![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।
আজকাল জাতীয়/সামাজিক/পারিবারিক/ব্যক্তিগত জীবনে কোন না কোন সমস্যা লেগেই আছে। যান্ত্রিক ব্যস্ত জীবনে একের পর মনখুলে হাসার সময় সুযোগ যেন হয়ে উঠছে না। তাই ফানি কিছু ছবি জোগাড় করলাম যা আপনাকে ভীষন ভাবে হাসিয়ে যাবে গ্যারান্টিড!
পূর্বের পর্বগুলো: ফুটবল বিশ্বকাপের সিজনে মজার সব ছবির কালেকশন নিয়ে সামুপাগলার ফান ফুটবল ফটো ব্লগ! এক্কেবারে ফ্রি বিনোদন!
ব্লগে একেক পরিস্থিতিতে কেমন অনুভূতি হয় ব্লগারদের? সামুপাগলার ব্লগীয় ফটো ব্লগে দেখে নিন সবাই!
সামু ব্লগারদের প্রকারভেদ এবং ব্লগীয় জীবনের নানা মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানাতে সামুপাগলা নিয়ে এলো ফান ফটো ব্লগ!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
১)
২)
৩)
৪)
৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১)
১২)
১৩)
১৪)
১৫)
১৬)
১৭)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ছবিসূত্র: গুগল মামা!
২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
সামু পাগলা০০৭ বলেছেন: ইয়াহ আই অলসো লাইক দ্যাট ওয়ান এ লট!
প্রথম মন্তব্যে ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।
২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
সামু পাগলা০০৭ বলেছেন: কি ঠিক আছে ভাইয়া? বুঝিনি।
৩| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপ্রে!
ভূই পাইছি
পয়লাই রামদা!
সখি বিশ্বাস করো আমার আর কারো সাথে চ্যাটিং হয়না তুমি ছাড়া
হা হা হা
এই টানাপোড়েনের বিশ্বায়ন জ্বালায় সবাইকে হাসানোর চেষ্টায় ধন্যবাদ।
বড্ড বেশি বস্তু আর স্বার্থকেন্দ্রিকতা আমাদের কেমন যেন ক্ষুদ্র ঘেরাটোপে আটকে ফেলছে!
সেই ছেলেমানুষি প্রাণ খোলা হাসি. অতি সামান্য বিষয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়া
কোথায় যেন হারিয়ে গেল বড় হবার সাথে সাথেই।
সম্পর্কের রসায়নগুলো পরিণতির জটিলতার ভাবনায়- গড়তে না গড়তেই ভেঙ্গে যাচ্ছে!
অথচ কোন পরিণতি ছাড়াও কি দারুন নিটোল সম্পর্ক হতে পারে! সুখ, দু:খ শেয়ার করে
মনের কথাগুলো দারুন মিথস্ক্রিয়ায় বিনিময়ে বেরিয়ে আসতে পারে দারুন অমর কিছু
সে সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে!
নাটক সিনেমা গান বিনোদন সবখানেই লাভালাভের নিক্তি হিসেব!
ধূর ছাই ! অতকিছূ দিয়ে কি কিছু হয়?
তারচেয়ে আমিই না হয় একাই থাকি আমার মতো!
অট্ট্রহাস্যে হাহা করে ভুলে যাই সব দু:খ বেদন! চিন্তা চেতন!
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৩
সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!
লল! হাহাহা প্রথমেই সিক্সার!
বিশ্বাস করি আপনি চ্যাটিং শুধু আমার সাথেই করেন, কিন্তু ফোনে ইটিশ পিটিশ সবার সাথে!
মোস্ট ওয়েলকাম, তবে লাভ আমারো হয়েছে - অন্যকে হাসাতে গিয়ে নিজেও অনেক হাসলাম।
সেই ছেলেমানুষি প্রাণ খোলা হাসি. অতি সামান্য বিষয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়া কোথায় যেন হারিয়ে গেল বড় হবার সাথে সাথেই।
আসলেই!
ওমা পরিণতি ছাড়া আবার সম্পর্কের সুন্দর শুভ সূচনা হতে পারে নাকি? পরিণতি ছাড়া প্রণয় অপূর্ণ! হাহা।
তারচেয়ে আমিই না হয় একাই থাকি আমার মতো!
অট্ট্রহাস্যে হাহা করে ভুলে যাই সব দু:খ বেদন! চিন্তা চেতন!
একই ভাবনা আমারো। আমি এত সুন্দর করে লিখতে পারতাম না যদিও।
সুখে থাকুন সখা।
৪| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ৫, ৭ ও ১০ নম্বরটা পুরাই মাসখা।
ধন্যবাদ সামু পাগলা০০৭।
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংক ইউ হেনাভাই। তবে আপনি আড্ডাঘরে যা শেয়ার করেন, অতো ফানি কিছু আমি খুঁজে ফাইনি। ইউ আর দ্যা বস!
