি দেবে বলতো?
যদি হই ঋণে জর্জরিত!! :)

ভালোবেসে টানলে কাছে
প্রেমের শেয়ার বাজারে,
রবে অধিক মুনাফা লাভে
থাকবে যত্নে হৃদমাঝারে!!

যদি হও নিষ্প্রাণ প্রতারক
ঋণখেলাপির দায়ে থাকবে কারাগারে। X((
যদি আজ হ্যাঁ বল, অন্তরে রাখো মোরে -
আজন্ম ঋণী হয়ে থাকব প্রিয়ারে!! :`>

কবিতাটি আমি এজ ইউজাল এক ব্লগারের প্রতিউত্তরে লিখেছিলাম, ;) তোমাকে দেখামাত্র মনে হলো, যেন তোমার জন্যেই লেখা হয়েছিল! :P


নাঈম জাহাঙ্গীর নয়ন: ছড়াকার, আবৃত্তিকার, গীতিকার, গায়ক - নানা গুণে গুনান্বিত মানুষটির প্রপোজ স্টাইল নিম্নরূপ:

প্রপোজ স্টাইল:

আমি তোমার জন্যে
রাখবে এই বিশ্বাস
মন বলে ভালোবাসি
ভাবছি, ভুল'তো সেটাই!

হৃদয় পোড়া গন্ধে
কান্দেরে মন
ভালোবাসার সুখ পাখি হয়ে
দিয়ে গেছ ক্ষত
কষ্টগুলো ক্ষরস্রোতা নদীর মতো!

কি করি এখন?
তোর পিরিতে জীবন আমার গেল!
এখানেই বেদনার শেষ নেই
জীবন মানেই তো যন্ত্রণা
ও'পাষানী বুঝবেনা!

প্রিয়তমার জবাব: কস কি মমিইন্না? থুক্কু নয়ন্না? তুই তো ব্যাডা পুরাই দেবদাস আচিস! মদ টদ খাস নাহি? এইডা লাভ লেটার লিখচিস না টেরাজেডি মুভির গান? তোর তো কি কইলি যেন, হ হ প্রিয়তমা লাগব না, তোর দরকার টিস্যু পেপার! আহারে বেচারা, কত্ত দুঃখ! যাভিবি দিল ছোট হইব, আমার বাপের হোটেলে যাইবি। পুরান ঢাহার বিরিয়ানি খাইলে তোর সব দুঃখ ভুইল্লা যাবি! হ! অহন যা গা, আমার বফ আমারে রিং দিছে।
ঐ দাড়ায়া আছস কিল্লায়? যাহ কইলাম। ;) :D


সৈয়দ তাজুল ইসলাম : সকল ব্লগারকে ভীষন আপন ভাবা, গুণী লিখিয়ের প্রপোজ স্টাইল কেমন যে হবে! ;)

প্রপোজ স্টাইল:

সৈয়দ তাজুল ইসলাম: তোমার স্বপ্নেই আমি দিনরাত বিভোর থাকি। তোমার কথা ভেবে আমার "ব্লগ পরিচয়ে" এত মুরুব্বীর সামনে নির্লজ্জের মতো টাঙিয়ে রেখেছি, "সকল সুন্দর শিরোনাম প্রিয়তমার জন্য!" :`> তোমার প্রশংসায় কি আর বলব? তুমি ব্লগার বৃষ্টি বিন্দু আপুর মতো আন্তরিক ও চঞ্চল। ব্লগার কালীদাসের মতো বাস্তববাদী ও স্পষ্টভাষী! ব্লগার কবি রহমান লতিফের বই "জীবনের ব্যাকরণ" নামের মতোই তুমি আমার ব্যাকরণ।

প্রিয়তমা: কিসব আবোল তাবোল বলছেন? ব্লগ ব্লগার! আমি কিছু বুঝতে পারছিনা, আমাকে বিশেষ কি একটা বলার জন্যে ডেকে আনলেন সেটা বলেন।

সৈয়দ তাজুল ইসলাম: হ্যাঁ হ্যাঁ বলছি, আসলে তুমি তো বুঝতেই পারছ কি বোঝাতে চাইছি। আমি তোমার অযত্ন হতে দেবনা। সামনে তোমার জন্মদিনে সদা হাস্যোজ্জল ব্লগার সোহানী আপুর জন্মদিন পোস্টে যে কেকের ছবি দিয়েছিলাম তেমন টেস্টি কেক, আর মহৎ মনের অগ্নি সারথি ভাইয়ার জন্মদিন পোস্টের বিশাল দাওয়াতের মতো আয়োজন করব। :)

