নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

৮ টি প্রয়োজনীয় ও বিনোদনমূলক ওয়েবসাইটের লিংক নিয়ে সামুপাগলা হাজির! (এক্কেরে ফ্রি, ট্রাই না করলে মিস! ;) )

১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৬



করোনার সময়ে অনেকেই ঘরবন্দি অবস্থায় আছেন। বাচ্চাদের স্কুল বন্ধ। বড়দের অফিস চললেও অপ্রয়োজনীয় কাজে সচেতন মানুষেরা বাইরে যাচ্ছেন না। ইচ্ছেমতো বাইরে গিয়ে শপিং, ইটিং, ট্র্যাভেলিং করে ছুটির দিনটা কাটাতে পারছেন না নিজের ও আপনজনদের
সুস্থতার জন্যে। এমন মনখারাপ করা মুহূর্তে অনলাইনেই কাটাতে পারেন দূর্দান্ত কিছু সময়। নিয়ে এলাম ৮ টি ভিন্ন স্বাদের সাইটস - কোনটি প্রয়োজনীয়, কোনটি শিক্ষনীয়, এবং কয়েকটি নিছক টাইমপাস! এই সাইটগুলো পাশে থাকলে একঘেয়েমি দূরে পালাবে!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

পূর্বের পর্ব!
(পর্ব ১):)
(পর্ব ২):)
(পর্ব ৩):)


১) দিস ইজ স্যান্ড!

লিংকে গিয়ে প্রথমেই START বাটনে ক্লিক করুন। তারপরে ক্লিক করতে থাকুন স্ক্রিনের যেকোন জায়গায়, শব্দ করে বালু পড়তে থাকবে! সেই বালুর রং আপনি ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন কোণায় থাকা গোল রঙ্গিন আইকনটিতে ক্লিক করে। শুধুমাত্র টাইমপাসই নয়, সৃষ্টিশীলতার দারূণ সুযোগ এটি। মনমতো নকশা এঁকে শেয়ার করতে পারেন আপনজনদের সাথে যেমনটি নিচে অনেকে করেছেন!





২) সুপার কুক!

করোনার লকডাউনে রাঁধুনিদের রান্না বেড়েছে, পাশাপাশি যারা রান্না করতনা তারাও টাইমপাস করার জন্যে রান্নাঘরে অনেককিছু ট্রাই করেছেন। এই সাইটটি সেসব নতুন কুকদের খুব সাহায্য করবে। :)

সাইটের বাম পাশে সেসব উপকরণ টাইপ/সিলেক্ট করুন যেগুলো আপনার কাছে আছে। সাইটের ওপরে সার্চ আইকনের পাশে কিছু আইকন দেখবেন - সেগুলোতে ইচ্ছেমতো অপশন বেছে নিন। আবার সার্চ আইকনে ক্লিক করে যেকোন একটা খাবারের নামও টাইপ করতে পারবেন।
তারপরে সাইটটি নানা রকম রেসিপি আপনার সামনে এনে দেবে এবং এটাও বলে দেবে আপনি কোন কোন উপকরণ মিস করছেন অথবা আপনার উপকরণগুলো দিয়ে কি কি রেসিপি বানানো যাবে।




৩) সিক্রেট ডোর!

ছোটবেলায় মনে হতো না যদি একটা যাদুই দরজা থাকত যেটাতে টোকা মেরে প্রতিবার নতুন নতুন জায়গায় যাওয়া যাবে? বাস্তবে না হলেও অন্তর্জালে সেটা এখন সম্ভব। টোকা দিন দরজায় এবং আপনাকে নিয়ে যাবে পৃথিবীর কোন এক প্রান্তে। পেজ রিলোড করে আবারো টোকা দিন, একেবারে নতুন ও অন্যরকম আরেকটি জায়গায় নিয়ে যাবে। মজার ব্যাপার কোথায় যাবেন সেটা আপনার হাতে নেই, তাই সারপ্রাইজ ও এক্সসাইটমেন্ট রয়েছে সাইটটির পরতে পরতে!



৪) হেয়ার ইজ টুডে!

ক্লিক করতে থাকুন টাইম স্কেলটিতে। তারপরে দেখুন মজা! সৃষ্টির আদিতে যেতে যেতে আবিষ্কার করুন কিভাবে এলাম আজকের সময়ে!



