নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঈদ পোস্ট সংকলন ২০২০ (যদি কোন ঈদ পোস্ট মিস করে থাকেন অবশ্যই পোস্টে প্রবেশ করুন :))

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৩:৩০

প্রতি ঈদকে কেন্দ্র করে ব্লগারেরা অসাধারণ সব লেখা পোস্ট করতে থাকেন ঈদের বেশ কদিন আগে থেকেই এবং সামুর পাতায় পাতায় রটিয়ে দেন "ঈদ আমাদের!" :) না সত্যিই, সামুতে ঈদের পোস্ট এবং ব্যানার না দেখলে মনেই হয়না ঈদ এসেছে।
সবাই জানি যে কোরবানীর ঈদ প্রচন্ড ব্যস্ততার। পারিবারিক ও ধর্মীয় দায়িত্বগুলো পালন করতে গিয়ে অনেক ব্লগার চোখ রাখতে পারেন না সামুতে। এই সময়ের মধ্যে ভালো কিছু পোস্ট পিছনের পাতায় চলে যায় এবং অনেকের চোখের আড়ালে থেকে যায়। সেই সমস্যা দূর করতেই নিয়ে এলাম ঈদ পোস্ট সংকলন।

-----------------------------------------------------------------------------------------------------------------------------

মতামত!

কুরবানির দ্বিতীয় দিন
জীবিত অথবা মৃত প্রাণীর শরীর মাত্রই প্রাণীর আহার।
দুঃসময়ের ঈদ এবং কোরবানী দেওয়া না দেওয়ার প্রশ্ন ।
বন্যা, করোনা ও কোরবানি
করোনায় কুরবানি : বিকল্প চিন্তার ইসলামী দৃষ্টিভঙ্গি
বিক্রি করতে না পেরে ছাগলের চামড়া পদ্মা নদীতে নিক্ষেপ
▓▒░ কুরবানি বিষয়ক ░▒▓
সরকারে দক্ষ লোকজনের অভাব থেকে যাবে আরো অনেকদিন।
পথ চলতি ভাবনা
যেই ছবিটা ভাইরাল হইছে
কোরবানির ঈদ এবং আমাদের আত্মত্যাগ
বিক্রি করতে না পেরে ছাগলের চামড়া পদ্মা নদীতে নিক্ষেপ

ধর্মীয়!

ঈদ মানেই আনন্দ। ঈদ মানে খুশিঃ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
মহানবী (স.) যেভাবে ঈদ উদযাপন করতেন
ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা, ঈদের দিনে পালনীয় কিছু সুন্নত আমল এবং তাকবিরে তাশরিক পাঠের কিছু মাসআলাঃ
কুরবানী মুসলমানের একটি গুরুত্বপূর্ণ ইবাদাত
ঈদে নতুন পোষাক পরিধান সম্মন্ধে ইসলাম কি বলে?
কোরবানি দিন

স্মৃতিকথন!

অনেক প্রথমের সেই ইদ
প্রকৃতির প্রতিশোধ
সালামি কে হ্যা বলুন...
বেইজিঙে কুরবানি পালন
দিনলিপির ছেঁড়াপাতা

কবিতা!

মনের পশু কোরবানি কর
"নিকটবর্তী হওয়া"র খুশি (ঈদূল আযহা)
এবারের কুরবানি হোক !!!!
কবিতাঃ কুরবানীর ঈদ

শুভেচ্ছা!

ঈদ মোবারক
পবিত্র ঈদুল-আযহার অফুরন্ত শুভেচ্ছা
ঈদ মোবারাক

রম্য!

১২ রকম ঈদ!
রম্য- গো-হাটে পিতা পুত্র

রেসিপি!

ঈদে ডেজার্ট রেসিপি- আনারসের খাটা
ভিনদেশী ডেজার্ট

উপকারী ও সৃষ্টিশীল উদ্যোগ!

আপনার আগমন শুভ হোক
কোরবানির চামড়াঃ একটি এসো নিজে করি প্রজেক্ট

সচেতনতামূলক লেখা!

পারিপার্শিক অবস্থা দেখে বোঝার উপায় নাই যে বাংলাদেশ করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা একটি দেশ

গল্প!

ঈদ স্পেশাল ছোট গল্পঃ অতৃ আর অর্থির ঈদ

হাটের খবর!

কোরবানির গরু কিনেছেন ?? জিতেছেন !!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

আপনারা দেখতেই পারছেন অনেক পোস্ট যুক্ত করা হয়েছে এই কালেকশনে, তবুও কিছু মিস হয়ে যেতে পারে। তাহলে ক্ষমা চাইছি, মন্তব্যে জানালেই এড করে দেব। সামনেও কোন ঈদ পোস্ট আসলে এডিট করে এড করব পোস্টে।
আশা করি আপনাদের সবার ঈদ নিরাপদে সুন্দরভাবে কেটেছে, ভালো থাকুন সবাই। :)

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ৮:৫১

নতুন নকিব বলেছেন:



লাইকসহ সরাসরি প্রিয়তে সংকলন পোস্ট। অনেক কষ্ট করেছেন সংকলন তৈরির পেছনে। বরাবরই আপনাকে প্রচন্ড ধৈর্য্যশীল অনন্য একজন গুণী মানুষ হিসেবে দেখেছি।