প্রিয়তমা: ওহ আচ্ছা বুঝলাম, আপনি সবার জন্মদিন পালনের ঠেকা নিয়ে রেখেছেন, কেটারারের কাজ করেন। ঠিক আছে সামনে আমার ফিয়ান্সের জন্মদিন আসছে, ওর জন্মদিনের দায়িত্ব আপনাকেই দেব। আর অনুষ্ঠানের যাবতীয় ছবি আপনার ব্লগেও দিয়ে দিয়েন। ওকে? বাই! :P


নীল আকাশ: দারূণ মেধাবী গল্পকার ও হেল্পফুল ব্লগারটির প্রপোজ স্টাইল হবে এমন:

প্রপোজ স্টাইল:

আপনি দেখতে ভীষন সুন্দরী, স্বভাবও অনেক ভালো। কিন্তু কিছু কিছু বিষয়ে কাজ করা প্রয়োজন। :)

১) কপালের টিপ, ঠোঁটের লিপস্টিক, কানের দুল এর রং ও ডিজাইন পোশাকের সাথে মিলিয়ে ঠিক করে রাখবেন। যেমন, আপনার টিপ ও লিপস্টিক একেবারেই মিল খাচ্ছেনা, দৃষ্টিকটু লাগছে দেখার সময়ে। এদিকে সামনে থেকে সতর্ক হবেন।

২) হাসার সময়ে কালো মাড়িটা যেন না দেখা যায় সেজন্যে হালকা হালকা করে হাসবেন, গল্পের ছোট ছোট প্যারার মতো। B:-)

৩) কথাবার্তার ভঙ্গিতে বিশেষ সমস্যা দেখতে পারছি। কথা বলার সময়ে দাড়ি, কমার দিকে লক্ষ্য রাখবেন। এক নিঃশ্বাসে সব বলে গেলে শ্রোতার বুঝতে অসুবিধা হবে। শুদ্ধ ভাষার দিকে জোর না দিয়ে যেভাবে নিত্য কথা বলেন সেভাবেই বলবেন, কেননা অনভ্যাসে গুলিয়ে ফেলছেন দুটো। প্রয়োজনে আয়নার সামনে দাড়িয়ে ব্রিথিং এন্ড স্পিচিং প্র্যাকটিস করবেন।

ওপরের কোন বিষয় বুঝতে অসুবিধা হলে আমার ব্লগে ঘুরে আসবেন। সকল বিষয়ে পোস্ট রয়েছে। লিংকগুলো আমি আপনাকে পাঠিয়ে দেব। :D দয়া করে সেগুলো উদার ও খোলা মনে পড়বেন। কেউ তো পৃথিবীতে আসার আগেই সব শিখে আসেনা। আপনার মধ্যে পোটেনশিয়াল আছে। আমি কিন্তু অন্য কাউকে এতটা খেয়াল করিনা বা উপদেশ দেইনা, ;) আপনার মধ্যে সেই ব্যাপারটা আছে মনে হলো। এজন্যে খুঁটিয়ে খুঁটিয়ে বারবার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে দেখেছি। ;) আপনি চেষ্টা করুন, পারবেন পুরোপুরি আমার মনের মতো হতে। :) আগ বাড়িয়ে এত কিছু বললাম বলে মাইন্ড করবেন না নিশ্চই। ওহ আপনার ইমেইল এডরেসটি দিন, আমার পোস্টের লিংকগুলো পাঠাব।

মেয়েটি হা হয়ে এতক্ষন শুনছিল, কথা শেষ হবার পরে একটি কাগজে কিছু লিখে চলে গেল। সেই কাগজটিতে লেখা ছিল,

"[email protected]" আপনাকে পাবনার পাগলাগারদের ইমেইল দিলাম, প্রেমিকা নয় আপনার চিকিৎসা দরকার।" ;) :D :D


নূর মোহাম্মদ নূরু: গুণী এই ব্লগারের কল্যাণে নানা গুণী মানুষের ব্যাপারে জানতে পারি, বিশেষ দিনগুলোতে তাদেরকে স্মরণ করতে পারি।