৫) কস্ট অফ লিভিং!

সার্চ অপশনে নিজের অথবা বিদেশী কোন শহর/দেশের নাম সার্চ করুন! ব্যাস তারপরে চোখের সামনে ভেসে উঠবে সেই দেশের লিভিং কস্ট রিলেটেড নানা তথ্য!
ম্যাপটিতে ক্লিক করে নানা দেশের লিভিং কস্টের তুলনামূলক চিত্রও দেখতে পারবেন। সাইটটি যত এক্সপ্লোর করবেন তত বেশি উপকারী তথ্য জানতে পারবেন। নতুন কোথাও মুভ করার ইচ্ছে থাকলে সাইটটি ভালো গাইড হতে পারে।



৬) রেডিও গার্ডেন!

অসাধারণ একটি সাইট রেডিও শ্রোতাদের জন্যে। বিশ্বের যেকোন জায়গার রেডিও শুনুন! নিচের কোণায় থাকা সার্চ বাটনে ক্লিক করে যেকোন একটি দেশে নাম সার্চ করলেই সেই দেশটির নানা রেডিও স্টেশন চোখের সামনে চলে আসবে। শুনতে পাবেন দেশী প্রিয় গান/অনুষ্ঠান সহ পরিচিত হতে পারবেন বিদেশী অজানা অপরিচিত নানা রেডিও প্রোগ্রাম অথবা সংস্কৃতির সাথে!



৭) স্টিল টেস্টি!

এটা বেশ ইন্টারেস্টিং একটা সাইট। করোনার মধ্যে অনেকেই প্রচুর বাজার করে রেখেছেন যেন বারবার বাইরে গিয়ে ভীড় ও করোনার রিস্কে পড়তে না হয়। কিন্তু ফ্রিজেও কোন খাবার ভালো থাকার একটা টাইম লিমিট থাকে। সেই লিমিটটা কি সেটা জানতে ক্লিক করুন ওপরের লিংকে!



আমি যেমন উদাহরণ হিসেবে মিল্ক সিলেক্ট করেছি। পরের পেজে নানা ধরণের মিল্কের অপশন আসবে, ঠিক অপশনটি চুজ করুন।

তারপরেই পেয়ে যাবেন নিচের রেজাল্ট! শুধু যে কতদিন খাবারটি ঠিক থাকবে তাই নয়, খাদ্যদ্রব্যকে ঠিক রাখার নানা রকম টিপস, খারাপ হয়ে গেলে বোঝার উপায় ইত্যাদিও এক ক্লিকেই পেয়ে যাবেন চোখের সামনে!



৮) কুইক ড্র!

এটা ভীষন রকম মজার একটা সাইট। ছোটবেলায় আমরা খেলেছি এই খেলাটা বন্ধুদের সাথে, অনেকে কলেজ লাইফেও খেলে থাকবেন। প্রথমে লিংকে ক্লিক করে Let's Draw! নামক হলুদ রং এর বাটনটিতে ক্লিক করুন।

সাইটটি আপনাকে ২০ সেকেন্ডের মধ্যে একটা ছবি আঁকতে বলবে।



আপনি আঁকা শুরু করার সাথে সাথে একটি কন্ঠ গেস করতে থাকবে কি আঁকছেন। যদি সে ২০ সেকেন্ডের মধ্যে গেস করে তবে আপনি জিতে যাবেন। গেসগুলো ভীষন রকম রিয়ালিস্টিক, আপনার মনে হবে কোন মানব বন্ধুর সাথে খেলছেন। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন! :)

-----------------------------------------------------------------------------------------------------------------------------

আরেহ আরেহ কোথায় যাচ্ছেন? কোন সাইটটি সবচেয়ে ভালো লাগল সেটা বলতে ভুলবেন না যেন? :)


ছবিসূত্র - অন্তর্জাল!