ভালো থাকুন।
৫| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: মজার।
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস এ লট।
পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন।
৬| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জটিল কালেকশন।
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫০
সামু পাগলা০০৭ বলেছেন: জটিলস সামুপাগলার সব কালেকশন জটিলই হয়!
ধন্যবাদ মন্তব্যে।
ভালো থাকুন।
৭| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ওই মেয়েটা তোমার পিকে, পোস্টে লাভ রিয়েক্ট দেয় ক্যান?
ওই তুমি মেয়েটার ফুডুতে ওয়াও, লাইক দিলা ক্যান? ইনবক্সে কি চলে? পাসওয়ার্ডটা দাও তো!
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১
সামু পাগলা০০৭ বলেছেন: এসব ব্যাপারে বেশ এক্সপেরিয়েন্সড দেখছি। সব ছবি ছাড়িয়ে শুধু এটিই মনকে এফেক্ট করল!
৮| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা..
সবগুলোই দারুণ। বিশেষ করে, ৫, ৭, ৯, ১৪, ১৫।
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১১
সামু পাগলা০০৭ বলেছেন: পূর্বের মন্তব্যকে মেকআপ দেবার ব্যর্থ প্রচেষ্টাকে সম্মান জানিয়ে একটি স্বান্তনা পুরষ্কার!
৯| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন:
প্রথম ছবিটা নিয়ে লিখা শেষ করার আগেই টুংটুং করে ম্যাসেজ হাজির। ভাবলাম, আর কথা বাড়ানোর দরকার নাই। তাই কমেন্ট প্রকাশ করে মেসেঞ্জারে চলে গেছিলাম।
মেসেঞ্জারে না পেয়ে কৌতূহলী হয়ে যদি ব্লগে টু মেরে দেখে- সামু পাগলার পোস্টে আড্ডা দেওয়া হচ্ছে; তাহলে ত সব্বনাশ হয়ে যাবে!!
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৭
সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা এই যে থলের বেড়াল মানে বিল্লিটা এবারে বেরোল।
আমাকে নিয়ে অসুবিধা হবেনা, আমার নিক নেমটাই এমন যে ভাবী নিজে আমার সাথে কথা বলতে বলবে বেশি করে। লল!
১০| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ১০ নং-টা সেরা। পোস্ট পড়তে পড়তে আসা আমার মুচকি হাসিটি এখনো রয়ে গিয়েছে।
২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: মায়ের সাথে শপিং করতে গিয়ে এমন হয়েছে অনেকবার। কিছু হয়ত পছন্দ হয়নি, বা দুটো ড্রেস কেনার পরে দোকানদারেরা অতি উৎসাহে প্রায় পুরো দোকানের জিনিস খুলে সামনে দিয়ে দিয়েছে। হাহাহা।
দ্যাটস গ্রেট। এই হাসির রেশ অনেকদিন থাকুক। এই পোস্টের সার্থকতা হবে সেটাই।
১১| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৬
নীল আকাশ বলেছেন: ১২ নাম্বারটি জোস লেগেছে। নীচেরটা আপনার জন্য।
২৫ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:১৭
সামু পাগলা০০৭ বলেছেন: হাহা থ্যাংকস মন্তব্য এবং ছবির জন্যে।
ভালো থাকুন।
১২| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:২০
সামু পাগলা০০৭ বলেছেন: এই ফাজিল দুষ্টু বাচ্চাটির চেহারা দেখলে আপনার কথাই মনে হয়! ব্যাস আপনার ছোট ভার্সন। লল!
১৩| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৯
ল বলেছেন: রাস্তায় রক্ত দাম করো না ----
কেমতে কেমতে এসব পেয়ে যান !!!
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০০
সামু পাগলা০০৭ বলেছেন: সামুপাগলার খাজানায় এমন অনেককিছুই সহজে পাওয়া যায়। খুঁজতে হয়না।
অনেক ধন্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা।
১৪| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: :
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০০
সামু পাগলা০০৭ বলেছেন: ছবি আপু!
হাসাতে পেরেছি মনে হচ্ছে। যাক পোস্ট সার্থক!
ধন্যবাদ মন্তব্যে।
১৫| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ মজা হলো।
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০২
সামু পাগলা০০৭ বলেছেন: মজা দেবার জন্যেই তো পোস্টটি দিয়েছি।
ধন্যবাদ অনেক।
১৬| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০২
সামু পাগলা০০৭ বলেছেন: প্লাসে আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন সেলিম আনোয়ার।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
ভুয়া মফিজ বলেছেন: ১৫ নং টা বেস্ট!!!