প্রপোজ স্টাইল: তোমায় প্রথম দেখেছিলাম ১৪২৩ সালের দশম বৈশাখে। হুট করে হেসে উঠেছিল কি একটা কথায়, কিন্নরকন্ঠী গায়িকা উৎপলা সেন যার জন্ম ১২ মার্চ, ১৯২৪ ইং এবং মৃত্যু ১৩ ডিসেম্বর ২০০৫ ইং, তার মতোই বেজে উঠেছিল সেই সুর। এরপরে আবারো তোমার সাথে দেখা হয় ১৪২৪ সালের তেসরা জৈষ্ঠ্যে, সেদিন জেনেছিলাম বাংলা কথাসাহিত্যের সম্রাজ্ঞী ভারতীয় মহিলা ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী যার জন্ম ০৮ জানুয়ারি ১৯০৯ ইং, এবং মৃত্যু ১৩ জুলাই ১৯৯৫ ইং, তার মতোই আটপৌরে কিন্তু গভীর অন্তর্দৃষ্টি সম্পন্না তুমি! এরপরে আবারো দেখা হয় ১৪২৫ সালের মাঘের শুরুতে, তখন বুঝি স্ববাক বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী যার জন্ম ১৯২৪ সালের মে মাসে বনগাঁতে এবং ১৯৯৫ সালের ৫ জানুয়ারি ঢাকায় মৃত্যু, তার মতোই সাহসী ও রূপসী তুমি। এরপরে তোমার সাথে কথা বলে মনে পরে যায়...

মাঝপথে বালিকা থামিয়ে বলে: আপনার চেহারা দেখে অর্ধ পাগল মনে হয়েছিল, কথা শুনে বুঝলাম পুরাই গন কেস! এ কি অবস্থা! কিসব সাল বিড়বিড় করে বলে যাচ্ছেন! আমার মাথা ঘুরছে, কেউ আমাকে ধরো, মাআআআ গোওও বাবাআআ গোওওও, বয়ফ্রেন্ড গোওওও :( :P


আর্কিওপটেরিক্স: মেধাবী, ও ভীষন এক্টিভ ব্লগারটির সামুকে নিয়ে ভাবনার অন্ত নেই। তার প্রপোজ স্টাইলেও দেখা যাবে তারই ছায়া। ;)

প্রপোজ স্টাইল: বালিকা তোমার মুখটা যেন সামুর মতোই উজ্জ্বল মুখর, যদিও স্ক্রিন ব্রাইটনেস, ক্লিয়ারিটি বাড়াতে কর্তৃপক্ষ আরো কাজ করতে পারে। B:-) তোমার হাঁটাচলা সামুর সহযোগিতা পেইজের মতো, রহস্যময়, নির্দিষ্ট দিক নির্দেশনা নেই। তোমার টিপ দুই ভুরুর মাঝখানে ঠিক স্পেসে পড়েনি, অবশ্য তোমার দোষ নয় তা, সামুতে স্পেস বিষয়ক লেখাই তো নেই। X( সবকিছু আমি ঠিক করে ফেলবে আস্তে আস্তে। চাঁদগাজী ভাইকে নিয়ে যেভাবে আমি গবেষনা করেছি, উল্টেপাল্টে তাকে পড়েছি, তোমার গভীর থেকে গভীরে সেভাবেই জানতে চাই। দেবে কি আমায় সেই সুযোগ?

বালিকার জবাব: তুই এক কাজ কর, তোর সামুরে বিয়া কর আর চাঁদগাজীরে কাজী রাখিস। আমার সাথে ফারদার কন্ট্যাক্ট করার চেষ্টা করলে তোর নামে সামু অফিসে গিয়ে মামলা করমু। ফাজিল ছোড়া! প্রপোজ করতে এসে আজেবাজে কিসব বকে যাচ্ছে! যত্তসব! ;) :-B

-----------------------------------------------------------------------------------------------------------------------------

পোস্টটি দেখামাত্র তরিৎ গতিতে ক্লিক করে নিচে স্ক্রল করতে করতে যারা নিজের নাম দেখতে না পেরে একই সাথে রিলিফ ও কিছুটা খারাপ লাগার মিশ্র অনুভূতির মধ্যে পরেছেন, ;) তাদেরকে বলব, ডোন্ট ওয়ারি ডিয়ার, ইউ মাইট বি নেক্সট! ;) :)
আর যাদের নাম পোস্টে নিয়েছি তারা মাইন্ড করবেন না সেটা মোটামুটি জানি, তবুও কিছু খারাপ লেগে থাকলে সরি। রম্যকে রম্য হিসেবেই দেখার অনুরোধ রইল সবার প্রতি। লাভ ইউ অল! :)