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

আকন বিডি বলেছেন: ১ম

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: অভিনন্দন। এই খুশিতে চা মুড়ি নিন! :)



২| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

আকন বিডি বলেছেন: আপনার নতুন সিরিজের খবর কি? :D ওয়েট করলাম কদিন। |-)

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: অপেক্ষারও আলাদা মজা আছে বৎস! হাহা।
আশা করছি, পরের পোস্টটি সিরিজ রিলেটেড হবে।

৩| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৮

আকন বিডি বলেছেন: দুধ চা'র মধ্যে রং চা ঢালা হচ্ছে এই দুই নম্বর চা আমাকে দিছেন? X(
পাশে ঐটা কি, দধি? চায়ের মধ্যে দধি? কলি কালের বাকি রইল কি? :-/

এইটাতো দেশি মুড়ি না। ইউরিয়া মিশানো মুড়ি, তার উপর ইন্ডিয়ান পিয়াজ। আমাকে মারার ইচ্ছা? X((

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: উরে বাবারে মাথা ঘোরায়! এ কেমন মেহমান! আপ্যায়নে ধন্যবাদ না দিয়ে অভিযোগ!

ওটা দই না দুধ! দুধ ঢালা হবে আবারো। আপনাকে স্পেশাল চা দেওয়া হচ্ছে। ;)

মুড়ি আর পেঁয়াজ দেশি, খেয়েই দেখুন - সেই ছোটবেলার স্বাদ! :D

৪| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

আকন বিডি বলেছেন: অতিথিরে উল্টা পল্টা দিলে মাথা ঘুরবে।
আমি এখন বড় হইছি, ছোটবেলার স্বাদ দিয়া কি করমু। :P


ফানে মাইন্ড খাইয়েন না।
সব লিংক বুকমার্ক করছি।
শুধু ঘোড়া আকতে পারছি।
রেডিওর লিংকটা অসাধারণ।

জাজাকাল্লাহু ।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ না মাইন্ড করার প্রশ্নই ওঠেনা। আমার তো মনে হয় আপনার মতো মানুষদের কারণে সামু প্রাণবন্ত থাকে। আড্ডা মজায় মেতে থাকে।

বড় হলেই তো মানুষ ছোটবেলার স্বাদ সবচেয়ে মিস করে। ছোটকালে "কবে বড় হব?" এবং বড় হলে "শৈশব কত ভালো ছিল!" এই ভাবনাতেই জীবন পার হয়ে যায়। প্রতিটি মুহূর্ত যারা মন থেকে এনজয় করতে পারে অতীত/ভবিষ্যৎ এর কথা চিন্তা না করে - তারাই প্রকৃত সুখী! এখন আবার আপনি মাইন্ড করবেন না, অনেকগুলো সিরিয়াস কথা বলে ফেললাম। :)

পোস্ট নিয়ে মতামত জানানোর জন্যে ধন্যবাদ।

৫| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চৎকার !! সরি চমৎকার আর মজাদার
সব্ সাইটরে খোঁজ দেবার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ। সময় কাটবে বেশ !!
তবে সাবধান !! করোনা কালে দেশে বিবাহ
বিচ্ছেদের বেড়ে গেছে। গড়ে প্রতিদিন
৫১টা বিবাহ বিচ্ছেদ হচ্ছে বনি বনা না
হবার কারনে।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম।

সময় কাটবে বেশ !!
অন্য পাঠকেরাও সাইটগুলোতে ভালো সময় কাটাবেন আশা করছি।

বিবাহ বিচ্ছেদের ব্যাপারে আমাকে সাবধান কেন করলেন?

৬| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০

মিরোরডডল বলেছেন:



পিচ্চু, ড্রয়েরটা খুবই হাস্যকর ! চোখ আঁকতে গেলাম গেজ বলল আই, যেই চোখের লিড দিলাম আর ওমনি বলে স্পুন,
তারপর চোখের পাপড়ি দিতেই বলে লিফ হা হা হা ।

সিক্রেট ডোর খুব ভালো লেগেছে , সাগরের পাশে ছোট বাসা আর উডেন ডেকটা দারুণ ছিলো :)



১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: কুইক ড্রয়ের ব্যাপারে যেটা মজার লাগে সেটা হলো প্রতি লাইন আঁকার সাথে সাথে কিছু একটা অনুমান করে ফেলে। এজন্যে অনেক এনগেজিং হয়ে যায় সাইটটি আমার মতে।