হেই! আল্লাহ পাক আপনাকে সুস্থাবস্থায় দীর্ঘায়ু করুন। পরিবারের সকলকে নিয়ে সুন্দর সময় কাটান। সুন্দর ঈদ উদযাপন করুন। ঈদের শুভেচ্ছা। ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎﻭﻣﻨﻜﻢ ، ﻋﻴﺪﻛﻢ ﻣﺒﺎﺭﻙ, عيد سعيد

০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: হেই! অনেকদিন পরে! কেমন আছেন? আশা করি ভালো।

ওরে বাবা, পাঠ, মন্তব্য, লাইক ও প্রিয়তে নেবার জন্যে থ্যাংকস এ লট। আমাকে নিয়ে সুন্দর কিছু কথা বলার জন্যেও কৃতজ্ঞতা জানবেন।

শেষের কথাগুলো কি ভীষন সুন্দর! মনটা ভালো হয়ে গেল এমন শুভকামনা পেয়ে। আমিও দোয়া করি আপনার জন্যে। আল্লাহ আপনাকে এবং আপনার আপজনদেরকে সুস্থতা, সুখ ও সাফল্য দিক। ঈদ মোবারক!

২| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:১৮

শাহ আজিজ বলেছেন: ভাল হয়েছে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে, যে কেউ তার পছন্দের পোস্ট দেখতে পড়তে পারবে ।

থ্যানক্স ব্রো ।

০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: ওয়ান স্টপ সার্ভিস! বেশ বলেছেন তো! মন্তব্যে ধন্যবাদ।

একটা কথা, আমি ব্রো না, সিস্টার! :) অবশ্য নিকের কারণে কনফিউশন হওয়াই স্বাভাবিক।

ভালো থাকবেন।

৩| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঈদ পোস্টের গেইটওয়ে তৈরি করার জন্য ধন্যবাদ। ঈদ নিয়ে আপনার এই উচ্ছ্বাস সবার মাঝে সংক্রমিত হউক এই কামনা করছি।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, উচ্ছ্বাস কি অন্য কারো কম আছে? শুনলাম দেশে করোনার মধ্যেও মানুষ এমনভাবে ঈদ পালন করছে যেন করোনা বলে কোনকিছুর নামই শোনেনি! আল্লাহই জানেন, ঈদ পরবর্তী সময়ে কতটা বাড়বে আক্রান্ত মানুষের সংখ্যা! আল্লাহ সহায় হোন।

যাই হোক, মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা।

৪| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধৈর্যশীল আপিটা জাজাকিল্লাহ খাইরান

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০

সামু পাগলা০০৭ বলেছেন: ছবি আপু! পোস্টে পেয়ে ভালো লাগল।

সুন্দর একটি মন্তব্যের জন্যে থ্যাংকস।
ভালো থাকবেন আপনজনদের নিয়ে।

৫| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর সংকলন।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর!
শুভকামনা রইল!

৬| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মূর্খ বন মানুষ বলেছেন: গুড ইনিশিয়েটিভ ম্যাডাম! আমাদের মত যারা ব্লগে ৩/৪ দিন পরে পরে আসা হয়, তাদের জন্য বড় উপকার হয়েছে। থ্যাংকস এ লট।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১২:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস! ইরেগুলার পাঠকদের হেল্প তো করতে চেয়েছিলামই, পাশাপাশি ভালো কোন লেখা যেন কারো চোখের আড়ালে না পরে ঈদের ব্যস্ততায়, সেজন্যেও এই সংকলনটি তৈরি করা।

মোস্ট ওয়েলকাম। টেক কেয়ার!

৭| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার আয়োজন

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

৮| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৭

নিয়াজ সুমন বলেছেন: সবার জন্য বেশ উপকার হয়েছে। শুভ উদ্যোগ নেওয়ার জন্য এক গুচ্ছ বৃষ্টি ভেজা স্মিগ্ধ সতেজ ফুলের শুভেচ্ছা রইলো।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ দারূণভাবে শুভকামনা জানালেন তো! অনেক সুন্দর একটি মন্তব্য! ধন্যবাদ।
ভালো থাকবেন।

৯| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক ক্লিকে সকল ঈদ আয়োজন :)
ওয়াও

দারুন কষ্টকর পোষ্টটা কখন কোনফাঁকে নিভৃতে হারিয়ে গেল!!!!
এটাতো স্টিকি করা দরকার ছিল।
ঈদের ব্যস্ততায় যারা মিস করেছেন- তারা এখানে এসে এক পাতা সব খুঁজে পাবেন।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সখি, কষ্টকর সংকলনের জন্যে

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: সখা তো পারলে সখির সব পোস্টই স্টিকি করে। :)

ঈদের ব্যস্ততায় যারা মিস করেছেন- তারা এখানে এসে এক পাতা সব খুঁজে পাবেন।
জাস্ট এ কারণেই পোস্টটা দেওয়া। আশা করি যাদের এমন পোস্টের দরকার ছিল তাদের হাতে পৌঁছাবে।

নাহ এটুকুতে আর কষ্ট কি! সময় করে ঢুঁ মেরে যাবার জন্যে থ্যাংকস।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.