ওহ হ্যাঁ পূর্বের পর্বে ব্লগার ভ্রমরের ডানা আমার প্রপোজ স্টাইল নিয়ে বেশ কয়েকটি পার্ট লিখে ছিলেন। এই পোস্টটি পড়ে কেউ আমার প্রতি অসন্তুষ্ট অথবা বিরক্ত হলে, সেগুলো পড়ে মনের জ্বালা মেটাতে পারেন। :)

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

জোসস একটা পোস্ট..... :D

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকু থ্যাংকু!

রম্যকে রম্য হিসেবে নেবার জন্যে আলাদা করে ধন্যবাদ। :)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা আমার অংশের কতৃপক্ষটা কে :D :D
আর এতো গভীরে পাঠিয়ে দিলেন B-))
গভীরতা ভালো ;)

চাঁদগাজীরে ব্লগের কাজী ঘোষণা করা হোক B-)

আমার লাস্ট পোস্টটা পড়েই বুঝি এ অবতারণা :||

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আপনিই জানেন কে কর্তৃপক্ষ। প্রপোজ তো আপনি করেছিলেন, আমি কিভাবে জানব? ;) :D

নাহ আপনার বেশশ কয়েকটি পোস্ট পড়ে এর অবতারণা! :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: হাসতে হাসতে দাঁত খুলে আসার অবস্থা =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: মনি আপু! হাহা থ্যাংকস, সবার দাঁত খুলে ফেলাই পোস্টের উদ্দেশ্য! ;)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: আমার নামটাই এক নম্বরে
বলছি ভেবে তাই
নিজের গিন্নিই প্রিয়তমা
অন্য কেউ আর নাই।

প্রপোজ ছড়া ভালই লাগল
শেষে নাইরে মিল
এমন পোষ্ট গিন্নি দেখলে
খেতেই হবে কিল।

তাই তো মাফ চেয়ে ভাই
গেলাম অনেক দূরে
প্রপোজ বয়স যাদের আছে
চালাও গানের সুরে।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

সামু পাগলা০০৭ বলেছেন: প্রামানিক ভাই!

এজন্যেই তো আপনি ব্লগ সেরা ছড়াকার! কত কম সময়ে ছন্দ মিলিয়ে মনের কথা সাজিয়ে ফেলতে পারেন! ভাবলেই অবাক হয়ে যাই!

নাহ নাহ দূরে যেতে দেবনা, প্রেমের ও প্রপোজের কোন বয়স হয় নাকি? আপনিও সবার সাথে প্রেমের সুরে সুর মিলিয়ে যান! :)

রম্যকে রম্য হিসেবে নেবার জন্যে ধন্যবাদ।
ভীষন ভালো থাকুন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সোহানী আপুর জন্মদিনের পোস্টের কেকটা আমার দেওয়া B-))

টিপটাকে CSS দিয়া ঠিক করতে হবে :P
নারীরা এমনই.... রহস্যময়ী ;)

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: সৈয়দ তাজুল ইসলামের গার্লফ্রেন্ডের জন্মদিনের কেকটাও আপনি দিয়ে দিয়েন! নিজের কেউ না থাকলে অন্যদের সুখে সুখী হওয়া ছাড়া উপায় কি? ;)



৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: কতৃপক্ষের কথা থাক :-<
একটু ভালোবাসা মানে... আশা করছিলাম B-))

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: ডট ডটে কাজ নেই বস, স্পষ্ট করে বলেন কি আশা করেছিলেন? :P

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

সব গুলোই মজার!

নূরু ভাই আর অর্কিরটা বেশী মজা লাগলো :)

সবার কথা যে বলে বেড়ায়, শাস্ত্র কিন্তু বলে তার মনেই আকুলতা বেশি :P
নারী ব্লগারদের নিয়ে একটা স্পেশাল পোষ্ট চাই! যেখানে সখির প্রপোজ ষ্টাইল মাষ্ট! ;)
কি হবে নাকি?

যাপিত জীবনের টাসাপোড়েনে মাঝে মাঝে এমন হাস্যরসের পোষ্ট রিলিফ দেয় বৈকি!
অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অন্তহীন

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

থ্যাংকস এ লট!