আমি তো অনেকবার নক করেছি সিক্রেট ডোরে, কিন্তু সাগরের পাশে ছোট বাসা পাইনি! :( তুমি লাকি।

সাইটগুলো ট্রাই করার জন্যে থ্যাংকস আপু।

৭| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুপার কুক মনে হচ্ছে আমার বেশ কাজে লাগবে। কারণ করোনার কারণে কয়েক দিন রান্না করতে বাধ্য হয়েছিলাম নিরুপায় হয়ে। এটাই আমার জীবনে প্রথম রান্নার চেষ্টা ছিল। রান্না শেখার প্রয়োজনীয়তা ও উপকারিতা হাড়েহাড়ে টের পেয়েছি। তাই রান্নাটা শিখে ফেলব ভাবছি। তা ছাড়া আমি আমার নিজের পারফর্মেন্সে নিজেই মুগ্ধ ছিলাম ( আর কেউ হোক বা না হোক)। :) আমার বউ পর্যন্ত প্রশংসা করেছে।
সিক্রেট ডোর – এটাও মনে হয় রোমাঞ্চকর হবে।
হিয়ার ইস টুডে – এটার প্রতিও আগ্রহ জাগছে।
কস্ট অফ লিভিং – এটা যারা ভ্রমণ করে তাদের খুব কাজে দেবে মনে হচ্ছে।
আটটার মধ্যে ৪ টা আমাকে আকৃষ্ট করেছে। বাকিগুলিও ভালো কিন্ত হয়ত আমার জন্য উপযুক্ত না। আপনি কষ্ট করে খুঁজে বের করেছেন সাইটগুলি তাই আপনাকে অশেষ ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: আপনিও করোনাকালের নতুন কুকদের মধ্যে পরেন তার মানে! ভাবী যখন প্রশংসা করছিলেন তখন তার মুখ হাসিহাসি ছিল নাকি কাঁদোকাঁদো? তিনি কি বাহানা করে আপনাকে কিছু আনতে পাঠান এবং আপনি এসে দেখেন ভাবীর প্লেট ফাঁকা? ;) :D

৮ টার মধ্যে ৪! নট ব্যাড। গুড জব সামু পাগলা! হাহাহা।
আপনি ডিটেইলে পছন্দের সাইটগুলোর ব্যাপারে নিজের অনুভূতি শেয়ার করেছেন, থ্যাংকস। পরে এমন কোন পোস্ট লিখলে এই ডিটেইলড মতামত খুব কাজে লাগবে আমার।

মোস্ট ওয়েলকাম।
টেক কেয়ার!

৮| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার স্ত্রী করোনা আক্রান্ত ছিল। অসুস্থ অবস্থায় আমার রান্না করা ডাল আর মিষ্টি কুমড়া ভাজি তার খুব পছন্দ হয়েছিল। সে কখনও মিষ্টি কুমড়া ভাজি রান্না করত না। এখন সে মাঝে মাঝে এটা রান্না করে কারণ সে বুঝতে পেরেছে যে এটা আমার পছন্দের খাবার। আমার রান্নার দলে আমার দুই ছেলে ও ছোট মেয়ে ছিল সাহায্যকারী হিসাবে। আমার স্ত্রীর প্রশংসাটা আসলেই খাঁটি ছিল যদিও আমার রান্না শুধু জীবন বাঁচানোর মত ছিল। তবে সে ভাবতেও পারেনি যে আমার দ্বারা রান্না সম্ভব। এই জন্যই প্রশংসা করেছিল মনে হয়।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ! আমি অনেক মজা করে ফেললাম পুরোটা না জেনেই। ভাবী এখন ভালো আছেন তো?
কি একটা ঝড়ই না গিয়েছে পুরো পরিবারের ওপরে। পরিবারের পুরুষ ও বাচ্চারা অসুস্থ হওয়া এক জিনিস, কিন্তু সবার খেয়াল রাখা মা/স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়েন - পুরো সংসার অচল হয়ে যায়। যদিও মনে হচ্ছে, আপনি বাচ্চাদের সাথে ভালোই সামলেছেন সব।

আল্লাহ আপনাদের সহায় হোক, করোনা সহ যেকোন রোগ বিপদ থেকে দূরে রাখুক।

৯| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: তথ্যমূলক পোষ্ট। ধন্যবাদ আপনাকে ।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:২১

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম। আপনাকেও ধন্যবাদ পোস্টটিতে ঘুরে যাবার জন্যে।
করোনাকালে সুস্থ ও নিরাপদে থাকুন।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট দিয়েছেন।
আজ আমার হাতে সময় আছে। সময়টা ভালো কাটবে।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ ব্যাটে বলে মিলে গেল! মানে আপনার সময় হলো আর আমার ওয়েবসাইটের পোস্ট এলো। আশা করি ভালো সময় কাটবে এসব সাইটে এবং কিছু শেখার মতোও পাবেন।

ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

১১| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২৭

অন্তরা রহমান বলেছেন: দারুণ সব সাইট দেখি। সময় নেই, তা না হলে গিয়ে একটু গুতাগুতি করে আসতাম।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: হেই অন্তরা আপু!

এক কাজ করুন, পোস্টটি প্রিয়তে নিয়ে রাখুন বা অন্যকোন ভাবে নিজের কাছে সেভ করে রাখুন। যখনই হাতে সময় হবে এবং বোরড ফিল করবেন, সাইটগুলোতে গুতাগুতি করে একঘেয়েমি দূর করে নেবেন! :)

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
শুভেচ্ছা।

১২| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক মজার তো। ঢাকা বেতারের গান শুনলাম।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ মিলে গেলে একেবারে! ঐ সাইটিতে গিয়ে প্রথমে আমিও বেতারের গান শুনেছিলাম। :)

পোস্টে পড়ে সাইটটি ট্রাই করার জন্যে থ্যাংকস।
ভালো থাকবেন।

১৩| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৮

সোহানী বলেছেন: ভালো একটা সিরিজ.........

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০১

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস সুইট সোহানী আপু! :)

১৪| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১,৪,৮ সবচেয়ে ভাল।ধন্যবাদ।+++

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপনি! অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম। ভালো আছেন আশা করি।

সুন্দর মন্তব্য এবং প্লাসে ধন্যবাদ।
আপনজনদের নিয়ে ভালো থাকুন।

১৫| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



হেই! লাইক!

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেই!
থ্যাংকস! :)

১৬| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: প্রিয়-তে নিলাম!

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি প্রিয় শোকেস থেকে মাঝেমাঝে লিংকগুলোতে গিয়ে ভালো কিছু সময় কাটাতে পারবেন।
শুভেচ্ছা।

১৭| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাহ ব্যাটে বলে মিলে গেল! মানে আপনার সময় হলো আর আমার ওয়েবসাইটের পোস্ট এলো। আশা করি ভালো সময় কাটবে এসব সাইটে এবং কিছু শেখার মতোও পাবেন।
ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

স্যরি কাল, সারারাত মুভি দেখেছি।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: সরি বলার কি আছে? অন্যকোন ফ্রি টাইমে এই সাইটগুলোকে কাজে লাগিয়ে ফেলবেন নাহয়!

১৮| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

মনিরা সুলতানা বলেছেন: সিক্রেট ডোর দারুণ !!!
ভালোলাগা তোমার সিরিজে :)

১৩ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই মনিরা আপু! পোস্টে পেয়ে খুশি হলাম।

ভালো লাগা জানিয়ে যাবার জন্যে থ্যাংকস!

১৯| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: বিবাহ বিচ্ছেদের ব্যাপারে আমাকে সাবধান কেন করলেন?

আপনাকে না, আমি সাবধান করছি সেই সকল কোয়ারাইন্টানে থাকা দম্পতিদের যারা
আপনার এই বিনোদনমূলক ওয়েবসাইটের লিংক নিয়ে সারাদিন বাজার সদাই ও রান্না
বান্না বাদ দিয়ে শুধু বিনোদনে মেতে থাকবেন !!