মানুষজন আমাকে কি মনে করে? মাদার তেরেসার মতো মহান কেউ? যে নিজেই নিজেকে নিয়ে রম্য লিখে মানুষ হাসাব? ;) :)

ব্লগার আপুদের নিয়ে প্রপোজ পোস্ট লিখতে ভয় করে, তবে ভয়কে জয় করার চেষ্টা করব কোন একদিন। :)

যাপিত জীবনের টাসাপোড়েনে মাঝে মাঝে এমন হাস্যরসের পোষ্ট রিলিফ দেয় বৈকি!
এজন্যেই পোস্টটি লেখা সখা। নিজে রিলিফ পেতে এবং অন্যকে রিলিফ দিতে!

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা!

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চাহিদা মতো সরবরাহ করা হবে ;)

ডট ডটের ব্যাপারটা থাক :``>> B-))

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

সামু পাগলা০০৭ বলেছেন: হিহি হাহা, অন্যের জিনিস সরবরাহ করেই জীবন কাটিয়ে দিন তাহলে!

নাহ নাহ থাকবে কেন? জাতি যে পরম আগ্রহে জানিতে চায়!

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

বলেছেন: মহা মজা

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস। :)

অ: ট: আপনার প্রোফাইল পিকের ম্যাসেজটি সুন্দর।

শুভেচ্ছা!

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: একদম হুবহু লিখেছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা হোহো হিহি! এমন হুবুহু পরিস্থিতির মধ্য দিয়ে ব্লগারেরা যান তার মানে!

থ্যাংকস মন্তব্যে।
শুভেচ্ছা!

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার অবজারভেশন পাওয়ারকে স্যালুট জানাই ! উপভোগ্য পোস্ট।।++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংক এ লট। আপনার মন্তব্যে ভীষনভাবে আনন্দিত ও উৎসাহিত বোধ করছি।

আপনার জন্যেও শুভকামনা ও ভালোবাস রইল আপনার পক্ষ থেকে!

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন:
হা হা নূর মোহাম্মদ নুরু ভাই এরটা জোশ !

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই অনিক! কেমন আছ বান্দর? ;)

মজার ব্যাপার হচ্ছে যখন লিখছিলাম তখন ওটাই একটু বোরিং হয়ে গেল মনে হচ্ছিল। কিন্তু তুমি এবং আরেকজনও বলল যে ওনারটা বেটার ছিল! যে লেখে আর যারা পড়ে তাদের দেখার মধ্যে কত পার্থক্যই না থাকে!

যাই হোক, ঘুরে যাবার জন্যে থ্যাংকস।
ভালো থেকো।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জেনে গেলাম আমাদের প্রিয় কয়জন মানুষের প্রপোজ স্টাইল। সবাই ভাল থাকুক কামনা সবসময়ের।
আমাদের ম্যাডাম ভাল থাকুন, হাসিতে রাখুন সবাইকে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: সুজন ভাই!

অনেক সুইট একটি মন্তব্য রেখে গেলেন! থ্যাংকস এ লট।

আমিও একই কামনা করি, সবসময় হাসতে ও হাসাতে থাকুন।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জোসস্! কী মগুজে লোক রে বাবা!! মাথায় কিভাবে এতকিছু গিজগিজ করে ভেবেই পাই না!!! মনে হয় ছোটবেলায় বেশি বেশি মাছ খাওয়া হয়েছিল!!!! :-B নুরু ভাইয়েরটা জাস্ট অসাম!!!! তা মাথা থেকে কিছু (কু)বুদ্ধি অন্যকে ধার দেয়া যায় না? :P :P

অনেকেরটাই তো হল, এবার মিস বোকামতীর নিজের প্রপোজের স্টাইলটা কি জাতির জানার অধিকার নাই?। :P

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মিস্টার বোকা!

লোকক টা আবার কে!!!!