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: উল্টোটাও তো হতে পারে। রান্নার সাইটগুলো মানুষকে কোভিডের মধ্যে সাহায্য করতে পারে। আর ঝগড়ার পরে বিনোদনের সাইটগুলো ব্যবহার করে মনকে শান্ত করতে পারেন। সেটা সম্পর্কের জন্যেও ভালো হবে।

আসলে দুজন মানুষ একে অপরকে ভালোবাসলে তারা আশেপাশের রিসোর্সগুলোকে পজিটিভ কাজে লাগায় আর ভালোবাসা না থাকলে কোনকিছুতেই কোন লাভ হয়না। কোভিড অনেকের ভালোবাসাকে আরো মজবুত করেছে আবার অনেককে দূরে ঠেলেও দিয়েছে। আগপিছ ওসব সংসার এমনিও ভাঙ্গত, ভালোবাসাটাই হয়ত চলে গিয়েছিল।

পুনরায় ঘুরে গিয়ে কনফিউশন দূর করার জন্যে ধন্যবাদ।
শুভকামনা।

২০| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৫

নিয়াজ সুমন বলেছেন: নাক বরাবর প্রিয়তে চলে গেলো..
পোস্টে + + +

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! বেশ মন্তব্য করলেন!
মন্তব্যে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ! :)

২১| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ২:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো। কত অজানা।

২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ ভাই। আসলেই এত বিশাল অজানা সমুদ্রের কয়েক ফোঁটা সবাইকে জানাতে পারলে পোস্টে দেওয়া পরিশ্রম সার্থক হবে!

নিরাপদে থাকুন, ভালো থাকুন।

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

মূর্খ বন মানুষ বলেছেন: দিস ইজ স্যান্ড!ঃ এইটা আমি ওপেন করতে পারিনি! ফ্ল্যাশ প্লেয়ার ব্রাউজারে না থাকলে এটা চলে না। এযুগে ফ্ল্যাশ প্লেয়ার ব্রাউজারে চালান বেশ বিপদজনক। এর মাধ্যমে ম্যালওয়ার ঢুকতে পারে আপনার সাধের পিসিতে। তাই সাবধান।

সুপার কুক! ঃ জীবনের তাগিদে আমাকে মাঝে মাঝেই রান্না করতে হয়। এই সাইট রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে কাজে দেবে।

সিক্রেট ডোর! ঃ গা ছমছমে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে অজানা আশঙ্কা কোথায় নিয়ে যাবে আমাকে! প্রথমবার আমাকে নিয়ে গিয়েছে একটা ঝড়ে বিধ্বস্ত বাড়ির মধ্যে!

হেয়ার ইজ টুডে!ঃ সময় এর কাছে আমরা কত ক্ষুদ্র!

কস্ট অফ লিভিং!ঃ এটা আমার জন্য বেশ কাজের একটা সাইট। আমি কোথাও যাবার আগে সেখানকার সম্পর্কে, সেখানের মানুষ সম্পর্কে, সেখানকার ওয়েদার সম্পর্কে আর কস্ট সম্পর্কে আগেই গুগুল করে জেনে নেই, এতে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

রেডিও গার্ডেন!ঃ বাহ! দারুণ তো! এই সাইট জিপিএস ইউজ করে আমার লোকেশন খুঁজে বের করে এখানের স্থানীয় সব রেডিও চ্যানেল সাজেস্ট করছে!

স্টিল টেস্টি!ঃ এটাও আমার জন্য অনেক উপকারি সাইট। যেহেতু আমি একবারে কিছু দিনের জন্য বাজার করে রাখি বা রান্না করে রাখি।

কুইক ড্র!ঃ আমাকে প্রথমে একটা টাইগার আঁকতে দিল। ২০ সেকেন্ড বেশ কম সময় বাঘ আঁকার জন্য, তবুও আমি সাধ্যমত চেষ্টা করলাম। কিন্তু এই বদ ব্যাটা বলে কি না এটা নাকি আউল! বুঝলাম টাইগার আঁকা কঠিন, তো পরের টা বেশ সহজ দিল। একটা স্কেটবোর্ড আঁকতে হবে। আমি মন দিয়ে আঁকলাম ভাল করে। এমা! এবার ও বদ ব্যাটা আমাকে বলে আমি নাকি স্পিডবোট এঁকেছি! এই টা কোন কথা! যাইহোক, পরের মগ, পিলো, প্যান্ট আর স্কুলবাস আঁকতে দেয় যা সফলতার সাথে আঁকতে পেরেছি।

আপনি খুঁজে খুঁজে এমন দরকারি আর মজার সব ওয়েব সাইট কষ্ট করে বের করে আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.