আপনিও ওনারটাই বেশি পছন্দ করলেন! হাহা, আমার উল্টো মনে হচ্ছিল সেই লেখাটা একটু বোরিং হয়ে গেল নাকি! যাই হোক, থ্যাংকস।

আমি বোকা মানুষ, সু হোক বা কু, কোন ধরণের বুদ্ধিই নেই, আবার অন্যকে ধার দেওয়া! :P

আরেহ এর আগের পর্বেই তো ভ্রমরের ডানা কয়েক পার্ট লিখেছেন আমার প্রপোজ স্টাইল নিয়ে। এতগুলো পার্ট পড়েও জাতির খাই খাই স্বভাবটা আর গেল না! ;)

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

নীল আকাশ বলেছেন: পড়ছি আমি আগেই, কিন্তু মনের ভিতরে ছ্যাকামাইছিনের দু:খ নিয়ে কি আর মন্তব্য করা যায়! যান, আর কাউরে প্রেমের প্রপোজাল নিয়া কিছু কমু না। যেই ছ্যাকা দিল আমারে, কয় দিনে যে হজম করুম বুঝতে পারতাছি না। এই মাইয়া তো ছ্যাকায় আমার শবনমরেও হার মানাইছে। :(( :(( :((

ভাবছিলাম এই মাইয়্যারে নিয়া মিষ্টি মিষ্টি কবিতাটার ২য় পর্বটা লিখুম। আর লিখুম না............। :( :( :( ভাগ! গেলি!

আমারে পাগল কস, ঠিক আছে মনে রাখিস
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মর” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!


ব্লগ থেকে গাপ হয়ে গিয়েছিলাম আপনার প্রিয়তে রাখা আগের লেখাটার প্রতি পোষ্ট দেবার জন্য। এইটারেও প্রিয়তে রাখলাম। সময় পেলে এটারও প্রতি পোষ্ট আসবে কইলাম কিন্তু.......

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই রম্যকে রম্য হিসেবে নিয়ে মজা করার জন্যে আন্তরিক ধন্যবাদ।

আহারে, দুঃখ কইরেন না, আপনি বললে আরেক পর্বেও আপনার প্রপোজ স্টাইল নিয়ে লিখব নাহয়, তখন মেয়েটি ছ্যাকা নাও দিতে পারে, আবার দিতেও পারে। ;) তবে চ্যান্স একটা নেওয়াই যায়, কি বলেন? :D

এজ ইউজাল দারূণ মন্তব্য দানে কৃতজ্ঞতা।

অধীর আগ্রহ এবং ক্ষানিক ভীতির সহিত আপনার প্রতিপোস্টগুলোর অপেক্ষায়........

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

হাবিব বলেছেন:



এতো কিছু ঘটলো ব্লগে আমি কেন দেরিতে
প্রিয়ার সাথে দেখা করতে ছিলাম গ্রামের বাড়িতে!

এখন আসি মজার লেখায় সামু পাগলার বাড়িতে
এ মা...., এতো দারুণ লেখা, কি মন্তব্য করি?
কিছু কি লিখবো তড়িঘরি?
আচ্ছা লেখি ছড়া, ঝালটা দিবো কড়া!
কিন্তু???
অল্প বাদে চেয়ে দেখি কিচ্ছু নাই হাড়িতে!!!

কি যে ট্যালেন্ট মাথার ভিতর আল্লাহ দিলো তোমারে
ব্লগটা দেখে পাগলা হাওয়া দোলায় দেখি আমারে!!


এখন আসি প্রেম নিবেদন ব্লগ কথনে
কেমনে এতো মজা করো আপন মনে?

আমি যদি অমন করি প্রেম নিবেদন করি
তুমি কি পড়বে প্রেমে না কি যাবে ছাড়ি???


সুদ আসল বুঝিনা তোমায় শুধু চাই
মূলধন যাক সবই চলে তোমায় যেন পাই!


আমার নাম দেখে তো আমি মহাখুশি........ :-B

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: হায় হায় কেমন ছেলে
লাজ শরম সব জলে ফেলে
গ্রামে রেখে প্রিয়া
ব্লগে এসে খোঁজে নয়া হিয়া! ;)

সুদ আসল মূলধন
সেসবের পেছনেই ছুটুন নাহয়
পেয়ে যাবেন কঠোর চেষ্টায়
কিন্তু কোন প্রপোজ, সাধনা, কষ্টেই
জুটবে না "তোমায়" নামক অমূল্য রতন! ;)

হাহা নিজ নাম দেখে হয় খুশি রম্যতে
আমার নামে পাগলা যুক্ত
দুনিয়ার সবাই দেখি মজে নিত্য
নতুন পাগলামিতে!

আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ
উদার মনে রম্যকে দেখায়
সুন্দর ছড়া মন্তব্যে
মন খুশিতে পূর্ণ প্রায়! :)

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



পাগলীটা পারেও বটে!! কেম্নে এতো চমৎকার লিখেন, আফামনি? চমৎকার হিউমার, দারুন চরিত্র বিশ্লেষণ আর উপস্থাপনা। আপনি রম্য লেখলে আরো ভালো করতেন। ডাবল লাইক দিলাম, আইমিন লাইক স্কয়ার!!

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই চৌধুরী সাহেব!!

পাগলীটা পারেও বটে!!
হাহা, কত আন্তরিক ভাবে বললেন! যেন কতদিনের চেনা পরিচিত!

আপনি রম্য লেখলে আরো ভালো করতেন।
ইহার অর্থ কি দাড়াইল? আমি তো রম্যই লিখেছি, লিখলে ভালো করতাম! উরে মা, আমার রম্যটা কি রম্য হয়নি নাকি! ;)

থ্যাংকু থ্যাংকু, সুইট কমেন্ট এন্ড লাইকের জন্যে!

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

হাবিব বলেছেন:



শীতের মধ্যে তিন পাগলের মেলা হলে
ছন্দ ছড়ায় কিছু যদি ভাবনা মিলে
কি আর এমন দোষের কম্ম বলো দেখি?

তোমার অমন ছন্দ ছড়ায় বৃষ্টি এলে
সবাই মিলে না হয় ভিজি ঠান্ডা জলে
এমন মজা কোথায় পাবে বলো দেখি?


১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: দোষের নয় মানি তো
ছন্দ ছড়ায় সুরে তালে
জীবন যদি কেটে যেত
কার কি ক্ষতি হতো?

উরে বাবারে
শীতে বাঁচিনা আবার বৃষ্টি
শীতলতায় যাব মরে! ;)

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

মুক্তা নীল বলেছেন: এতো সুন্দর, হাস্যকর ও মজার একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ। সবাই আনন্দ পাবে। যে সবাইকে এতো আনন্দে মাতিয়ে রাখতে পারে, তার মনটা না জানি কতো সুন্দর। (পাম দিলাম) না।
তবে কিঞ্চিত দুঃখ পেলাম এই ভাবিয়া, নীলআকাশ ভাই আমার ব্লগ আপন ভাই। উনাকে তুমি ছ্যাক খাওয়ার অবশন এ রাখলে?
ইতু দুঃখ, ইতু অপমান কেমনে সঁই?আমার ভাই হিরো। আমার ভাই'র পিছনে মেয়েরা ঘুর ঘুর করবে, আর সেখানে...।
যাকে নিয়ে যা খুশি লিখো আমার আপওি নাই, কিন্ত আমার আপনা ভাই কে নিয়া না।
অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম এবং আপনাকেও এতটা উৎসাহ দেবার জন্যে থ্যাংকস।

বাপরে বাপ, এত প্রশংসা, শেষে ব্র্যাকেটের কথাটুকুই তো ঠিক মনে হলো! :P

ব্লগ আপন ভাই! নতুন জিনিস শুনলাম, আমি সাধারণত বলি ব্লগীয় ভাই, ব্লগ আপন ভাই শব্দটিও ডিকশনারিতে এড করে নিলাম। :)

ওমা আমি তো কিচ্ছুই করিনি, আপনার ব্লগ আপন ভাইই তো উদ্ভট স্টাইলে প্রপোজ করতে গিয়ে চিৎপটাং হলো! আপনার হিরু ভাই বোধহয় নারীকুলের কাছে জিরু ভাই! :P তার পেছনে মেয়ে ঘোরে এমনকিছু বলে মিছে ভাব নেবার চেষ্টা করেছে মনে হচ্ছে। ;)

যাকে নিয়েই লিখিনা কেন, সেতো কারো না কারো ভাই হবেই। সবার কথা মানতে গেলে আমার রম্য ভাইয়ের কি হবে গো আপু? হিহি।

পাঠ ও দারূণ আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালোবাসা রইল।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

তারেক ফাহিম বলেছেন: এত্ত হিউমার নিয়ে থাকেন কেমনে :) ব্লগারদের ব্লগের উপর প্রোপোজ নির্ভর :D

চমৎকার রম্য, একেবারে হাসতে হাসতে গড়াগড়ি।

নুরু ভাইয়ারটা একটু বেশি ভালোলাগছে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: মাথা খারাপ মানুষ তো, এজন্যেই থাকতে পারি। স্বাভাবিক মানুষ হলে এত হিউমার নিয়ে থাকতে অসুবিধে হতো। ;)

হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন জেনে মনে হচ্ছে রম্য সার্থক। থ্যাংকস এ লট।

হুমম, সবাই ওনারটাই বেশি ভালো বলছেন। বিপুল ভোটে জয়ী আরকি! হাহা।

ভালো থাকবেন অনেক।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



আহা প্রোপোজের কি স্টাইল ।

ভাবতেছি মেয়ের বাড়ির ছাদে হেলিকপ্টার দিয়ে নেমে প্রোপোজ করব ।

অথবা রাস্তায় জ্যাম থাকা অবস্থা নেচে কুদে বান্দর ডান্স থুক্কু ডিস্কো ড্যান্স দিয়ে করব ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা, আপনাকে নিয়ে আর রম্য লেখা লাগবেনা, আপনি নিজেই লিখে দিলেন! অবশ্য পরে কখনো আপনারই দেওয়া আইডিয়াগুলো আপনার ওপরে এক্সপ্যান্ড করতেই পারি। ;)

পাঠ ও মজার মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

নয়া পাঠক বলেছেন: সবার স্টাইলই তো পেলাম.. কিন্তু পাগলা ০০৭ এর স্টাইল কই....... নাকি লজ্জা লজ্জা লাগে..... নিজেরটা স্টাইল দিতে সবার আগে......

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমার স্টাইল এই সিরিজের পূর্বের পর্বে ব্লগার ভ্রমরের ডানা লিখেই দিয়েছেন, তাই আর আমাকে লিখতে হয়নি। ;)

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
শুভকামনা!

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

ফয়সাল রকি বলেছেন: বিনোদনময় B-))

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকু, থ্যাংকু। :)

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

আরোগ্য বলেছেন: আরে বাপরে! কড়া পোস্ট। অধিকাংশতো বিবাহিত। উত্তর তো একটাই আসার কথা। :P
তবে হাবিব স্যারকে দিয়ে এমন কাজ আশা করি নি। :(

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: তারা বিবাহিত হবার পরেও নানা রং এর প্রপোজ এবং বেরং এর ছ্যাকা করে বেড়ালে আমি আর কিইবা করতে পারি? ;)

ওমা রম্যে স্যাড ইমো কেন? কি হয়েছে ওনাকে নিয়ে লিখলে ক্ষতি কি?

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমায় নিয়ে এত কিছু
আমায় বলিস গন কেস !
দিব্যি দিলাম জীবনেও
দেখবোনা তোর আগলী ফেস !!

দিন তরিখ মাস বছর
সবই আমার মুখস্ত।
তার পরেও অববাদ !!
ঠিক আছে তথাস্ত।


দারুন লাগছে আমার কাছে, ধন্যবাদ লেখক

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ! এলেন অবশেষে, সবাই আপনার প্রপোজ স্টাইলটাই বেশি পছন্দ করেছে।

কি এক মন্তব্য করলেন! পুরো রোস্ট করে দিলেন যে! হাহা।

মোস্ট ওয়েলকাম, আপনাকেও আন্তরিক ধন্যবাদ রম্যকে উদার মনে নিয়ে, দারূণ রম্য ছড়ায় মন্তব্য করায়।

ভালো থাকুন।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

শিখা রহমান বলেছেন: হা হা প গে!! কি দুর্দান্ত একটা পোস্ট!! :P

কিভাবে যে সবার স্টাইল তুমি এমন ঠিক করে লিখলে? আর প্রিয়তমাদের জবাব গুলোও লাজবাব। =p~

মাঝে মাঝে এমন মজার পোস্ট দিয়ে ব্লগটাকে মাতিয়ে রাখার জন্য এত্তো আদর আর ভালোবাসা।

ভালো থেকো আর এমনই আনন্দে থেকো সবসময় ব্লগের পাগলী মেয়েটা। :)

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই শিখু আপু!

থ্যাংকু থ্যাংকু!

পাগলী তো, তাই সবার স্টাইল কপি করে ভেঙ্গাতে পারি। হিহি।

আদর আমার সবচেয়ে প্রিয় খাবার। সেটা দেবার জন্যে থ্যাংকস আপু। :)

তুমিও সবসময় ভালো থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.